অপরিচিত কাছের মানুষেরা...

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: শনি, ১৫/১১/২০০৮ - ৬:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজিজের তিন তলায় মোটামুটি অন্ধকার কোনে পাটি পেতে বসে ছিলেন ক'জনা। এই অন্ধকারেও লীলেন ভাইরে চিনতে বিশেষ কষ্ট হলো না। এটা নিশ্চয়ই দিনে দুইবার ফেইসওয়াস ব্যাবহার করার সুফল। রূপ যেন চমকাচ্ছে...

দুনিয়াজুড়া গিয়াঞ্জামের শেষ নাই। তাই সন্ধ্যা সাতটটায় সচলাড্ডা থাকলেও আইইউটির তিন বালকের সেখানে পৌছাতে বেজে গেলো আটটা। ততক্ষণে কয়েকদফা চা এবং বোধ করি মুড়ি পার্টিও শেষ...এমনকি পাটিতেও নেই কোন জায়গা...একপাশে বসে আমি মানুষগুলোকে চেনার চেষ্টা করতে থাকি। কিন্তু রশীদ ভাই, ফারুক ওয়াসিফ আর লীলেন ভাইকে ছাড়া আর কাউকেই চিনতে পারছিলাম না। প্রথম সুযোগ আসলো যখন লীলেন ভাই একটা কাগজে নাম আর ফোন নং লিখে দিতে বললেন। পাশের জন লেখার চেষ্টা করতে তার নামখানা দেখে নিলাম টুপ করে...গৌতম...তারপর টুটুল ভাই...

একটু পরেই নাম ডাকা শুরু হয়...হঠাৎ করে অপরিচিত মানুষগুলো পরিচিত হয়ে যায়...নজরুল ভাই হিসেবে ধরে রেখেছিলাম যাকে তিনি সবুজ বাঘ...আমি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকি...মাথার ভিতর ঘুরতে থাকে, একটা বাঘ বাল কাটিবার নুইছিল...হি হি হি...

পকেটে ছিলনা সিগ্রেট। ওদিকে বিপ্লবদা একের পর ধরিয়ে চলছেন...তার কাছে হাত পাততেই দু দুটো বেনসন...আকালের এই দিনে মাগনা বেনসন খাবার মজাই আলাদা...তাও যদি বিপ্লব ভাইয়ের মতো কেউ যত্ন করে ধরিয়ে দেয়...

নুরুজ্জামান মানিক নামটা শুনলেই আমার মনে হয় মোহামেডানের মানিকের কথা। আরও মনে হয় তিনি নিশ্চই অনেক বুড়ো...আজকে তাকে দেখেই তব্দা খেলাম সবচে বেশী...সেইরকম জলি একটা মানুষ...এবং তিনি মোটেও বুড়ো নন...সদাই হাসেন...গল্পগুজবে মাতিয়ে রাখেন সবকিছু...

এসেছিলেন অনেকেই...সবার সাথেই কথা হলো...শেখ জলিল, মুজিব মেহেদি, সবজান্তা, ক্যামেলিয়া আলম, ভাস্কর, খেকশিয়াল, কীর্তিনাশা, জনৈক বেক্কল ছড়াকার, মৃদুল আহমেদ, আখতারুজ্জামান, পলাশ দত্ত...আরও আরও...

ফেরার পথে নজরুল ভাইয়ের বাসায় ঢু মারলাম আমাদের ডাক সাইটের শ্যালিকা এবং বান্ধবী ব্যবসায়ী নূপুর ভাবীর সাথে দেখা করার জন্য। ওনাদের পিচ্চিকে ভাবী জিজ্ঞেস করে আমাদের মধ্য থেকে কাউকে পছন্দ হয় কিনা...আমি বসে ছিলাম পাশে...ও আমার থেকে চোখ ঘুরিয়ে মহিবের দিকে তাকালো...সেই দৃষ্টিতে কি ছিল তা জানার উপায় নেই...দুনিয়ার কোটি কোটি মেয়ে মহিবের জন্য পাগল...এক বছরের পিচ্চিটাও ওরেই বেছে নিলো...এই জগতেই হায় সেই বেশী পায় যার আছে ভুড়ি ভুড়ি...

আড্ডায় অনেক ধরণের কথা হলো...সে ব্যপারে অন্য কেউ পোস্ট দিবেন নিশ্চয়ই...তবে শেষের দিকে কে যেন বললো...এই ঝামেলায় একদিক দিয়ে ভালোই হলো...আমরা সবাই একতাবদ্ধ হলাম...আগে তো খালি নেটেই ছিলাম, এখন একেবারে স্বশরীরে...

সেটাই...

গড় রেটিং

(১ ভোট)

Trackback URL for this post:
http://www.sachalayatan.com/trackback/16930

লিখেছেন রায়হান আবীর (তারিখ: শুক্র, ২০০৮-০৭-১৮ ০১:৩৮)
উদ্ধৃতি | রায়হান আবীর এর ব্লগ | ৫১টি মন্তব্য | পছন্দের পোস্টে যুক্ত | আপত্তি জানান | ৩১৫বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, রায়হান আবীর. Sachalayatan.com can not be held responsible.

১ | তানভীর | শুক্র, ২০০৮-০৭-১৮ ০১:৫২

দুনিয়াজুড়া পচুর গিয়ানজাম। এইগুলা কি হাছা কথা নাকি স্বপনায়তন? সচলাড্ডার কোন নোটিশ তো দেখলাম না!

একই পোস্ট দুইবার আসছে!

= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৭-১৯ ১২:৫৩

স্বপানয়ত না বস...বাস্তবায়তন...

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২ | স্নিগ্ধা | শুক্র, ২০০৮-০৭-১৮ ০১:৫৫

কি, শুরু করলেন কি আপনারা??!! এ তো দেখি যা আ আ ই ঘটুক না কেন, সে উপলক্ষ্যে দেশে সচলরা একটা গেট টুগেদার করে ফেলবে আর সেই স্ফূর্তির খবর পোস্টাকারে অন্যান্য বঞ্চিতদের জানাবে!!

(আচ্ছা, মহিবের কি ভুরি ভুরি এ্যাডমায়ারার আছে, না কি ভুঁড়ি ভুঁড়ি মানে ভুঁড়ি হই হই ভাব আছে? )

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৭-১৯ ১২:৫৪

মহিবের ভুরি ভুরি এ্যাডমায়ারার আছে...ভুঁড়ি নাই একদম...

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৩ | দ্রোহী | শুক্র, ২০০৮-০৭-১৮ ০১:৫৫

কী মিয়া? আড্ডায় আমারে দ্যাখেন নাই?
কী ব্লগার? ডরাইলা?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩.১ | তানভীর | শুক্র, ২০০৮-০৭-১৮ ০২:০৯

আপনে আপনার আসল খোমা বাদ দিয়া আব্বা হুজুরের খোমা লাগাইলে ক্যামনে দেখবো? এইটা লাগান-

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩.১.১ | দ্রোহী | শুক্র, ২০০৮-০৭-১৮ ০৩:১৯

আব্বার চেহারায় একটা সুফি সুফি ভাব আছে। যা দিনকাল পড়ছে....
আব্বাই থাকুক আরো কিছুদিন।
কী ব্লগার? ডরাইলা?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪ | ধুসর গোধূলি (যাচাই করা হয়েছে) আবার (যাচাই করা হয়নি) | শুক্র, ২০০৮-০৭-১৮ ০২:০৫

উদ্ধৃতি
ফেরার পথে নজরুল ভাইয়ের বাসায় ঢু মারলাম আমাদের ডাক সাইটের শ্যালিকা এবং বান্ধবী ব্যবসায়ী নূপুর ভাবীর সাথে দেখা করার জন্য।

হৈ ব্যাটা, এইখানে আমাদের আসলো কোত্থেইকা? পোলাপান হুরুব্বী মুরুব্বি মানে না। নুপূর ভাবী আমারে কইছে বান্ধবী দিবো আপনেরা লাইনে খাড়াইলেন ক্যান?

মানে কইতাছিলাম আগে আমি যাই। হেরপরে আমার শালী তো থাকবোই আপনেগো বেবাকের লাইগা। আমি কি আর নজু আড়ৎদার আর দ্রোহী মেম্বরের মতো গাজর ঝুলাই?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৪.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৭-১৯ ১২:৫১

এহ! সখ কতো...লাইনে খাড়ান মিয়া...

বিয়া কইরাই সারতে পারলেন না এখনো, কিন্তু শালীর লোভ দেখানো শুরু কইরা দিসেন...আপনিও তো মিয়া কমজান্না...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১০

৫ | সংসারে এক সন্ন্যাসী | শুক্র, ২০০৮-০৭-১৮ ০৩:১৪

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍সচলাড্ডা নিশ্চয়ই সফলাড্ডা হতে পেরেছে।

লেখাটিও আমার জন্যে হতে পেরেছে দুগ্ধস্বাদের পিয়াস নিবৃত্তকারী সফল প্রতিস্থাপক পানীয়

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১১

৫.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৭-১৯ ১২:৪৯

সফল বিফল বুঝিনা...তবে ভাল্লাগছে খুব...

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১২

৬ | জুলিয়ান সিদ্দিকী [অতিথি] | শুক্র, ২০০৮-০৭-১৮ ০৩:০৬

পোস্টার -ফেস্টুন আর সচলায়তনের ব্যানার হাতে মানববন্ধনের কোনো সম্ভাবনা আছে?

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১৩

৬.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৭-১৯ ১২:৪৭

আপাতত নেই...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১৪

৭ | রেনেট | শুক্র, ২০০৮-০৭-১৮ ০৩:০৭

নাহ...আমেরিকায় থাকলে জীবনে কোন সচলাড্ডায় যাওয়া হইবো না
দেশে যে কবে যাই
দোয়া করেন ভাই ব্রাদাররা...ডিসেম্বরে যেন আসিতে পারি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৫

৭.১ | ইমরুলকায়েস [অতিথি] | শুক্র, ২০০৮-০৭-১৮ ০৯:৩৩

কি রে ভাই কখন সচল আড্ডা হয় কিছুই তো দেশে থাইকাও জানতে পারি না !!!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১৬

৭.১.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৭-১৯ ১২:৪৬

@ রেনেট ভাই,

আইসা পড়েন তাড়াতাড়ি...

@ ইমরুল কায়েস,

লীলেন ভাইকে আপনার সেল নম্বরটা মেসেজ আকারে পাঠিয়ে দিন...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১৭

৮ | হাসান মোরশেদ | শুক্র, ২০০৮-০৭-১৮ ০৮:৩৫

জলে স্থলে রণে বনে জনে জংগলে আনন্দে বেদনায় সুখে দুখে সুসময় ও দুসময়ে- সচলেরা আঁকড়ে থাক পরস্পরের হাত ।
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৮

৮.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৭-১৯ ১২:৪৪

সচলেরা আঁকড়ে থাক পরস্পরের হাত ।
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১৯

৯ | শেখ জলিল(অফ লাইন) (যাচাই করা হয়নি) | শুক্র, ২০০৮-০৭-১৮ ০৯:২৮

আবছা অন্ধকারে রায়হান আবীরের কিশোরসুলভ মায়াবী মুখটা দেখে অসম্ভব ভালো লাগছিলো।
ধন্যবাদ এই পোস্টের জন্য।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

২০

৯.১ | সুলতানা পারভীন শিমুল | শুক্র, ২০০৮-০৭-১৮ ১২:২০

মায়াবী মুখ...
...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২১

৯.১.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৭-১৯ ১২:১৭

@ জলিল ভাই,
ধন্যবাদ...

@ শিমুল আফা,

খবরাছে কইলাম...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২২

১০ | সবজান্তা | শুক্র, ২০০৮-০৭-১৮ ১০:৩৯

উদ্ধৃতি
বে শেষের দিকে কে যেন বললো...এই ঝামেলায় একদিক দিয়ে ভালোই হলো...আমরা সবাই একতাবদ্ধ হলাম...আগে তো খালি নেটেই ছিলাম, এখন একেবারে স্বশরীরে...

আড্ডার শেষ দিকে ? শাহবাগের রাস্তার উপরে ? তাইলে মনে হয় ঐটা আমি আছিলাম

অলমিতি বিস্তারেণ

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৩

১০.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৭-১৯ ১২:৪৩

হুম রাস্তার উপরেই...ফারুক ভাই, আপনি, মানিক ভাই আর নজ্রুল ভাই যখন একসাথে দাড়াই ছিলেন...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২৪

১১ | পরিবর্তনশীল | শুক্র, ২০০৮-০৭-১৮ ১১:০৭

আমি আবার সইতে পারি না!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

২৫

১১.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৭-১৯ ১২:৪২

ক্যান?
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২৬

১২ | সুলতানা পারভীন শিমুল | শুক্র, ২০০৮-০৭-১৮ ১১:৩৪

"এই ঝামেলায় একদিক দিয়ে ভালোই হলো...আমরা সবাই একতাবদ্ধ হলাম...আগে তো খালি নেটেই ছিলাম, এখন একেবারে স্বশরীরে..."
খরস্রোতা নদীকে কি আর বাঁধ দিয়ে আটকে রাখা যায়? একদিকে আটকালে অন্যদিকে পথ তো সে ঠিক বের করে নেবেই...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৭

১২.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৭-১৯ ১২:৪১

ঠিক ঠিক...আফা কইছিলেন এতোদিন?
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২৮

১৩ | তীরন্দাজ | শুক্র, ২০০৮-০৭-১৮ ১৩:১২

আহারে! কী রমরমে সময় আপনাদের!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৯

১৩.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৭-১৯ ১২:৪১

আহ!! সারাজীবনটাই যদি এভাবে কাটানো যেতো...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৩০

১৪ | মাহবুব লীলেন | শুক্র, ২০০৮-০৭-১৮ ২০:২৬

আমার কপাল এবং চোখ দুইটার সাথেই অন্ধকারের একটা সম্পর্ক আছে

সচলে আসার আগে সচলদের মধ্যে চিনতাম আট দশজনকে। (তাও কারো কারো সাথে ১০-১২ বছর দেখা নেই)

এর বাইরে প্রথম দেখলাম ঢাকার প্রথম সচল সম্মেলনে
তাও অন্ধকারে

লেখা আর নামের ওজন দেখে যাদের ভেবেনিয়েছিলাম দৈর্ঘ্যে প্রস্থে একেজন হবে বিরাট বিরাট
প্রথমেই টাসকি

সবাই দেখি ক্লিন সেভ করা বোম্বে নায়িকাদের মতো স্লিম....

তারপরেও যাদের সাথে দেখা হয়েছে তাদের বেশিরভাগের সাথেই দেখা অন্ধকারে
সাইজ বুঝলেও চেহারা দেখিনি ঠিকমতো

০২

গতকাল প্রায় ত্রিশজন সচল ছিলেন
এর মধ্যে প্রায় অর্ধেককে আমি আগে দেখিনি কোনোদিন

যাদের কে দেখেছি তার সবাই চলে এলো আগ্ আগেই আজিজ মার্কেটে লাইট বন্ধ হবার আগেই

আর যাদের চিনি না তারা চক্রান্ত করে সবাই এলো আজিজের লাইট অফ হবার পরে

আড্ডার সামনে কেউ দাঁড়িয়ে আছে মানে হলো সচল। এই অনুমানে দুতিনবার বেহুদা তিন চার পাবলিককেও কিন্তু বলে বসেছি- আসেন বসেন

পরে দেখি ওরা বসে না

০৩

আমার একটা ধারণা আছে
যারা টেকনিক্যাল বিষয় নিয়ে নাড়াচাড়া করে তারা সাধারণত ভাঙাচোরা চেহারা আর মোটা চশমা পরা লোক হয়

কিন্তু দেখলাম তিনটা মেট্রিক পরীক্ষার্থী দাঁড়িয়ে আছে একপাশে- আন্দাজের উপর জিজ্ঞেস করলাম- গাজিপুর গ্রুপ?

দেখি হাসে

একখানা বিরাট হতাশা
এদের চেহারা না টেকনিক্যাল- না রোমান্টিক- না লেখক
(লেখকদের চেহারা হয় জবুথবু মার্কা)

আমার কিন্তু এখনো সন্দেহ আছে
রায়হান আবীর স্বপ্নাহত পরীবর্তনশীল
সত্যি সত্যি এরা তিনজন কাল গিয়েছিল নাকি ওদের নাম ভাঙিয়ে অন্য কেউ গিয়ে বসেছিল ওখানে
(হইলেও হইতেপারে। জনপ্রিয় লোক তো)

যাক
শনিবার ওদের ডান্ডি কার্ড চেক করতে হবে

০৪

আমাকে বোম মারলেও বিশ্বাস করতাম না যে কীর্তিনাশা বাংলাদেশে থাকে
কিন্তু দেখি দিব্যি রিকশায় করে গিয়ে হাজির...

০৫

আমাদের দুই সচল আহমেদুর রশীদ আর ক্যামেলিয়া আলমের পরিবার কাল রাতে বান্দরবান গেলো পাহাড় কিনতে
(ওখানে গেস্ট হাউস হবে। থাকা খাওয়া ফ্রি)

ওদের সাথে কথা বলতে বলতে আমার দৈনিক আড্ডা কলাবাগানে এসে ফোন পেলাম সবাই শাহবাগে
(মিস করলাম পরের আড্ডাটা)

০৬

কালকের অন্ধকারে প্রথমবার দেখা জনপ্রিয় নেতৃবর্গের তালিকা:

রায়হান আবীর- জিহাদ- মহিব- টুটুল- রিয়াদ- এহেছান লেনিন- মৃদুল আহমেদ- কীর্তি নাশা- সৈয়দ আখতারুজ্জামান- মাসুদ

কার যে কোন নিক আর কার চেহারা কোনটা তা কিন্তু আমি বলতে পারবো না। এমনিতেই আমার চোখে সমস্যা

পরে দেখা হইলে আওয়াজ দিয়েন...

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩১

১৫ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৭-১৮ ২৩:০৯

উদ্ধৃতি
সবাই দেখি ক্লিন সেভ করা বোম্বে নায়িকাদের মতো স্লিম....

হেহ হেহ হেহ। অরূপ আর মা.মু রে স্লীম মনে হলেও হোতে পারে। কিন্তু হিমু, বদ্দা আর আমারে দেখলে চেয়ার উল্টাইয়া পইড়া যাইবেন। কুরবানীর বাজারে মনে করেন দাম না উঠলেও সোয়া লাখের মতো উঠবো একেকটা পিসের!

উদ্ধৃতি
গতকাল প্রায় ত্রিশজন সচল ছিলেন

কন কী হুজুর!!!

উদ্ধৃতি
অনুমানে দুতিনবার বেহুদা তিন চার পাবলিককেও কিন্তু বলে বসেছি- আসেন বসেন

আরেকটু হইলেই আমার চেয়ারের হাতল ভাইঙা গেছিলো

উদ্ধৃতি
আমাদের দুই সচল আহমেদুর রশীদ আর ক্যামেলিয়া আলমের পরিবার কাল রাতে বান্দরবান গেলো পাহাড় কিনতে
(ওখানে গেস্ট হাউস হবে। থাকা খাওয়া ফ্রি)

ঐ এলাকায় ললনা সংখ্যা কীরম?

উদ্ধৃতি
কার যে কোন নিক আর কার চেহারা কোনটা তা কিন্তু আমি বলতে পারবো না। এমনিতেই আমার চোখে সমস্যা

বস নেক্সট টাইম দুইটা স্পেয়ার চোখ লইয়া যাইয়েন!

___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩২

১৫.১ | মাহবুব লীলেন | শনি, ২০০৮-০৭-১৯ ০১:০০

অরূপকে নিয়ে ঝামেলা আছে এখনো
প্রথমবার দেখলাম কুচকুচে কালো
আর কিছুদিন আগে যখন দেখলাম তখন দেখি পুরা ফর্সা
পরেরবার কী দেখব কে জানে

০২

ক্যামেলিয়া আর আহমেদুর রশীদেকে আমি খুব উৎসাহ দিয়েছি ওখানে একটা গেস্ট হাউস করতে

আহমেদুর রশীদের বৌ জীবিত থাকতে আহমেদুর রশীদকে নিয়ে কোনো রিস্ক নাই
(সচলায়তনে আহমেদুর রশীদের পোস্টে কোনো নারী কমেন্ট করলে একবেলা খাবার বন্ধ আর আহমেদুর রশীদ কোনো নারীরর পোস্টে কমেন্ট করলে দুই রাত বারান্দায় কাটানো এখনকার সাধারণ নিয়ম)

আর ক্যামেলিয়া মরার ৫০ বছর পর্যন্ত তার বরকে নিয়ে নিশ্চিন্ত
(শাহাদাত ভাই টিভিতে সিনেমা দেখার সময় কোনো নায়িকা আসলেই ক্যামেলিয়া চ্যানেল চেঞ্জ করে দেয়। আর সরাসরি কোনো মেয়ের দিকে তাকালে তো খবরই আছে)

সুতরাং বান্দারবানের সেই গেস্ট হাউসের পারমানেন্ট ম্যানেজার এবং গেস্ট আমাকেই হতে হবে
(আপনার ব্যাপারে পরে চিন্তা করব

০৩

আপনার চেহারার ব্যাপারে আমার ধারণা আপনি আখতারুজ্জামান ইলিয়াসের হাড্ডি খিজির টাইপের লোক

০৪

পোলাপানরে দেখার জন্য বাড়তি চোখ কেন
চশমা পরার কষ্টটাও পুরা লস
বান্দারবানের যাওয়ার সময় চোখ মেরামত করে নিয়ে যাবো

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩৩

১৫.১.১ | ধুসর গোধূলি | শনি, ২০০৮-০৭-১৯ ০৫:৪৮

উদ্ধৃতি
(আপনার ব্যাপারে পরে চিন্তা করব)

বস এইটা একটা কথা কৈলেন! আমরা না টাংকিতুতো ভাই ভাই। আসেন না জয়েন্ট ভেঞ্চারে নামি।
আপনের বাক্যে অসম্পূর্ণ ব্র্যাকেটটা লাগাইয়া দিলাম, দেখলেন কী মুহাব্বাতেন আপনের লাইগা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩৪

১৫.১.২ | সুলতানা পারভীন শিমুল | শনি, ২০০৮-০৭-১৯ ১৬:৩৭

"সচলায়তনে আহমেদুর রশীদের পোস্টে কোনো নারী কমেন্ট করলে একবেলা খাবার বন্ধ আর আহমেদুর রশীদ কোনো নারীরর পোস্টে কমেন্ট করলে দুই রাত বারান্দায় কাটানো এখনকার সাধারণ নিয়ম"
ও আচ্ছা !
আমরার পোস্টে টুটুল ভাইয়ের কম কম কমেন্টের কারণ আইজ বুঝলাম।
আপনার কিছু পোস্ট ছাড়েন তো টুটুল ভাই।
ফি আমানিল্লাহ...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩৫

১৫.১.২.১ | আহমেদুর রশীদ | রবি, ২০০৮-০৭-২০ ১৩:১৭

সুবানাল্লা....

কেউ যদি কুড়িয়ে নিতে আসে বারান্দায় ক্যান উঠানেও রাত কাটাতে রাজী

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩৬

১৫.১.২.১.১ | সুলতানা পারভীন শিমুল | রবি, ২০০৮-০৭-২০ ১৬:১৬

একশো ভাগ সত্যি কথা
টুটুল ভাই খালের ওইপারে যাইয়া কথাটা কইছেন !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩৭

১৫.২ | অয়ন | রবি, ২০০৮-০৭-২০ ০০:১৭

৭-৮ টা ধুসর গোধূলী মিলা একটা হিমু কিংবা বদ্দা হইলেও হইতারে। আমি কইলাম ছবি দেখছি

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩৮

১৫.২.১ | ধুসর গোধূলি | রবি, ২০০৮-০৭-২০ ০০:৪০

- দিলোরে, আমার পেরেশটিজের চৌদ্দটা বাজায়া দিলো!
বলি হৈ মিয়া, এইবার অলিম্পিকে সুমো পালোয়ান হিসাবে যে আমি কুস্তি লড়তে যাইতাছি সেই খবর রাখেন!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩৯

১৬ | দ্রোহী | শুক্র, ২০০৮-০৭-১৮ ২৩:২৪

ধু.গো কইলাম সিরাম স্লীম - এক্কেবারে বোম্বে নায়িকা টাইপ।
খোমা খাতায় ছবিই তার সাক্ষী। বিশ্বাস না হইলে দেইখা লন।
কী ব্লগার? ডরাইলা?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪০

১৬.১ | মাহবুব লীলেন | শনি, ২০০৮-০৭-১৯ ০১:০৩

আপনারে কিন্তু আমার বডি বিল্ডার টাইপের পাবলিক মনে হয়
ওই যে
যারা স্যান্ডো গেঞ্জি আর ইসলামসম্মত হাফপ্যান্ট পরে শপিং সেন্টারে হাওয়া খেতে যায়
(হাফ কিন্তু হাটুর নিচে পর্যন্ত ঢুলুঢুলু করে)

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪১

১৬.১.১ | জিফরান খালেদ | শনি, ২০০৮-০৭-১৯ ০২:২৩

লীলেনদা, একটা পোস্ট দেননা...

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪২

১৬.২ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৭-১৯ ১২:৩৯

@ দ্রোহী,
হাছা কতা কইছেন...বাসের মধ্যে বসা একটা ফুটু আসে না? ওইটা দেখলে আমার এক্কেরে ববি দেউলের কথা মনে হয়...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৪৩

১৬.২.১ | ধুসর গোধূলি | শনি, ২০০৮-০৭-১৯ ২৩:১৩

- অ্যাঁ....
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪৪

১৭ | সবজান্তা | শনি, ২০০৮-০৭-১৯ ০১:১৫

কালকের আড্ডাটা 'পচুর' জমছিলো। একই সাথে পচুর গিয়ানজামের স্রষ্টা সবুজ বাঘের সাথেও কিঞ্চিত কথা বার্তা হইলো। বাঘা'দা দেখলাম বড়ই কুল প্রজাতির প্রাণী।

লীলেন ভাইরে তো আগেই দেখছি, নতুন কইরা বলার কিছু নাই, সচলের সবাই জানে।

আই ইউ টি র তিন ভাইজানের জোশ দেইখা আসলেই মুগ্ধ হইছি। হ্যাটস অফ।

অলমিতি বিস্তারেণ

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪৫

১৭.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৭-১৯ ১২:৪০

হ...
আপনারে আমি ভাবছিলাম পাথর মানব...পরশু দেখে ভাল্লাগছে...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৪৬

১৭.১.১ | সবজান্তা | শনি, ২০০৮-০৭-১৯ ১৭:৪৪

ক্যারে ভাই, আমার সমেস্যাটা কুথায় ? সবেতেই দেখি আমারে কয়, আমারে আগে তারা পাত্থরের লাহান ভাবতো , ক্যামনে কী ?

অলমিতি বিস্তারেণ

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪৭

১৭.১.১.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৭-১৯ ২১:৪৪

সবাই বলে নাকি? কারণ বোধ হয় আপনার ইমো...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৪৮

১৮ | নিরিবিলি [অতিথি] | রবি, ২০০৮-০৭-২০ ১২:৫৮

এই ঘটনা কখন ঘটলো? আওয়াজ দিলেন না যে।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৪৯

১৮.১ | রায়হান আবীর | রবি, ২০০৮-০৭-২০ ১৫:০৯

হাতে ছিল না...ঘইটা গেছে...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৫০

১৯ | আহমেদুর রশীদ | রবি, ২০০৮-০৭-২০ ১৩:০৮

লীলেনরে এক বুতল হোয়াইট লেবেল দিলাম পুরা আজিজে চুঙ্গা ফুকনের লাইগা কিন্তু হে ব্লগে কমেন্ট কইরাই ফুট মারছে।ও লীলেন পাহাড়ের গেস্ট হাউসে কি কি থাকবো সবাইরে এট্টু জানান দেও।
রায়হান লগে থাইকেন।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৫১

১৯.১ | রায়হান আবীর | রবি, ২০০৮-০৭-২০ ১৫:০৮

ভাই কি কি থাকবো সেইটা আপনেই একটু খোলাসা কইরা কন না...

আমি তো লগে আছিই...ইয়া হাবিবি...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।