দাবী (রোজী আপাকে)

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৩/০৯/২০১১ - ৯:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

সবুজ বৃত্তের মমতা ছেড়ে ভিনদেশের পথে
পা বাড়ানোর ইচ্ছে কোনদিনই ছিলোনা আমার
স্বজনদের মায়াবী সুতোর গিঁট,
সবুজ রংমালের দোলা
সব আজ মুল্যহীন।

খুব বেশী আখাংক্ষা ছিলোনা আমার, পাখী্র মতো
মাটির গন্ধ চেয়েছিলাম
দিতে পারেনি স্বাধীন এ স্বদেশ।

যে দেশ তার সন্তান্দের পঙ্গু বানায়, সে ভূখণ্ড
কতোটুকু স্বাধীনতার স্বাদ ভোগ করে?

সাজেদুল চৌধুরী রুবেল


মন্তব্য

তানিম এহসান এর ছবি

আমি নিজেও সচলে নতুন, আপনার কোন কবিতা এর আগে পড়িনি বলেই মনে হচ্ছে। আপনার আরো কবিতা পড়তে চাই হাসি

সাজেদুল চৌধুরী রুবেল এর ছবি

প্রশংসা কার না ভাল লাগে! ভাল লেগেছে জেনে আমারো খুব ভাল লাগছে। নতুনতো বটেই তবে ৯০ থকে ৯৮ সালের জাতীয় কাগজ গুলো ঘাঁটলে হয়তোবা কিছু লেখা পাওয়া যেতে পারে। তারপর নিছক অভিমান.........

বহু দিন পর স্থানীয় কমিউনিটি জনিত সমস্যায় আক্রান্ত হয়ে নতুন ভাবে আবির্ভুত হতে হল লেখা-লেখি নামক পিচ্ছিল জগতটায়। গতকাল হরতালের উপর একটি লেখা লিখতে গিয়ে কি জানি কি করে অর্ধেক লিখেই লিখাটা হারিয়ে ফেললাম। মনটা খারাপ হয়ে গেল। এক সপ্তাহ হতে চলল সচলের অতিতি হয়েও কিছু লিখে উঠতে পারিনি। তাই ঘড়ির কাঁটার বাধ্যবাধকতার জন্য ছোট্র করে একটি কবিতাই পোস্ট করেছিলাম। কবিতাতো নয় যেন মনের কিছু অগোচালো কথা।

ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

উচ্ছলা এর ছবি

কবিতার মর্মার্থ বুঝতে পেরেছি। একটু মন খারাপ হলো। কবিতা কিন্তু খুব ভালো লেগেছে চলুক

সাজেদুল চৌধুরী রুবেল এর ছবি

ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য। ভাল থাকুন।

আকাশ চৌধুরী এর ছবি

অনেক দিন পর চমৎকার একটি পড়েছি। আমার জানা মতে, সাজেদুল ভাই নব্বই দশকের লেখক। তিনি লিখেছেন ইত্তেফাক, ইনকিলাব, দিনকাল, সমাচার, জনতাসহ অসংখ্য দৈনিকে। মাঝখানে বিরতি থাকার পর আবার তাঁর লেখালেখি দেখে খুব ভালো লাগছে। আপনি আরো এগিয়ে যান।

পাগলা_আতেল এর ছবি

সুন্দর কবিতা। কিছু বানান এর ব্যাপারে লিখছি। আধুনিক বাংলায় সঠিক বানান হচ্ছেঃ মায়াবি, বেশি, আকাঙ্খা বা আকাঙ্ক্ষা, পাখি, সন্তানদের।
দয়া করে ভুল সংশোধনের জন্য কিছু মনে করবেন না।
ধন্যবাদ।

সাজেদুল চৌধুরী রুবেল এর ছবি

ভুল ধরিয়ে ভুল ভাঙ্গিয়েছেন, ভুল বুঝার কিছুই নেই ভাই। পরহিতৈষী শুভাকাঙ্কির সংখা যে একেবারেই অভাব। বড্ড প্রয়োজন আপনার মতো শুভাকাঙ্কির, এ সমাজে।

সুস্থতা ও মঙ্গল কামনা করছি।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

টাইপোগুলো বড় চোখে লাগছে। আরো লিখবেন........... চলুক


_____________________
Give Her Freedom!

সাজেদুল চৌধুরী রুবেল এর ছবি

কবিতা হবে কিনা জানিনা তবে চেষ্টা করতে দোষ কি! ধন্যবাদ আপনাকে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।