গনমাধ্যম-২

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: বিষ্যুদ, ০৫/০১/২০০৬ - ১১:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আকাশ সংস্কৃতির যুগের নতুন যন্ত্রনা সংবাদ। বাংলাদেশের মানুষ কিছু করার সুযোগ না পেলে শেষ অবলম্বন হিসেবে সাংবাদিক হয়ে যায়। সংবাদপত্র কর্মীদের অপমান করার জন্যে বলছি না, তবে যে হারে সংবাদ পত্র জন্ম নিচ্ছে তাতে সংবাদ মাধ্যমের জন্মশাসন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবার সম্ভবনা তৈরী হয়েছে।

সংবাদ পত্র আদর্শিক অবস্থান ছেড়ে বানিজ্যিক প্রতিষ্ঠান হয়ে গেল। কিছু ভালো সাংবাদিক তৈরীও করলো কিন্তু আমি যে কয়জনকে ব্যক্তিগতভাবে চিনি তারা জনগনের কাছে সংবাদ প্রদান করছে এবং জনগন তাদের বক্তব্য শুনছে এটা ভাবতেই আশ্চর্য লাগে। তাদের কয়েকজন ভয়াবহ মাদকাসক্ত কারো নারীদেহের লালসা, পেশাগত দায়িত্ব বিচু্যত হয়ে ভুল সংবাদ বা একপেশে সংবাদ প্রদানের সম্ভবনা অনেক। যদি ধরেও নেই তারা পেশার প্রতি সৎ এবং আন্তরিক ,একজন মাদকাসক্ত সংবাদদাতা চেতনা চিন্তা পরিষ্কার রেখে আদৌ কি সংবাদ দিতে পারে। আমার খুব প্রিয় এক পরিচিতা নিয়মিত লিখছে। মাঠকর্মী হওয়ার বদলে তার অনুবাদ সাংবাদিকতা আমাকে আনন্দ দেয়। যদিও বিভিন্ন পরিসংখ্যান আর কার্যকরনের সংবাদ মূল্যের প্রশ্ন থাকেই।

কিন্তু সংবাদ পত্র এখন টক-ঝাল-মিষ্টি-মুখরোচক বিনোদন। সব শ্রেনীর সব বয়েসের পাঠকের কাছে গ্রহনযোগ্যতা পেতে নিরন্তর প্রচেষ্টারত। এর বিপরীতে আছে টিভি সাংবাদিকতা। ঘন্টায় ঘন্টায় খবর দেখানোর ঘটা। 56000 বর্গমাইলের বাংলাদেশে প্রতি ঘন্টায় কি এমন খবর তৈরী হয়। তাই একই খবর বিভিন্ন সুশ্রী মুখে শোনাটাই একমাত্র অর্জন। অবশ্য কৈতুককর কিছু মুখ দেখা যায় যাদের দেখেও বিনোদন। টিভি সংবাদ দাতারা মানুষের ভৈগলিক জ্ঞানবৃদ্ধিতে প্রতক্ষ্য অবদান রাখছেন। মহব্বতনগর বলে একটা জায়গা বাংলাদেশে আছে এটা জানতে পারাটা একটা অর্জন ক্ষুদ্র জীবনে।।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।