সাইন্স ফিকশন: চল্‌ চল্‌ চল

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: শুক্র, ০৭/১১/২০০৮ - ১১:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঠক্‌ ঠক্‌ ঠক্‌...
এতো সকালে কে বিরক্ত করে? গতকালই পরীক্ষা শেষ হলো। সারা রাত দুষ্ট আমেরিকার গায়িকা টরা লেনের গান শুনে ভোরের দিকে ঘুমাতে গেছি...এখন শুরু হইছে ঠক ঠক। বিছানার কাছে রাখা বোতাম টিপে ব্যক্তিগত রোবট লরাকে চালু করলাম। যা ব্যাটা দেখে আয় কে আসছে...

বিশাল হলোগ্রাফিক স্ক্রীণকে বিশ্বাস করতে কষ্ট হলো আমার। দরজার ওপাশে স্বয়ং বিজ্ঞান একাডেমীর মহা-পরিচালক ভানু খুঁজায়া দাঁড়িয়ে। এই ব্যাটা এখানে কি করে? গায়ে একটা পলিমার জড়িয়ে তার সামনে দাঁড়ালাম।

জ্বি জনাব বলুন...কাকে চাই?
আপনাকেই চাই।
ক্যান, আমি আবার কি করলাম?
আমি সবকিছু ব্যাখ্যা করতেই এসেছি। মাত্র পাঁচ মিনিট সময় নেবো। ভেতরে আসতে পারি?
রুমের অবস্থা যাচ্ছেতাই। আমি তাই বোতাম টিপে জায়গাটাকে সমুদ্র সৈকতে রুপান্তর করে ফেললাম...এই ধরণের গ্যাজানো মূলক আলোচনা সৈকতে হওয়াই ভালো। আশে পাশের বিউটিফুল সিনারির দিকে তাকিয়ে থাকা যায়।

আপনার রিসেন্ট আবিষ্কারটা আমাদের প্রচন্ড মুগ্ধ করেছে।
বুঝলাম ব্যাটা কোনটার কথা বলছে। তাও একটু ভাঁজ নেবার জন্য জানতে চাইলাম,
জ্বী, কোনটার কথা বলছেন মসিয়ে...
দেহ থেকে নিঃসৃত জৈব পদার্থকে পুষ্টিকর খাবারে রুপান্তর করার জন্য আপনি যে গানিতিক ধারা বের করেছেন সেটার কথা।
ও আচ্ছা...তো এখন আমি কি করবো...
আপাতত আপনাকে কিছুই করতে হবে না। আগামী কয়েক মাস পরে "পক্টোপরা" গ্যালাক্সীর নবম গ্রহ "ঙপৎকার-৯" এ আমাদের একটা স্পেসশীপ পাঠানো হবে। দুই গ্রহের সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক হাতবদল করাই হবে সেই মিশনের কাজ। আমরা তাদের দেবো আমাদের সংস্কৃতির নমুনা, আর তারা দেবে বিজ্ঞান। যেহেতু আপনিই এখন পৃথিবীর সেরা বিজ্ঞানী তাই আমার অনুরোধ এই স্পেসশীপের ক্যাপ্টেন পদ গ্রহণ করে আমাদের ধন্য করবেন...
কিন্তু ক্যামনে কী? আমি কিভাবে পৃথিবীর সেরা বিজ্ঞানী হলাম? আপনি জানেন আইইউটিতে আমার রেজাল্ট কতো খারাপ?
সেইটা কোন ব্যাপার না...এই যে আমি প্রত্যেকদিন সকালে আধা-ঘন্টা দৌড়াই তাতে কি আমার মন খারাপ হয় বলেন?
তাই তো...আমি মাথা নাড়ি। মশা মারতে কি আর কামান দাগান লাগে?

ঠিক আছে। তাহলে এখন উঠি। আপনি রাজী হলে এই কার্ডের লাল বিন্দুটায় হাত রাখলেই হবে...বিস্তারিত আলোচনার জন্য আমরা আপনাকে একাডেমীতে নিয়ে যাবো...বলেই তিনি আমার হাতে একটা কার্ড ধরিয়ে বের হয়ে গেলেন...

...................................................

তিনদিন পর বিজ্ঞান একাডেমীর মহা পরিচালকের দপ্তরে...

আমি রাজী। কিন্তু আমার একটা শর্ত রয়েছে...সেইটা না মানলে আমি যাবো না...
অবশ্যই পূরণ করা হবে। দয়া করে একটা একটা করে বলুন।
তার আগে বলেন আপনারা সংস্কৃতি হাতবদল করবেন কিভাবে? সংস্কৃতি তো আর গানিতিক সুত্র না যে, কেউ চাইলো আর আপনি দিয়ে দিলেন...
আসলে ব্যাপারটা সেরকম না। "ঙপৎকার-৯" গ্রহের মানুষরা আমাদের গ্রহের সেরা কিছু গায়ক- গায়িকাকে পেতে চেয়েছে। তাদের ওখানে ভালো গায়কের বড় অভাব...তাই তেনারা আমাদের পাঠানো গায়ক-গায়িকাদের গলা কেটে পরীক্ষা করবেন, কেন ওরা এতো ভালো গায়...
মহা-পরিচালকের কথা শুনে আমি শিউরে ওঠি। কিন্তু এটা তো অমানবিক। ইলিগ্যাল।
ইলিগ্যাল তো অবশ্যই। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ভালো একটা ফিঁচলা বুদ্ধি বের করেছেন। সেরা গায়ক হিসেবে আমরা নির্বাচিত করেছি বালাম, হাবিব, তাহসান আর মিলাকে...এদের গলা-গুলা কেটে ওরা যা ইচ্ছা করুক। আমাদের কোন অসুবিধা নেই। কারণ এইসব পিসের অভাব তো এই গ্রহে নেই।
নামগুলা শুনে আমিও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলি...এগুলারে পার করে দিয়ে আসতে পারলেই ভালো...
এরপর আমি আমার দাবী উত্থাপন করি। যেহেতু মিশনটা প্রায় ছয় মাসের আমি সাথে করে আমার কিছু পরিচিত মানুষকে নিয়ে যেতে চাই। রাজী থাকলে বলেন, নাইলে ফুটেন।
আমতা আমতা করে ভানু খুঁজায়া রাজী হয়ে যান। কিন্তু প্লীজ বিশজনের বেশী না...
বিশজনে চলবেনা। কমপক্ষে ত্রিশ...
আচ্ছা ঠিক আছে, পঁচিশ জন...দয়া করে রাজী হয়ে যান...পিলিজ।
আমি পঁচিশ জনের নাম লিখে বাসায় ফিরে আসি...তাদের যথাযথ ভাবে প্রস্তুত করার দায়িত্ব একাডেমীর।

নিজের মুখে মহাকাশ ভ্রমণের দাওয়াত দেবার জন্য আমি মডু হিমুকে ফোন লাগাই...
ওই মিয়া এতো রাতে ডিস্টার্ব দেও কেন?
আমি হিমুকে সব কিছু বুঝিয়ে বললাম...
আচ্ছা, আমি কি সফরের সাধারণ পর্যটকই থাকবো?
জ্বী...বিজ্ঞান একাডেমী চাইছে যে আমিই মিশনের ক্যাপ্টেনের দ্বায়িত্ব পালন করি...
তাইলে আমি নাই...রাস্তা মাপো...

অনেক কষ্টেও তাকে রাজী করা গেলো না। পরের দিন খবর পেলাম আম্রিকার এক প্যান্টাসী কিংডমে আনন্দরত দ্রোহীদার কাছে প্রতিরক্ষা কর্মীরার ভ্রমণের প্রস্তাব দিতেই তিনি নাকি ঢুকরে কেঁদে উঠেছেন। বলেছেন, তিনি আজীবন এইখানে জলকেলি করতে চান। কোথাও যাওয়ার টাইম নাই। নবম মানের প্রতিরক্ষা রোবটগুলার কপোট্রন হাটুঁতে স্থাপন করা। তাই তারা অগ্র-পশ্চাৎ বিবেচনা না করে সেই অবস্থাতেই দ্রোহীদারে তুলে নিয়ে আসছে...আমারে কাছে পেলে নাকি উনি জ্যান্ত কবর দেওয়ার ঘোষণা দিয়েছেন...

রোবটগুলার মাথায় যে কবে বুদ্ধি-শুদ্ধি হবে কে জানে? একটু ভালো মতো বুঝাই বললেই তো হতো...(চলবে...)

শেষ পর্বে যা থাকছে: আমাদের মহাকাশ ভ্রমণ।

গড় রেটিং

(২ ভোট)

Trackback URL for this post:
http://www.sachalayatan.com/trackback/15484
faggotry
from JV's Blog on বুধ, ২০০৮-০৮-২০ ০৯:০৩

Great Read...I really value your information!

উদ্ধৃতি | ২০৫বার পঠিত | সম্পাদনা | ঘ্যাচাং | unpublish

লিখেছেন রায়হান আবীর (তারিখ: সোম, ২০০৮-০৫-২৬ ২২:২৯)
উদ্ধৃতি | রায়হান আবীর এর ব্লগ | ৩২টি মন্তব্য | পছন্দের পোস্টে যুক্ত | আপত্তি জানান | ২০৫বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, রায়হান আবীর. Sachalayatan.com can not be held responsible.

১ | অতিথি লেখক [অতিথি] | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০১:১৭

যান মহাকাশ ভ্রমণ করে আসেন...। ভাল লাগলো

-নিরিবিলি

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১.১ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০১:৩৫

হ, আমার মহাকাশেই যেতে হবে। আকামে থেকে আবজাব লেখা শুরু করছি। ছয় মাসের একটা প্লেজেট ট্রিপ দিয়া আসতে পার্লে মন্দ হয় না।

প্রথম কমেন্ট মারার জন্য ঠ্যাংকু।

---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২ | ধুসর গোধূলি | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০১:২৭

- হ, দ্রোহী আর হিমুরে লইয়া যানগা। নিয়া ফালাইয়া থুইয়া আসেন। এই দুইটা খালি পলিটিক্স করে। একজন শালী দিয়া আরেকজন শালী নিয়া। এই দুইটা গেলে এট্টু শান্তিমতো ফুটবল খেলবার পারুম! তয় গুরু মিলার গলা কাইট্টা ফেললেও যাত্রাবালা গানটার ভিডিওটা মুইছা দিয়েন না।

আমার সামনের বিশাল হলোগ্রাফিক স্টেজে এখন কিম্ভূতকিমাকার রোবট এনএক্সট্রাইএম-৪ নেচেকুদে যাত্রাবালা দেখাচ্ছে আমাকে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২.১ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০১:৩৭

হিমু ভাই যাইতোনা কইছে।

গুরু আমারে বাঁচান। রাইটার্স ব্লক না কি যেন একটা রোগ আছে ওই রোগটা যেন আমার হয় তার একটা ব্যবস্থা কইরা দ্যান।

---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

২.১.১ | ধুসর গোধূলি | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০১:৪৪

- বাঁচা বাঁচি নাই। খালি ল্যাখতে থাকেন। এমনতো না যে পাকশীর কাগজ কলে দুর্ভিক্ষ লাগবো! তবে কম্পুটারের কালি শেষ হোলেও হোতে পারে।

বাকিগুলা কই? ঐগুলারে কন তাড়াতাড়ি আইসা হাত লাগাইতে। ভোলানাথ বাবার সিদ্ধি খাইয়া তুরাগে জান দিতে মানা করেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২.১.১.১ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০১:৫৩

পরিবর্তনশীল পরিবর্তিত রুপ ধারণ কর্ছে। সে ভোলামাথের সিদ্ধিও খায়না, কম্পুর সামনেও বসেনা...সারাদিন কি কি জানি ভাবে?
আর ব্যাটা সপ্নাহতরে দ্যাখলাম কানে হেডফোন লাগাই পাঁচতালার রেলিং এ বইসা আছে। মনে হয় জীবনের পাওয়া না পাওয়ার হিসেব কর্তাছে।
---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

২.১.১.১.১ | ধুসর গোধূলি | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০২:২২

- ধর্ছে, দুইটারেই ধর্ছে।
পড়া পানি দিতে হইবো বুঝছি। যান দেহি দক্ষিণ দিকের ডোবা থাইকা উত্তর দিকে মুখ কইরা এক নিঃশ্বাসে তিন গেলাস পানি তুইলা আনেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২.১.১.১.১.১ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ১২:০৭

উত্তর দক্ষিণ সব খান থাইকাই না হয় আনা হইলো।

কিন্তু বিড়ালের গলায় ঘন্টা টা বাঁধবে কে?

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩ | মুশফিকা মুমু | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০৭:২৩

হিহিহি ..... আপনাদের মহাকাশ ভ্রমণের গল্প তারাতারি লিখে ফেলেন
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১০

৩.১ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০৯:৪৯

হুম। লিখাই অফ যাইতে হবে কয়েকদিনের জন্য। মন্তব্যের জন্য থ্যাঙ্কু...

---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১১

৪ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ১২:০৬

হা হা হা।

এই নে। তোর জন্য দুই লাইন মহাজাগতিক কবিতা-

চল চল চল
রায়হান ভাই বস্‌!!!

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১২

৪.১ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ১৫:৩৩

হ ঠিকাছে...
---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১৩

৫ | নজরুল ইসলাম | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ১৩:৪৬

মিলা বালআমগো লগে বিপ্লবটারেও নিয়েন... উফ্...
আর কথা দিয়াও কথা না রাখার অপরাধে ধূগোদারেও নেন... এবং ঐখানে নিয়া তারে সবচেয়ে সেরা গায়ক পরিচয় দিবেন... সারাদিন বসায়া রাইখাও ব্লগ না লেখার কল্লাকাটা শাস্তি।
যান... ফি আমানিল্লাহ্...
______________________________________
পথই আমার পথের আড়াল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৪

৫.১ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ১৫:৩৮

ধূগো মিয়া ভালৈ ফাপর নিসে। ট্রেইলার দেখাইয়া মুভিই বানাই নাই...ওনারে অন্য উপায়ে সাইজ করা লাগবো...
--------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১৫

৫.১.১ | ধুসর গোধূলি | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ২২:৫৪

- হই মিয়া, ফাপড়াইলাম কই?

নজু ভাইয়ের বাবরি চুলের কসম, আমি কলমের মোটকা কামড়াইতে কামড়াইতে নিব পর্যন্ত আইসা পড়ছি তাও অখনতরি এক লাইনও ল্যাখবার পারি নাই। তবে চেষ্টা জারী আছে। আইলসামী ইজ দ্য পিলার অব এপিক, এক মণিষী কইছিলেন।

আমি সেই চেষ্টাতেই আছি, সবাই বলেন আমীন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৬

৬ | পরিবর্তনশীল | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ১৩:৫৭

ঠিক... একদম মনের গল্প।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১৭

৬.১ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ১৫:৪০

তাই নাকি? ভ্রদতা কইরা আবর্জনারে মনের গল্প কইলি?
---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১৮

৭ | খেকশিয়াল | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ১৫:৩৬

হাহাহা জটিল হইতাসে !! চলুক চলুক !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৯

৭.১ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ১৫:৪১

যাক তাও একজন চালাইতে বলছে।
---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

২০

৭.১.১ | সুলতানা পারভীন শিমুল | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ১৬:৩৭

চালাইবেন মানে ?
জমজমাট গল্প নিয়া দৌড় লাগান মিয়া !
ছাড়েন, এন্ড ভেরি কুইক....

.......................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২১

৭.১.১.১ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ২২:৪৫

আসিতেছে...

---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২২

৮ | মুহাম্মদ (শিক্ষানবিস) (যাচাই করা হয়নি) | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ২০:২৮

চরম মজা পাইছি। লেখায় রসের কোন কমতি নাই। তোর মধ্যে রসের অভাব নাই এটা আগেই বুচ্ছিলাম। কিনতু এতো রস তা আগে বুঝি নাই। সচল গ্যাঙের মহাকাশ ভ্রমণের কাহিনী পড়ার জন্যই আগামীকল্য সাইবার ক্যাফেতে আসিব।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

২৩

৮.১ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ২২:৩৯

তুই এতো কষ্ট করে আসবি...তাই আজকেই লিখে ফেলবো ভাবছি...

---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২৪

৯ | কনফুসিয়াস | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ২২:৫২

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৫

১০ | স্পর্শ | বুধ, ২০০৮-০৫-২৮ ০৯:২১

পড়ছি সবার আগে! কিন্তু কমেন্ট করা হয়নাই। পিসিতে অভ্র ছিলনা!

দারুণ হচ্ছে! মজার। পরের পর্ব দাও তাড়াতাড়ি।
-----------------------------
এখনো নজরবন্দী!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৬

১০.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৫-২৮ ১১:২৫

আপনারে সচল করাই ঠিক হয় নাই...গত তিনদিন কোন লেখা দেন নাই...
---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২৭

১১ | দ্রোহী | বিষ্যুদ, ২০০৮-০৫-২৯ ০২:২৩

ও মনু। আমারে লইয়া মস্করা কর? কান্ধের বন্দুকটা খিয়াল আছে???? দিমু ফুটা কইরা।
কি মাঝি? ডরাইলা?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৮

১১.১ | রায়হান আবীর | বিষ্যুদ, ২০০৮-০৫-২৯ ০৩:১৮

বীর বাংগালী বন্দুকরে ডরায় না...
---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

২৯

১১.১.১ | দ্রোহী | বিষ্যুদ, ২০০৮-০৫-২৯ ০৩:২১

যখন বাঙ্গালীরা সাহসী ছিল তখন তারা ভাত খেত। এখন আর ভাতের দিন নাই। এখন আলু খাবার দিন। বাঙ্গালী এখন আর বীর নাই।
কি মাঝি? ডরাইলা?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩০

১১.১.১.১ | রায়হান আবীর | বিষ্যুদ, ২০০৮-০৫-২৯ ০৩:২৯

আফনের প্যাটের ভেতর ভাত না আলু?
---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৩১

১১.১.১.১.১ | দ্রোহী | বিষ্যুদ, ২০০৮-০৫-২৯ ০৩:৫২

পাউরুটি
কি মাঝি? ডরাইলা?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩২

১২ | অতিথি লেখক [অতিথি] | শুক্র, ২০০৮-০৫-৩০ ০৫:১৯

কিছু কিছু লেখায় অজানা কারনে আমার কমেন্ট প্রকাশিত হয়নাই।যাই হোক আবীর ভাই আপনার এই দারুন লেখাটা আগেই পড়ছি।খানিকটা লিখেও ছিলাম কি জানি!!!! যাই হোক মোদ্দা কথা হল আমিও আসতেছি আপনার লগে!!লেখা ভাল হইছে।চালায়া যান।

~~~টক্স~~~

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।