হেলাল হাফিজ

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: শুক্র, ১৩/০১/২০০৬ - ৪:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

বর্তমানের কবিতার কিছু কিছু আমার পচ্ছন্দের। সবার সব কবিতা পড়তে পারি না । পকেটের সাস্থ্যচিন্তায় আর সংবাদ সাময়িকিতে যতটুকু ছাপা হয় তা যোগার করে পড়ার আলস্যে । তবুও যতটুকু সুযোগ হয়েছে তাতে আমার নিজের ধারনা হেলাল হাফিজের যে জলে আগুন জ্বলের মতো অন্য একটা কবিতা সংকলন পাওয়া কঠিন। স্বাধীনতার সমবয়সী এই কবি অত্যন্ত কৃপন। প্রায় 18 বছর ধরে লেখা গুটি কয়েক কবিতার এই সংকলনের পর আরও 18 বছর গেলো এখনও তার দ্্বীতিয় কবিতা সংকলন হাতে পেলাম না। শুনেছি কোন এক দৈনিকের সাহিত্য পাতার দেখাশোনা করছেন। এই কবির একেকটা কবিতার জন্যে অপেক্ষা করতে হয় অনেক অনেক দিন। অপেক্ষা করতে ভালো লাগে। শব্দ ব্যাবহারের সচেতনতা দৃশ্যের নিপুন নির্মান কিংবা নাগরিক জীবনের নিজস্ব অনুভব তার কবিতা ব্যাক্তিগত। কোন এক বই মেলায় তার আজ কবিতার জনসভা আর অচল প্রেমের পদ্য নামের 10 10 কবিতার সংকলন এসেছিল। ছবি আঁকার কাজ হয়তো ধ্রুবর । সাথে নেই তাই নিশ্চিত করতে পারছি না।

পূর্নিমার বহু আগের ঈদ সংখ্যায় তার অচল প্রেমের পদ্য পড়ে তার অনুরণন সারাদিন। এখনও তার সূচনার পংক্তিদুটো মনে আছে।

যখন যুক্তিগুলো আবেগের কাছে
অনায়াসে পর্যুদস্ত হতে থাকে
যেকোন মানুষের ......................

সম্পূর্ন মনে নেই। সেই পুর্নিমা হয়তো সের দরে বিক্রি হয়েছে আর আশা ছিলো নতুন কোন প্রকাশিত সংকলনে পেয়ে যাব। সে সুযোগ হয় নি। বহু সাময়িকীর পাতা খুজে খুজে নতুন কোন রচনা পাই নি। এমন অসহ্য নিরবতার পরও মনে হয় কৃপন এই কবি, হেলাল হাফিএখনও কলম হাতে যোগ্য শব্দের প্রতিক্ষায়.....


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।