কবিতা সমালোচক তেলাপোকা ও একজন কবি

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: বুধ, ১৮/০১/২০০৬ - ৩:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

লুনা রুশদীর কবিতা ছাতা- ছাতাপড়া কবিতা বিষয়ে বেশ আলোড়ন। তেলাপোকাবিদ্্বেষিনী এই কবি তেলাপোকার বংশ হবে ধ্বংস শিরোনামে তেলাপোকা মারার ষুধের বিজ্ঞাপন করে ফেলবেন অচিরেই।
রবিঠাকুর কবিদের অশেষ স্বাধীনতা দিয়েছেন। কবিমানসে যা প্রকাশিত তাই সত্য কবিগুরুর এমন বানীর পর কেউ কবিতার সমালোচনা করার মতো নির্বোধ হলো কিভাবে???
ছাতা নিয়ে রাস্তা দিয়ে হেটে যাই সামনে দেখি পিচ্চি এক ফকিরনী বাচ্চা কোলে ভিজতেছে। তার ছাতা কিনার পয়সা নাই এই দেখে কবিতা লিখি ফেলাই। এই হলো সম্পূর্ন কবিতা।
কোথায় যেনো পড়েছিলাম অনুবাদের পর যে ভাবটা অবশিষ্ট থাকে তাই কবিতা। অবশ্য কবিতা অনুবাদের জন্যে কথাটা প্রযোজ্য। লুনা রুশদী রেগে এই কবিতা মাওরি ভাষায় অনুবাদের চেষ্টা করতে পারেন। আমি ইংরেজীতে চেষ্টা করতে বলবো না।
লুনা রুশদীর পড়ার ক্ষেত্র বিশদ। তিনি শুধু কবিতা লিখেন না কবিতা পড়েন কবিতার ব্যাখ্যাও করেন। তবে তেলাপোকার মতো আমিও এটাকে কবিতা বলা যায় কিনা এটা নিয়ে সন্দিহান। আধুনিক কবিতা বিষয়ে সস্তা রসিকতা ছিলো একটা। ওটা সবাই জানে। যারা জানেন না তারা একটু খুজলেই পাবেন যারা রসিকতাটা জানেন।

জীবনানন্দকে প্রিয় কবি বলাটা রীতিমতো একটা অসুখে পরিনত হয়েছে কবি সমাজে। ব্যাক্তিগত বিদ্্বেষ বাদ দিয়ে কবিতায় মনোনিবেশ করি।

ছন্দ মেলানোর চেষ্টা ছিলো। অন্তমিল খুজে পাওয়া গেছে । এই অন্তমিল কবিতা। না ছন্দ মিললেই কবিতা হয় না। ছন্দ স্পষ্ট না হলেও ভালো কবিতা হয়। ভালো কবিতা হয় কিভাবে এটা কোন কবি নির্দিষ্ট নিয়ম বের করতে পারেন নি। পারলে লুনা রুশদী - তেলাপোকার যুদ্ধ যৌক্তিক কিছু শর্ত মেনে শুরু হতো। শেষ পর্যন্ত ভালো কবিতা খারাপ কবিতা নির্ধারনের দায়িত্ব পাঠকের। পাঠক কবিতার পাশ মার্ক দিলে কবিতা ভালো। অবশ্য সেরকম পাঠক দায়বদ্ধতা নিয়ে কবিরা লিখছেন না।

শামসুর রাহমান ফরমায়েসি লিখতে লিখতে নিজের মান নামিয়েছেন। প্রয়োজনের বেশী উৎপাদন করে যন্ত্রে সমস্যা হয়ে গেছে। মহাদেব সাহা বৃদ্ধ বয়েসে প্রেম নিয়ে নাকি কান্না করছেন। আর এই অবকাশে নাট্যব্যাক্তিত্বরা কবিতা লেখা শুরু করেছেন। মান কেমন এটা নিয়ে কথা না বলি।

সমাপ্তি এই যে বাংলাদেশের প্রখ্যাত নায়ক ওমর সানী উপন্যাস লিখে বইমেলায় বেচার সাহস পেলে লুনা রুশদী এত বিদ্যা নিয়ে কেন কবিতা লিখতে পারবেন না। কেউ দ্্বিমত প্রকাশ করলে রবিঠাকুরের বানী পরুন। জীবনানন্দের কবিতা যার ভালো লাগে !!!!!! সে এই কবিতা লিখে সন্তষ্ট হলোএটা আমার নিজের প্রশ্ন নিজের কাছে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।