অনুভব

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: মঙ্গল, ২১/০২/২০০৬ - ৩:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

একজন জাফর ইকবাল ,এক জন আলি আসগর যথেষ্ট নয়, বাংলাদেশের সামাজিক অবস্থা এমন যে এখানে একজন গবেষককে গবেষনা বাদ দিয়ে দেশের মানুষকে জাগ্রত করার জন্য ছুটে বেড়াতে হচ্ছে গোটা দেশে।
অথচ এ দায়িত্বছিলো যাদের তারা ব্যার্থ হওয়ায় জাফর ইকবাল আলি আসগরের কাঁধে চেপেছে এ কাজ।
এটাই দেশ প্রেম। যাই হোক দেশ প্রেম নিয়ে প্রবাসিদের কথনে কারো কারো এলার্জি আছে, তাই দেশপ্রেমের কথা বাদ দেই।

উগ্রবাদী দলগুলোর আদর্শিক দুর্বলতার সাথে আরও একটা দুর্বলতা আছে, সেটা হলো সাংস্কৃতিক দৈন্যতা। এক আলমাহমুদের খানিকটা ঝুকে থাকা নিয়ে সাংস্কৃতিক ক্ষেত্রে ইসলামি দলগুলোর কর্মিদের সংস্কৃতি বোধ কি খুব উন্নত?
আমার উত্তর, না বরং অনেক নীচু মানের শিল্পবোধ তাদের। আমার খুব বেশি শিল্পির সাথে পরিচয় নেই যারা ভালো শিল্পি এবং জামায়াত কর্মি, আর শিল্প এমন এক জায়গা যেখানে ট্রেনিংয়ের সুযোগ নেই।
পরিশ্রম করে অনেক কিছু হওয়া যায়। কূশলী খুনি থেকে শুরু করে কূশলী দর্জি পর্যন্ত কিন্তু পরিশ্রম করে ট্রেনিংয়ের জোরে সাহিত্যিক হওয়া যায় না, কবি হওয়া যায় না। ওটা বোধের বিষয় আর শিল্পিরা সব সময় সাম্য বাদের দিকে ঝুকে থাকে বেশী।
এত দিনের কাব্য ইতিহাসে আমি একজনের কথা শুনেছি যে তীব্র ডানপন্থি ছিলো, এবং সে ভদ্্রলোক স্পেনের গৃহযুদ্ধের সময় বন্ধুদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলো। নাম মনে পড়ছে না আপাতত তার।

এ দৈন্যতা সব মুসলিম সমাজের। এমন কি ওমর খৈয়ামের মতো দার্শনিক এবং কবি এবং গনিতজ্ঞকেও কাফের হওয়ার অপবাদ মাথায় নিতে হয়েছে।
আমি ইসলামের ইতিহাসের মনোযোগী পাঠক নই, কেউ কি তথ্য দিয়ে সহায়তা করবে আমাকে যে খোলাফায়ে রাশেদিনএ র উজ্জল সময়ে কোথাও বড় মাপের ধর্মোন্মাদ শিল্পি পাওয়া গেছে?

বাবর মুঘল সাম্রাজ্রের স্থপতি কিন্তু সে তার জন্মভুমিতে একজন উচ্চমানের শিল্পি হিসেবে পরিচিত, আকরব, জাহাঙ্গির, বাহদুর শাহ জাফর, শাহজাহান, সবাই শিল্প অনুরাগি বা শিল্পি ছিলেন, ব্যাতিক্রম আওরঙ্গজেব, তার শাসনামলে শিল্পের বিকাশ নিয়ে কিছু না পড়ে বলতে পারছি না এই ভাতৃহন্তারক সম্রাটের শিল্পবোধ উন্নত ছিলো কিনা, আমি জানি সে কোরানের অনুলিপি করে করে পার্থিব জীবনের খরচ চালাতো, বিশ্বাস হয় নি।

শেষ করছি একটা সত্য ঘটনা বলে।
আমার এক বন্ধু কোনো এক দইন আড্ডায় লৈলো তার নতুন পর্নো ছবি দেখার অভিজ্ঞতা,

বুঝলি দোস্ত শাহীনের দোকান থেকে সিডি নিয়া চামের উপর ছাড়লাম, ওমা দেখি বোরখা পড়া মাইয়া আইতাছে সব, বুঝলাম না আরবের নারীর উপর কোনো ডকুমেন্টারি ভইর্যা থুইছে নাকি 3 এক্সের সিডিতে। পরে দেখি না সব দ্্বিমাত্রিক ড্রেস, সামনে সব ঢাকা পিছনে ফকফকা।

উগ্র ধর্মিয় দলগুলোর অবস্থাও এমন।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।