নতুন সাইট-

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: রবি, ০২/০৪/২০০৬ - ৩:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

নতুন নতুন বিষয় যোগ হয়েছে এবং সাথে নতুন নতুন সমস্যাও তৈরি হয়েছে, একটা লেখা ঠিক কোথায় পৌছাবে তার হদিস পাচ্ছি না, আমার নিজের ইচ্ছা পুরোনো লেখাগুলোকে সম্পুর্ন অবিকৃত রেখে সামান্য বানান সংশোধন করে নিজস্ব ধারনা অনুযায়ি সাজাবো কিন্তু সংশোধন করতে গেলেই সমস্ত লেখাটাই জট পাকিয়ে কিম্ভুতাকার ধারণ করে, এই সমস্যাটার কোনো সমাধান আছে কি?
সমস্যার মধ্যে যুক্ত বর্ণ লিখতে না পারার সমস্যাটা অতিপ্রচীন, ল এবং ট যুক্ত হয় না, ক এবং ক যুক্ত হয় না, ষ এবং ণ যুক্ত হয় না , ফোনেটিকের সমস্যা বলছি এটা, যদি লিখতে হয় এসব তাহলে নীচে গিয়ে কি বোর্ড থেকে লিখতে হয় মাউস চেপে( আমি বিজয় পারি না)
এমন অনেকগুলো যুক্তাক্ষরিক সমস্যা বিদ্যমান,
লেখার খসরা রাখার উপায় নেই, খসরা লেখা দেখে সংশোধন করারও উপায় নেই, কোন খানে কোন লেখা যাবে এটা বুঝি নি এখনও এটা আগেই বলেছি, এর সাথে যুক্ত হয়েছে আরও একটা সমস্যা অনেকেই নতুন এই সাইটে এসে লিখতে পারছে না, ঝড়ো হাওয়া, হিমু এদের দুজনেই এই সমস্যার শিকার,
কিন্তু আমরা সাইটে ঢুকলেই যে পাতাটা দেখি ওটা কোন পাতা?
ব্লগব্লগানি, বটতলা, চিৎকার, আমি বুঝছি না, যেকোনো একটাতে গিয়ে ফেরত আসলে আগের লেখাগুলো খুঁজে পাই না, একটু বিস্তারিত বললে ভালো হতও।
কিভাবে শ্রেনীবিভাগাটা কাজ করে?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।