যোগ্যতা

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: শুক্র, ১০/০২/২০০৬ - ২:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

মনে হয় শিবির নেতৃত্বের নতুন যোগ্যতার মাপকাঠি তৈরি করেছে, কয়েকটা খুনসংশ্লিষ্ঠ না হলে ঠিক শিবির নেতা হিসেবে মানায় না,
রাজশাহি বিশ্ববিদ্যালয়ের অবস্থা দেখে তাই মনে হয়, এ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের 4 ,5 গ্রামে শিবির ক্যাডারদের বৈবাহিক সম্পর্ক সেখান থেকে তেনারা নাঙ্গা তলোয়ার হাতে ছুটে ছুটে আসেন ইসলামি ত্রাসের রাজত্ব কায়েম করতে,

নতুন শিক্ষক হত্যার অভিযোগে অভিযুক্ত সালেহির বিচার হবে? সম্ভবনা ক্ষীন, হয়তো জেলের আশেপাশে ঘুরে , কয়েকদিন ফাটক খেটে তিনি ফিরে আসবেন, হামদ নাত গেয়ে তসবিহ হাতে তাকে বরণ করতে যাবেন শিবিরের ছোটো খুনিরা, দৃষ্টান্ত স্থাপন করতে হবে না,
চিটাগাং বিশ্ববিদ্যালয় চিটাগাং কলেজ, ইসলামি বিশ্ববিদ্যালয়, এখানে যতজন শিবিরের খুনি আছে তাদের প্রশ্রয় দিয়ে যাবেন আরও বড় খুনিরা, ছাত্র রাজনীতিতে খুন থাকবেই, আর শিবিরের পুটি মাছ লাফিয়ে বলবে, হুমম ওনারা করলে দোষের কিসু্য নেই আমরা রগ কাটলেই সবাই রাজাকার বলে,

আমি অন্য একটা ঘটনা নিয়ে লিখি, মনে হয় রাজশাহি বিশ্ববিদ্যালয়ে এবং চিটাগাং বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নতুন একটা যোগ্যতা নির্ধারিত হয়েছে, প্রার্থিকে অবশ্যই শিবির কর্মি হতে হবে,

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইদ্্রিস আলি বলে সাধারন মানের এক ছাত্র ছিলো, ক্লাশের কোনো এক মেয়ের পিছনে ঘুরেছে 5 বছর, শিক্ষা জীবন শেষে তার ফলাফল প্রথন শ্রেনি প্রপ্ত 17 জনের শেষের দিকে, কিন্তু তার আলাদা একটা যোগ্যতা ছিলো, শিবিরের কর্মি, 6 বছরে এসে সেই মেয়েটিকে নতুন করে বিয়ের প্রস্তাব দেওয়া হয়, এবং জমায়তের গুরুত্বপুর্ন নেটাদের উপস্থিতিতে নিকাহ সম্পন্ন হয়, তার মাঝে ইদ্্রিস ভাই চিটাগাং বিশ্ব বিদ্যালয়ে একজন জমায়তপন্থি শিক্ষকের অনুপস্থিতিতে খন্ড কালিন শিক্ষক হিসেবে যোগদান করেন, পরিশেষে িেস ডিপার্টমেন্টে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, তিনি এবং তার নেকাহ করা বিবি দরখাস্ত বাছাইয়ের কাজ করেন, তার বিবির শিক্ষাগত যোগ্যতা তার তুলনায় বেশি তবে মাঝারির একটু উপরে এই যা,
এর বিরুদ্ধে একজন মামলা করেন, অবশেষে নিয়োগ অবৈধ্য ঘোষিত হয়,
ঘটনা এখানে সমাপ্ত হলে বেশ হতো, দুষ্টের দমন শিষ্টের পালন জাতিয় নীতিকথা বলা যেতো, তার মাসাধিক কাল পরে তিনি এবং নিকাহ করা বিবি পুনরায় নিয়োগ পেয়েছেন,

প্রার্থি তালিকায় ছিলেন , ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেনিতে 2য় হওয়া একজন, চিটাগাং ,রাজশাহি থেকে প্রথম শ্রেনিতে প্রথম হওয়া একজন, এবং এখন মনে পড়ছে না তবে, শিক্ষগত যোগ্যতার ভিত্তিতে জামাই বউ চানাচুর গোষ্ঠির অবস্থান ছিলো 10 জনের বাইরে,

আমরা বলি জয় জমায়তের জয়, বলি মতিউর নিজামির জয়, বলি জমায়তের ব্যাকিং এর জয়, শালার সৎ, এমন সতি নটি নেতার জন্য কি আর বলার আছে,

এখানে কিছু যোগ্য বৈদেশি ডিগ্রিধারি লোকজন আছে, বলা যায় না, তারা দেশে ফিরেই কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে জ্ঞান বিতরন করবেন, যদি পোষ্ট না থাকে তৈরি করা হবে,,,,

আল্লাহ যাকে চাহেন তাকে সম্মানিত করেন, তবে বাংলাদেশে তার প্রভাব প্রতিপত্তির লিজ দিয়েছেন তিনি জমায়তের হাতে, জমায়াত যদি চাহেন তবে অযোগ্যকেও সম্মানিত করেন, বলুন

আ মি ন


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।