আমাদের গৃহভৃত্যারা

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: সোম, ২৬/০৫/২০০৮ - ১০:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজকে ট্রুথ কমিশন বিষয়ে পড়ে ভীষন রকম ক্ষিপ্ত হয়ে উঠবার অবকাশ ছিলো আমার। কিছুটা ক্ষিপ্ত ছিলাম কিছুক্ষণ তবে অন্য একটা খবর পড়ে ট্রুথ কমিশন সংক্রান্ত ক্ষোভ উবে গেলো।

খবরটা সাধারণ অন্তত বাংলাদেশের পরিস্থিতি বিচারে। বাংলাদেশের পরিস্থিতিতে গেরস্থালী শ্রমিক নির্যাতনের খবরটা এখন নিত্য দিনের বাসী খবর। এটা তেমভাবে আমাদের অনুভুতি জাগিয়ে তুলতে পারে না।

মোহাম্মদপুর এলাকার এক সম্মানিত জনাব, তার দুইজন স্ত্রী, তাদের একই বাসায় বসবাস। বাসাটা ৬ তলা। উপর তলায় এক ববৌ, নীচের তলায় আরেক জন, তাদের সহায়তার জন্য দুই বাসায় দুটি কাজের মেয়ে, দুজনেই কিশোরী, একজনের বয়েস ১৪, আরেক জনের ১৫। তারা গতকাল সকালে সেই বাসা থেকে পালানোর চেষ্টা করে। নীচ তলার গেট সারাক্ষণ বন্ধ থাকে। ছাদের উপরে উঠে স্যানিটারি পাইপ বেয়ে তারা নীচে নামবার চেষ্টা করে।
মাঝ পথে তারা হাল ছেড়ে দিয়ে লাফিয়ে পড়ে পাশের ৩ তলা বাড়ীর ছাদে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমাদের বিবেকবান সাধারণ নাগরিকদের প্রতি অশেষ শ্রদ্ধা। তারা এই কাজ করে তাদের মনের বিশালতার পরিচয় দিয়েছেন।
প্রশ্ন হলো কেনো এই বিকল্প পন্থায় পালানোর চেষ্টা করতে গিয়ে আত্মহত্যার ঝুঁকি নিলো এই দুই জন গেরোস্থালী শ্রমিক। নিজেদের হত্যা করতে উদ্যত হলো তারা ৩ তলার ছাদে লাফিয়ে পড়ে।

তাদের অভিযোগ গৃহস্বামী তাদের উপরে যৌন নির্যাতন করেছে। যে মেয়েটার বয়েস ১৪ বছর, তার কদিন আগেই গর্ভপাত করানো হয়েছে। বাড়ীর মালিক বলছে বাসার দারোয়ান দায়ী। তাই তাকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে।

১৪ বছর বয়সী মেয়েরা ব্যবহৃত হয়েছে, যুক্তির খাতিরে ধরেই নিলাম গৃহস্বামী ভদ্রলোক নিপাট নিরীহ ভদ্রলোক, তবে কেনো ১৫ বছরের গেরোস্থালী শ্রমিক এই কাজটা করতে গেলো।
সন্দেহটা তখনই জাগে। আমাদের গৃহভৃত্যার ইতিহাসের পাতা বলে আমাদের গৃহস্বামীদের ভেতরে একটা প্রবণতা বিদ্যমান, তারা সকল কাজের মেয়ের সাথে নিরাপদ সঙ্গমে লিপ্ত না হয়ে তাদের গর্ভবতী করে ফেলেন, তাদের পরিবারের কিশোর যুবক এবং বেড়াতে আসা মানুষের যৌন অভিজ্ঞতার ঋদ্ধ হতে থাকে আমাদের গেরোস্থালী শ্রমিক। কিশোরের প্রথম যৌন অভিজ্ঞতা সেটাও গৃহভৃত্যাই দিয়েছে।

আমাদের গৃহভৃত্যাদের কি বলে শ্রদ্ধা জানাবো আমি? তারা আমাদের উঠতি কিশোরদের হাতে কলমে যৌনশিক্ষা প্রদান করছে- যদিও নিরোধবিহীন সঙ্গমে তাদের অনেকেই গর্ভবতী হচ্ছেন, গর্ভপাত করতে বাধ্য হচ্ছেন। তবে তাদের এই নিরলস অধ্যাবসায়কে শ্রদ্ধা জানাতেই হয়।


মন্তব্য

সচলায়তন এর ছবি

প্রিয় অপ বাক,

আপনার এই পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হল।
সচলায়তনের নীতি অনুযায়ী অন্যব্লগে প্রকাশিত লেখা সচলে প্রকাশ এবং সচলে প্রকাশিত লেখা ৭২ ঘন্টার আগে অন্য ব্লগে প্রকাশ করাকে উৎসাহিত করা হয়না।

অনুগ্রহ করে নীতি মেনে চললে আমরা বাধিত হবো

সূত্র:
-----------------
http://www.somewhereinblog.net/blog/kkk/28803145
আমাদের গৃহভৃত্যা
লিখেছেন অপ বাক, ২৬ শে মে, ২০০৮ রাত ১০:৪৩

আজকে ট্রুথ কমিশন বিষয়ে পড়ে ভীষন রকম ক্ষিপ্ত হয়ে উঠবার অবকাশ ছিলো আমার। কিছুটা ক্ষিপ্ত ছিলাম কিছুক্ষণ তবে অন্য একটা খবর পড়ে ট্রুথ কমিশন সংক্রান্ত ক্ষোভ উবে গেলো।
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

জোহরা ফেরদৌসী এর ছবি

১। লেখাটার উদ্দেশ্য কিছু বুঝতে পারলাম না।

২।

আমাদের গৃহভৃত্যাদের কি বলে শ্রদ্ধা জানাবো আমি? তারা আমাদের উঠতি কিশোরদের হাতে কলমে যৌনশিক্ষা প্রদান করছে- যদিও নিরোধবিহীন সঙ্গমে তাদের অনেকেই গর্ভবতী হচ্ছেন, গর্ভপাত করতে বাধ্য হচ্ছেন। তবে তাদের এই নিরলস অধ্যাবসায়কে শ্রদ্ধা জানাতেই হয়।

অনুচ্ছেদটি খুবই আপত্তিকর বলে মনে করি।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।