সময় গিয়েছে চলে

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: মঙ্গল, ১৮/০৩/২০১৪ - ৫:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইচ্ছের গভীরে ডুবি
কত কিছু পেতে চায় মন!
কত সুর, এলোমেলো কত আলাপন…

তবুও বিষাদ হায়
এই বুকে বার বার ফিরে ফিরে আসে
গভীর দীর্ঘশ্বাসে।
ক্রুর হেসে বলে যায়,
সময় গিয়েছে চলে দূর কোন গোধুলির দেশে
জীবনের স্রোত ভালোবেসে?


মন্তব্য

এক লহমা এর ছবি

ভাল লেগেছে, কবি।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

রোমেল চৌধুরী এর ছবি

ভাই, তুমি তো লহমায় ঢালো মুগ্ধতা, ভালোবাসা।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

গান্ধর্বী এর ছবি

তবুও বিষাদ হায়
এই বুকে বার বার ফিরে ফিরে আসে
গভীর দীর্ঘশ্বাসে

ঠিক তাই।

কবিতা ভাল লেগেছে চলুক

------------------------------------------

'আমি এখন উদয় এবং অস্তের মাঝামাঝি এক দিগন্তে।
হাতে রুপোলী ডট পেন
বুকে লেবুপাতার বাগান।' (পূর্ণেন্দু পত্রী)

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ, তবে কোবতে বেশি ভালো না লাগাই ভালো। সচলের দৈনিক কবিদের উপর কিন্তু হিমু মহাশয়ের বিশেষ ক্ষেদ আছে! ক্ষেত্রবিশেষে তা যথার্থও বটে।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

চমৎকার লিখেছেন।

অনেক অনেক শুভকামনা।।।

-masum.badal
মাসুম বাদল

রোমেল চৌধুরী এর ছবি

শব্দপাঠ ও ছন্দশ্রুতির জন্যে আপনাকে ধন্যবাদ জানাই।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

প্রৌঢ় ভাবনা এর ছবি

আগেও বলেছি, আবারও বলি, কবিতা আমি ঠিক বুঝিনে তবুও কেন জানি ভাল লাগল। মনে হল বাক্যসমষ্টির গভীরে কী যেন একটা গভীর ভাব আছে!
তা কেমন আছেন? অনেকদিন পর কিন্তু।

রোমেল চৌধুরী এর ছবি

ভাব গভীর হলে রসালো হয় গম্ভীর হলে হয় নীরস। জানি না, সেই অর্থে গভীর হয়েছে কি না।

ভালো আছি, ভাই। আপনি ভালো তো? হ্যাঁ, "অনেক দিনের পরে"!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

অত তাড়া কিসের! সময় নিন। সময় আছে তার জায়গায়ই।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রোমেল চৌধুরী এর ছবি

না পাণ্ডব, সময় তার জায়গাতে স্থির বসে নেই। কথায় বলে না, সময় ও নদীর স্ত্রোত কারো জন্য অপেক্ষা করে না।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সাফিনাজ আরজু এর ছবি

তবুও বিষাদ হায়
এই বুকে বার বার ফিরে ফিরে আসে
গভীর দীর্ঘশ্বাসে।

............... চলুক হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

রোমেল চৌধুরী এর ছবি

Our sweetest songs are those that tell of saddest thought

পার্সি বি সিলি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অমি_বন্যা এর ছবি

চলুক

রোমেল চৌধুরী এর ছবি

যদি জানতে মুখোশের আড়ালে লুকিয়ে আছে এ আবার কেমন মানুষ, তবে কি এমন বুড়ো আঙ্গুল দেখাতে পারতে? চোখ টিপি চাল্লু

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ক্রেসিডা এর ছবি

এরকম ছোট লেখাতে বড় একটা ছবি কল্পনা করতে ভালো লাগে। " বার বার ফিরে ফিরে " শব্দগুলোর যে অনুপ্রাস, তাতে সে আকুলতা ফুঁটে ওঠে বৈকি। শেষটায় এসে একদম শেষ লাইনে "?" চিহ্ন ব্যবহার করে আলাদা একটা টোন তুলে ধরলেন। পাঠকের নিজের কাছে ও নিজের নিজের কাছে যেন এ প্রশ্ন উঁকি দিয়ে যায়।

এ প্রশ্ন ইচ্ছের গভীরে উঁকি দিতে বাধ্য করে বৈকি!

ভালো থাকা হোক।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

রোমেল চৌধুরী এর ছবি

চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ, ক্রেসিডা। সম্প্রতি একটি লেখায় পড়লাম অনুপ্রাসের ব্যবহার কাব্যগুনের বিপরীতে যায়। যন্ত্রায়নের যুগে এ যুক্তি নেহায়েত হয়ত ফেলনা নয়। শেষ লাইনটি জীবনানন্দ থেকে চয়িত, তবে প্রশ্নবোধক চিহ্নটি ছাড়া। এই চিহ্নটির ব্যাপারে আপনার মন্তব্যটি লক্ষ্যভেদী হয়েছে বলেই তো মনে হচ্ছে।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ক্রেসিডা এর ছবি

শব্দের অনুপ্রাস আমার বরাবরই ভালো লাগে, তবে সেটা একটা লেখার পুরোটা জুড়ে নয়; বিশেষ বিশেষ স্থানে, ও বিশেষ বিশেষ লেখায়; এই আরকি .. কাব্যগুনের বিপরীতে আসলে অনেক কিছু যায়, আবার একটু এক্সপেরিমেন্ট করাটাও বোধহয় খারাপ না; যেমন অনেকে লেখায় ইংরেজি শব্দ ব্যবহারে একদম পছন্দ করে না; কিন্তু আমাদের প্রাত্যহিক কথাবার্তায় সে-সব শব্দ ঘুরে ফিরে আসে, আমি সেসব শব্দ ব্যবহারে খুব একটা আপত্তি দেখি না। মজার বিষয় হলো, সেই শব্দগুলোর বদলে যতি বাংলা দিয়ে দেই, তাতে অর্থের তারতম্য খুব একটা থাকে না; আবার ইংরেজি দিলেও না। তবে এই অনুপ্রাসেও অর্থের তারতম্য খুব একটা না থাকলেও.. অনুভবের তারতম্য থেকে যায় .. .. "বার বার ফিরে আসে" আর আপনার লাইনের অর্থ একি দাড়ালেও কিন্তু "বার বার ফিরে ফিরে" আমাকে অন‌্য ভাবে অনভব করায়। সেজন্যেই অনুপ্রাসে আমার একটু পক্ষপাতিত্ব।

ভালো থাকা হোক।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

চলুক

মাসুদ সজীব

রোমেল চৌধুরী এর ছবি

হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

মন মাঝি এর ছবি

চলুক

****************************************

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।