ধারনা

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: বুধ, ১৮/০১/২০০৬ - ৩:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছোট বাচ্চাদের ভিতরে সামপ্রদায়িকতা ঢুকছে। দায় শিশুদের না। ওরা বড়দের অনুকরন করে। কয়েকটা জানা গল্প নতুন করে শোনাই। আমার মামাতো ভাই বয়েস হয়তো 6, আমার সাথে সম্পর্ক মোটামুটি। খেলছে নিজের মতো । আমাকে গম্ভীর মুখে বললো জানো লাল পিপড়া না হিন্দু। বললাম তাই নাকি কিভাবে বুঝলা। বললো ওরা হিন্দু বলেই কামড়ায় কালো পিপড়া মুসলমান লালপিপড়া হিন্দু। বললাম লাল পিপড়াতো হিন্দুদেরও কামড়ায় ধর্ম বিচার করে কামড়ায় এমনতো শুনি নি। উত্তর এ্যাহ তুমি বেশী জানো?

আমি ছোট বেলায় এ জিনিষ শুনেছি । অন্য একটা বিষয় শুনেছি রবীন্দ্রনাথ নজরূলের বিবাদ। রবীন্দ্রনাথ ষড়যন্ত্র করে বিষ দিয়ে নজরুলকে বোবা বানিয়েছে আর নোবেল চুড়ি করে নিয়েছে। এই গল্প বিশ্বাসযোগ্য নয় কিন্তু আমার ধারনা ছিলো আমাদের শৈশবের সাথে এ জিনিষ বন্ধ হয়ে গেছে।

আরও ভয়ংকর প্রচারনা কোন বিধর্মীকে কলেমা পড়িয়ে মুসলিম করতে পারলে বেহেশত নিশ্চিত। তখন বোধহয় 4র্থ শ্রেনীতে। রাজীব এসে বললো ও বেহেশতে যাবেই। কারন ও এক মালাউন ছেলেকে মেরে কলেমা পড়িয়েছে। হয়তো প্রায় 20 বছর পর ওর ভুল ভেঙ্গেছে। কলেমা পড়লেই মুসলিম হয় না এটা বোঝার ক্ষমতা হয়েছে।

কিন্তু ভ্রান্ত ধারনা ধর্মবিদ্্বেষ আর মুসলিন পেষনের একটা বদ্ধমূল উন্মত্ত ধারনা ঢুকিয়ে দেওয়া হয়েছে তা থেকে বাইরে আসতে পারছে না কেউ। সবাই নিশ্চিত মুসলিমদের বঞ্চিত করা হচ্ছে। কোথায় কিভাবে? হাজির কিছু উত্তর আছে সবজায়গায়। তা কোথায়? মধ্যপ্রাচ্য। ওখান থেকেই সব দন্দ্বের শুরু। তা যারা বাংলাদেশে আছে তাদের কি ক্ষতি হলো এতে। কেন মুসলিম মুসলিম ভাই ভাই। কথা হলো ওরা কি আমাদের ভাই স্বীকার করে? যদিও সত্য হচ্ছে বাংলাদেশের কাউকে মুসলিম ব্রাদার বলে আলিঙ্গনের কোন বাসনা নেই তাদের। ইরান ইরাক সৌদি আরব কাতার ইয়ামেন মিশর কে বাংলাদেশকে 2 পয়সা দাম দেয়। ইসরাইল ইহুদিনাসারা মুসলিম ভাইদের কষ্ট দিচ্ছে। ওটা ওদের আঞ্চলিক সমস্যা ওটার বিরোধ মেটানোর গুঢ় দায়িত্ব কবে বাংলাদেশে আসলো। মজা হচ্ছে পাকিস্তানের মানসিকতায় ধারাবাহিকতায় এদেশে ইসলামী দলগুলোর উথথান। সেই পাকিস্তান ইসরাইলকে অস্ত্রের বিনিময়ে স্বীকৃতি দিচ্ছে। অথচ বাংলাদেশ এখনও স্বীকার করেনি।

বেশী দিন আগের কথা না সদ্য জে এম বি গাজীপুরে বোমা ফাটিয়েছে চ্যানেল আএর সকালের ধর্ম অধিবেশনে বক্তা জিহাদ এর ডাক দিলো। মুসলিমদের উপর যে অন্যায় অবিচার তা প্রতিরোধের জন্যে রক্তে জিহাদ এর জোশ আনুন। কোন রকম বাছবিচার ছাড়া এমন উগ্র মন্তব্য কেন করলো। কেউ প্রতিবাদটুকু করলো না। অবশ্য জিহাদ বিষয়ে এ টি এন আই আর এন টিভির ধর্মবক্তাদের অসীম শ্রদ্ধা। সঠিক উচ্চারনে যিহাদ বলতে হবে। বেকুব বাংলা বলতে পারে না শুদ্ধ সে আরবির পন্ডিত।
আমি জানতে চাই আসলে কেন ইসলামী দলগুলো রাজনীতি করে। ওয়ালী ভাই জামায়াতে ইসলামীর আদর্শ আর উদ্দেশ্য বিশদ ব্যাখ্যা করে কিছু পোষ্ট দেন।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।