সুখবর বাজে খবর

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: বুধ, ০১/০২/২০০৬ - ৮:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

মায়ের একটা কথা মনে পড়ছে, কোনো একদিন হিল্লা বিয়ের ফতোয়া দেখে বলেছিলেন, হাদিস 3 রকম, সাহিহ হাদিস, ভুল হাদিস আর মুখারি হাদিস, বেশ কিছু ভালো খবর শুনলাম, মনটা উৎফুল্ল ছিলো বেশ, মানুষের শুভবোধ, মানুষের মমত্ব, প্রায় বিলুপ্ত এসব ঘটনা যখন ঘটে, এই আকালে এর চেয়ে বড় সংবাদ হয় না, শুভ সংবাদ দিয়ে শুরু করি।

আমার কয়েকজন নিজ উদ্যোগে বেশ কিছু পথের শিশুকে নিয়ে একটা প্রকল্প দাড়া করেছে, যেখানে এই শিশুগুলোর মৌলিক অধিকারগুলো পুরন করা হবে। তাদের মাথার উপরে একটা ছাদ থাকবে, তাদের পরিধেয় বস্ত্র থাকবে, তাদের চিকিৎসার ব্যায়, শিক্ষার খরচ সম্মিলিত ভাবে আমরা সবাই দিবো। সংশয়ি মন আমার, শুনলাম ভালো লাগলো, কিন্তু পরে মনে হলো, মাত্র 4 থেকে 5 জন, সর্বোচ্চ 10জনকে আমরা সামলাতে পারবো, এর বেশি বড় হলে আমরা নিরুপায়। কিন্তু আশার বানী হলো, আজ আমরা কয়েকজন বন্ধু এমন 10 জনের ভার নিতে পারছি, আমাদের দেখে যদি আরও 20 জন উৎসাহি হয় তাহলে 200 শিশু তাদের স্বপ্ন পুরন করতে পারবে। এটাই বা কম কিসের। জানি না কতটুকু করতে পারবো সবাই, তবে দেখা যাক।

ইদুর 20 লাখ টাকার চাল খাচ্ছে প্রতি বছর, কারিগরি পরিক্ষার প্রশ্নপত্রে আল মুজাহিদ ভাইকে নিয়ে প্রশ্ন হয়েছে, তবে পেপারে পড়া সেরা কমেডি ছিলো সিলেটের কোনো এক লোকের মন্তব্য, ভেসেকটমি করার পর ফিরে আসা এক রিকশাওয়ালাকে বলেছিলো, মিয়া তুমি তো খাসি হয়ে গেছো, কয়দিন পর কাঠাল পাতা খাইবা।
একালের ভ্যান গগ আঙ্গুল কেটে পাঠিয়ে দিচ্ছে খামে ভরে প্রেমিকার কাছে, মানুষ মহাশুন্য থেকে কোটি টাকা খরচ করে ধুলা নিয়ে আসছে, আর এই অপবাক বেচারা হঠাৎ ফতোয়াবাজের খপ্পরে পরেছে।

আমাদের মধ্যে অনেকের নামের আগে মোহাম্মদ আছে, একজন আমাকে বললেন মোহাম্মদ নাম নিয়েই দরুদ পড়তে হবে, সেটা কি বাংলাদেশের সব মোহাম্মদের ক্ষেত্রে পযোজ্য হবে? কারন মোহাম্মদের নাম মোহাম্মদ ছিলো।

মানুষ মাত্রই ভুল করতে পারে, ভুলে যেতে পারে, আমি প্রায় 10 বছর আগে একটা বই পড়েছি, প্রকাশক সম্ভবত ইসলামিক ফাউন্ডেশন, যেহেতু বইয়ের ভিতরটা পড়া হয় তাই লেখকের নাম বা প্রকাশনা সংস্থার নাম মুখস্ত করা হয় নি,
কি তথ্য আছে সেখানে এটা আমি লিখি নি, এখনও লিখছি না, তাই যারা বিভ্রন্ত হতে চান না তারা ইসলামিক ফাউন্ডেশন আর নওরোজ, কিতাবিস্তান এবং অন্য আরো কিছু প্রকাশনি যারা সিরাতুন্নবী প্রকাশ করে কিনে পড়তে পারেন। সামনে বই মেলা আর এবার 30% ছাড়, তাই 4টা বই কিনার টাকা নিয়ে গেলে 5 টা বই কিনতে পারবেন, সেই বাড়তি বইটা হোক নাবির জীবনচরিত।

তবে হাসি লাগলো এটা দেখে অপবাক কে না বলুন শ্লোগান এসেছে। আর আমি মুসলিমদের অপবাদ দিলাম এটাও এখনই শুনলাম। যখন একদল সন্ত্রাসি ইসলামের নামে নির্বিচারে বোমাবাজি করছে, নিরিহ মানুষের হত্যা করছে, যখন সৌদি আরবের শেখেরা কুয়েতের শেখেরা সেসব কাজে অর্থ সাহায্য দিচ্ছে , ধর্ম প্রচারের নামে যারা মতাদর্শ বিভ্রান্ত কিশোর তরুনদের মানুশ খুনের উস্কানি দিচ্চে তখন এসব বিবেকবান মুসলিম জাগ্রত নয়, তারা ময়দানে মিছিল মিটিং করছে,। আর এসব মানুষের নেতা মহান মোহাম্মদ, তার নামের ধোয়া তুলে এরা এসব কাজের যৌক্তিকতা দেখাচ্ছে, তো কিছু কৌতুক লিখক নেতাকে সন্ত্রাসী বলেছে, বিষয়টা একদল শিল্পির টিটকারি, এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাওয়ার বিষয় নয় এটা,
মুসলমানের রসবোধের খামতি আছে, প্রমান 3 মাস পরে প্রতিক্রিয়া দেখালো, কোন প্রানীর নাকি চামড়া মোটা, সুরসুরি দিলে ওয়ান উইক পরে বুঝে, বুঝে দেখো মুসলিমদের চামড়া কতো মোটা 12 উইক পরে খবর হয়েছে। তবে রক্তের তেজ বেশী, হাই-প্রোটিন ডায়াটের ফল। তাই রসিকতা ধরে ফেলার পর একমুহুর্ত দেরি করে নি, আবার মিছিল মিটিং শুরু করে দিয়েছে।

তবে ইয়াহইয়া কে নিয়ে লেখাটার উপরে পাবলিক খেপলো কেনো? ইশ্বর আর আল্লাহ যে এক না এটা শিখলাম সদ্য, এটাও কি ভুল শিখলাম? ইশ্বর সদাপ্রভু রক্ষা করো।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।