স্থানাংক

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: সোম, ২২/০৮/২০২২ - ৩:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যখন ব্যস্ত ফুলের দল মুহূর্ত গুণে
চেনা রাস্তায় ঘরে ফিরে
তখন মেরুন সন্ধ্যালোকে
কোলাহলে আড়াল তোর আমার গুঞ্জন

নিয়ন অন্ধকারে মুখোশ খুলে
তোর সুরে চিৎকারে
দৃষ্টির কামনায় মমতার ছন্দ
বাধার অরণ্যে তোর ঘ্রান
একমাত্র নিশ্চিত স্থানাংক

ভাঙনের খবরে ঘুম ভাঙে
অচেনা ঘরে কম্পিত শব্দে
সতন্ত্র সাহসীর ভয়ার্ত চিৎকারে
হঠাৎ খুন হয়েছে
স্বপ্ন মোড়া আমার বিষণ্নতার একমাত্র ঠিকানা

তখন করুণ শূণ্যশোকে
জীবন থমকে নিখোঁজ কুলে
অপেক্ষার প্রহর পেরিয়ে যায়
অক্টোবরের সন্ধ্যায়

সে অন্ধলোক স্তব্ধ তখনও
নেই কোলাহল গোপন গুঞ্জনো
আশাহীন এবার শোনে অবশেষে
চেনা সুরের অপরিচিত মানে।


মন্তব্য

Rahman Faruk এর ছবি

খুব সুন্দর লিখছেন। বিশেষ করে “ ভাঙনের খবরে ঘুম ভাঙে, অচেনা ঘরে কম্পিত শব্দ --------- স্বপ্ন মোড়া আমার বিষণ্নতার একমাত্র ঠিকানা” লাইনগুলা আমার খুব ভালো লেগেছে।

রায়হান আবীর এর ছবি

ধন্যবাদ।

স্পর্শ এর ছবি

সুন্দর


ইচ্ছার আগুনে জ্বলছি...

রায়হান আবীর এর ছবি

আপনার কথা অনেক ভাবি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

ওডিন এর ছবি

কলম চলুক, কমরেড।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।