অন্যমুখ

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: বিষ্যুদ, ০৮/০৯/২০১১ - ৭:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পৃথিবী তোমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি
সমুদ্রের কান্নাও তাই শোননি ভেতরঘরে
ঈশ্বরের অভিশাপ অমাবশ্যায় হারিয়ে যেতে গিয়ে
আটকেছিলো শিশিরের বিন্দুতে
তাকে তুমি সেইখানে দেখে আশ্চর্য-চিনেছিলে
দৃশ্যের অন্তরালে সে তোমাকে নিয়েছে পর্বান্তরে
যখনই খুঁজেছো বাতিঘর, ;যখন
হাতের তালুতে নেচেছে অহংকার
এক মুহূর্ত থেমেই
স্মৃতির পরীক্ষায় তুমি হেরে যেতে থাকো, হেরে যাবে।

কোনকিছু নয়, কোনকিছু নেই
ছিলেনা কোনকিছুতেই
পৃথিবীর প্রথম কাদাজলে খেলেছিলে, মনেই পড়েনা
পৃথিবীর প্রথম বালিতে পুড়েছিলে
মনেই পড়েনা
পৃথিবীর প্রথম প্লাবনে তুমি
একা হয়েছিলে
সে-ই তোমার মুছে না যাওয়া একমাত্র স্মৃতি!


মন্তব্য

guesr_writer rajkonya এর ছবি

আপনার কবিতাগুলো পড়তে সব সময় যে কথাটা মনে হয়, কবে আমিও এই রকম সুন্দর কবিতা লিখতে পারবো? আজকেও মনে হলো।

মণিকা রশিদ এর ছবি

অনেক ধন্যবাদ, রাজকন্যা!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

দেবানন্দ ভূমিপুত্র এর ছবি

ভাবতে চাইলে অনেক দূর ভাবতে পারছি। তাই বলছি, কবিতা ভালো লাগলো। প্লাবণ, তারপর একা হওয়া; সেই স্মৃতি বয়ে নিয়ে বেড়ানো। এ তো মানবের ইতিহাস।

মণিকা রশিদ এর ছবি

ধন্যবাদ আপনাকে।

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমি অভিভূত!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মণিকা রশিদ এর ছবি

হাসি

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

মৃত্যুময় ঈষৎ এর ছবি

কোনকিছু নয়, কোনকিছু নেই
ছিলেনা কোনকিছুতেই
পৃথিবীর প্রথম কাদাজলে খেলেছিলে, মনেই পড়েনা
পৃথিবীর প্রথম বালিতে পুড়েছিলে
মনেই পড়েনা
পৃথিবীর প্রথম প্লাবনে তুমি
একা হয়েছিলে
সে-ই তোমার মুছে না যাওয়া একমাত্র স্মৃতি! চলুক

দারুণ লাগলো, কবি!!! অনেকদিন পর আপনার কবিতা পেলাম..........


_____________________
Give Her Freedom!

মণিকা রশিদ এর ছবি

অনেক ধন্যবাদ!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ফকির লালন এর ছবি

অনেক দিন পর। কবিতা কঠিন হবে না সহজ, এ প্রশ্নে আপনার কবিতা আমাকে ভাবায়, ভাষা আপনার সহজ, আবেগ ও বিষয় কঠিন - এ কম্বিনেশন ভালো লাগে।

মণিকা রশিদ এর ছবি

কী যে বলি............।

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ভাষা আপনার সহজ, আবেগ ও বিষয় কঠিন

বস্‌, দুর্দান্ত সংজ্ঞায়ন হয়েছে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

 তাপস শর্মা  এর ছবি

আমার এক মাস্টার মশাই বলতেন

পৃথিবীকে বলি আরেকটা শ্রেষ্ঠ কবিতার অন্তত প্রয়োজন

আমি সেই কবিতাকে খুঁজি। যেখানে জড়তা নয়, আমার আর জগতের বাস হতে পারে।

আপনার কবিতাটা প্রানবন্ত। তবে "পৃথিবীর কাদাজলে" হারাতে পারলে বোধ করি সবচেয়ে ভাল হত।

চলুক
ভাল লেগেছে কবিতাটা।

--------------------------------------------------------------------------------------------------------

“সব অভিমান আকাশের চেনা চেনা
সবার জন্য সুদিন কি আসবেনা
উত্তর চেয়ে আকাশ পেতেছে কান
আমিও বেধেছি আমার প্রেমের গান।”

মণিকা রশিদ এর ছবি

অনেক শুভেচ্ছা রইল।

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নুশান এর ছবি

বেশ অনেকদিন পর লিখলেন। আপনার সাবলীল লেখা পড়ে আনন্দ পাই চলুক
--- নুশান

মণিকা রশিদ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

আশালতা এর ছবি

অসম্ভব পর্যায়ের ভালো।

----------------
স্বপ্ন হোক শক্তি

মণিকা রশিদ এর ছবি

কৃতজ্ঞতা রইলো, আশালতা!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমার মতো কবিতা মুর্খও যেহেতু আপনার কবিতা বুঝে ফেলে, তাইলে নিশ্চয়ই আপনি 'ভালো' কবিতা লিখতে পারেন না চোখ টিপি

ভালো লাগছে...

______________________________________
পথই আমার পথের আড়াল

মণিকা রশিদ এর ছবি

হাহাহা! বুঝলাম, নজরুল ভাই। পড়েছেন জেনে ধন্যবাদ!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অনার্য সঙ্গীত এর ছবি

স্মৃতির পরীক্ষায় তুমি হেরে যেতে থাকো...

আহা দিদি, তোমার প্রেমে আমি না পড়লেও তোমার কবিতায় সমান মুগ্ধ হয়ে থাকতাম...

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মণিকা রশিদ এর ছবি

শুনতে কত মধুর লাগে! পড়েছ জেনে আনন্দিত।

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ঝুমন এর ছবি

সাবলীল তবু দৃপ্ত তার প্রকাশভঙ্গী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।