জামাত আসলেই সৎ মানুষের দল( আড্ডাবাজের কূৎসা রটনার প্রতিক্রিয়া)

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: সোম, ৩০/০৭/২০০৭ - ৬:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আরও একটা খবর যদিও এখনও প্রমাণিত নয় তবে সত্য বলেই মনে হচ্ছে- দলীয়করণের ইতিহাস সব রাজনৈতিক সরকারের আমলেই ছিলো- বিগত সরকারের আমলেও সমাজকল্যান মন্ত্রনালয় এবং শিল্পমন্ত্রনালয়ের অধীনে প্রায় ৭০০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে যাদের ৮০ শতাংশই জামাতের কর্মী এবং এসব নিয়োগে সরকারী বিধিমালা লঙ্ঘিত হয়েছে-

তবে আনন্দের সংবাদ হলো এই লোকগুলো আসলে দুর্নীতি করে নি, যোগাযোগ উপদেষ্টা এবং প্রাক্তন মেজর সাহেব বলেছেন, তারা বড় মাপের দুর্নীতি করেন না- তারা সরকারী নীতিমাল লঙ্ঘন করে দলীয়করণ করলেও সেটা গ্রহনযোগ্য হয়-
অন্য একটা প্রশ্ন সারাক্ষণ ঘুরছে মাথার ভেতরে-

এই সরকার বিগত সরকারের আমলে গৃহীত সরকারী সিদ্ধান্তগুলো যা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয় নি সরকার কিংবা যা স্থানীয় প্রশাসনের প্রতিরোধে গ্রহন করা সম্ভব হয় নি এমন সিদ্ধান্তগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছে-

যদিও বিগত সরকারের কর্মকান্ডের সমালোচনা এবং তাদের দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগটাও তারা তত্ত্বাবধান করছেন তাই আমি ঠিক নিশ্চিত না তারা আসলে জোট সরকারের পক্ষে কাজ করছেন নাকি তারা আসলেই নিরপেক্ষ-

উদাহরণ হিসেবে বলা যায় বিদ্যুত উৎপাদন সংক্রান্ত চুক্তিগুলোর কথা- কিংবা চট্টগ্রাম বন্দর বেসরকারীকরণের চেষ্টা যা বিগত সরকারের আমলে সম্ভব হয় নি বরং এই সরকার এসে তা বাস্তবায়ন করে-
সেখানে যে প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয় তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে আগেই লিখেছিলাম কোনো এক লেখায়-

তবে বৈদেশিক চাপে বেসরকারীকরণের যে উদ্যোগ নিয়েছিলো বিগত সরকার সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন আসলে আমাদের কিভাবে বিবেচনা করা উচিত সেটা নির্ধারণ করবে কারা?


মন্তব্য

আড্ডাবাজ এর ছবি

অপ বাক,
চলুক কুতসা রটনা। জেনারেল মতিন আর তাদের গোষ্ঠীরা এই সব ফ্যাকট্ দেখেও দেখে না, দেখলে জামাতী চান্দুরা জেলে বসে থাকতো। আজকে এই নতুন রিপোর্টটা পড়লাম, পড়ে দেখেন সামরিক সরকার আর জামাতীদের নিয়ে বিশ্লেষণ আছে। ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।