চীনদেশী পণ্য- কিনে হও ধন্য

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: বিষ্যুদ, ০৬/১১/২০০৮ - ১১:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনেকদিন আগের কথা। বঙ্গদেশে তখন নতুন নতুন মোবাইল এসেছে। বাপ চাচারা ফিলিপ্স ডিগার মতো বিশাল বিশাল সেট নিয়ে ভাঁজ নেন...পকেট থেকে মাঝে মাঝে যন্ত্রখান বের করে তার দিকে আবেগঘন চোখে তাকান আর মনে মনে উচ্চারণ করেন, "আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম..."

সেদিন গিয়াছে। বড় বড় সেটগুলো ছোট হতে হতে কখনও লিপ্সটিকের সমান হয়ছে। আআআবার বড় হয়েছে। সাথে যুক্ত হয়েছে ক্যামেরা, গান শোনার ব্যবস্থা, নীল দাঁত...কত কি...

এরিকসন, নোকিয়ার ভালো ভালো সেট গুলোর দাম অনেক। সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে না হলেও আঙ্গুরফল সমান উচ্চতায় তো বটেই। বাসড্রাইভার, রিক্সাওয়ালা কিংবা হেল্পার ভাইদের কথা না হয় বাদই দিলাম। তাই গুঁটিকয়েক মানুষের সৌভাগ্য হল সেগুলো নিয়ে ঘোরা এবং ভাঁজ মারা...বাকিরা শুধু দেখে। আর মনে মনে ভাবে, আরে বাপু মোবাইল তো কথা বলার জন্য। এতো কিছুর কি দরকার!!!

সে দিনও গিয়াছে। আপমর জনগণের জন্য আশীর্বাদ হয়ে এসেছে চায়না। এই পর্যন্ত পৃথিবীতে মোবাইলে যতরকম সুযোগ সুবিধা দেয়া হয়েছে তার সবই আছে তাদের তৈরী করা সেটগুলাতে। ৩ মেগা পিক্সেল ক্যামেরা, ডিজিটাল মিউজিক প্লেয়ার, ভিডিও রেকর্ডার + ক্যামেরা, টাচ স্ক্রীণ, ২ টা থেকে ৬ টা পর্যন্ত এক্সটাররনাল সাউন্ডবক্স। দাম নিয়ে ভয় পাবার কিছু নেই। ৩০০০ থেকে শুরু করে ৬০০০। আমাদের তো চাওয়া পাওয়ার শেষ নেই। দেখা গেল তাও মানুষ দুঃখ করছে। আহারে!! নোকিয়ার এন সিরিজটা মনে হয় বেঁচে থাকতে আর ব্যবহার করা হলোনা। তাই চায়নার মোবাইলগুলোর নাম রাখা হলো NOKLA... (নোকিয়া দেখে তোরা পাসনে ভয়, আড়ালে তার নক্‌লা হাসে )

আর কি চাই!! কয়েকদিনেই সবার হাতে পৌঁছে গেছে এই আশীর্বাদ। এখন আর কাউকে প্রাকৃতিক সৌন্দর্যের দিকে ক্যাবলার মতো চেয়ে থাকতে হয় না। চট করে একটা স্ন্যাপ শট নিয়ে নিয়ে যায়। আশ পাশ দিয়ে সুন্দরী ললনা গেলে তো কথাই নেই। জাস্ট একটা ক্লিক। বাস আজীবনে জন্য সে রয়ে যাবে ২ গিগা মেমরি কার্ডের ছোট্ট ঘরে। যখন ইচ্ছা তাকে দেখা যাবে। কাত কিংবা উপর নীচ করে।

কিন্তু খালি ছবি তুলে তো আর সবাইকে জানান দেয়া যায়না এই মহামূল্যবান সম্পদের কথা। কতিপয় মানুষ তাই যেখানে যায় ধুম করে ছয় ছয়টা সাউন্ড বক্স দিয়ে গান বাঁজানো শুরু করে। ভাবখানা এমন, "গান ছাড়া কি আমার এক মুহূর্তও চলে?" তাও সে কি গানের বাহার। লেটেস্ট হিন্দী কালেকশন। দয়া করে কেউ যদি বাংলা গান চালায় সেটাও হবে হাবিব কিংবা বালামের বিখ্যাত কোন প্যানপ্যানানি...যিনি শুনছেন তিনি কেমন বোধ করেন জানা হয়নি কখনো। তবে আশে পাশের যাদের শুনতে বাধ্য করছেন তাদের কান যে সেই মধুময় সংগীতে ঝালাপালা হয়ে যায় তা আর বলার অপেক্ষা রাখেনা...

গত কয়েকদিন যতবার বাসে উঠেছি ততবারই এমন সংগীত সমঝদার পেয়েছি। পাশের সিটে, সামনে কিংবা পিছনে। প্রতিবাদী বংঙ্গসন্তানরা অনেক সময় নীরবে এই যাতনা সহ্য করে নেন। তবে অনেকের সহ্য ক্ষমতা কম। তারা ভ্রু কুঁচকে গায়ককে খোঁজার চেষ্টা চালান। একবার পেলে বেরসিকের মতো সেই সমঝদারের সংগীত শোনায় বিঘ্ন ঘটান।

আমি ভাই মানুষের সাথে ঠিক মতো কথা বলতে পারিনা। আজকে যখন আমার পাশে একজন ঢিচ্চুঁম ঢিচ্চুঁম শোনা শুরু করলেন, আমি আশায় আশে পাশে তাকালাম। কেউ যদি আমার হয়ে একটু থামতে বলেন। দিন খারাপ...তেমন কাউকে পাওয়া গেলনা। পুরা পথ তাই আমিও মনে মনে গাইতে শুরু করলাম...

দে পানা দে, ইয়া হাবিবি...
দে পানা...

গড় রেটিং

(৩ ভোট)

Trackback URL for this post:
http://www.sachalayatan.com/trackback/13737

লিখেছেন রায়হান আবীর (তারিখ: শনি, ২০০৮-০৩-২৯ ০১:১৫)
উদ্ধৃতি | রায়হান আবীর এর ব্লগ | ২১টি মন্তব্য | পছন্দের পোস্টে যুক্ত | আপত্তি জানান | ২০৭বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, রায়হান আবীর. Sachalayatan.com can not be held responsible.

১ | আনোয়ার সাদাত শিমুল | শনি, ২০০৮-০৩-২৯ ০১:৩৫

উদ্ধৃতি
নোকিয়া দেখে তোরা পাসনে ভয়, আড়ালে তার নক্‌লা হাসে

ভালো লেগেছে ।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৩-২৯ ১৫:২১

ঠ্যাংকু...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২ | মাহবুব লীলেন | শনি, ২০০৮-০৩-২৯ ০২:১৯

এইগুলা মাঝে মাঝে সত্যিই ঝামেলা করে
পোলাপান খামাখা কানের মধ্যে দড়ি লাগিয়ে ঘোরে
কিছু বললে শোনে না- কী কী করে

আর আরো কিছু পাবলিক আছে ট্রাফিক জামের মধ্যেও জাতিসুদ্ধ সবাইকে গানা শোনাতে চায়

এক সময় গ্রামের লোকজন রেডিও বগলে নিয়ে বাজাতে বাজাতে বাজারে যেত
এখন দেখি এইসব মোবলারাও তাই করে

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৩-২৯ ০২:৩৮

কানে দড়ি লাগিয়ে ঘুরলে আমার আপত্তি নাই। (আমিও মাঝে মাঝে ঘুরি ). কিন্তু জোরে জোরে বাজাইয়া মানুষরে বিরক্ত করাটা...উফফ
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৩ | অছ্যুৎ বলাই | শনি, ২০০৮-০৩-২৯ ০২:৩৬

দুনিয়ায় ভাবমারা বস্তু একের পর এক আসতেই থাকবে। এইডাই ব্যবসায়।

তয় কেউ চাইনিজ জিনিস নিয়া ফুটানি দেখাইলে হালকার উপরে একটা ঝাপসা চোখ টিপি দিয়া পাশের আরেকজনরে কইবেন, ও, চাইনিজ মাল!

চাইনিজ মালে দুনিয়া সয়লাব। কিন্তু কোয়ালিটি জঘন্য। সমস্যা হলো, এই ধরনের পণ্যের স্থায়ীত্ব বা কোয়ালিটি নিয়া খুব কম মানুষই মাথা ঘামায়।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৩-২৯ ০২:৪০

বলাইদা ঠিকই কইছেন...
উদ্ধৃতি
চাইনিজ মালে দুনিয়া সয়লাব। কিন্তু কোয়ালিটি জঘন্য। সমস্যা হলো, এই ধরনের পণ্যের স্থায়ীত্ব বা কোয়ালিটি নিয়া খুব কম মানুষই মাথা ঘামায়।

নেক্সট পোস্ট এই জিনিসটা নিয়া দেবার ইচ্ছা আছে।
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৩.২ | রাগিব | শনি, ২০০৮-০৩-২৯ ০৩:৫৭

উদ্ধৃতি
চাইনিজ মালে দুনিয়া সয়লাব। কিন্তু কোয়ালিটি জঘন্য।

সস্তা পন্য, কিনে হও ধন্য, এই নীতিতে বিশ্বাসী ছিলাম, কিন্তু অর্থনীতির হিসাবে এখন বুঝি, সস্তা জিনিষ বরং আখেরে বেশি দামী হয়, আর মানসম্পন্ন দামী জিনিষ কিনলে সেটা আখেরে কম দাম পড়ে।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪ | অলৌকিক হাসান | শনি, ২০০৮-০৩-২৯ ০৪:৩১

মোবাইল নিতে গেলে এখানে বছরওয়ারি একটা কন্ট্রাক্টে যেতে হয়। সেই কন্ট্রাক্ট শেষ হলে নতুন করে বারগেইন করে ফোন কম্পানির সঙ্গে বিলরেট, সেট, ফ্রি মিনিট এগুলো কমিয়ে/ বাড়িয়ে/পরিবর্তন করে নেয়া যায়। আমি ভাবতাম বছর বছর সেট বদলানোর কোনো মানে হয় নাকি?

তো আমাকে একজন বলল, এখন নাকি সেটকম্পানিরা ইচ্ছে করেই এমন মানের সেট বানায় যেটা আসলেই একবছরের বেশি টেকে না। আমি বিশ্বাস করি না। কিন্তু কাকতালীয় হলেও গত দুই বছরে আমার দুইটা সেট আসলেই নষ্ট হয়ে গেছে। হয় ডিসপ্লে ভেঙ্গ গেছে। নয়তো কীপ্যাডের বাটন কাজ করে না, সাউন্ড কমে গেছে। তখন বাধ্য হয়ে রিনিউয়ের সময় বিল একটু বাড়িয়ে লেটেস্ট সেটটাই নেই। এটা কি মার্কেটিং?

To Make God Laugh, Tell Him Your Plans

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৪.১ | রাগিব | শনি, ২০০৮-০৩-২৯ ০৮:০৭

ইংল্যান্ডেও একই অবস্থা!!

আমি নকিয়ার এক্সপ্রেসমিউজিক সেট নিয়ে গত বছরের মে মাসে বিশাল আনন্দে ছিলাম, আগের সনির প্রাগৈতিহাসিক ক্যামেরাফোনের চাইতে এটা অনেক সুন্দর সেই আনন্দে। অবশ্য দুই দিনের মাথায় ১ বছরের পুরানো প্যাকেজ নাটকের নায়িকার হাতে ঐ সেট দেখে আনন্দের বেলুন চুপসে যায়

সেট পাওয়ার দুই মাসের মাথায় ডিসপ্লে গায়েব! হিজিবিজি সব দাগ আসে। টি-মোবাইল অবশ্য ফোন করার সাথে সাথে পালটে দিলো সেট, ওর বদলে মটোরোলার rizr পাঠালো। এর দুই মাসের মাথায় সেটাও ইন্তেকাল করলো, বোতাম নষ্ট হয়ে।

অথচ আমার সিটিসেলের স্যামসাং এর সেটটা আজও দেশে বহাল তবিয়তে আছে।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১০
৫ | পরিবর্তনশীল | শনি, ২০০৮-০৩-২৯ ১৪:০৭

মজা করে একটা প্রচণ্ড সিরিয়াস সমস্যা তুলে ধরলেন।
তাই (বিপ্লব)দিলাম
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১১

৫.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৩-২৯ ১৫:০৮

হ ঠিকাছে। সাদরে গৃহিত হইল...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১২

৬ | কনফুসিয়াস | শনি, ২০০৮-০৩-২৯ ১৪:৫০

লেখায় ।

সেট নিয়া একটা কাহিনি মনে পড়লো। ফিজিক্স ডিপার্টমেন্টের মিলন ভাইয়ের ক্যান্টিনে দুপুরের তেহারী খেতাম তখন, দোস্ত সানি তখনই নতুন মোবাইল নিছে- ফিলিপ্স ডিগা-র বিখ্যাত সেট। সেই সেট নিয়াই তার কঠিন ভাব। প্যান্টে না রাইখা বুকপকেটে রাখে, যখন তখন হ্যালো হ্যালো করে।
একবার ক্যান্টিনের টেবিলে সেট রাইখা ও গেল পানি খাইতে। আমরা পাশেই। সানি আইসা দেখে ক্যান্টিন বয় বিল্লাল ওর মোবাইল হাতে নিয়া গুতাগুতি করতেছে।
সানি দিলো ঝাড়ি, এই ব্যাটা কি করস?
বিল্লাল বলে, মিঞাভাই কি রেডিও কিনছেন, কোন সাউন টাউন দেহি বাইরয়না!

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৩

৬.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৩-২৯ ১৫:১২

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১৪

৭ | নজমুল আলবাব | শনি, ২০০৮-০৩-২৯ ১৫:০৯

আমিও চাইনিজ মাল বগলে নিয়া ঘুরি, আগে ছিল ডিগা, সেই .... সেই.... আমলে

ভুল সময়ের মর্মাহত বাউল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৫

৭.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৩-২৯ ১৫:১৯

পোস্টা আসলে লিখছি উনাদের উদ্দেশ করে। বুঝছেন তো, উনারা।
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১৬
৮ | তারেক | রবি, ২০০৮-০৩-৩০ ০৭:১৭

আপনার জন্য রহিল ।
তবে যেইরকম অবস্থা তাতে তো কয়দিন পর আমাদের আকাশে চাইনিজ স্টার থাকবো। আমার চিনদেশী তারা... একা রাতের আকাশে...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৭

৮.১ | রায়হান আবীর | রবি, ২০০৮-০৩-৩০ ১১:৫৫

তুমি মায়ের মতো ভালো...
আমার মন খারাপ এ রাতে।
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১৮
৯ | eru (যাচাই করা হয়নি) | রবি, ২০০৮-০৩-৩০ ০৮:৪৯

আমিও একটা কিনছিলাম(ভদ্রজনে বলতে আপত্তি নাই!),কিনছিলাম মানে এখনও আছে।আই,টেল।কিনিবার তিন মাসের মাথায় উহার কি প্যাডের লিখন গত হইয়াছে,যদিও এস,এম,এস লেখায় আমার যথেষ্ট অরুচি আছে।এখন দেখিতেছি(আরও দুমাস পর)উহার ভাইব্রেশন অচল হইয়া পড়িয়াছে এবং রিংগার মন ভাল থাকিলে শব্দ করে,ভাল না থাকিলে শব্দ করে না।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১৯

৯.১ | রায়হান আবীর | রবি, ২০০৮-০৩-৩০ ১২:০১

ভদ্রজনে বলতে আমারো আপত্তি নাই, চাইনিজ জিনিস আমিও কিনে ধরা খেয়েছিলাম। এমপিথ্রি প্লেয়ার কেনার উদ্দেশ্যে আইডিবিতে গেলাম। আইপডের মতো একটা জিনিস চোখে পড়ল। ২ গিগা জায়গা, গান শোনা যাবে, গান দেখা যাবে, রেডিও আরও কত কি বুগি ঝুগি।
কিন্তু একদিন যাবার পর দেখা হলো, ২ গিগা জায়গা হলেও তাতে ১২৮ মেগাবাইটের বেশী কিছু রাখা যায় না, রেডিওতে ঘ্যার ঘ্যার শব্দ হয়।
১ মাস পর ডিসপ্লে ভেঙ্গে গেল...ডেড় মাসের মাথায় সে এক্কেরে মৃত।
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২০
১০ | অতিথি লেখক [অতিথি] | মঙ্গল, ২০০৮-০৪-০১ ০০:৫২

আমার ত মনে হইল এটা আপনার মবাইলের আত্নহত্যার ফসল।খুব ভাল।তবে আমি এখনো নকলাতে ভুলি নাই।হি হি হি...।

-নিরিবিলি

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

২১
১১ | অতিথি (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৬-১১ ১০:৪৮

এর কিন্তু দুইটা দিক আছে, একদিকে যেমন সাধারন মানুষ কমদামে চাইনিজ সেট কিনছে আবার একইসাথে দুই মাসের মাথায় আবার আরেকটা সেট কিনে শেই একই বেশি খরচের পাল্লায় পড়ছে।
জটিল বিষয়। কালকে এর উপর বিস্তারিত লিখব।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।