যা জানতে চাই

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: সোম, ০৯/০১/২০০৬ - ৫:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

কিছু জিজ্ঞাসা ছিলো দেশের শিক্ষিত জনতার কাছে। বিশেষত আমাদের জন্ম এমন এক সময়ে যখন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত তাই সত্যি ইতিহাস ঘটতে দেখার সুযোগ হয় নি। ভাষা আন্দোলন এর ইতিহাস জানি না। জানতে ইচ্ছা করে কিন্তু সুযোগ নেই। এতবড় একটা অসাম্প্রদায়িক আন্দোলন হলো যার ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষন । কৃষ্টি সংস্কৃতি রক্ষার জন্যে এত বড় একটা আন্দোলন হলো দেশজুড়ে অথচ তার উপর ভিত্তি করে তেমন রচনা নেই। রাজনৈতিক আর সাধারন মানুষের চেতনার পরিবর্তনের ধাপগুলো বোঝার উপায় নেই। প্রায় সমস্ত দেশেই রাষ্ট্রভাষার দাবিতে সমাবেশ হলো-দেয়াল লিখন লিফলেট হলো কিন্তু কারা সংগঠিতকরলো তার জবাব নেই।
1948 থেকে 1952 পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক দৈনিক ঘাটলেই জানা যেত কোথায় কিভাবে আন্দোলন শুরু হলো। এটা একক উদ্যোগে সম্ভব না। প্রয়োজন একটা প্রতিষ্ঠিত সংস্থার উদ্যোগ । রাষ্ট্রীয় উদ্যোগ আশা করার মূর্খতা নেই। এমন মননশীল নেতৃত্ব আসবে যখন তখন আর দৈনিক পত্রিকাগুলোর অস্তিত্ব থাকবে না।

1972 থেকে 1979 পর্যন্ত ঘটনা লেখার মতো মানুষ কি আছে? সে সময়ের সাহিত্যিকরাও উদাসীন এ সময় নিয়ে লিখতে। শওকতআলীর কোন এক উপন্যাসের দুই লাইনে লিখা না বরং আরো বড় মাপের লেখা এবং আবেগবর্জিতপক্ষপাতবিহীন। এই দাবি পুরন হবে কখনও??


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।