প্রেমের দেবী

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০২/১২/২০১০ - ৪:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রেমের দেবী থাকেন নাকি তেপান্তরের ধারে
চুমতে তাহার চরণ দু'টি ইচ্ছে আমার করে
আরাধনায় মনটি সপি ব্যাকুল বুকের আশা-
নিদাঘ প্রাণে একটু যদি পাই গো ভালোবাসা!

এমন সময় কে রাখে গো আগলে আমার পথ?
বলছে হেঁকে, 'বেভুল পথিক থামাও তোমার রথ;
রাজপোশাকে যাচ্ছো কোথায়, তল্পি-তল্পা নিয়ে-
বোঝাই জাহাজ ছুটছো কেন গাঙের ও পথ দিয়ে?'

'যাচ্ছি আমি তেপান্তরে দেবীর আশিস পেতে
অলক্ষুণে পিছ ডেকোনা দূরের পথে যেতে।'
বললো শুনে, 'প্রেমের দেবীর বরটি পেতে চাও?
ভালোবাসা পেতে হলে সকল ফেলে যাও।'

দিলেম ফেলে যা কিছু মোর ছিলো গো সঞ্চয়-
ভগ্ন হৃদয় নিয়েই এবার যাত্রা শুরু হয়।
'ও রে অবুঝ যাচ্ছো কোথায় নেশার সুরা পিয়ে-
দেবীর তোষণ মিলবে কি গো হৃদয় বুকে নিয়ে?'

বুকের পাজর চিরে দিলেম হৃদয়টিকে ফেলে-
এবার যদি দেবীর আশিস কপালে মোর মেলে!
'যাচ্ছো কোথায়?', আবার বলে হতচ্ছাড়া ফেউ,
'পষ্ট দেখি তোমার বুকেই ভালোবাসার ঢেউ!
দেবীর কাছে আর হবে না যেতে তোমায় মোটে
তোমার ঘরেই দেবীর রাঙা চরণখানি ফোটে।'


মন্তব্য

দিগন্ত বাহার [অতিথি] এর ছবি

তোমার ঘরেই দেবীর রাঙা চরণখানি ফোটে

ভালো লেগেছে। হাসি

রোমেল চৌধুরী এর ছবি

দিগন্ত ভাই,
ধন্যবাদ জানাই।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

সাদামাটা বিষয়বস্তু, কিন্তু নিখুঁত ছন্দ এবং সহজ উপস্থাপনা...ভালো লাগলো

- - কীটস্য কীট

রোমেল চৌধুরী এর ছবি

ভাই,

সাদামাটা বিষয়বস্তু, কিন্তু নিখুঁত ছন্দ এবং সহজ উপস্থাপনা...ভালো লাগলো

ভালো লাগলো জেনে ভালো লাগলো। ধন্যবাদ জানাই। আপাতঃ দৃষ্টিতে সাদামাটা ঠেকলেও এটি একটি ট্রিকি কবিতা। নিশাপুরের পারসি কবি ফরিদ উদ্দিন আত্তারের 'দি কনফারেন্স অব বার্ড' প্রেমের উপত্যকা (The Valley of Love) থেকে মূলরস সিঞ্চনের চেষ্টা করেছি।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

কৌস্তুভ এর ছবি

যদি যেতেই না হবে, তবে এত হ্যাঙ্গামের প্রয়োজন কি? খাইছে

রোমেল চৌধুরী এর ছবি

কৌস্তুভ ভাই,
সুফীবাদে আপনার প্রশ্নের উত্তর মিলতে পারে।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

কাউসার আলম এর ছবি

এক কথায় চমৎকার

রোমেল চৌধুরী এর ছবি

কাউসার ভাই,
অনেক ধন্যবাদ।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।