হরতাল বুলেটিন

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: বিষ্যুদ, ১৯/০১/২০০৬ - ২:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

শুরুহচ্ছে জাতীয় হরতাল সপ্তাহের প্রথম দিন। আপনারা যারা সরকারি অফিসে চাকুরি করেন তাদের অবগতির জন্যে জানানো যাচ্ছে, আপনারা নিশ্চিন্তে পরিবারের সাথে সময় কাটান। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাদের জ্ঞাতার্থে বলছি, রাজপথে মর্নিং ওয়াক করতে করতে অফিস যেতে পারেন তবে বেশী বোঝা নিয়ে চলবেন না। যেকোনো সময় যেকোনো দিকে ঝেড়ে দৌড় দিতে হতে পারে। অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হলে পরুন ট্রাউজার হালকা টি শার্ট পায়ে রানিং সু। তবে হায়াত মউতের মালিক আল্লাহ, পথে বেঘোরে মরতে হলে ঈমান নিয়ে মরুন জিকির করতে করতে পথ চলুন।

ব্যাবসায়ি ভাইদের সাময়িক অসুবিধার জন্যে আমরা দুঃখপ্রকাশ করছি। দেশের বৃহত্তর স্বার্থে আপনাদের সামান্য ক্ষতি মেনে নিন। গৃহীনিরা ঘরে ঘরে পিকনিক করুন আর কিশোররা যত খুশী রাস্তায় খেলতে পারো কেউ বাধা দিবে না। আমাদের দলের ত্যাগী কর্মী সমর্থকদের জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা রাজপথ গরম রাখবেন এ প্রত্যাশা আমাদের। হরতালবিরৌধী অপশক্তি অহেতুক বোমাবাজি সন্ত্রাস করতে পারে। নিজেদের নিরাপত্তার জন্যে হালকা অস্ত্র সাথে রাখবেন।
এই হরতাল যারা ইচ্ছায় বা অনিচ্ছায় পালন করছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বিশেষ হরতাল বুলেটিন।।।।

আমরা গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী কিন্তু সরকার আমাদের বাধ্য করছে । হরতালের 2য় দিনে গতকালের নাশকতামূলক অপতৎপরতার প্রতিবাদে আবার হরতাল আহবান করছি। আজকের বিশেষ হরতাল বুলেটিন এর শুরুতেই রক্তিম শুভেচ্ছা।। গতকাল আমাদের হরতাল উৎসব মিছিলে হরতালবিরোধীদের কাপুরোষিত আক্রমনে একজন নিহত আর এই উল্লাসে আতশবাজীর আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন। সরকারের পেটোয়া পুলিশবাহিনী কাঁদানে গ্যাসছুড়ে জনগনের আনন্দে ব্যাঘাত ঘটাতে চেয়েছিল। কিন্তু দেশের জনগন আমাদের সাথে আছেন। বিক্ষিপ্ত সংক্ষিপ্ত বাধা সত্বেও সারা দেশে ছিলো উৎসবমুখর পরিবেশ।
কাল যারা সহিংস উৎসব করেছেন তাদের জন্যে টিপস। লক্ষ্যহীন আতশবাজী করবেন না, হরতালবিরোধীদের ধাওয়া করতে পারেন । সারাদিনের প্রস্তুতি হিসেবে সাথে নিবেন বেশ কিছু ককটেল শ খানেক গুলি কাটা রাইফেল সিঙ্গেল শুটার। ভুলেও ভারি অস্ত্র নিবেন না। আমরা শান্তিপূর্ন প্রতিবাদ করছি।
হরতাল আর মাত্র 12 ঘন্টা বাড়ানো হয়েছে। আগামি কাল সন্ধ্যা পর্যন্ত আপনারা কর্মহীন। এই অবকাশ উদযাপন করুন পরিবারের সাথে। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে শেষ করছি বিশেষ হরতাল বুলেটিন।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।