বিজয় দিবস ৯৬

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: বিষ্যুদ, ১৯/০১/২০০৬ - ২:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক নপুংশক বিপ্লবে জন্ম তোমার
দুর্ভিক্ষ আর গুপ্তহত্যার নির্বাক ইতিহাস শৈশব।
সামাজিক ভয় আর অবরোধে তোমার বেড়ে ওঠা---

যথেচ্ছা সম্ভোগ শেষে , সমাজের শামুক খোলসে
লুকায় সামাজিক মানুষ,
প্রাগৈতিহাসিক বিচারে তোমাকে পাথর ছুড়ে মারে

ধর্মের ফেরীওয়ালা, তাদের অপরাধে।
নেতারা তোমাকে ধর্ষণ করে তোমার গর্ভে রোপন করে প্রগতির বীজ
তুমি প্রসব করো অভাব- দারিদ্র- জীর্নতা।
ভুল প্রেমিকের হাত ধরে হাটো-
এখানে চিন্তার দাসত্ব, শৈল্পিক পতিতাবৃত্তি
অপরাধীর নির্লজ্জ পৃষ্ঠপোষকতা
হত্যা লুনঠন আর নগ্ন শক্তি প্রদর্শনী
অসুস্থ এই সমাজে অসুস্থ প্রতিযোগীতায়
স্বপ্নহীন বেচে থাকা

রাজপথের সব মৃতু্যই ইতিহাসের আবর্জনা।

ভাগ বাটোয়ারার অশ্লীল ইতিহাস বুকে
25শের যুবতী তুমি
হাত বদল হতে হতে ফিরে আসো পুরোনো ঠিকানায়

অপেক্ষা কর নতুন বিপ্লবের।।

--------

প্রায় 10 বছর হলো এ লেখার পরিস্থিতি বদলেছে ????


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।