সচলায়তন আপগ্রেড: কোন পাঁচটি ফিচার আপনার কাছে গুরুত্বপূর্ণ?

সচলায়তন আপগ্রেডের কাজ চলছে। আপনাদের মতামতের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ ফিচারগুলোর কাজ করা হবে। আপনার পছন্দ মত পাঁচটি অপশন বাছাই করুন।

এখানে উল্লেখ্য যে, প্রাথমিক ভাবে পুরো ওয়েবসাইটের আপগ্রেড করা হবে। তারপর একে একে ফিচারগুলো যুক্ত করা হবে।

Choices

দুঃখিত, এই পোস্টে আপনার ভোট গৃহীত হবে না।

মন্তব্য

দময়ন্তী এর ছবি

মোবাইলে খোলে তো৷ তবে রেন্ডারিং ঘেঁটে যায়৷ আমাকে আবার বন্ধুরা বুঝিয়ে দিল নোকিয়ার অনেক য়্যাপ্লি বাজারে পাওয়া যায়, তাই দিয়ে ঠিক করে পড়া যাবে৷ আমারটা দিয়ে যাবে না৷ মন খারাপ
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

যুধিষ্ঠির এর ছবি

মোবাইলে খোলে তবে ওই যে রেণ্ডারিং-ফেণ্ডারিং করতে গিয়ে লোড করতে অনেক সময় নেয়, আর আমার ক্ষেত্রে টাইম-আউটও হয়ে যায়।

যদি ঠিক বুঝে থাকি, এখানে বোধহয় একটু মোবাইল-ফ্রেণ্ডলি wap সাইটের কথা বলা হচ্ছে, যেটা গ্রাফিক্স-ট্রাফিক্স এড়িয়ে সহজে লোড হবে। সেটা হলে বেশ ভালো হবে, আমার পাঁচে আছে ওটা হাসি

দময়ন্তী এর ছবি

কিন্তু রেন্ডারিং ঠিক করার উপায় কী? মাত্রারা সব মাত্রাছাড়া বাজে ব্যবহার করে৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

যুধিষ্ঠির এর ছবি

আমি অপেরা মিনি ব্রাউজার ইন্সটল করে নিয়েছি এখান থেকে। আমার ফোনে এতেই কাজ হয়, অপেরা নিজেই রেণ্ডারিং ঠিক করে দেয়। নকিয়াতে হবে কিনা বলতে পারছি না, চেষ্টা করে দেখতে পারেন।

দময়ন্তী এর ছবি

ধন্যবাদ৷ চেষ্টা করে দেখে জানাবো৷
আমারও নোকিয়া নয়৷ সবাই বলল তাইজন্যই নাকি হবে না৷
ধন্যবাদ আবারও৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

মূলত পাঠক এর ছবি

আই-ফোনে সচল খুললে (সাফারিতে) লেখা ঘেঁটে যায়, এর এ-কার ও-কার ওর ঘাড়ে চলে গিয়ে অপাঠ্য দশা হয়। যদিও আপেলযন্ত্রে সচল খুলতে দিব্যি কাজ করে সাফারি। এ বিষয়ে একটু আলোকপাত করবেন কেউ?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কোন এক অদ্ভুত কারনে আইফোনে দেয়া ফন্টগুলোতে ইন্ডিক ফন্টের AAT টেবিল মিসিং। এতে করে ইন্ডিক ফন্ট রেন্ডারিং ঠিক মতো হয় না। সমাধান দুটো:

১। একটা কাস্টম এপপ বানানো যেটা AAT যুক্ত ফন্ট ব্যবহার করবে নিজে থেকে। এই ছেলেটি এটা করেছে। সমস্যা হল জেইলব্রেক ছাড়া এটা ব্যবহার করা সম্ভব না।

২। সচলায়তনে আইফোনের জন্য একটা হ্যাক ব্যবহার করা। এতে করে একার গুলো আগে বসিয়ে দিতে হবে। যুক্তাক্ষর নিয়ে সমস্যা থেকেই যাবে তবু।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

লুৎফুল আরেফীন এর ছবি

অফ-টপিক হলে মাফি চাই;
গুগল ফোনে (Android Dream) কোন বাংলা সাইটই পড়তে পারি না! কেউ কোন উপায় বাতলে দিতে পারেন? ফন্ট কেমনে ইন্সটল করে এন্ডরয়েডে?

ও হ্যাঁ, গুগলে আমি ডিফল্ট ব্রাউজার ব্যবহার করি।

যুধিষ্ঠির এর ছবি

আইফোনে সাফারিতে এ মুহূর্তে এটা ঠিক করা সম্ভব না বলে জানি। আর অ্যাপেল ওদের ফোনে অপেরাও ইনস্টল করতে দেবে না। মাহবুব মুর্শেদ সম্ভবতঃ এটার সমাধান নিয়ে কাজ করছেন। যতদিন উনি সফল না হন, ততদিন পর্যন্ত অন্ততঃ এই একটা জিনিস নিয়ে আইফোনওয়ালাদের বৃদ্ধাংগুষ্ঠ দেখাই আমরা। দেঁতো হাসি

ধুসর গোধূলি এর ছবি
আরিফ জেবতিক এর ছবি

একটা জিনিষ ভালো চলতেছে, এখন খুইলা সার্ভিসিং করতে গেলে খিয়াল কইরা।

কী কী চাই রাতে ভাইবা কালকে জানামু।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এইটা খুব ভাল বলছেন। ৯০% সম্ভাবনা যে শুরুতে আপগ্রেড করা পোর্টালটা কারোরই ভালো লাগবে না। পরিচিত ফীল থাকবে না, অনেক কিছু অন্য ভাবে করতে হবে ইত্যাদি কারনে ব্যাপারটা ঘটবে।

তবে এট দ্যা এন্ড অফ দ্যা দে, নতুন পোর্টালটাও ইভলভ করবে। নতুন পোর্টালের টুকিটাকি ভালো মন্দ সারিয়ে কাজের উপযোগী করা হবে। নতুন ফীচার যুক্ত করা হবে। যেকাজ এই পোর্টালে সম্ভব হয়নি সেটা নতুনটায় সম্ভব হবে। আর সেখানটাতেই আপগ্রেডের সফলতা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আহির ভৈরব এর ছবি

এমনই কম্পুকানা যে অনেকগুলি অপশনের মানেই বুঝতে পারলাম না।

যেমন অর্গ্যানিক গ্রুপের বিষয়টা কী? "অ্যাজাক্সভিত্তিক মন্তব্য", "ট্যাগ ক্লাউড", "রিচ টেক্সট"...অ্যা? ইয়ে, মানে... ওঁয়া ওঁয়া

যাক গে, যেটুকু বুঝি, সেটুকুই দাবী করি, মন্তব্যের নোটিফিকেশনটা হলে ভীষণ ভালো হয়। আর চ্যাটের ব্যাপারটা বোধ হয় না থাকাই ভালো, কারণ মডারেশনের ব্যাপারটা শুধু শুধু জটিল হয়ে যেতে পারে। আমরা এখানে আবেগের বশে অনেক কথাবার্তাই বলি, কিন্তু লাগামগীন আড্ডাঘর খুলে দিলে কে কখন না ভেবে-চিন্তে দুম করে কী বলে বসি! এতে ক্যাচাল বাঁধার বিরাট বিপদ আশংকা করছি।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অর্গ্যানিক গ্রুপ - ছোট ছোট উপ গ্রুপ। যেমন সচলায়তন ছবি গ্রুপ, সচলায়তন গল্প লেখকদের গ্রুপ। এদের আলাদা আলাদা ফ্রন্ট পেইজ থাকবে, আলাদা গ্রুপ ভিত্তিক অভ্যান্তরীন মেসেজ থাকবে, ইত্যাদি।

অ্যাজাক্সভিত্তিক মন্তব্য - এখন মন্তব্যের জবাব দিতে গেলে নতুন একটা পাতায় নিয়ে যায় আপনাকে, যেখানে আপনার জবাব দেবার মন্তব্য ছাড়া আর কিছু দেখা যায় না। অ্যাজাক্সভিত্তিক মন্তব্যের ক্ষেত্রে আপনাকে সেই পেইজেই রেখে একটা নতুন মন্তব্যের উইন্ডো দেয়া হবে। এতে রেফারেন্স হিসেবে ঐ পাতার সবকিছু ব্যবহার করতে পারবেন।

ট্যাগ ক্লাউড - লেখার সাথে আমরা এখন শব্দ বা শব্দাংশ কী ওয়ার্ড হিসেবে ব্যবহার করি। এই কিওয়ার্ড গুলির মধ্যে যেগুলো সবচেয়ে বেশী ব্যবহার করা হয়েছে সেগুলি একত্রে দেখালো কিওর্য়াড ধরে একই রকমের লেখা পাবার সুবিধা হবে।

রিচ টেক্সট - ওয়ার্ডের মতো হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট টাইপের লেখা এডিটের সুবিধা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রণদীপম বসু এর ছবি

ওরে ওরে ! আগে বুঝি নাই দেইখা এই অর্গ্যানিক-অ্যাজাক্স-এ কোন ভোটই দেই নাই ! আমারে আবার সুযোগ দিলে প্রথম ভোটটা আমি এইখানেই দিমু !
দিবেননি গো ভাই আরেকটা সুযোগ ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আহির ভৈরব এর ছবি

"কত অজানারে জানাইলে"-ন ভাই! অনেক ধন্যবাদ, এতো ধৈর্য্যসহকারে, পরিস্কার করে বুঝিয়ে বলার জন্য।

মন্তব্যের ব্যাপারটা খুব ভালো বুদ্ধি, বাকীগুলি সম্পর্কে তেমন কোনো মতামত নেই।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

হাসান মোরশেদ এর ছবি

বাংলা চ্যাটের সুবিধা

অর্গানিক গ্রুপ (বা উপ-গ্রুপ)

এই দুইটা ছাড়া আর সব চাই। চাই-ই চাই হাসি

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ইশতিয়াক রউফ এর ছবি

পূর্ণ সহমত।

জুয়েইরিযাহ মউ এর ছবি

যে ফিচারগুলো থাকলে ভালো হয় বলে মনে হচ্ছে -
১) মন্তব্যের নোটিফিকেশন খুবই জরুরী
২) ফেইসবুক / টুইটারের সাথে যোগাযোগ
৩) মোবাইলে সচলায়তন পড়ার সুবিধা - বাহ, বেশ হতো।
৪) ফেইসবুকের মতো স্ট্যাটাসের সুবিধা - এ স্ট্যাটাস কোথায় দেখানো হবে? প্রোফাইলে? নাকি সিগনেচার লাইনের বদলে? নাকি নীড়পাতায় পৃথক স্থান সংরক্ষিত থাকবে?
৫) খুব সহজ একাধিক ছবি আপলোড করার সুবিধা
৬) মন্তব্য পছন্দ/অপছন্দ করার সুবিধা
ভোট প্রথম পাঁচটার জন্য করে এলাম। কিন্তু এই ছয় নম্বরটা ছাড়তে ইচ্ছে করছে না, তাই জানিয়ে গেলাম সচলকে হাসি

-------------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

নুরুজ্জামান মানিক এর ছবি

কী চাই ভোটে জানালাম ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

হিমু এর ছবি

কী চাই ভোটে জানিয়েছি। বাড়তি কী চাই মন্তব্যে জানাই।

আমি সচলায়তনে লেখকের প্রোফাইল পেইজে কিছু নতুন নির্দেশক চাই। ব্যক্তিগতভাবে আমি মনে করি, একটি লেখার মোট কতজন ইউনিক ভিজিটর রয়েছেন, সেটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। প্রোফাইল পেইজে আমাকে সচলের কোনো লেখকের মোট পাঠক সংখ্যা (অর্থাৎ তাঁর সবক'টি পোস্টের ইউনিক ভিজিটের যোগফল) দেখার সুযোগ করে দিলে আনন্দিত ও বাধিত হবো।

তিনটি গ্রাফ আছে প্রোফাইল পেইজে, কিন্তু তার প্রথম দু'টি একটু নিরর্থক লাগে, যখন পোস্টের সংখ্যা একটু বেড়ে যায়। কমেন্ট ও ভিজিটের তথ্য হিস্টোগ্রাম আকারে রেখে দু'টি গ্রাফ দেখালেই যথেষ্ঠ।

পাশাপাশি সম্ভব হলে প্রোফাইল পেইজে লেখকের একটি ব্যক্তিগত ট্যাগ ক্লাউড যোগ করা হলে একটি চমৎকার উপস্থাপন হবে বলে আমি মনে করি। তিনি সচলে মূলত কোন ক্যাটেগরির লেখা বেশি বা কম লিখছেন, তা স্পষ্টভাবে বোঝা যাবে। ট্যাগ ক্লাউডের জন্যে সংখ্যার ভিত্তিতে প্রথম আটটি ক্যাটেগরি দেখানো যথেষ্ঠ হবে।

সচল থাকি, সচল রাখি হাসি



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

লুৎফুল আরেফীন এর ছবি

বার বার হিমুর ল্যাজে পা রাখছি, দুঃখিত!
আমারও মনে হয় ব্যক্তিগত পাতায় আমি এইরকম কিছু চাই। আর যদি সম্ভব হয়, পুরো সচলকে আরেকটু গতিশীল করা, তাইলে সেই উদ্যোগ নেওয়াটা হবে সবচেয়ে জরুরী কাজ।

আমি আমার নিজের অথিকাংশ ব্লগে সাচ্ছন্দ্যে আনাগোনা করতে পারি না। একেকটা মন্তব্যের জবাব দেবার পরে সেটা ব্লগে ফুটে উঠতে যে সময় নেয় তাতে মনে হয়, মন্তব্য নয়, বসে বসে ফুল ফোটার অপেক্ষা করছি! নির্দিষ্ট কিছু ব্লগেই কেন এমন হয়?

নিজের ফর্দ দেখে নিজেরই লজ্জা হচ্ছে! সচলকে মামা বাড়ি বানিয়ে ফেলছি মনে হয় হাসি

সবাই ভাল থাকুন।

রাগিব এর ছবি

আর সব কিছুর পাশাপাশি আমি চাই, আমি কি কি পোস্টে মন্তব্য করেছি, তার তালিকা চাই। অনেক ব্লগেই এই সুবিধাটি আছে। অনেক সময়েই মন্তব্য কোথায় করেছি তা অনেক কষ্ট করে খোঁজাখুজি করতে হয়। তাই তালিকাটি এখানে থাকলে ভালো হতো।

----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

নোটিফিকেশনের সাথে সাবস্ক্রিপশনের এই সুবিধা থাকবে। মন্তব্য নোটিফিকেশন বললেও এটা আসলে ফীড সাবস্ক্রীপশন নোটিফিকেশন। যে ব্লগে মন্তব্য করবেন সেখানে (অপশনালী) আপনি সাবস্ক্রাইব করে ফেলবেন। পরবর্তীতে নতুন মন্তব্য আসলে নোটিফেকেশনের মাধ্যমে আপনি জানতে পারবেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রিয়াজ উদ্দীন এর ছবি

তুমি কি এইটার কথা বলতেছ নাতো? আমি একবার এই রকম একটা আবদার করছিলাম কেউ উত্তর দিল না, পরে দেখলাম ব্যপারটাত আছে!

সাফি এর ছবি

মন্তব্যের নোটিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে। খুউউউ ভাল হয় যদি ই-মেইল নোটিফিকেশন পাওয়া যেত।

যুধিষ্ঠির এর ছবি

১. মন্তব্য পছন্দ/অপছন্দ করার সুবিধা - এটা শুধু মন্তব্যে কেনো? আমার তো মনে হয় অনেকেই এটা মূল পোস্টের ক্ষেত্রেও চাইবেন।

২. ফেইসবুক / টুইটারের সাথে যোগাযোগ - এটা আমার প্রথম পাঁচে নেই, তবে এটা দিয়ে ঠিক কী ধরনের যোগাযোগ বলা হচ্ছে আমি বুঝিনি। আমার চাহিদা এক্ষেত্রে দুটো: (ক) প্রতিটা পোস্টের নীচে "ফেসবুকে শেয়ার করুন" নামের একটা লোগো বা লিঙ্ক; (খ) ফেসবুকে শেয়ার করার সময় থাম্বনেইল পছন্দ করার একটা অপশন থাকে। সচলায়তনে ডিফল্ট কোনো লোগো সেট করা না থাকায় এখানে নীড়পাতা থেকে সচলদের আইকনগুলোকে অপশন হিসেবে দেখায়। এটা ঠিক করা দরকার, যাতে শেয়ার করা লিঙ্কের পাশে সচলায়তনের কোন একটা লোগো দেখায়। বড় দন্ত্য-স দিয়ে যে লোগোটা আছে ওইটা হলে তো খুবই ভালো।

৩. আরেকটা জিনিস হলে ভালো, যেটা এই লিস্টে নেই। কোন সচলের ব্যক্তিগত ব্লগে গেলে, পৃষ্ঠার মাঝখানে থাকে হলো ব্লগগুলোর শিরোনাম আর প্রথম কয়েকতা লাইন, আর ডানদিকে থাকে শুধু শিরোনামগুলোর তালিকা। মাঝখানের অংশে প্রথম লাইনগুলোর নীচে "বিস্তারিত... | ৫০টি মন্তব্য | আপত্তি জানান | ১০০বার পঠিত"-এর পাশাপাশি তারাসংখ্যা দেখতে পেলে ভালো। ডানদিকের শিরোনামের তালিকায়ও তারাসংখ্যা, পঠনসংখ্যা এবং তারিখ - এ জিনিসগুলো থাকলে ভালো হয়। অনেক সময় কোন লেখকের পুরনো লেখা খুঁজে বের করে পড়তে গেলে এই জিনিসগুলো কাজে লাগবে বলে মনে হয়েছে, বিশেষতঃ যদি লেখকের পোস্টসংখ্যা অনেক বেশি হয়। এ দাবীটা প্রিয় পোস্টের তালিকা, বা নির্দিষ্ট কোন ট্যাগের পোস্টগুলোর তালিকার ক্ষেত্রেও প্রযোজ্য।

৪. নিজের প্রিয় পোস্টের তালিকা বিভিন্নভাবে সর্ট করার একটা উপায় থাকলে ভালো হয়। এই তালিকায় নিজের মত করে স্টার-রেটিং দেয়া গেলে আরও ভালো। তালিকা যখন বড় হয়ে যায়, বিশেষ কোন একটা লেখা খুঁজে বের করা একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

১। মূল পোস্টে ১ থেকে ৫ পর্যন্ত রেটিংয়ের সুবিধা আছে। এটা বাদ দিয়ে পছন্দ/অপছন্দ করলে আগের পোস্টগুলোর সাথে ইনকনসিসটেন্সী দেখা যাবে। আবার রেটিং আর পছন্দ/অপছন্দ দুটোই রাখলে পাঠকের জন্য খাটনী বেড়ে যাবে।

১-৫ রেটিং বাদ দেয়া যেতে পারে - যদি সবাই তাই চায়। কিন্তু একটা পোস্টকে সাদা/কালো এই সরল বিভাজন মুক্ত দেখতে চাই আমি ব্যক্তিগত ভাবে।

আচ্ছা 'অপছন্দ' রাখার কি দরকার আছে?

২। খুব ভালো প্রস্তাব। এটা নিয়ে আরো রিসার্চ করার দরকার।

৩। হবে।

৪। লো প্রায়োরিটি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হিমু এর ছবি

২ লম্বর লাইক্কর্লাম দেঁতো হাসি !

একটা আইডিয়াও খেলে গেলো মাথায়। আমরা তো সচলের ব্যানার নিয়মিত সাম্প্রতিকীকরণ করি। সচলের লোগো নিয়েও তো একটি চমৎকার তুলির লড়াই চলতে পারে শিল্পীদের মধ্যে! নতুন কোনো আইডিয়া এলেই নতুন একটি প্রতীক নামিয়ে দিতে পারেন আঁকিয়ে আর নকশী সচলেরা। শর্ত হতে পারে, তাতে বর্ণটি থাকতে হবে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

লুৎফুল আরেফীন এর ছবি

কি জানি, এই বিষয়ে একটু দ্বিমত করলাম। লোগো কি নিরেট রাখাই নিয়ম না? তবে সেটা আইনি বিষয় - সচল সেইভাবে লোগোর কপিরাইট সঙরক্ষণ করে না বলেই মনে হয়। ভবিষ্যতে করতে শুরু করলে লোগোকে স্থির রাখার সিদ্ধান্তে অটল থাকতে হবে।

আমার ভুলও হতে পারে ... নিশ্চিত না হয়েই বললাম হাসি

ইশতিয়াক রউফ এর ছবি

ফেসবুকে প্রায়ই লেখার লিংক দেই। সেই সুবিধা সচল থেকে পেলেই ভালো হতো।

মোবাইলে সচল, ভাবতেই দারুণ লাগছে।

পিডিএফ আউটপুটের সুবিধা থাকলে কাউকে হার্ড কপি দেওয়া সহজ।

ছবি আপলোড করা নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। ঠিক মতো দেখানোর জন্য টেবিলের ঝামেলায় যেতে না হলে ভালো হয়।

কিছু মন্তব্য লেখাকেও ছাপিয়ে যায়। সেরকম মন্তব্যের জন্য পছন্দ/অপছন্দ করার সুযোগ চাই।