বন্টু-মিন্টুর আড্ডা

অভ্রনীল এর ছবি
লিখেছেন অভ্রনীল (তারিখ: বুধ, ১৪/০৭/২০১০ - ২:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

।১।

উপরের শিরোনাম পড়ে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আড্ডা-ফাড্ডা'র কোনো কাহিনী আছে। কিন্তু কাহিনীটা যে কী সেটাই নিশ্চয় বুঝেন নাই! কাহিনী আর কিছুইনা, বাংলাদেশের চিপাচুপার ভিতর থেকে সব বন্টু-মিন্টু আড্ডা দেবার জন্য ঢাকায় জড়ো হচ্ছে। আড্ডা মানে সেইরকম আড্ডা হবে, ইংলিশে যারে বলে "পুরা এলাহী আড্ডা"!

।২।

আপনি যদি বন্টু-মিন্টুদের একজন হয়ে থাকেন, তাহলে কোনো কথা নাই, এই আড্ডা আপনার জন্য। এক্কেবারে চোখবুঁজে চলে আসবেন। সুখ-দুঃখের কথা বলার জন্য বহু সাথী পাবেন। উবুন্টু-মিন্টের কথা বলতে গিয়ে কেমন দৌড়ানি খেয়েছেন, লোকজন আপনাকে কীরকম নাকানি-চুবানি দিয়েছে, অথবা কপাল খারাপ থাকলে কতটুকু প্যাঁদানী খেয়েছেন - মনের মাঝে রেখে দেয়া এইসব না বলা কথাগুলো নির্বিঘ্নে উগড়ে দিন এই আড্ডায়। হয়তো জালের জগতের নিকনেম দিয়েই কমিউনিটিতে সবার সাথে চেনাজানা, কিন্তু এতে আপনার পরান ভরেনা। আপনি চান আরো বেশি কিছু। আপনি কল্পনা করতে থাকেন অমুকের চেহারা দেখতে কেমন? শাহরুখ নাকি ক্রুজ? মাধুরী না জোলি'র প্রটোটাইপ? এইসব হাজারো কল্পনাকে মনের স্ক্রিনসেভার থেকে এবার এই আড্ডায় বাস্তবেই দেখে নিন।

।৩।

আপনি যদি বন্টু-মিন্টুদের দলে না থাকেন, আপনি যদি এদের কথাবার্তায় ত্যক্ত-বিরক্ত হয়ে থাকেন, যদি মনে মনে প্রতিজ্ঞা করে থাকেন যে সামনে পেলে এগুলোর গুষ্ঠি কিলাবেন - তাহলে এইটা আপনার সূবর্ণ সুযোগ। বাংলার সব বন্টু-মিন্টুকে কিলাবার জন্য একজায়গায় একছাদের তলায় পাবেন! তাছাড়া, এইসব বন্টু-মিন্টু দেখতে কেমন, এগুলো কি মানুষের মত কথা বলে, এরা খায় কি, এগুলোর চোখ-নাক-মুখ কয়টা, এইগুলার কি কোন কামকাজ নাই, ইত্যাদি ইত্যাদি গুরুত্বপূর্ণ সন্দেহগুলো যদি আপনার মনে উঁকি দিয়ে থাকে - তবে এ আড্ডায় এসে নিজে যাচাই করতে পারবেন। এদের নিজেদের মুখেই শুনে যান কেন এরা নিজের খেয়ে বনের মোষ তাড়ায়, আর সেই মোষ তাড়িয়ে এদের স্বার্থটাই বা কি। এছাড়া, ধরুন গিয়ে, আপনার মনে উবুন্টু-মিন্ট নিয়ে বহুৎ জাতের-অজাতের-বেজাতের-কুজাতের প্রশ্ন আছে, যেগুলো কাউকে বলতে সাহস পাচ্ছেননা। সেসব প্রশ্ন এই আড্ডায় এসে নিশ্চিন্তে বন্টু-মিন্টুদের উপর উগড়ে দিন। প্রচলিত আছে যে সাহায্য করার ব্যাপারে বন্টু-মিন্টুদের ধৈর্য অপরিসীম।প্রশ্ন উগড়ে দিয়ে কথাটা নিজেই একবার পরখ করে দেখুন।

।৪।

এটা কেবলই আড্ডা। এখানে কোনো কঠিন কঠিন কথাবার্তা হবেনা, কোনো কাঠখোট্টা লেকচার হবেনা, কোনো উচ্চমার্গীয় কম্পু-কপচানী হবেনা - শুধুই আড্ডা হবে। কেবলমাত্র এই আড্ডায় আড্ডা মারতেই বন্টু-মিন্টুরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে একাট্টা হচ্ছে। বিশাল এক আড্ডা হতে যাচ্ছে। এই আড্ডায় মুভি দেখার আয়োজনও করা হয়েছে। তাছাড়া উবুন্টু-মিন্টের লোগোসহ টিশার্ট কিনতে পারবেন, বিভিন্ন প্রয়োজনীয় সফটওয়্যারসহ (যেগুলো নেট থেকে নামাতে) উবুন্টু ও মিন্টের ডিভিডি পাবেন সেখানে। আর এ্যাত্তো এ্যাত্তো লোকজনের সাথে ফ্রি গ্যাঁজাগ্যাঁজি-হাহাহিহি তো আছেই।

।৫।

এবার তাহলে আড্ডার সূচীটা এক ঝলক দেখে নেয়া দরকার।

বন্টু-মিন্টুর আড্ডা
তারিখঃ ২৩ জুলাই, ২০১০, শুক্রবার
সময়ঃ বিকাল ৩:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০
স্থানঃ আরসি মজুমদার মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়
ফেসবুক ইভেন্ট লিংকঃ এখানে ক্লিক করুন
আরো বিস্তারিতঃ এখানে ক্লিক করুন

।৬।

তো আসুন, আগামী ২৩ জুলাই সবাই মিলে একটু আড্ডা মারি। আপনি বন্টু মিন্টু হোন বা না হোন, আমরা আপনাকে এই আড্ডাতে চাই।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চলুক

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি লেখক এর ছবি

আশা করি থাকবো।

পলাশ রঞ্জন সান্যাল

গৌতম এর ছবি

আসতেসি... দেখা হবে

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শামীম এর ছবি

যারা বর্ণনামূলক লেখা পছন্দ করেন না তাঁদের জন্য FAQ বাই শাবাব (উন্মাতাল তারুণ্য)

পাইকারি প্রশ্নের দরকারি উত্তর:

প্রশ্ন ১: 'বল্টু' জিনিসটা কি? আর 'মিন্টু'-টাই বা কে?
উত্তর: শব্দটা 'নাট-বল্টু'-র বল্টু নয়। 'বন্টু'। আমরা উবুন্টু ব্যবহারকারীদের সহজ বাংলা নাম দিয়ে ফেলেছি 'বন্টু' আর লিনাক্স মিন্ট ব্যবহারকারীরা হল গিয়ে 'মিন্টু'। দেঁতো হাসি

প্রশ্ন ২: আচ্ছা, বুঝলাম! তা আড্ডার জায়গাটা কোথায়?
উত্তর: জায়গা বড়ই সোজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়াম

প্রশ্ন ৩: হুমম, তা এত্তো লোক একসাথে একত্রিত হবার উদ্দেশ্যটা কি?
উত্তর: উদ্দেশ্য হইল দেখা-সাক্ষাৎ, গ্যাঁজাগ্যাঁজি, একসাথে বসে ফিলিম দেখা, হা-হা হি-হি এবং কেনাকাটি।

প্রশ্ন ৪: কেনাকাটি? হাটবাজার বসাইতেছেন নাকি?
উত্তর: এক পদের হাট-ই। এই হাটে পাবেন উবুন্টু আর মিন্টের লোগোওয়ালা টি-শার্ট। আরো পাবেন উবুন্টু আর লিনাক্স মিন্টের অতিরিক্ত সফটওয়্যারসহ (যেগুলো সাধারণত নেট থেকে নামাতে হয়) কাস্টোমাইজড ডিভিডি।

প্রশ্ন ৫: আচ্ছা, কেনাকাটি বুঝলাম। 'ফিলিম দেখা'-র কাহিনী তো বুঝলাম না!
উত্তর: আড্ডার শুরুতেই আমরা সবাই মিলে একটা প্রামান্যচিত্র দেখব। নাম Revolution OS. এই প্রামান্যচিত্রে আছে OS (Open Source) এবং Free Software (Free as Freedom) এর মহারথীদের সাক্ষাৎকার। যা থেকে OS (Open Source) এবং Free Software আন্দোলনের পেছনের কারণ এবং দর্শন পানির মত বোঝা যাবে। জানা যাবে দুনিয়ার কিছু মানুষ কি স্বপ্নের কারণে পাগলের মত এইসব বনের মোষ দৌড়ে বেড়াচ্ছে।

প্রশ্ন ৬: তা তো বুঝলাম, কিন্তু আপনার 'ফিলিম'-এর ভিতরে তো পাইরেসির গন্ধ পাই।
উত্তর: আমরা প্রথমে এটি কেনার চিন্তা করছিলাম। সেই প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে আমরা যোগাযোগ করেছিলাম এর পরিচালক জে.টি.এস. মুর এর সাথে। আমাদের উদ্দেশ্য জেনে তিনি শর্ত সাপেক্ষে আমাদের এই মুভিটি দেখাবার (লিখিত) অনুমতি দিয়েছেন। তবে শর্ত একটাই, মুভির ফাইল কপি কিংবা পুনঃবিতরণ করা যাবে না।

প্রশ্ন ৭: ফিলিম কি ইংরেজি? আমি তো ইংরেজি বুঝি না!
উত্তর: ইতিমধ্যেই এই প্রামাণ্যচিত্রের বাংলা সাবটাইটেল তৈরি করার কাজ শুরু হয়েছে। ২৩ তারিখের মধ্যে কাজ শেষ করা গেলে বাংলা সাবটাইটেলসহই দেখা যাবে।

প্রশ্ন ৮: বাহ! বাহ!! তা আমি তো লিনাক্স ইউজ করি না। আমি কি আসতে পারব?
উত্তর: জ্বি, অবশ্যই পারবেন।

প্রশ্ন ৯: আমি তো ঢাকার বাইরে থাকি। আমি কি আসতে পারব?
উত্তর: আপনি দুনিয়ার যেই চিপাতেই থাকেন না কেন, আপনি আমন্ত্রিত।

প্রশ্ন ১০: আমি কি আমার সাথে আর কাউকে নিয়ে আসতে পারব?
উত্তর: জ্বি, আপনি যতজন খুশি নিয়ে আসতে পারবেন।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

রণদীপম বসু এর ছবি

ইয়ে, মানে, খানাদানা বিষয়ক কোন প্রশ্নটশ্নের উত্তর দিলেন না মনে হয় ! মানে খেয়ে আসবো নাকি না খেয়ে আসবো তা.... হা হা হা !

আসা করি দেখা হবে...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অভ্রনীল এর ছবি

উত্তর শামীম ভাই জানেন... চোখ টিপি

_______________
.:: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! ::.

রণদীপম বসু এর ছবি

আমি @ 'আসা করি' বানানটা কি ঠিক আছে ? ভৌতিক মনে হচ্ছে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অভ্রনীল এর ছবি
স্পর্শ এর ছবি

ধুরো! সব মজার মজার ঘটনা ঘটে দেশে। কোথায় যে পড়ে আছি। মন খারাপ


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অভ্রনীল এর ছবি

চুপেচুপে পরামর্শ দেইঃ যদি ল্যাপটপ থাকে আর তাতে উবুন্টু-মিন্ট ইন্সটলের পর যদি কোনো সমস্যা হয় (যেমনঃ মডেম কানেক্ট করা নিয়ে ঝামেলা, বাংলা লেখা নিয়ে ঝামেলা, ইত্যাদি হাজারো ঝামেলা) সোজা ল্যাপি বগলদাবা করে চলে আসেন, এ্যাত্তোগুলা বন্টু-মিন্টু থাকতে সব সমস্যা এক্কেবারে পান্তা হয়ে যাবে। দেঁতো হাসি

আর পারলে পেনড্রাইভ নিয়ে আসবেন, তাহলে উবুন্টু-মিন্টের .iso নিয়ে যেতে পারবেন...

_______________
.:: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! ::.

রণদীপম বসু এর ছবি

পিসি সুইট- এর বিকল্প কী আছে, তাও নিশ্চয়ই পাওয়া যাবে ? নইলে আমার দুই-মেগপিক্সেলের কী হবে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অভ্রনীল এর ছবি

পিসিস্যুট কখনো ব্যবহার করিনাই। তবে ছবি ট্রান্সফারের জন্য কি পিসিস্যুট দরকার হয়? নিশ্চিত না।

যাই হোক ... মনের সব জমানো প্রশ্ন নিয়ে যান ঐখানে, একগাদা ডাক্তার পাবেন... কোনো সমস্যা হবেনা মনে হয়...
_______________
.:: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! ::.

মাহে আলম খান এর ছবি

পিসি স্যুটের বিকল্প হিসাবে wammu (http://wammu.eu/) ব্যবহার করা যেতে পারে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।