ধইন্যা পাতা ইমো

কোন ধইন্যা পাতা ইমোটি পছন্দ?

১। উৎস

২। উৎস

৩। উৎস

৪। উৎস

৫। উৎস

ধইন্যা পাতা ইমো দিতে (×ধইন্যা), (×ধনে), (×ধইন্যাপাতা) বা (×ধনেপাতা) ব্যবহার করুন, ক্রস ছাড়া।

Choices

দুঃখিত, এই পোস্টে আপনার ভোট গৃহীত হবে না।

মন্তব্য

ভূঁতের বাচ্চা এর ছবি

আমার সবচাইতে এটা পছন্দ হয়েছে ... আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
--------------------------------------------------------

--------------------------------------------------------

অনিন্দ্য রহমান এর ছবি

আমারও পছন্দ হইতেসে না। সুজন্দাকে দিয়া একসেট নতুন ইমো আঁকায়া নেয়ার আইডিয়াটা ভালো। এরমধ্যে থাকতে পারে, গুড়, মাছি, ইটা, ধইন্যা ইত্যাদি। তবে ইমোর অতিব্যবহারে উৎসাহ দেয়াও ঠিক হবে না। লোকজন অলস হয়া যাইব হাসি তবে কেউ যদি কোনো মন্তব্যের জবাব না দিয়া তাঙফাঙ করে তখন তাকে নিম্নোক্ত ইমো ধরায়া দেয়া যায় :

(এই ইমোর দায়দায়িত্ব মন্তব্যদাতার দেঁতো হাসি )


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

শাহেনশাহ সিমন এর ছবি

উত্তম জাঝা!
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

একটাও পছন্দ হয় নাই মন খারাপ
তাই ভোট দিলাম না। সুস্থ থাকলে এখনি বাজার থেকে কিনে ছবি তুলে পাঠাতাম
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অর্বাচীন [অতিথি] এর ছবি

ইন্টারনেট থেকে তাজা কোন ধনেপাতার ফটুক দিলে অত্র সভায় গ্রহণযোগ্য বলিয়া বিবেচিত হইবে কী ???????

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

১- বোঝা যায়না
২- অসম্পূর্ণ
৩ ও ৪- বাসী, মিইয়ে যাওয়া
৫- এটা ঠিক বোঝা গেল, তাই একেই ভোট দিলাম

তবে আমার মনে হয় ধইন্যা দিতে এত কিপটামি করার দরকার কী? সচলের কোনো ফটুরে এক আঁটি ফ্রেশ ধনেপাতার ছবি তুলে সন্দেশ মিয়ার কাছে পাঠিয়ে দিন। তাহলে একটা ইউনিক ইমো পাওয়া যাবে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নাশতারান এর ছবি

কিংবা সুজন্দাকে ধরে একটা ইমো বানিয়ে নেওয়া যায়।

এমন
auto
..............................................................................
বা এমন
cilantro

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি পাঠক এর ছবি

আরে বাহ্‌!!! দারুণ তো........এই উদ্যোগের জন্য সন্দেশকে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথি লেখক এর ছবি

চার নাম্বারের পক্ষে।

-----------------------
নির্বোধ যাত্রী

অতিথি লেখক এর ছবি

চার নাম্বারের পক্ষে।

নিভৃত সহচর [অতিথি] এর ছবি

সন্দেশকে আইকনের জন্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- এবং এই উদ্যোগের জন্য (গুড়)

কৌস্তুভ এর ছবি

উল্টো কম্বিনেশনটাও দেওয়া যেত! হাসি

নিভৃত সহচর [অতিথি] এর ছবি

আপনে দিয়া দ্যান

দ্রোহী এর ছবি
যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

৪-এই দিলাম। এটা দেখে অনেকটা হ্যান্ডশেকের জন্যে বাড়ান হাত মনে হচ্ছে।
সন্দেশকে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আমার আগের দেয়া আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- দেখা যায় না ক্যান? চিন্তিত

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আলাদা শব্দ হতে হবে। আগেরটার ক্ষেত্রে লেখার পরপরই দাঁড়ি দেয়া।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হুঁ, মন্তব্যের পরপরই বুঝতে পেরেছি। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

কৌস্তুভ এর ছবি

ধইন্যাটা কি সুন্দর উচু কইরা তুলা ধরার মতো একটা ভাব আছে!

এ কথা আমারও মনে হচ্ছে। এখন সুযোগ থাকলে ৫-এই দিতাম...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভোট ফিরিয়ে নিয়ে পুনরায় ভোট দেয়া যায়। পোস্টের শেষের দিকে একটা বাটন আছে দেখুন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কৌস্তুভ এর ছবি

কি বাটন বলুন তো? খুঁজে পাচ্ছি না...

অতিথি লেখক এর ছবি

৪ নং আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-



তারাপ কোয়াস

ধুসর গোধূলি এর ছবি

৪ নাম্বারটার পক্ষেই দেখছি বেশি ভোট পড়েছে। আমিও দিলাম। কিন্তু ফ্রেশ ধনিয়া পাতা হলে ভালো লাগতো। এখন তো দেখে মনে হচ্ছে চার দিন আগের বাসী পাতা!



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সচলের নামীদামী ফটুরেরা কৈ গেল? একটা ধইন্যাপাতার ছবি কেউ দিতে পারে না?

ধুসর গোধূলি এর ছবি

ধনিয়া পাতা হলো ডাইলে দেয়ার জিনিস। ফটুক তোলার জিনিস? আর আমার ধারণা আমাদের নামীদামী ফটুরেরা সবাই ডাইলখোর। সামনে ডাইল রেখে কে করে ক্যামেরা বাইর! দেঁতো হাসি

ক্ল্যারিফিকেশনঃ 'এই' ডাইলকে আবার 'সেই' ডাইলের সাথে গুলিয়ে ফেলবেন না যেনো কেউ, খবদ্দার!



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই ডাইল-ঘুঘনি দিয়ে মুড়ি মাখা বেচব আমরা এভারেস্টের উপর, কি বলেন?

ধুসর গোধূলি এর ছবি

আমাদের দি নিউ এভারেস্ট ঝালমুড়ি ও ক্যামেরা বিতানের বিখ্যাত ঝালমুড়ির কথা আলু-কালু পেপারে না উঠুক, পাঠ্যপুস্তকে উঠবে তো পিপিদা! নাইলে আর ক্যামনে হইলো! মন খারাপ



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

তিথীডোর এর ছবি

সন্দেশকে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_______________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নাশতারান এর ছবি

আমি দিলাম আরেকটা:

dhoinna

উৎস

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পার্সলে হলেও আইকনের ক্ল্যারিটিটাই মুখ্য এখানে। আইকন:

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আইকন হিসেবে ভালো তবে এটা ভেজাল ধইন্যা। এরকম ধইন্যা নিয়ে পস্তাবে চোখ টিপি

নাশতারান এর ছবি

পার্সলে আর ধইন্যা তো ভাইবোন। এদের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস দেখেন:

পার্সলে

ধইন্যা

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

৪ নম্বর।
বুনোরটা মনে হয় পার্সলে। ধইন্যা নয়।

তাসনীম এর ছবি

হ্যাঁ ঠিকই বলছেন ওইটা পার্সলে...এইটা ভুলটা বাজার করতে গেলে প্রায়ই হয়। এখন কেনার আগে পাতাটা ভালো মত লক্ষ্য করি।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

জাহামজেদ এর ছবি

সন্দেশরে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

অতিথি লেখক এর ছবি

ভোট দেই নাই! ভোট দিয়া যাই ৩ নং আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- টা বেশি ভাল্লাগছে, ধইন্যাটা কি সুন্দর উচু কইরা তুলা ধরার মতো একটা ভাব আছে! ৪নং টা মনে হয় একটু ঝিমাইয়া পড়ছে!

কাজী মামুন

অতিথি লেখক এর ছবি

আপ্নারে দিয়াই টেস্টাইয়া দেহি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

কাজী মামুন

কৌস্তুভ এর ছবি

এই উদ্যোগের জন্য সন্দেশরে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ইরতেজা এর ছবি

১নংটা ছাড়া বাকি ৩ টাই ভালো।

_____________________________
টুইটার

_____________________________
টুইটার

অতিথি লেখক এর ছবি

বাহ্! সচলে এটাই আমার প্রথম ভোট। সেজন্য সন্দেশকে স্পেশাল আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- দিলাম। হাসি

কুটুমবাড়ি

ফাহিম এর ছবি

চার নাম্বারটাই সবচেয়ে স্পষ্ট মনে হইলো, ওইটারেই ভুটাইলাম!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

তাসনীম এর ছবি

ওইটাই ডিফল্ট এখন...

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

তাসনীম এর ছবি

প্রথমটা আমিই দিলাম...সন্দেশকে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- এই ইমো তৈরির জন্য।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...