সামপ্রদায়িক বাংলাদেশ লজ্জা আমাদের......

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: সোম, ১৩/০২/২০০৬ - ১১:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমরা কি দিন দিন অবুঝ হয়ে যাচ্ছি?
আড্ডা এবং হীরক লস্কর ভাই, জেনেভা ক্যাম্পের আটকে পড়া মানুষগুলো কিছু পাকিস্তানি কিছু বিহারের, তারা ভাষাগত ভাবে উর্দুভাষি, কিন্তু উর্দু ভাষি জনগন মানেই বাংলাদেশের শত্রু এমন অপপ্রচারনা আমি আপনাদের কাছে আশা করি নি।

যদি খবরটার চোখ এড়িয়ে যায় আবার পড়েন,
তারা জন্মেছে বাংলাদেশের মাটিতে, এখানেই 2য় শ্রেনীর নাগরিক হিসেবে বেড়ে ওঠা, তারা না ঘর কা না ঘাট কা অবস্থায় আছে,তাদের পিতা- মাতাদের মোহাজের হিসেবে পাকিস্তানে ফিরে যাওয়ার কথা ছিলো কিন্তু অবস্থানগত কারনে তাদের গ্রহন করতে পাকিস্তান নারাজ, তাদের বাংলাদেশ গ্রহন করে নি, জেনভা ক্যাম্পের ভেতরে যারা যান নি কিংবা সৈয়দপুরের বা অন্য আরও 2 3 জায়গায় জেনভা ক্যাম্প আছে, আমি ঢাকার আর সৈয়দপুরের 2টা দেখার অভিজ্ঞতা থেকে বলছি, এটা অমানবিক। বাংলাদেশের জন্মসুত্রে নাগরিক এসব মানুষের ভোটাধিকার ছিলো না এটাই তো আশ্চর্য খবর, দেশের নাগরিক হিসেবে তাদের ভোট দেওয়ার আর অন্য সব নাগরিক সুবিধা পাওয়ার সংবিধান স্বীকৃত অধিকার আছে , আর লজ্জা হওয়া উচিত আমাদের যে আমরা তাদের সে অধিকার দেই নি বলে তাদের আদালত থেকে সেই অধিকার পেতে হয়েছে।

আর যারা জামায়াতকে ভোট দিবে এসব আটকে পড়া পাকিস্তানিরা ভেবে কষ্ট পাচ্ছেন বা চিন্তিত হচ্ছেন তারা কি সামপ্রদায়িক আচরন করছেন না????

আমরা কি কখনই নিজেদের ক্ষুদ্্রতার উর্ধে উঠতে পারবো না, আপনি বোধ হয় তাদের নেতাদের সাক্ষাৎকার পড়েন নি, অনেক আগে ছাপা হয়েছিলো, আর 15 কোটি মানুষের দেশের সংখ্যালঘু 12- 13 লাখ লোকের প্রতিনিধির কথা তেমন গুরুত্বপূর্ন না বিধায় পড়েন নি,
তারা নিজেদের জীবন গড়তে চায়, বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের নাগরিক সুবিধাগুলো চায়, তাদের চাকরির অধিকার চায়,

সায়েদাবাদের সামনে সুইপার কলোনি আছে, যাদের প্রতিদিন সকালে আমরা রাস্তা ঝাড়ু দিতে দেখি, অনেক আগে খাটা পায়খানার আমলে যারা মানুষের মলবাহক ছিলো, সেইখানে এক ছেলে এম বি এ করেছে, খবরটা অন্তত 5 বছর আগের, কিন্তু হরিজন/গোত্রের বলে তার সাথে কাজ করতে কেউ রাজি নয়, সেজন্য সেই মেধাবি লোকটা পড়াশোনা করে চাকরিহীন, তারও নাগরিক অধিকার সে পেলো না রাষ্ট্র থেকে, এ নিয়ে এক বিন্দু দুশ্চিন্তা বা লজ্জা দেখি নি আমি কারো মধ্যে, কোনো বুদ্ধিজীবি বিবৃতি দেন নি যে এ 2001 এর বাংলাদেশে এমন সামপ্রদায়িক আচরন নিতান্ত লজ্জাস্কর,
আমি জানি না সেই ছেলেটা পরে চাকরি পেয়েছিলো কিনা? নাকি আমাদের ঢাকা শহরের রাস্তা ঝাড়ু দিচ্ছে সেই এম বি এ করা ছেলেটা।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।