তুমি আমাকে কংগ্রাচুলেশন জানাতে পারো : একটা অণুউপন্যাস লিখে ফেলেছি...

কর্ণজয় এর ছবি
লিখেছেন কর্ণজয় (তারিখ: বিষ্যুদ, ২৭/১০/২০১১ - ১২:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


স্ স্ স্ হ স হু...উ। সসহ ধুম।
হুম। ড্রয়ারটা হয়ে খুব আরাম হয়েছে।
না গুছালেও সমস্যা নাই, এর মধ্যে ফেলে রাখলেই হলো।
‘ড্রয়ার’- ব্যাপারটা আসলে ভালই।
কারো কারোতো পুরো রুমটাই- ড্রয়ার ।
পুরা বাড়িটাই ড্রয়ার বানিয়ে রেখেছে- এই রকম লোকও আছে।
কিছু মানুষতো পৃথিবীটাকেই ড্রয়ার বানিয়ে ফেলছে।
হ, কেউ কেউ না- মাথাটারেও!
আর অনেকেতো -
কোন ড্রয়ারই বানাতে পারলো না এই জীবনে!

[অলংকরন : শফিউল ফারুক উজ্জ্বল]

ছবি: 
04/06/2007 - 7:18am

মন্তব্য

ত্রিমাত্রিক কবি এর ছবি

কংগ্রাচুলেশান্স ... ড্রয়ার নামের একটা উপন্যাস আসলেই পড়তে ইচ্ছে করছে। লিখে ফেলুন না!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

বন্দনা এর ছবি

এএ এ কি হোল এটা। ভাবছিলাম সাহিত্য, ভিতরে দেখি এক্কেবারে পোনা সাইজ এর লিখা...

রু (অতিথি) এর ছবি

লেখাটা ঠিক বুঝি নাই। কিন্তু ভালো লেগেছে, কারণ আমার ঘরও একটা ড্রয়ার। পারলে বাড়িটাই ড্রয়ার বানাতাম, কিন্তু বাসায় স্বৈরশাসন চলে বলে পারি না। ছবিটা সুন্দর!

শাব্দিক এর ছবি

চিন্তিত

পাঠক এর ছবি

হ্যাঁ, ড্রয়ার। ঠিকই বলেছেন, যাঁর যাঁর ইচ্ছামত (সুবিধাথাকা সাপেক্ষে) যেখানে সেখানে ড্রয়ার বানিয়ে ফেলছে। আমারতো গিন্নীর তাড়াখেয়ে ড্রয়ার নিয়ে হামেশাই এঘর ওঘর করতে হয়। দেখুনতো কি যন্ত্রণা! এ ব্যাপারে সবারই কিছু স্বাধীনতা থাকা চাই। আর মাথার কথা বলছেন ? সে ড্রয়ারটার ধারনক্ষমতা এখন অনেক কমে গেছে।

ভাল লাগলো বিষয় নির্বাচন।

প্রৌঢ়ভাবনা

মেহবুবা জুবায়ের এর ছবি

আপনার লেখাটা আমার মেয়ের ঘরের কথা মনে করিয়ে দিলো।
আমি নিজেও আমার মাথাটাকে ড্রয়ার বানিয়ে রেখেছি। সব ভাবনাগুলিকে ঠেসে বন্ধ হয়ে আছে সেখানে। থিমটা খুব ভালো লাগলো। লিখতে থাকুন।

--------------------------------------------------------------------------------

মুস্তাফিজ এর ছবি

আবার কারো জীবনটাই ড্রয়ার।

...........................
Every Picture Tells a Story

প্রৌঢ় ভাবনা এর ছবি

আবার কারও জীবনটাই ড্রয়ার।

বেড়ে বলেছেন।

প্রৌঢ়ভাবনা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।