চল্‌ চল্‌ চল্‌ (শেষ পর্ব)

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: শনি, ০৮/১১/২০০৮ - ১১:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

লিখেছেন রায়হান আবীর (তারিখ: বুধ, ২০০৮-০৫-২৮ ১৪:৩৪)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | দ্বিতীয় এবং শেষ পর্ব | সচলস্য | সাইন্স ফিকশন | সববয়সী

মহাকাশযানের ককপিটে বসে আমরা মুগ্ধ নয়নে তাকিয়ে আছি চারপাশ দিয়ে ছুটে চলা তারাগুলোর দিকে...
দেখছো, আমি বলছিলাম না এইগুলা বরফের কচি দানা ছাড়া আর কিছু না...পাশ থেকে মুখফোড় বললেন।
অবশ্যই, সিউর...ওই যে তারাগুলোর (থুক্কু বরফের কচি দানা) গায়ে পানিও দেখা যাচ্ছে। ডালিমকুমার, আপনি কি বলেন? আমি জানতে চাইলাম...
কিন্তু ডালিমকুমার কোন সাড়া দেয়না..পেছন ফিরে তাকালাম...সবাইকেই দেখা যাচ্ছে, কিন্তু ডালিমকুমার কই? কিংকং লগারিদম গ্রাফে কতগুলা বিন্দু প্লট করে জানালেন "শুধু ডালিমকুমার না, কঙ্কাবতীও নাই..."

প্রতিরক্ষা রোবটগুলো গা ঝাড়া দিয়ে উঠলো...ঐ তোরা এইখানে চুপচাপ বইসা থাক...খুঁজতে যেয়ে আবার কি ঝামেলা বাধাবি তার কোন ঠিক নাই...ডালিম-কঙ্কাকে খুঁজতে আমি, গোধূ আর দ্রোহীদা রওনা দেই...

কেবিনের দরজা ভেতর থেকে বন্ধ...এক্সিউজ মি? ভেতরে কেউ আছেন?
ডালিমকুমার দরজা খুলে কি হয়েছে জানতে চান...
না তেমন কিছু না। আমরা সবাই ককপিটে বসে তারা দেখছি। জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য। তোমরা দেখবা না? জবাব দিলেন দ্রোহীদা।
না আমাদের দেখার দরকার নাই। দুইজন দুইজনের দিকে তাকিয়েই আমরা সারাজীবন কাটাই দিতে পারি...তারা তো কোন ছার...
আমরা তিনজন তিনজনের দিকে তাকিয়ে একসাথে বলে উঠি...অবশ্যই, সিউর...

ছয় মাসের ভ্রমণে বসে বসে শুধু তারা দেখে কাটালে সবার গায়ে জং ধরে যেতে বাধ্য...আমরা তাই প্রতিদিন বিকেলে বাতাসশূণ্য ঘরে নিয়ম করে একঘন্টা ছোঁয়া ছুয়ি খেলি...প্রতিদিন বাতাসে সাঁতার কাটার কারণে আমাদের শরীর মন দুইই ভালো থাকে...আজকে বাতাসহীন ঘরের সামনে গিয়ে দাঁড়াতে তারেক ভাই প্রস্তাব দিলেন, এই খেলা অনেক হইছে। আসো আজকে ক্রিকেট খেলি...

ক্রিকেট খেলা হবে ভালো কথা। কিন্তু ব্যাট-বল পাবো কই...সপ্নাহত জানতে চায়...
"আইডিয়া!!!" গোধূদা চিৎকার করে উঠলেন। "চলো নুশেরার বিছানার পাটাতন ভেঙ্গে নিয়ে আসি, ওইটা ব্যাট। আর মোজা দিয়ে একটা বল বানাই ফেলি..."
নুশেরার নাম শুনে আমি একটু পিছিয়ে যাই। "কিন্তু উনি যদি ছ্যাঁচা দেয় তাহলে কি হবে?"
আরে দিবেনা। ওরে ম্যানেজ করার দায়িত্ব আমার...শিমুল আপা আমাদের আশ্বাস দেন...
অতঃপর ব্যাট বল জোগাড় করা শেষ করে আমরা কন্ট্রোল রুমের খালি জায়গাটায় খেলা শুরু করি। কিন্তু বাধ সাধলো জাহাজের নিয়ন্ত্রণকারী কোয়ান্টাম কম্পু "কারিনা"...
তোমরা এইখানে খেলতে পারোনা...খেললে মহাকাশ আইন ৪২০ ধারার আওতায় তোমাদের সবাইরে দুইশ টাকা করে জরিমানা করা হবে।
এই পরিস্থিতিতে এগিয়ে যান দ্রোহীদা...উনি ছাতা সম্পর্কিত পৌরাণিক বুলিটা আওড়াতেই কারিনা চুপ মেরে যায়...

****************************
(দেড় মাস পর)

প্রায় দশটার মতো হাইপার ড্রাইভ দিয়ে ততোদিনে আমরা এক কোটি আলোক বর্ষ দুরত্ব অতিক্রম করে ফেলেছি। একদুপুরে সন্ন্যাসীদা, আমি, খেকশিয়াল আর পরিবর্তনশীল আঙ্গুর খাচ্ছি আর ইন্টারন্যাশনাল ব্রিজ খেলছি এমন সময় মহাকাশযানটা কয়েকবার কেঁপে উঠলো...
মুমুআপু মনে হয় একা একা সালসা প্রাকটিস করছিলেন। সেই অবস্থাতেই ছুটে এসে জানতে চাইলেন, ঘটনা কি...
কাপাকাপি তখনও কমেনাই...আমি দৌড়ে চলে যাই কন্ট্রোল রুমে...কারিনার কাছে জানতে চাই,
ওই ব্যাটা কোয়ান্টাম, কাহিনী কি? সবকিছু কাঁপে ক্যান?
ওস্তাদ আমরা শ্যাষ...জবাব দেয় কারিনা...
কেন? কি হইছে?
আমরা এখন আছি "ক্লসফঞেশ" গ্যালাক্সীতে। এই খানের "ৎজগাক্যত" গ্রহে কতগুলা ব্যাত্তমিজ থাকে। আমাদের মহাযানকে দেখে ব্যাত্তমিজগুলা গুলতি দিয়ে ছোট ছোট ইটা মারছে। এতে জাহাজটি ব্যাপক ক্ষয়ক্ষতির সন্মুখীন হয়েছে...বাইরে রাখা অক্সিজেনে সিলিন্ডার ফুটো হয়ে গেছে। জমা করা অক্সিজেন শেষ হয়ে আসছে...বাঁচার আর কোন সম্ভাবনা নেই...
আসলেই নাই? আমি জানতে চাই...
আছে... ০.০০০০৯২৪%
এই সম্ভাবনা দেখে আমি কোন আশাই দেখিনা। সবাইকে আপাতত এক রুমে জড়ো হতে বলো। বাকি সবরুমের অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দাও...কারিনাকে বলি আমি...

রুমে ঢুকে উত্তেজিত, মর্মাহত সবাইকে আমি ঠান্ডা হবার অনুরোধ জানাই। অনুরোধে কাজ হয় না। সবাই আমাকে দোষারোপ করতে শুরু করে। আমি কেনো তাদের এইখানে নিয়ে আসছি। দুনিয়াতে বউ, শালি বন্ধু বান্ধবী নিয়ে তারা তো ভালই ছিলেন...

আমাকে বাঁচাতে এগিয়ে এলেন এনকিদু। সমবেত জনতার উদ্দেশ্য আঙ্গুল উচিয়ে ভাষণ দেওয়া শুরু করলেন তিনি...

ভাই ও বোনেরা আমার...মরতে একদিন আমাদের হবেই। একদিক দিয়ে আমরা ভাগ্যবান যে অনেকগুলো প্রিয় মানুষের কাছাকাছি থেকে মরণকে আলিঙ্গন করতে যাচ্ছি। আপনারা চিন্তা কইরেন না। পরপারে ঈশ্বরকে ম্যানেজ করে আমরা নেটের ব্যবস্থা করে ফেলবো...তখন ইচ্ছা মতো ব্লগীং শুরু করা যাবে...আপাতত আসুন আমরা চুপ থেকে জীবনের ভালো ভালো কাজগুলোর কথা স্মরণ করি।
পরপারের কথা শুনে অভিদা একটু নড়েচড়ে উঠেন...কি জানি বলতে যেয়েও থেমে গেলেন তিনি...

এনকিদুর কথায় কাজ হয়। আমরা সবাই গোল হয়ে চুপচাপ বসে থাকি। এই সময় ধূ-গো দা বললেন, নিয়ে আসা গায়ক গায়িকাদের কি হবে? ওদের শীতল ঘর থেকে জাগিয়ে তুলে স্বাভাবিক মরণের সুযোগ দেয়া উচিত। উপরি পাওনা হিসেবে আমরা মরার আগে সুলোলিত কন্ঠের কিছু গানও শুনতে পারি...

প্রস্তাব শুনে সবাই বিড়বিড় করে ধূ-গোরে বিপ্লব দেয়। মিলা-তাহসান-বালাম-হাবিব কে শীতল ঘর থেকে জাগিয়ে তোলা হয়। একটা ইনফরমেশন ট্যাবলেট ওদের মুখে পুড়ে জানিয়ে দেওয়া হয় গত দেড়মাসের কাহিনী...

দুঃখ ভারাক্রান্ত্র হৃদয়ে তারা আমাদের রুমের মাঝখানে এসে দাঁড়ায়...তারপর বুকে হাত দিয়ে জীবনের শেষ গান গাওয়া শুরু করে...

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...

(শেষ)

গড় রেটিং

(০ ভোট)

Trackback URL for this post:
http://www.sachalayatan.com/trackback/15537

লিখেছেন রায়হান আবীর (তারিখ: বুধ, ২০০৮-০৫-২৮ ১৪:৩৪)
উদ্ধৃতি | রায়হান আবীর এর ব্লগ | ২৮টি মন্তব্য | পছন্দের পোস্টে যুক্ত | আপত্তি জানান | ১৭৬বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, রায়হান আবীর. Sachalayatan.com can not be held responsible.

১ | খেকশিয়াল | বুধ, ২০০৮-০৫-২৮ ১৪:৪৬

ওই ! এমন ফাডাফাডি কাডাকাডি গল্পের এমন শেষ পর্ব মানি না , গল্পে মাত্র এন্ট্রি নিসি আর এমনে মাইরা ফালাইলা সবাইরে ? আবিইইরা ! গল্প এখানে শেষ করবি তো মাইনাস পাঁচতারা দিমু !! (এইটা তুই তোকারি না, বিপ্লবী অনুরোধের ভাষা )

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৫-২৮ ১৪:৫৩

কম্রেড মাথাডা ঠান্ডা করেন একটু...সব হইবো...
---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২ | কনফুসিয়াস | বুধ, ২০০৮-০৫-২৮ ১৫:৩৬

ভাইরে, তুমি এত নিষ্ঠুর ক্যান? গল্পের মধ্যেও....।
অন্তত ধুগো-র ভাগ থেইকা দুই তিনখানা শ্যালিকা তো আমারেও দিতে পারতা!
নাহ!

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৫-২৮ ১৫:৪৮

আনা ওহাব্বুকা মিনাল খুবসি...কনফু ভাই এইগুলা কি কন? ভাবী ও ভাবী দেইখা যান...
---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৩ | নজরুল ইসলাম | বুধ, ২০০৮-০৫-২৮ ১৫:৩৬

আল্লায় বাঁচাইছে...
মরিতদের আত্মার শান্তি কামনা করছি।

তবে আমার নিশ্চিত ধারণা এইটার সিকুয়াল হবে... এবং সেখানে দেখা যাবে আবীর মিয়া একাই হিরোর বেশে সবাইরে উদ্ধার করছে...
এবং অতঃপর তাহারা সুখে শান্তিতে ব্লগিং করিতে লাগিলো।
______________________________________
পথই আমার পথের আড়াল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৫-২৮ ১৫:৫৯

মরিতদের আত্মার শান্তি কামনা করে লাভ নাই...তারা এখনও মরে নাই। আপনি অতিদ্রুত একটা স্পেসশীপ নিয়া রওনা করেন। নাইলে বাঁচোনের আর আশা নাই...
---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৪ | অতিথি লেখক [অতিথি] | বুধ, ২০০৮-০৫-২৮ ১৫:৫৫

হুরররে !!!!
গল্পে আমার নামও দেখি আছে !
হেভী মজা পাইলাম ।

মরলেও ব্লগ লিখুম - এক্কেবারে খাঁটি কথা ।

- এনকিদু

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৪.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৫-২৮ ১৬:২৪

এই জন্যই কবি বলেছেন, হাজার বছর ব্লগর ব্লগর...

---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৫ | সুলতানা পারভীন শিমুল | বুধ, ২০০৮-০৫-২৮ ১৮:৩৩

দুর্দান্ত একটা সিরিজের গলা টিপে মেরে ফেলার প্রচেষ্টা রীতিমত অন্যায়। কোনভাবেই মানি না, মানবো না।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১০

৫.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৫-২৮ ১৯:৩৩

---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১১

৬ | শিক্ষানবিস | বুধ, ২০০৮-০৫-২৮ ১৯:০৫

দুর্দান্ত। খুব মজা পাইছি। এইটা পড়ার জন্যই আসছিলাম। আসাটা সার্থক হইছে।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১২

৬.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৫-২৮ ১৯:২৫

ওই তোর বাসা ভ্রমণ শেষ হয়নাই এখনও? তাড়াতাড়ি আয়...
মজা পাইসিস জেনে আমারো মজা লাগলো...
---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১৩

৬.১.১ | শিক্ষানবিস | বুধ, ২০০৮-০৫-২৮ ১৯:৪৩

ভ্রমণ শেষ হলেই চলে আসবো।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৪

৬.১.১.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৫-২৮ ২০:০২

তুমিও কি মিয়া এই মহাকাশ ভ্রমণে গ্যাসো নাকি??
এতো দেরী লাগে ক্যান?
এইদিকে উইকিপিডিয়া তো কাইন্দা মরতেসে।
দুইদিনের মধ্যে না আসলে রায়হান ও মরবে।
কারণ আমি কালকে চলে যাচ্ছি। ও তাইলে পুরা ব্লকে হয়ে যাবে।

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৫

৭ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৫-২৮ ১৯:৫৮

দুইটা পর্বই জোস হইসে।

তবে আমার মনে হয় এত তাড়াতাড়ি সোনার বাংলা না গাইলেও হইতো।

আশা করি অচিরেই লেখকের ভীমরতি ছেড়ে মতি হবে।

পরের পর্বের অপেক্ষায়...

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৬

৭.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৫-২৮ ২২:০৩

ভীমরতি ছেড়ে মতি হোক...
---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১৭

৮ | অতিথি লেখক [অতিথি] | বুধ, ২০০৮-০৫-২৮ ২০:২৪

ভালই আগাইতেসে । ২০০১ : স্পেস ওডিসি পড়সেন নাকি ? ঐ মারাত্নক কল্পবিজ্ঞানেও এক গাদা লোকের মরন লেখা ছিল প্রথম মহাকাশ যাত্রাতেই । তবে আমরা ভাল অবস্থায় , কারন আমাদের দলে পাবলিকের অভাব নাই । যেই বেত্তমিজ গুলা গুলতি মারসে, ওদের গ্রহে নেমে সবাই মিলে চান্দা তুলে একটা করে থাপ্পড় মারলেও সবগুলা বেত্তমিজের শিক্ষা হয়ে যাবে । লেখক কি বলেন ? নামাবেন নাকি ? আমি রেডি আসি কিন্তু ।

- এনকিদু

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১৮

৮.১ | রায়হান আবীর | বিষ্যুদ, ২০০৮-০৫-২৯ ০০:৪৬

আমিও রেডি...নারায়ে তাকবির, আল্লাহু আকবার...
---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১৯

৮.১.১ | অতিথি লেখক [অতিথি] | বিষ্যুদ, ২০০৮-০৫-২৯ ০১:২৬

ঠিক আছে । পরের পার্টে তাইলে একটা মারামারি হইবো । ঢিসুম-ঢিসুম ছাড়া গল্প জমে না , কি কন ।

- এনকিদু

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

২০

৯ | স্পর্শ | বুধ, ২০০৮-০৫-২৮ ২০:৪১

আরে আরে!! সবাইকে মেরে ফেললে দেখি!!! এই লোক গুলোর উপর কোণ রাগ আছে নাকি?

গল্প খুবই মজা হইসে!! 'আবজাব স্টাইলের' সাইন্স ফিকশন গল্প হইসে!
-----------------------------
এখনো নজরবন্দী!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২১

৯.১ | রায়হান আবীর | বিষ্যুদ, ২০০৮-০৫-২৯ ০০:৪৪

আপনার আবজাব সাইন্স ফিকশন দেখে আমারও মাথায় এইট লেখার প্ল্যান আসছে...
---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

২২

৯.১.১ | স্পর্শ | বিষ্যুদ, ২০০৮-০৫-২৯ ০২:৪১

হা হা!! তার মানে লেখা সাকসেসফুল !!
-----------------------------
এখনো নজরবন্দী!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৩

১০ | অতিথি লেখক [অতিথি] | বিষ্যুদ, ২০০৮-০৫-২৯ ০০:১০

এত জলদি ইতি টানলেন?? ব্যাপার না আর একটা শুরু করেন।
-নিরিবিলি

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

২৪

১১ | বন্য (যাচাই করা হয়নি) | বিষ্যুদ, ২০০৮-০৫-২৯ ০১:২৩

বেত্তমিজ গুলারে খুশি কত্তে মিলারে জানালা দিয়া ছুইরা মারলেই হইত...

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

২৫

১২ | দ্রোহী | বিষ্যুদ, ২০০৮-০৫-২৯ ০৩:১৩

ধুর মিযা। কী সাইন্স ফিকশন এইটা। আমি কোন অ্যাকশনেই যাইতে পারলাম না। তার আগেই শেষ হইয়া গেল। এইটা কমপক্ষে ২০ পর্ব হইতে পারতো!!!!!!!!!!
কি মাঝি? ডরাইলা?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৬

১২.১ | রায়হান আবীর | বিষ্যুদ, ২০০৮-০৫-২৯ ০৩:১৯

তাই নাকি?

পড়ার জন্য থ্যাঙ্কু
---------------------------------

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২৭

১৩ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৫-৩০ ০৬:০০

- ভাই আমারে নামায়া দেন, আমি বাইত যামুগা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৮

১৪ | পরিবর্তনশীল | শনি, ২০০৮-০৬-০৭ ১৫:৪৪

এত তাড়াতাড়ি শ্যাষ কইরা দিলি ক্যান? সবেমাত্র জইমা উঠছিল...মিলার ঘুম ভাঙত।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।