মহাজনের শালীনতা আন্দোলন।

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: রবি, ০৯/০৪/২০০৬ - ৩:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আবারও অতীত ঘাটতে হচ্ছে বলে দুঃখিত। মাঝে মাঝে ব্লগে শালিনতাবাদি হাঁক শুরু হয়। নতুন শুরু হয়েছে রাসেল(.........) এর একটা পোষ্ট নিয়ে। ওখানে ব্লগারের প্রতি অশীল ভাষা বর্ষন হয়েছে এই দাবি মহাজনের। তা এই অশীল ভাষার ঐতিহ্য এই ব্লগে কাদের সুচনা? এখন একজনের ঘাড়ে বন্দুক রেখে সবাই সাধু সন্ত হয়ে গেলে হবে?
দাদা, ডেস্ট্রয়ার, অপবাক, এবং আরও অনেক বর্ণচোরা ব্লগার যারা বিভিন্ন নামে এসে গালি দিয়ে যায়, সাচ্চা রাজাকার বলে একজন আছে যে মাঝে মাঝে রক্তশীতল করা হুমকি দেয়, এবং আরও অনেকে যারা উন্মুক্ত যৌনতা চায়, এদের স্বেচ্ছাচারি মন্তব্যগুলোর সময় শালিন সুশীল সমাজের প্রতিনিধিরা কোথায় ছিলো? কোথায় ছিলো এই শালীন সুশীল সমাজ যখন এখানে মহুয়ামঞ্জুরিকে নিয়ে নানাবিধ কেচ্ছাকাহিনীর শুরু হলো?
মহাজনের পোষ্টে ওয়ালির মন্তব্য পড়ে মজা লাগলো আমার,
তেলাপোকা একটা পদ্ধতি বাতলেছে, বর্জন করা, যার লেখা সে লিখবে যার পড়ার সে পড়বে, এটাই চলুক।কিন্তু অযথা শালীনতাকে বাজারে নামানো কেনো? ধুম্রজাল বেশ কদিন আগে অরূপ এবং মাশীদকে নিয়ে একটা জমজমাট লেখা লিখলো, কেউ পাত্তা দেয় নি তাই নিজের পোষ্টে নিজে মন্তব্য করে কিছুক্ষন নাকি কান্না কেঁদে অবশেষে থেমেছে, এই সময়টাতে আমাদের সুশীল সমাজ চুপ ছিলো। তেলাপোকাও চুপ ছিলো কারনটা ব্যক্তিগত বিদ্্বেষ, অরূপকে গালি দিচ্ছে ভালোই হচ্ছে ঐবেটা যাকে তাকে বেজন্মা বলবে আর ওকে গালি দিবে না লোকজন তা তো হতে পারে না, কিন্তু আদতে এটা একজন ব্লগারের প্রতি আরেক জন ব্লগারে অশালীন উক্তি,
আমার হাসি লাগছে তবে করূনা হচ্ছে বেশী এদের জন্য যারা এই শালীনতা নিয়ে এত হাহাকার করছে গতকাল থেকে তারা আবার 1 সপ্তাহ পড়েই একই আচরন করবে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।