কেমন লাগছে সচলায়তন?

বেশ কয়েকদিন হল অফিসিয়ালী আত্মপ্রকাশ করেছি। সচলায়তনে আরো ফীচার আসবে আরো স্টেবল হবে দিনে দিনে। তবু প্রাথমিক মূল্যায়ন জানতে চাই আপনাদের কাছে। কেমন লাগছে সচলায়তন? পোস্টে এসে ভোট দিয়ে যান।

যারা আরো ফীচার চান, তারা আর কি কি চান জানাতে ভুলবেন না মন্তব্যে।

Choices

দুঃখিত, এই পোস্টে আপনার ভোট গৃহীত হবে না।

মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই পোস্টের ভোটে মাত্র ২৭ জন ভোট দিয়েছে। এত কম ভোটের কারণ কী?

??? এর ছবি

ধন্যবাদ শোহেইল চৌধুরী। ওখানেও গিয়ে দেখলাম আরেকটা পোস্টের লেজ। ঐ লেজটা এটার চেয়েও লম্বা, তাই ভরসা পেলাম না। আশা করি, কর্তারা বিষয়টা খেয়াল করবেন এবং বিবেচনাও করবেন। আপনাদের যদি আইডিয়াটা পছন্দ হয়, তাহলে একটু ভর দেন। এরকম একটা ব্যবস্থায় একটু সিলেকটিভ থাকা সম্ভব এবং প্রতিদিনের ব্লগার না হলেও জরুরি বিষয় অবগত থাকা সম্ভব বলে আমার ধারণা।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

সুমন রহমান, বামদিকে সমস্যা ও আব্দার নামে একটা বোতাম আছে সেখানে দাবী-দাওয়া লিখে রাখার সুযোগ আছে।
যদিও অরূপ বা এসএম৩ কতোটা সেদিকে খেয়াল দেন জানি না।
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

??? এর ছবি

একটা বিষয় মাহবুব মুর্শেদ বা অরূপ যিনিই দেখেন...

সচলায়তনের সব লেখা সবাই বোধয় পড়েন না। সময়ও নেই। এমন প্রেক্ষিতে...ধরা যাক আমি একটা পোস্ট ঝাড়লাম এবং আমি চাই এই পোস্টটা বিশেষ করে মা.মু এবং অরূপ যেন পড়েন। এখন, এতসব পোস্টের ভিড়ে, এমনকি কোনো অপশন দেয়া সম্ভব যাতে আমার পোস্ট না পেলেও মা.মু এবং অরূপ তাদের নিজেদের ব্লগে আমার প্রেফারেন্স অবগত হয়ে যাবেন?

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

সুমন রহমান, বামদিকে সমস্যা ও আব্দার নামে একটা বোতাম আছে সেখানে দাবী-দাওয়া লিখে রাখার সুযোগ আছে।
যদিও অরূপ বা এসএম৩ কতোটা সেদিকে খেয়াল দেন জানি না।
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

তীরন্দাজ এর ছবি

ইদানীং লিখতে পারছি না। বাড়ী পাল্টেছি বলে অনলাইনে নেই। ১০.৭.০৭ থেকে লিখতে পারবো বলে আশা করছি।

যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

সে কারণেই কোথাও তীরন্দাজের নতুন লেখা খুঁজে পাই না।
না এ বাড়ি না ও বাড়ি।
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

দৃশা এর ছবি

ইসটিল বুইঝা উঠতে পারতাসি না

দৃশা

ঝরাপাতা এর ছবি

আগের আউটলুকটা বেশি ভালো লেগেছিলো। এটা একটু ঝাপসা ঝাপসা।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

মাশীদ এর ছবি

ফাট্টফাট্টিতে ভোট দিলাম। তবে ছবি আপলোডিং টা আরো সহজ হলে খুশি হব।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

অমি রহমান পিয়াল এর ছবি

ভোট দিয়েছি ফাটাফাটিতে।

..................................

তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

আরিফ জেবতিক এর ছবি

মাঝে মাঝে মনে হয় যে সবলেখকদেরকে কোটা সিস্টেমে নিয়ে আসি।১৫ দিনে একটা করে লেখা দেবেন।

কারন এতো এতো ভালো লেখা পাচ্ছি ,পড়েই সময় শেষ।লেখব কখন?

ভোট দিয়েছি ফাটাফাটিতে।
বেশি ফিচার দিয়ে আবার গুবলেট করে ফেলার দরকার নাই।

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

??? এর ছবি

মে বি নট দ্য রাইট প্লেস টু আস্ক.... আবু আহসান নামে একজনকে আমি আমি দাওয়াত দিছিলাম। উনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হৈবে কবে... মাহবুব মুর্শেদ কি একটু নজর দিবেন?

অরূপ এর ছবি

মৌর্যযুগে তাকে সচল করা হয়েছে..
সেটা সচলতালিকায় দেখানোও হচ্ছে
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

??? এর ছবি

কিন্তু সে যে কেন ঢুকতে পারছে না! আমাকে মেইল করছে বারবার, সে লগ-ইন করতে পারছে না।

অরূপ এর ছবি

এইবার বক্তব্য ঠিকাছে
আমরা নতুন পাসওয়ার্ড পাঠিয়ে দেব ইমেইলে
আমার ইমেইল
সমস্যায় এখানে যোগাযোগ করুন
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অরূপরে গুতান। একাউন্ট, ইন্টারফেস, ফন্ট আর অন্যান্য কিছু জিনিস অরূপ দেখে। আমি মূলত নতুন ফীচার, ব্যাকগ্রাউন্ড কিছু রিওর্য়াকিং দেখি। বাঁধাধরা কোন নিয়ম নাই। তবুও আপনে ওরেই বলেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শামীম এর ছবি

নীড়পাতা/প্রথমপাতায় পোস্টের ভেতরকার ফরম্যাটিংগুলোর কোড দেখা না গেলেই বেশি ভালো লাগতো ... ...

====
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মূল পাতায় ফরম্যাটিং করে চেহারা যাতে নষ্ট করতে না পারে দুষ্ট ছেলের দল সেজন্য করা ওটা। আপনার লেখার চেহারা অবশ্য খারাপ হয়েছে, সেটা পরে সেরে নেব আমরা। দুঃখিত এর জন্য।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

তারেক এর ছবি

ভোট দিলাম। কিন্তু আমার ভোটার পরিচয়পত্র কই?

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ইয়ে, মানে...
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কোথায় ইংরেজী বানান ভুল আরেকটু স্পেসীফিক্যালী বলবেন রউফ ভাই?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ইশতিয়াক রউফ এর ছবি

"ভুল" একটু অতিকথন হয়ে গিয়ে থাকতে পারে। দুঃখিত। সচলায়তন বানানটা "o" দিয়ে লেখা, কিন্তু পেজটা "a" দিয়ে লেখা পেজে ফরয়ার্ডেড হয়। একবারে "a" দিয়ে লিখলেই হত মনে হয়।

-------------------
প্রবাসী,ছাত্র,দুস্থ,দেশপাগল
-------------------

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সবার সুবিধার কথা ভেবে সম্প্রতি প্রথম পেজে দেয়া নতুনটা ডোমেইনটা কেনা হয়েছে। বানান ভুল নয় যে যেরকমভাবে সুবিধা মনে করে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ইশতিয়াক রউফ এর ছবি

নীড়পাতায় ইংরেজি লিংকটায় বানান ভুল। কোথায় যেন "একজন ব্লগ" লেখা দেখলাম। আপনাদের লেখা ভাল লাগে। আরও লেখুন!

-------------------
প্রবাসী,ছাত্র,দুস্থ,দেশপাগল
-------------------