কবিতা — ২ : মেঘকাব্য

অতন্দ্র প্রহরী এর ছবি
লিখেছেন অতন্দ্র প্রহরী (তারিখ: মঙ্গল, ১৫/০৯/২০০৯ - ২:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:


অনেকদিন পর আজ বৃষ্টির রেণুদের ঘুম ভেঙেছে।
আর তাদের স্পর্শ করতে, জাগরণের সেই মধ্যাহ্নে,
সোঁদামাটির গন্ধ বুকে মেখে
ধূলিকণাগুলো ঘূর্ণিবাতের মতো ছুটে চলছিল ঊর্দ্ধমুখে।
কিন্তু পথের মাঝেই তাদের থমকে দাঁড়াতে হয়।
ছুঁতে না পারার শঙ্কাটুকু নিংড়ে ফেলে অবাক বিস্ময়ে তারা তাকিয়ে দেখে-
একটু একটু করে আকাশের নীল রঙটাকে গিলে ফেলছিল ভয়ালকালো মেঘ;
আর আগ্রাসনের সেই ক্ষণকালে তারা বিজয়ঘণ্টা বাজাচ্ছিল দিগ্বিদিকে।

কোনো কারণ ছাড়াই-
গ্রাস হতে হতে চৌকোণা আকাশটার হঠাৎ করেই কান্না পেয়ে যায়।
মন খারাপের সেই বার্তা পেয়ে ঘুম ভেঙে যায় বৃষ্টির রেণুদের।
আর আড়মোড়া ভেঙে
তারাও ছুটে আসতে থাকে পৃথিবীর বুকে।
যেখানে তাদের অপেক্ষায় প্রহর গোনে রেলিংয়ের ধারে কাঁপতে থাকা কর্কশ কাকটা,
অভিমানে হলুদ হয়ে যাওয়া গাছের পাতা,
আর পথ হারানো ধূলিকণাগুলো।
কিংবা-
জানালার বাইরে দিয়ে হাত বাড়িয়ে দেওয়া কিশোরী সেই মেয়েটা,
বৃষ্টির প্রথম ফোঁটা হাত বাড়িয়ে ছোঁবে বলে যে ফিরিয়ে দিয়েছে উদাত্ত প্রেমিকের হাত।




কবিতা — ১ : অভিমান


মন্তব্য

বালক এর ছবি

প্রেমিকটার কথা মনে করিয়ে দিয়ে নিজের কথা মনে হয়ে গেলো। চোখ টিপি

_____________________________________________
"যে কথায় কবিতা জন্মাতো সে-কথার শিরায় শিরায় বিষ, এক-একটা কথার ছোবলে কবিতার খাতা পুড়িয়ে দিস..."

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

অতন্দ্র প্রহরী এর ছবি

তাই নাকি বস? তা, নিজের প্রেমের কথা তাইলে লিখে ফেলেন ঝটপট চোখ টিপি

বালক এর ছবি

এক পোস্টে যে সব কথা হইবো না বস চোখ টিপি

_____________________________________________
"যে কথায় কবিতা জন্মাতো সে-কথার শিরায় শিরায় বিষ, এক-একটা কথার ছোবলে কবিতার খাতা পুড়িয়ে দিস..."

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

অতন্দ্র প্রহরী এর ছবি

তাইলে বস সিরিজ নামান। পাঠক হিসাবে সাথে আছি। দেঁতো হাসি

সুহান রিজওয়ান এর ছবি

প্রহরী ভাই আজকাল কবিতাও লেখেন... হুঁম, গতিক সুবিধার না !!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

অতন্দ্র প্রহরী এর ছবি

হৈ মিয়া, কবিদের গালি দিলা নাকি? দেঁতো হাসি

সুহান রিজওয়ান এর ছবি

কবিদের আমি আর কী গালি দিবো ?? মনে মনে বকা দেই তাদের- যারা আমারে সচলাড্ডার সদস্য বানায়া এখন নিজেরাই আসে না দেঁতো হাসি
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

অতন্দ্র প্রহরী এর ছবি

তুমি নিশ্চয়ই নিবিড়ের কথা বলতেসো? চোখ টিপি
চলো দুইজন মিলে বকা দেই ওরে। তাইলে এখন থেকে ও নিয়মিত আড্ডায় আসবে দেঁতো হাসি

নিবিড় এর ছবি

ঘটনা অতিশয় সন্দেহজনক, ঈদানিং আপনি সব লেখায় কোন না কোন ভাবে বালিকা প্রেমিকা এইসব হাজির করেন চিন্তিত ঝাইড়া কাশেন চোখ টিপি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

খুক খুক। এই নাও কাশলাম খাইছে

কেন, তোমার কি বালিকা বা প্রেমিকা ভালো লাগে না? চোখ টিপি

নিবিড় এর ছবি

আপনার শ্যালিকা নজরে আসার পর বাকী বালিকাদের ভালু লাগে না চোখ টিপি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

তাই নাকি? অন্যের শালীর দিকে নজর দিতে হয় না, নিজের শালীর দিকে নজর দাও, বুঝলা? চোখ টিপি

এই গরীবের ব্লগে ২৫০০তম মন্তব্য করার জন্য অভিনন্দন দেঁতো হাসি

নিবিড় এর ছবি

আমার শালীর দিকে নজর দেওয়া মানেই আপনার শালীর দিকে নজর দেওয়া সেইটা কি ভুলে গেলেন দেঁতো হাসি
আর আশা রাখি আপনার ব্লগের ৫০০০ তম মন্তব্যও আমার হাত দিয়ে বের হবে হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

আমার শালী আর তোমার শালী এক হয় ক্যাম্নে! ওই মিয়া, তুমি কি আমার বউয়ের দিকে নজর দিতে চাও নাকি? চিন্তিত

৫০০০ তো অনেক দূরের কথা। যাই হোক, দূরত্ব যতোই হোক, কাছেই থাকো দেঁতো হাসি

নিবিড় এর ছবি

শুনিয়াছি আপনার শ্বশুড়ের চার কন্যা তাইলে ছোট দুই কন্যা কি শ্যালিকা হইবে না চিন্তিত


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

তুমি মিয়া কী কী যে সব শোনো... বাতাস থেকে তো ধরে ধরে আমার শ্বশুরের আরো কয়টা মেয়ে পয়দা করে দিতেসো দেখি দেঁতো হাসি

তবে যাই হোক, জেগে জেগে স্বপ্ন দেখা ভালু। হ্যাপি ড্রিমিং খাইছে

নিবিড় এর ছবি

যাক এতদিনে লাইনে আসছেন দেঁতো হাসি আপনার একজন শ্বশুড আছে সেইটা স্বীকার করলেন হো হো হো এইবার খালি সুখবরটা কোন দিন দিবেন সেইটা বলেন চোখ টিপি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

কীর্তিনাশা এর ছবি

আপ্নেদের দুইজনের ঝগড়ায় বড়ই মজা পাইলাম। হো হো হো

সাথে একখান গল্পের প্লটও মাথায় আইসা গেল। খাড়ান দিতাছি নামায়া দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

নাশু ভাই,
গল্প কই? তাড়াতাড়ি নামান খাইছে
আর কমিশন দিয়েন। যেহেতু এইখান থেকেই আইডিয়া পাইসেন চোখ টিপি

অতন্দ্র প্রহরী এর ছবি

@নিবিড়

আমার 'শ্বশুড' আছে, এইটা কখন বললাম? চিন্তিত
আর স্বপ্ন দেইখো না রে ভাই, এইবার উঠে পড়ো। বেলা তো কম হলো না চোখ টিপি

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

বাহ্ ! শেষে খুব জমে উঠলো।

অতন্দ্র প্রহরী এর ছবি

অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

স্পর্শ এর ছবি

বুঝেছি কে যেন তোমার হাত ফিরিয়ে দিয়েছে! চিন্তিত

কবিতা ভালো লেগেছে। এত কম লেখ কেন?


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতন্দ্র প্রহরী এর ছবি

আমার হাত কে ফেরালো আবার! কী বুঝছো তুমি? ইয়ে, মানে...

তোমরা তো কবিতা লিখে ব্লগরব্লগর ট্যাগ লাগাও। আমি তো লিখতে পারি না। তাও সাহস করে কবিতা ট্যাগ দিয়ে দিলাম। হাসি

কম লিখি, কারণ লিখতে পারি না। তোমার মতো যেদিন লিখতে শিখব, সেদিন অনেক অনেক লিখব দেঁতো হাসি

মামুন হক এর ছবি

ইদানীং প্রহরীর গদ্য পদ্য দুই ক্ষেত্রেই ঝাঁঝালো সব লেখা বের হচ্ছে, মুগ্ধতা নিয়ে পড়লাম-আগাগোড়া। তবে মনে একটা প্রশ্ন জাগল--
কবি প্রহরী না গদ্যের অতন্দ্র প্রহরী না অতিথি প্রহরী--শেষ পর্যন্ত কালের বিচারে কে টিকে যাবে?

অতন্দ্র প্রহরী এর ছবি

কী যে সব বলেন না...! লইজ্জা লাগে

কালের বিচারে উহারা তিনজনই তলায়া যাবে। কেউ টিকবে না। মহাকাল বড়োই কঠিন জিনিস রে ভাই। উহা আপনাদের প্রতিই খালি সদয়... দেঁতো হাসি

সমুদ্র এর ছবি

হুম। ভাবগতিক সুবিধার ঠেকতেছে না- অতন্দ্র প্রহরী এত যত্ন কইরা সুন্দর সুন্দর কোবতে লিখতেছে। বালিকাবেশ নাকি?! চোখ টিপি

"Life happens while we are busy planning it"

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। আমার কাছেও ভাবগতিক সুবিধার ঠেকতেছে না। বালিকা পাই না তো। পাইলে তো সচলায়তনের পাতা কোবতে দিয়ে ভাসায়া দিতাম খাইছে

যাই হোক, থ্যাংকু দেঁতো হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এখনই তো কবিতা লেখার সময়, পরে আর কবিতা বের হবেনা। কবিতা জোর করে লেখা যায়না, অটোমেটিক্যালি আসলেই হয় কবিতা। জোর করে লেখা গুলো কবিতা নয়।

অতন্দ্র প্রহরী এর ছবি

ঠিকই বলসেন। তবে আমি কিন্তু এইটা জোর করেই লিখসি দেঁতো হাসি

আপনার লেখা কবিতা পোস্ট করার কথা ছিল যে... এখনও দিলেন না... আপনি অবশ্য লেখালেখিই কমায়া দিসেন অনেক, আগের চাইতেও। ব্যস্ততা কমলে ছবিব্লগ অন্তত দিয়েন।

ভালো থাইকেন হাসি

অনিকেত এর ছবি

আরে সব্বোনাশ !!!

বস, চমৎকার কবিতা হয়েছে (যদিও 'অভিমান' কে আমি একটু এগিয়ে রাখব)।
সবার কথা শুনে মনে হল, শিগগিরই আমরা কোন 'সুখবর' পেতে যাচ্ছি----!!
আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম বস----

অতন্দ্র প্রহরী এর ছবি

থ্যাংকু 'থায়েক বাই' হাসি

'অভিমান' স্পেশাল ছিল আমার কাছেও। ওটা এক রাতের বেলায়, সিএনজি করে বাসায় ফেরার পথে মোবাইলে লিখেছিলাম, মিনিট পাঁচ-সাত সময় নিয়ে। এরপর পোস্ট করার আগেও অনেক সংকোচ হচ্ছিল... তাই ওটাকে এগিয়ে রাখব আমিও।

'সুখবর'! হা হা হা। হলে তো অবশ্যই জানবেন হাসি

ভালো থাকবেন, বস।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এখন মনে প্রেম যার
কবিতা লেখার তার শ্রেষ্ঠ সময় চোখ টিপি
চলুক...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। তাইলে তো আপনি আরো অনেক শ্রেষ্ঠ সময় পার করসেন, করতেসেন... চোখ টিপি
আপনার না কবিতা লেখার কথা ছিল? লিখলেন না তো আর...

থ্যাংক্যু হাসি

মূলত পাঠক এর ছবি

প্রহরীরা কবিতা লিখলে পাঠকদের কি বন্দুক হাতে পাহারা দিতে হবে? তাইলে তো মুশকিল!

ভাল্লাগ্লো সেইটা বলে গেলাম। হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

আরিব্বাহ! আপনার ভাল্লাগল?! শুনে আমারও তো ভীষণ ভাল্লাগল হাসি

অনেক অনেক ধন্যবাদ।

অনীক আন্দালিব এর ছবি

কবিতাটার শুরুর প্রবাহটা একেবারে শেষপর্যন্ত ধরে রাখে শব্দের মাঝে। এটা খুব চমৎকার লাগলো পড়তে গিয়ে!

আরো আসুক।

বালিকার উপমাটা চমৎকার হয়েছে। আমার প্রিয় একজন কবির এমন একটা লাইন আছেঃ

"রাত বারোটায় ঘড়ির কাটাগুলো স্তিমিত হয়ে আসে।
সঙ্গমের চেয়ে বারান্দায় দাঁড়াবার ইচ্ছেরা তীব্র হয়।"

আপনার লাইন দুটোও সেভাবে ভালো লেগে গেলো আমার।

মূলত পাঠক এর ছবি

সঙ্গমের চেয়ে বারান্দায় দাঁড়াবার ইচ্ছেরা তীব্র হয়।

এটা কার লাইন? ফাটাফাটি লাগলো!

অনীক আন্দালিব এর ছবি

আন্দালীব নামে একজন কবি আছেন। আমার সাথে তার নামের বানানে খালি একটা ই-কারের পার্থক্য চোখ টিপি

এই লিঙ্কে মূল লেখাটা আছে।

অতন্দ্র প্রহরী এর ছবি

লিংক শেয়ার করার জন্য ধন্যবাদ। কিন্তু লিংকটা কেন যেন আসছে না... বুঝলাম না কারণটা কী।

অতন্দ্র প্রহরী এর ছবি

@আন্দালিব

অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম হাসি

আপনার উদ্ধৃত করা লাইন দুটো সত্যিই চমৎকার। আমারও খুবই ভালো লাগল।

সাইফুল আকবর খান এর ছবি

র্দ্ধমুখে > ঊর্ধ্বমুখে

চৌকোণা > চৌকোনা (কোণ, কিন্তু কোনা)

হঠাত্ লিখলে হঠাৎ-এর চে' সুখকর হয়, না? হাসি [আপনি তো এটা খেয়াল করা বা জানার কথা- ত লিখে হসন্ত দিলেই ছাপায় এখানে ত্ আসে।]

দেয়া নিয়ে আমার একটু সমস্যা আছে। এটা তো আসোলে সাধু ভাষা। না? চলিত-তে তো দেয়া হওয়া উচিত। "প্রথমআলো" দেওয়া দেয়, কিন্তু আমার মনে হয় এটা ঠিক না। যেমন ক'রে কিনা পত্রিকায় ভাবাসা লিখলেও আপনি আমি মনে করি আসোলে লেখা উচিত ভালোবাসা। হাসি

উপরের এইগুলা ছিল আকামের জ্ঞানের কথা। আপনার বানান ভুল তেমন একটা থাকেই না, বরং মাঝেমধ্যে বেখেয়ালে আমারও হয় ওইরকম একআধটু। আপনাকে ধরি এইটুকু আজকাল, কারণ আপনি ওই পারফেকশনটা ওই পরিমাণই ভ্যালু করেন।

আরেকটা ফোড়ন বাকি আছে ছোট্ট- শুরুতেই তো বৃষ্টিরেণুদের ঘুম ভাঙার কথা দেখি। তারপরে আবার সেই ঘুম ভাঙার পরে বা ফলে বা ধারাবাহিকতায় অন্য যা যা হচ্ছে, তারও এক জায়গায় দেখলাম ওই ফলগুলোরই শেষের দিকের (অপেক্ষাকৃতভাবে দূরবর্তী) একটা ঘটনা আবার কারণ হয়ে দাঁড়ালো বৃষ্টিরেণুদের ঘুম ভাঙার! এটা কি আপনার বেখেয়াল, না কি ইচ্ছা করেই স্বপ্ন-জাগরণ-স্বপ্নের মতো একটা বহুস্তরা পৌনঃপুনিকতা
এখানে যোগ করলেন আপনার সচেতন ইচ্ছাতেই?- এটা একটু বলবেন প্লিজ।

যাক, শেষ কথা, হক কথা, এক কথা- কবিতা পড়তে ফাটাফাটি হয়েছে। চলুক চলুক চলুক
নামে কালিদাসীয় কিন্তু চলতে চলতে যথেষ্টই অতন্দ্রপ্রাহরিক! দেঁতো হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

বানানগুলো ধরিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ। মোটেও আকামের জ্ঞান না কিন্তু। আশা করি ভবিষ্যতে আর ভুল করবো না এগুলো হাসি
আর ভুল ধরায়া দিলেন জন্য খুশিই হইলাম অনেক। আমার লেখায় ভুল ধরায়া দিলে বা সমালোচনা করলে, আমি কিছু মনে তো করিই না, বরং আরো ভাল্লাগে।
ভুলগুলো রেখেই দিলাম। পোস্ট আর সম্পাদনা করলাম না।

রিপিটেশনটা ইচ্ছাকৃত। বেখেয়ালে নয়। কিন্তু কেন? বিরাট কোনো গণ্ডগোল করে ফেললাম নাকি? ইয়ে, মানে...

আমিও হক কথা বলি, কবিদের কাছ থেকে সার্টিফিকেট পেলে বেশিই ভাল্লাগে। হাসি

সবশেষে, বহুদিন পর একটা সাইফুলাক্বর্খানীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ দেঁতো হাসি

ভালো থাইকেন।

সাইফুল আকবর খান এর ছবি

স্বাগতম।

আইচ্ছা।

হুম।

না, কোনো গণ্ডগলগণ্ড হয় নাই। হাসি ব্যাপার্না।

আমাকে 'কবি' বললেন! আপনি যে কী মহান! দেঁতো হাসি

আবারও স্বাগতম!

আপ্নেও। হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

যাক, গণ্ডগোল হয়নি জেনে খুশি হলাম হাসি

আর একটা ব্যাপার বলা হয়নি, খণ্ড-ত কিন্তু আমার ব্রাউজারে ঠিকমতোই আসে। আমি গুগল ক্রোম ব্যবহার করি।

অনেক ধন্যবাদ আরেকবার। ভালো থাকবেন। হাসি

অতিথি লেখক এর ছবি

খুব সুন্দর!!

"হামিদা আখতার"

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনাকে অনেক ধন্যবাদ হাসি

কীর্তিনাশা এর ছবি

যেখানে তাদের অপেক্ষায় প্রহর গোনে রেলিংয়ের ধারে কাঁপতে থাকা কর্কশ কাকটা,
অভিমানে হলুদ হয়ে যাওয়া গাছের পাতা,
আর পথ হারানো ধূলিকণাগুলো।
কিংবা-
জানালার বাইরে দিয়ে হাত বাড়িয়ে দেওয়া কিশোরী সেই মেয়েটা,
বৃষ্টির প্রথম ফোঁটা হাত বাড়িয়ে ছোঁবে বলে যে ফিরিয়ে দিয়েছে উদাত্ত প্রেমিকের হাত।

চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

অসংখ্য ধন্যবাদ, নাশু ভাই হাসি

দুষ্ট বালিকা এর ছবি

লাইনগুলো উদ্ধৃত করলাম না আর... তবে খুব ভালো লাগলো, আরও অনেক কিছু বলার ছিলো, এখন ইচ্ছে করছেনা... মন খারাপ

---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতন্দ্র প্রহরী এর ছবি

উদ্ধৃতও করলা না, কী বলার ছিল বললাও না... তাইলে করলাটা কী? দেঁতো হাসি

পরে কখনও ইচ্ছা হইলে জানায়ো। ভালো থাইকো। থ্যাংক্যু।

ইশতিয়াক রউফ এর ছবি

আরে!!!

অতন্দ্র প্রহরী এর ছবি

হাসি

পান্থ রহমান রেজা এর ছবি

এইবার তাইলে কাব্যের ক্ষেতখামার পাহারা দেন। চোখ টিপি
......................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

অতন্দ্র প্রহরী এর ছবি

ঠিকাছে। আগে টাকা দেন খাইছে

তানবীরা এর ছবি

এই তাইলে ঘটনা বস !!!!

**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতন্দ্র প্রহরী এর ছবি

ইয়েস ম্যা'ম দেঁতো হাসি

আশরাফ মাহমুদ এর ছবি

বাহ্!
----------------------------------------
বাসে অনেক ঘুম জমে
ভিতরে ভুলে যাই শস্যের চমক
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনাকে অনেক ধন্যবাদ। হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।