ফান ফ্যাক্টস

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: মঙ্গল, ০৭/০২/২০০৬ - ১২:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঘটনা গত কোরবানির ঈদের-
বাংলাদেশে উট কোরবানির নতুন ফ্যাশন শুরু হয়েছে, সে কারনে কিছু উট ভারতের রাজস্থান থেকে কিছু অন্য জায়গা থেকে কোরবানির হাটে নিয়ে আসা হয়,
এদের একটা ঈদের আগে আগে সন্তান প্রসব করে। প্রকৃতিক ঘটনা, কিন্তু জানা যায় এই উটগুলোর আমদানিকারক ছিলেন এক পীর বাবা, এবং তার অনুসারিরা প্রচারনা করলো, এটা হুজুরের কেরামতি,
মানতে আপত্তি নেই, হুজুরে সায়দাবাদি নামক লোকটা ডিমপড়া দিয়ে সন্তানহীন নারিকে গর্ভবতি করে ফেলছেন, হুজুর উটকে করতে পারবেন না কেনো?

যাই হোক ঘটনার শেষ ছিলো, বাংলাদেশের ধর্মপ্রান মানুষ সেই উটের দুধ কিনছে 400 টাকা লিটার দরে এবং পান করছে, উটের দুধ পান করা সুন্নত,কিন্তু হিন্দুমুল্লুক থেকে আসা কাফের উটের দুধ হারাম কিনা এ বিষয়ে কোনো ফতোয়া বাজারে আসে নি।
এ বছর অনেক উট এসেছে, তাদের কিছু কিছু আল্লাহর রাহে কুরবানি হয়ে গেছে, কিছু দুর্ভাগা উট এখনও গলা উচিয়ে লালিত পালিত হচ্ছে , সামনের ঈদে শহিদ হবে বলে।
আমার নিজের আগ্রহ আছে এই খবরটা জানর জন্য, যদি আবার সেই বেশরিয়তি উটের হুজুরের কেরামতিতে বাচ্চা হয় তাহলে এমন কোনো সম্ভবনা কি আছে যে সেই উটের বাচ্চা ভবিষ্যতে গদইনশিন পীর হবে? এখন বাংলাদেশে তো জন্মসুত্রে পীরত্ব পাওয়া যাচ্ছে।

কেউ কি আমাকে জানাবেন, কৃত্রিম পদ্ধতিতে জন্ম নেওয়া গরু ছাগলের গোস্ত হালাল নাকি হারাম?
বাংলাদেশে যত বিশাল বহরের গরু দেখা যায় তার প্রায় সবগুলোই ইনজেকশনের মাধ্যমে জন্ম নেয়, উচ্চ ফলনশীল(বেশি দুধ দেওয়া) এসব গরুর দুধ কি হালাল না হারাম? আর গরু ছাগল তো নিয়মনিতি মানে না, ইসলামি মতে তাদের সন্তান ধারনের প্রক্রিয়াটাও অবৈধ্য, তাহলে কেনো লোকজন এসব হারাম পয়দা গরুগুলো খেয়ে নিজের বেহেস্তের পথ বন্ধ করতেছে? শরিরে কোনো হারাম অংশে পুষ্ট অংশ থাকলে সেটা বেহেস্তে যাবে না, কোরানের অমোঘ বানি, কেউ কি সমাধান দেবেন?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।