শুভ জন্মদিন...রাগিব হাসান

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: শুক্র, ২৪/১০/২০০৮ - ১০:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সেকেন্ড সেমিস্টার থেকে দেখতাম আমাদের মুহাম্মদ সারাদিন বাংলায় কি সব যেন টাইপ করে। জানা গেলো এগুলো উইকিপিডিয়ার জন্য। ওর দেখাদেখি আমিও একদিন উইকিপিডিয়ার সদস্য হয়ে গেলাম। বাংলায় লিখতে পারিনা। তাই শুরুটা ইংরেজি উইকি দিয়ে। একাউন্ট তৈরী করার পর একজন স্বাগতম বার্তা পাঠালো। নাম রাগিব হাসান। মুহাম্মদকে জিজ্ঞাস করতে জানা গেল ইনি ইংরেজি উইকির একজন অ্যাডমিনিষ্ট্রেটর। বাংলাদেশী তবে আমেরিকা থাকেন...তার সাথে আমার পরিচয় এভাবেই...

ইংরেজিতে নিবন্ধ লেখা বেশ কষ্টকর তাই কিছুদিন পরেই চলে আসলাম বাংলা উইকিতে। মজার ব্যাপার হলো বাংলা উইকির একাউন্টেও আমাকে স্বাগতম বার্তা জানান রাগিব ভাই...

পুরা একবছর উইকি নিয়ে মেতেছিলাম...গত চার মাসের ছুটি একদিন ভারতের জাতীয় সংগীত বা এই জাতীয় একটা কিছু সার্চ দিয়ে রাগিব হাসানের লেখা একটা ব্লগের সন্ধান পেলাম। লেখাটা পড়ে মুগ্ধ হলাম। আরও মুগ্ধ হলাম সাইটটি দেখে। রেজিস্ট্রেশন করলাম। সেই থেকে শুরু আমার ব্লগর ব্লগর...

সরাসরি তার সাথে দেখা হয়নি এখনও। মেইল আদান প্রদান হয়েছে। আন্তর্জালে পরিচত এই মানুষটিকে সবসময়ই অতি কাছের একজন মনে হয়। তার জন্মদিনে শুভকামনা জানাবার ইচ্ছাটা তাই দমন করা গেল না...

আর কিছু লিখলাম না... শুভ জন্মদিন "রাগিব হাসান"।

[[ছবিটা রাগিব হাসানের ওয়েবসাইট থেকে (বিনা অনুমতিতে) নেয়া ]]

গড় রেটিং

(৬ ভোট)

Trackback URL for this post:
http://www.sachalayatan.com/trackback/13661

লিখেছেন রায়হান আবীর (তারিখ: বুধ, ২০০৮-০৩-২৬ ২৩:১১)
উদ্ধৃতি | রায়হান আবীর এর ব্লগ | ৪৬টি মন্তব্য | পছন্দের পোস্টে যুক্ত | আপত্তি জানান | ৩০৯বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, রায়হান আবীর. Sachalayatan.com can not be held responsible.

১ | অছ্যুৎ বলাই | বুধ, ২০০৮-০৩-২৬ ২৩:১৬

সুন্দর হোক প্রতিটা ক্ষণ।
শুভ জন্মদিন!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ


২ | জাহিদ হোসেন | বুধ, ২০০৮-০৩-২৬ ২৩:১৭

জন্মদিন শুভ হোক। জীবন ভরে যাক আনন্দে এবং ভুট্টায়।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩ | ইশতিয়াক রউফ | বুধ, ২০০৮-০৩-২৬ ২৩:১৭

শুভ জন্মদিন, রাগিব ভাই। কথা বাড়িয়ে লাভ নাই। আপনার কাজের প্রতি কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারবো না এমনিতেও।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪ | আনোয়ার সাদাত শিমুল | বুধ, ২০০৮-০৩-২৬ ২৩:১৭

জন্মদিনে অনেক অনেক শুভকামনা ।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৫ | রাবাব | বুধ, ২০০৮-০৩-২৬ ২৩:১৮

রাগিব ভাইকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। এমন একটি দিনে জন্ম আপনার, সত্যি অনেক ভাগ্যবান আপনি। শুভ কামনা রইল।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ


৬ | অরূপ | বুধ, ২০০৮-০৩-২৬ ২৩:২৩

শুভ জম্মদিন রাগিব ভাই

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৭ | অমিত | বুধ, ২০০৮-০৩-২৬ ২৩:২৩

জন্মদিনের শুভেচ্ছা থাকল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৮ | দ্রোহী | বুধ, ২০০৮-০৩-২৬ ২৩:২৬

শুভ জন্মদিন রাগিব ভাই।
কি মাঝি? ডরাইলা?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ


৯ | তারেক | বুধ, ২০০৮-০৩-২৬ ২৩:৩৫

শুভ জন্মদিন রাগিব ভাই।
আরো চমৎকার কাটুক আপনার আগামী দিনগুলি। বয়স বাড়ুক কিন্তু প্লিজ বুড়ো হবেন না
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১০

১০ | দিগন্ত | বুধ, ২০০৮-০৩-২৬ ২৩:৪৮

শুভ জন্মদিন রাগিব ভাই, আপনার জন্মদিন আরো এক দিন আগেই হওয়া উচিত ছিল ।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১১

১১ | হিমু | বুধ, ২০০৮-০৩-২৬ ২৩:৪৯

শুভ জন্মদিন। একটা কাথা সিজিপিএল এর অধীনে আপনাকে ব্যবহার করতে দিলাম !

হাঁটুপানির জলদস্যু

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১২
১২ | অতিথি লেখক [অতিথি] | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ০০:০০

জন্মদিন শুভ হোক।অনেক অনেক শুভ কামনা রইল রাগিব ভাইয়ের জন্য।
-নিরিবিলি

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১৩
১৩ | শে. জ. (যাচাই করা হয়নি) | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ০০:১৮

রাগিব হাসান-এর জন্মদিনে শুভকামনা।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১৪

১৪ | সবজান্তা | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ০০:২০

একটা মজার ঘটনা বলি। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটু চোখকান খোলারাখা লোকজনের কাছে রাগিব হাসান এক বিরাট নাম। লিজেন্ডারি স্টুডেন্ট, উইকি গুরু - বহুমাত্রিক তাঁর পরিচয়।

আমি সচলায়তনে রেজিস্ট্রেশন করার পর,একদিন খেয়াল করি, রাগিব হাসান নামের একজন এখানে লেখালেখি করেন। শুরুতে ভেবেছিলাম শুধুই নামের মিল, কিন্তু লেখা পড়ে বুঝতে পারলাম, " ইনিই সেই !! "

সাধারণত আমি লেখা লেখি, অন্তর্জাল ইত্যাদি বিষয়ে বাস্তবের বন্ধুদের সাথে তেমন গপ্পো করি না। কিন্তু সেবার আমিও অত্যন্ত দম্ভ ভরে বলেছিলাম, আমি এমন এক জায়গায় লিখি, যেখানে রাগিব হাসান এবং লুৎফর রহমান রিটন লেখেন !!

যাই হোক,

শুভ জন্মদিন রাগিব ভাই। বেঁচে থাকুন আরো সহস্র বছর - জ্ঞানতাপস হয়ে, উইকিতাপস হয়ে আলো দান করুন চিরকাল।

বি.দ্র. রায়হান আবীর ভাই, করেছেন কি এটা ! রাগিব ভাই এর ছবি কি GNU - GPL ইত্যাদি কিছু ওপেন সোর্সের আওতায় পরে ? না পরলে তো আপনার কপালে অনেক দুঃখ আছে

-------------------------------------------
অলমিতি বিস্তারেণ

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৫

১৪.১ | রায়হান আবীর | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ০০:৪৫

ভাইজান এখনও কোন আওয়াজ যখন দেননাই, তাইলে ধরে নিতে পারি মাফ করে দিসেন...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১৬

১৪.১.১ | রাগিব | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ১৩:০৪

আরে না, সমস্যা নাই। এই চান্সে সিয়ার্স টাওয়ারের ফলকটা সবার দেখা হয়ে গেলো ... এটা দেখতে গিয়ে গর্বে আমার বুকের ছাতি ডাবল হয়ে গিয়েছিলো ... এতো বিখ্যাত সিয়ার্স টাওয়ারে লাখ লাখ মানুষ টিকেট কেটে ঢুকছে, আর ঢুকলেই দেখে আমার দেশের মানুষ এফ আর খানের ফলক ... !!

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৭

১৪.২ | রাগিব | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ১৩:০১

রাগিব নামটা কিন্তু খুব বিরল ... আমার ছোট খালা এই নাম কোথা থেকে এনে দিয়েছিলেন জানি না, তবে পুরো বাংলাদেশে হাতে গোনা কয়েকজন "রাগিব" আছে। আমিই সম্ভবত হ্রস্ব-ই কার দিয়ে লিখি। অন্যরা যেমন সিলেটের রাগীব আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিপি রাগীব আহসান মুন্না -এরা সবাই লিখেন দীর্ঘ ঈ দিয়ে।

নামটা বেশি চালু না হওয়াতে অবশ্য অনেক সমস্যা, জীবনে বিপুল সংখ্যক বার আমাকে "রাজিব", "রাকিব", "রকিব", "রাঘিব" বলে সম্বোধন করা হয়েছে, এমনকি অনেক সার্টিফিকেটেও একই দশা

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৮

১৫ | থার্ড আই | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ০০:৩৭

গুনে গুনে আপনার এই দিনেই জন্ম হওয়া লাগতো ?? আপনার সৌভাগ্য বটে !
একই সাথে দুই সেলিব্রেশন।
শুভেচ্ছা ।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৯

১৫.১ | রাগিব | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ০০:৪৩

ধন্যবাদ সবাইকে।

আমার কিন্ত জন্ম ২৭ তারিখে, ২৬শে মার্চে না। (বাংলাদেশে ২৭ হয়ে গেছে ইতিমধ্যেই)

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২০

১৫.১.১ | রায়হান আবীর | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ০০:৫০

কি আর করা, বাংলাদেশে থেকে বাংলার সময়ই শুভেচ্ছা জানালাম। আম্রিকায় আপনার জন্মদিন হতে তো আরও অনেক দেরি...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২১
১৬ | murshed (যাচাই করা হয়নি) | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ০০:৪৩

Happy birth day to wikiguru Ragib Bahi

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

২২

১৭ | রাগিব | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ০০:৪৮

অসংখ্য ধন্যবাদ, রায়হান ও অন্য সবাইকে।

এই পোস্টের ছবিটা তোলা শিকাগোর সিয়ার্স টাওয়ারে, ২০০৪ সালে। পেছনের ফলকে দেখা যাচ্ছে সিয়ার্স টাওয়ারের ডিজাইনার এফ আর খানকে। তাঁর সম্মানেই সিয়ার্স টাওয়ারের ভিতরে এই ফলকটা স্থাপিত হয়েছে।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৩

১৮ | অমিত আহমেদ | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ০১:০৫

রাগিব ভাই একটা জিনিস। শ্রদ্ধা ছাড়া আর কিছু নাই আমার তাঁর জন্য। জন্মদিনের শুভেচ্ছা।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৪

১৯ | রেজওয়ান | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ০১:১৫

শুভ জন্মদিন!

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৫
২০ | তানভীর | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ০২:০৭

উইকির সূত্রেই রাগিবের সাথে আমার পরিচয়। তবে নাম জানা ছিল আরো আগে থেকে। সেদিন বুয়েটে ’৯৬ ব্যাচের ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। ক্যাম্পাসে বেজায় ভীড়। আমরা ক’জন অডিটোরিয়ামের সামনে ছোট পাঁচিলে বসে মূল ফটকে যেখানে রেজাল্ট টানানো হয়েছে সেখানে ভর্তিচ্ছু আর অভিভাবকদের হট্টগোল দেখছি। এমন সময় চট্টগ্রামের এক বন্ধু বলল, ‘জানিস এবার চট্টগ্রাম কলেজের এক ছেলে প্রথম হয়েছে, নাম রাগিব’। শুনে বুকটা আনন্দে ভরে গেল। নামটা তখন থেকেই মনে গেঁথে ছিল। আমাদের স্কুল/কলেজ থেকে এর আগে মনে হয় মঞ্জুর মোর্শেদ বাপ্পী ভাই-ই শুধু বুয়েট/HSC/SSC সব পরীক্ষায় প্রথম হয়েছিলেন। আমরা যখন কলেজিয়েট স্কুলে পড়তাম, তখন মঞ্জুর মোর্শেদ ছিল কিংবদন্তী। আমাদের পরের প্রজন্মের কাছে হয়ত রাগিবও তাই।

রাগিবের কথা ধার করেই বলি, ভাল ছাত্ররা সাধারণত ভাল মানুষ হয় না; দেশের খেয়ে, দেশের পরে, সময়-সুযোগমত বিদেশে গিয়ে দেশকে ভুলে যায়। উইকিপিডিয়ায় রাগিবের বাংলাদেশকে তুলে ধরার অক্লান্ত প্রচেষ্টা তাই আমাকে মাঝে মাঝে অবাক করে, প্রত্যাশাও বাড়িয়ে দেয়। রাগিবকে তাই আমি শুধু উইকিপিডিয়াতেই দেখতে চাই না। বরং এটা হোক তার শুরু। আগামীতে দুঃখী দেশের ভাগ্য পরিবর্তনের জন্য আরো বড় বড় প্রচেষ্টা রাগিব শুরু করুক, সৃষ্টিকর্তা তাকে সেই সুযোগ করে দিক- রাগিবের জন্মদিনে এই প্রত্যাশা ও প্রার্থনা রইল। শুভ জন্মদিন।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৬

২০.১ | রাগিব | শুক্র, ২০০৮-০৩-২৮ ০২:৩৮

বাপ্পী ভাই আসলেই কিংবদন্তী ছিলেন, থাকতেন আমাদের কলোনীর খুব কাছে আগ্রাবাদের শেষ মাথায় গোসাইলডাংগায় , উনার বাসার সামনে দিয়ে অনেক বার গিয়েছি, যদিও ততোদিনে উনারা থাকতেন না সেখানে।

তানভীর ভাই, আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। উইকিতে কিন্তু আপনার টর্নেডো নিবন্ধ চমত্কার হচ্ছে। আশা করি শেষ করবেন অচিরেই , আমরা এটা সিডি সংস্করণে রাখতে পারবো।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৭

২১ | শোহেইল মতাহির চৌধুরী | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ০২:২৫

ব্লগের কল্যাণে বাংলাদেশের অনেক মেধাবী সন্তানের সাথে আন্তর্জালিক পরিচয় ঘটেছে। রাগিব হাসান এদের মধ্যে উজ্জ্বল একজন।
দেশ সম্পর্কে, বাংলা ভাষা, যা কিছু আমাদের সেই সংস্কৃতি-ঐতিহ্য সম্পর্কে তরুণ প্রজন্মের উদ্বিগ্নতা-শুভকামনাগুলো নিশ্চয়ই একদিন ফল দেবে। বাংলাদেশ বিশ্বে নিশ্চই একদিন মর্যাদার আসন পাবে - যা দেশটিকে এনে দেবে এসব সোনার সন্তানরা।
দেশের জন্ম আর তার সন্তানদের জন্ম সেদিনই স্বার্থক হবে। রাগিব হাসান তার জীবদ্দশাতেই তার জন্মের সেই স্বার্থকতা দেখে যেতে পারবেন আশা করি।
শুভ হোক তার জন্ম।
শুভ জন্মদিন রাগিব হাসান।
-----------------------------------------------
Those who write clearly have readers, those who write obscurely have commentators.--Albert Camus

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৮

২২ | সংসারে এক সন্ন্যাসী | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ০৩:৩২

বাংলাদেশ নিয়ে ইদানীং যাঁদের হতাশা হয়েছে মহাসাগরের তলদেশ-ছোঁয়া, তাঁরা রাগিব হাসানের কর্মকাণ্ডগুলো একটু নজর দিয়ে দেখুন। হতাশা শুধু কাটবেই না, নতুন আশা জেগে উঠে আকাশমুখী হবে।

রাগিব, শুভ জন্মদিন।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৯
২৩ | নিঝুম | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ০৪:০৭

বাংলাদেশ নিয়ে ইদানীং যাঁদের হতাশা হয়েছে মহাসাগরের তলদেশ-ছোঁয়া, তাঁরা রাগিব হাসানের কর্মকাণ্ডগুলো একটু নজর দিয়ে দেখুন। হতাশা শুধু কাটবেই না, নতুন আশা জেগে উঠে আকাশমুখী হবে।

একমত।

শুভ জন্মদিন রাগিব ভাই।

-------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩০

২৪ | অমিত আহমেদ | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ০৪:২৬

রাগিব ভাইয়ের টিশার্টটা দারুন।
আই অ্যাম ফিলিং লাকি... (টু হ্যাভ সামওয়ান লাইক রাগিব ভাই উইথ আস)
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩১
২৫ | জ্বিনের বাদশা | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ০৮:০৫

শুভ জন্মদিন
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩২

২৬ | আসিফ দিপঙ্কর | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ০৮:২৭

যে সমস্ত ছেলে আমাদের ভবিষ্যত নিয়ে আশাবাদী হতে শেখায়, রাগিব তাদের অন্যতম। empathy can not be grown, you are either born with it or without. রাগিবের মধ্যে compassion আছে, সেই সাথে আছে কর্ম উদ্দিপনা। শুভ জন্মদিন, বস ।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩৩

২৭ | কিংকর্তব্যবিমূঢ় | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ০৯:৩৪

ইদানিং অনেককেই দেখি প্রবাসীদের প্রতি অভিযোগের আঙ্গুল তোলে, তোমাদের দেশপ্রেম নাই তাই বাইরে পইড়া আছ ... প্রবাসী অনেককেও দেখি এটা নিয়ে অপরাধবোধে ভুগতে ...

তাদেরকে আমি সবসময় রাগিব ভাইয়ের উদাহরণটা দেই ...

শুভ জন্মদিন রাগিব ভাই ... ভাল থাকুন ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩৪
২৮ | নুরুজ্জামান মানিক | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ১০:৫৬

রাগিব ভাইকে জন্মদিনের পারিজাত শুভেচ্ছা।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩৫
২৯ | অনিকেত | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ১১:৩৭

রাগিব ভাই, শুভ জন্মদিন!!!!!!!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩৬

৩০ | কনফুসিয়াস | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ১১:৪১

শুভ জন্মদিন রাগিব ভাই।
প্রাতঃস্মরণীয় হয়ে উঠুন।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩৭
৩১ | বিপ্রতীপ | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ১২:৩৬

শুভ জন্মদিন রাগিব ভাই...সাফল্যের সবটুকু ঘিরে থাকুক সবসময়...

রাগিব ভাইয়ের জন্মদিনে তাকে নিয়ে একটি পোস্ট লেখার ইচ্ছে ছিল...লেখা হলো না...পরে কখনও লিখবো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩৮

৩১.১ | রাগিব | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ১২:৫২

বিপ্র, ধন্যবাদ। আশা করি ভালো আছো।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩৯
৩১.১.১ | বিপ্রতীপ | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ১২:৫৫

আছি ভাইয়া ভালোই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪০

৩২ | রাগিব | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ১২:৫১

আপনাদের সবার সহৃদয় কথাগুলো পড়ে খুব ভালো লাগলো। আপনাদের মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

দোয়া করবেন, আমার সম্পর্কে আপনাদের ধারণাও আশাগুলোর ১০% হলেও যাতে পূর্ণ করতে পারি।

সবার জন্য জ্ঞানের আলো, উইকিপিডিয়ার মাধ্যমে মুক্তভাবে সেই জ্ঞান ছড়িয়ে পড়ুক সবখানে। দেশের কৃষকের টাকায় প্রথম শ্রেণীর শিক্ষা পেয়েছি, সেই ঋণ আমার এই ক্ষুদ্র প্রয়াসে শোধ হবে না, কিন্তু চেষ্টা করে যাই। সোনার দেশের সোনার মানুষদের আলোকিত করতে পারলে তবেই আসবে আমাদের আসল মুক্তি।

ধন্যবাদ।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪১
৩৩ | পরিবর্তনশীল | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ১২:৫৮

শুভ জন্মদিন...রাগিব ভাই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৪২

৩৪ | শিক্ষানবিস | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ১৩:০১

HAPPY BIRTH DAY.

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪৩

৩৫ | সুমন চৌধুরী | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ১৫:৫৭

শুভ জন্মদিন!

ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪৪

৩৬ | লুৎফুল আরেফীন | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ১৬:০২

গুরুকে শুভ জন্মদিন!

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪৫

৩৭ | নিঘাত তিথি | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ২০:৫৭

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪৬
৩৮ | murshed (যাচাই করা হয়নি) | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ২৩:৩৪

"দেশের কৃষকের টাকায় প্রথম শ্রেণীর শিক্ষা পেয়েছি, সেই ঋণ আমার এই ক্ষুদ্র প্রয়াসে শোধ হবে না, কিন্তু চেষ্টা করে যাই। সোনার দেশের সোনার মানুষদের আলোকিত করতে পারলে তবেই আসবে আমাদের আসল মুক্তি"-

যার অন্তরে দেশ সম্পর্কে এ ধরণের ধারণা আমি মনে করি তিনি পারেন দেশে তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহারের মাধ্যমে এ দেশের দু:খী মানুষের কষ্ঠ কিছুটা হলে দূর করতে।
জয়তু রাগিব ভাই

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।