দাবী একটাই, ফাঁসী চাই

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: সোম, ১৫/০৭/২০১৩ - ৩:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

নব্বই বছর বয়সের লোকটাও তিনবেলা খায়শোয়ঘুমায়হাগেমোতে।
নব্বই বছর বয়স বলেও পৃথিবীতে কারো মৃত্যু আজ পর্যন্ত থেমে থাকে নাই,
অধিকাংশ ক্ষেত্রে এরচে বেশি বয়সেই মৃত্যু হয়েছে মানুষের।

নব্বই বছর বয়স কাউকে নিরপরাধ বানিয়ে দিতে পারে না। রেহাই দিতে পারে না কৃতকর্মের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার এবং সর্বোচ্চ শাস্তি নব্বই বছর বয়সেও হয়েছে। সেই বিচারকেরা বয়সের শাস্তি দেননি, শাস্তি দিয়েছিলেন অপরাধের।
অথচ গোলাম আযমের ক্ষেত্রে ঠিক উল্টোটা হলো।

ত্রিশ লক্ষ হত্যাকাণ্ড, আড়াই লাখ ধর্ষণ, এক কোটি মানুষের উদ্বাস্তু হওয়া, জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ আর ধ্বংসযজ্ঞের যতটুকু দায় পাকিস্তান সেনাবাহিনীর, গোলাম আযমের দায় তারচেয়ে একটুও কম না। এই নরাধম পশুটার প্রত্যক্ষ সহযোগিতা ব্যতিত পাক বাহিনীর পক্ষে সারাদেশে ছড়িয়ে যাওয়া এবং নয় মাস ধরে ধ্বংশ হত্যা চালানো অসম্ভব ছিলো। তাই গোলাম আযমের দায় পাক বাহিনীর চেয়ে বেশি ছাড়া কম না।

অথচ সেই গোলাম আযমের বিরুদ্ধে সবগুলো অপরাধ এবং অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো না। দেওয়া হলো নব্বই বছরের কারাদণ্ড। লাখো শহীদ আর ধর্ষিতার আর্তচিৎকার নয়, বিবেচিত হলো গোলাম আযমের শারীরিক অবস্থার, বয়সের!

এখন গোলাম আযমকে রাষ্ট্রীয় খরচে ভিআইপি ট্রিটমেন্টে বাঁচিয়ে রাখা হবে আমৃত্যু। আর এই খরচ জোগাতে ট্যাক্স দিতে হবে আমাদের, এই বাংলার প্রতিটি পরিবারকে, যাদের অধিকাংশই গোলাম আযমের কৃতকর্মের ভুক্তভোগী!

একাত্তরে যারা মরেছিলো, আজ কি তাদের পুনরায় মৃত্যু হলো? মানসিক মৃত্যু?

গোলাম আযমের নির্দেশে মুক্তিযুদ্ধে যার পিতাকে ধরে নিয়ে গেছিলো রাজাকার বাহিনী, নির্বিচারে যাকে গুলি করে ভাসিয়ে দিয়েছিলো নদীতে... ৭১ সালে গোলাম আযমের নির্দেশে যে 'মা'কে ধরে নিয়ে পাকিবাহিনীর লালসার ভোগে দেওয়া হয়েছিলো... সেই পরিবারগুলোর পরবর্তী প্রজন্ম এখন রাত দিন পরিশ্রম করে রাজস্ব দেবে, সেই টাকায় গোলাম আযম আরাম বিছানায় শুয়ে, শীতাতপ নিয়ন্ত্রিত আপেল আর মুরগীর স্যুপ খাবে!

হায় সুবিচার...
আমাকে কাঁদালে তুমি
হাসে দেখো ঐ জানোয়ার...

সেই কৈশোর থেকে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে লড়ছি, বার বার প্রতারিত হয়েছি, কেঁদেছি... থামিনি কখনো।
থামবোও না... মায়ের সঙ্গে প্রতারণা করতে শিখিনি যে!
আবার হাত মুষ্ঠিবদ্ধ হলো... 'যুদ্ধাপরাধীর ফাঁসী চাই', 'গোলাম আযমের ফাঁসী চাই'।
এই হাত জ্বালাবে না, পোড়াবে না... গাড়ি ভাংবে না, পুলিশ মারবে না...

যে লাখো তরুণের নিরব ভোট যুদ্ধাপরাধীদের বিচার করার দায় দিয়ে আওয়ামী লীগকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিতে পারে, তারা কিন্তু আবার পথেও বসিয়ে দিতে পারে। এটা মনে রাখাই ভালো। ভুলে যাওয়াটা খুব বেশি পরিমানেই খারাপ।


মন্তব্য

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ইয়ে, মানে... রেগে টং ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মনি শামিম এর ছবি

এই রাজাকার শিরোমণির যদি ফাঁসি না হয় তাহলে আমরা আর ছ্যাঁচড়া প্যাঁচরার বিচার কেন চাইব? এতদিন তো অনেক কষ্ট করলাম, সংগ্রাম করলাম এই চামারের ফাঁসির জন্য, আর তাঁর হল কিনা নব্বই বছরের জেল, এই হারামজাদা তো ছয় মাসের মধ্যে জেল থেকে বেরিয়ে বিজয় চিহ্ন দেখাবে, আর সেই দৃশ্য আমরা হাঁ করে দেখব?

নীড় সন্ধানী এর ছবি

আশংকিত প্রতারণা বাস্তবায়িত হলো

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

রিয়াজ এর ছবি

দালালের রায় একটাই হতে পারে,-গণআদালত যে রায় দিয়েছিলো।
রক্তঋণ ভুলি নাই,
ফাঁসির দাবি ছাড়ি নাই।

অতিথি লেখক এর ছবি

যে লাখো তরুণের নিরব ভোট যুদ্ধাপরাধীদের বিচার করার দায় দিয়ে আওয়ামী লীগকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিতে পারে, তারা কিন্তু আবার পথেও বসিয়ে দিতে পারে। এটা মনে রাখাই ভালো। ভুলে যাওয়াটা খুব বেশি পরিমানেই খারাপ।

পথে বসায়া কারে ভোট দিবেন?!! ওইখানেও তো একই দশা!!! কি বলব?!!! বারবার মুক্তিযোদ্ধাদের কথা মনে হচ্ছে আর নিজেকে/নিজেদেরকে কুলাঙ্গার মনে হচ্ছে!!!!

-----------------------
সুবোধ অবোধ

ত্রিমাত্রিক কবি এর ছবি

মন খারাপ

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

আইলসা  এর ছবি

বস প্রবলেম হইলো, লাখো তরুন কারে ভুট দিবো? বিএনপি তো পারলে গো,আ রে গো.আতে চুম্মা দিবো।
যামু কই? খামাখা জুনিয়ার পোলাপাইন আ্ইজকা ঝাড়ি পট্টি খাইলো... মিজাজ খারাপ কইরা কারে পিটামু তাও তো বুঝতেপারতেছিনা। নুবেলও নাই, যে দল খুলমু?? কই যামু??

ঘুমকুমার এর ছবি

মন খারাপ

তারেক অণু এর ছবি

'গোলাম আযমের ফাঁসী চাই'।

চরম উদাস এর ছবি

'গোলাম আযমের ফাঁসী চাই'।

কড়িকাঠুরে  এর ছবি

"গোলাম আযমের ফাঁসি চাই"।

প্রৌঢ় ভাবনা এর ছবি

দাবী একটাই.....

তুলিরেখা এর ছবি

মৃত্যুদন্ড ছাড়া আর কিছু এই জঘণ্য অপরাধীর হতে পারে না। সবকয়টা অপরাধ প্রমাণিত! ঐসব জঘন্য অপরাধ! একে কী করে ফাঁসি না দিয়ে ছেড়ে দেওয়া হলো?

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আয়নামতি এর ছবি

গোটা দুনিয়ার মানুষের কাছে যারা আমাদের হাসির পাত্র বানালো তাদের অভিশাপ দিচ্ছি!

সুমিমা ইয়াসমিন এর ছবি

গোলাম আযমের ফাঁসি চাই

অতন্দ্র প্রহরী এর ছবি

জাতি হিসাবে আমাদের স্মরণশক্তি গোল্ডফিশের মতোই। কয়দিন লাফালাফি, তারপর সব চুপ। এরপর আবার বিএনপি, আবার আওয়ামী লীগ, আবার বিএনপি, আবার আওয়ামী লীগ... চলতেই থাকবে, যুগের পর যুগ। আজ যা হলো, এর ফল পুরা বাংলাদেশকেই ভোগ করতে হবে।

মেঘা এর ছবি

আমি একটা পয়সা ট্যাক্স দেবো না ভ্যাট দেবো না আমার পূর্বপুরুষের হত্যাকারী এই পিশাচকে বাঁচিয়ে রাখার জন্য। থু থু মারি এই রাজনীতিবিদদের মুখে।

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

চরম উদাস এর ছবি

গোলাম আযমের ফাঁসি চাই

ইয়াসির আরাফাত এর ছবি

গোলাম আযমকে ছিনতাই করে পায়ের তলায় পিষে মারা হোক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।