মানবাধিকার নিয়ে..

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: শুক্র, ২৭/০১/২০১২ - ৬:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আইনানুগ সুশীল সমাজ মানবাধিকার নিয়ে সোচ্চার, পরিবেশ সচেতন, ভাষার, চিন্তার এবং সংস্কৃতির শালীনতা নিয়ে সোচ্চার। যেকোনো কারনেই হোক ছাত্র রাজনীতির ধারনাটা তারা পছন্দ করেন না এবং এই আইনানুগ সুশীল সমাজের অঙ্গিভূত বলেই সকল সংবাদপত্রই এদের বেশ সচেতন ভাবে সামনে আনছে। তাদের অবস্থান সভ্য সুন্দর সুশীল বাংলাদেশের পক্ষে। এই অবস্থানকে প্রশ্ন করার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না।
যেকোনো মতকে শক্তিশালী করার প্রক্রিয়ায় একদল মানুষকে শত্রু বানাটে হয়, একটা শুভ - অশুভ গোত্রায়নের প্রক্রিয়ায় যারা বিরুদ্ধ মত তারা যেকোনো ভাবেই মন্দ অভিধায় অবহিত হবেন। বর্তমান সুশীল সমাজ রাজনীতিতে ব্যাবসায়ীদের আগ্রাসনের বিরোধি। তারা কর্পোরেট লোকজনকে চান না রাজনীতিতে-তবে তাদের সম্মিলিত কণ্ঠস্বর যখন ইউনুস সাহেবের মুখ দিয়ে নিসৃত হয় সেখানেও একটা কর্পোরেটাইজেশনের বিষয় চলে আসে। আমলাতান্ত্রিকতা তাদের চেতনায় গেড়ে বসে আছে।
তারা একটা অবকাঠামোগত পরিবর্তন চান। তাদের ভাবনার জায়গার আমলাতান্ত্রিকতা স্পষ্ট বোঝা যায় যখন তারা সচেতন ভাবে দায়িত্ব ভাগ করে একটা নিয়মতান্ত্রিকতা স্থাপন করতে চান। সবার ভুমিকা এবং অবস্থান স্পষ্ট রাখতে চান।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।