খেলবনা...আড়ি ০৩

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: মঙ্গল, ১৮/১১/২০০৮ - ১১:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

১...

মাঝে মাঝে রক্ত-মক্ত দিয়ে মানুষের সেবা করতে মন চায়। কিন্তু এমনই কপাল ধরাধামে কারও বি-পজিটিভ রক্তের প্রয়োজন পড়েনা। গতকালকে সানি যখন বললো তার ফুফার জন্য রক্ত দিতে পারবো কিনা, কোন কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। বিকেলে ক্লাস শেষ করে হাসপাতালে যেয়ে সবকিছু শেষ করতে করতে বেজে গেলো রাত এগারোটা। ইচ্ছা থাকলেও হলে ফিরে আসার কোন উপায় নাই। চলে গেলাম বাসায়।

বাসায় যেয়ে একমাত্র কাজ টিভি দেখা কিংবা গল্পের বই পড়া। হিন্দী বিষয়ক সব কিছু বয়কট করার কারণে টিভিতে আমার চ্যানেল সংখ্যা নগন্য। স্পোর্টস এর সবগুলো চ্যানেল ঘুরে দেখার মতো পাচ্ছিলাম না কিছুই। রিমোট কন্ট্রোলের বোতাম টিপে যাচ্ছি নির্দিষ্ট সময় পর পর। এমন সময় চোখ আটকে গেলো সিএনএন এ। মাদ্রিদে বিমান দূর্ঘটনায় ১৪৫ জনের উপর নিহত। বাংলাদেশে লঞ্চ দুর্ঘটনায় এরচেয়ে ঢের বেশী মারা যায়। সেটা সিএনএন এ আদৌ স্থান পায় কিনা আমার জানা নেই। থাক, একথা ভেবে দুঃখ করে লাভ নেই। তারচেয়ে স্পেনে গত দুইদশকের মধ্যে সবচেয়ে ভয়ংকর এই দূর্ঘটনা নিয়ে কিছুটা আলোচনা করা যায়।

৬ জন ক্রু সহ সর্বমোট ১৬৬ জন যাত্রী নিয়ে বুধবার স্থানীয় সময় ১৪২০ (১২২০ জিএমটি) যাত্রা শুরু করে ম্যাকডনেল ডগলাস কোম্পানীর এমডি-৮০ (স্পেনএয়ার ফ্লাইট যেকে ৫০২২) । যাত্রা শুরু করার পূর্বেই বিমানে যান্ত্রিক ত্রু টি ধরা পড়ে। একটি ইঞ্জিনে সমস্যা থাকার কারণে একঘন্টা বিলম্ব করা হয়। একঘণ্টা পর সবুজ সংকেত পাবার বিমান চলা শুরু করে। ভি-১ স্পিডে পৌছাবার পর (যেই স্পিড থেকে আর ফিরে আসার উপায় থাকেনা) একটি ইঞ্জিন বিধ্বস্ত হয়, এবং বিমানটি দুই টুকরো হয়ে যায়। কিছুক্ষণ পরই ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। স্পেন সরকারের ভাষ্যমতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৫৩ জন। বেঁচে থাকা যাত্রীদের অবস্থাও সংকটাপন্ন।

বিমান দূর্ঘটনা ডাটা পর্যালোচনা করে দেখা যায়, এমডি-৮০ আকাশে নিরাপদ বিমানের মধ্যে একটি। ক্রাশ করার সম্ভাবনা প্রতি এক মিলিয়ন উড্ডয়নে দশমিক তিন চার। সকল ধরণের বানিজ্যিক বিমানকে হিসেবে আনলে সেই সম্ভাবনা এসে দাঁড়ায় প্রতি এক মিলিয়নে দশমিক আট নয়।

১৯৭০ সাল থেকে যাত্রা শুরু করা এমডি-৮০ বিমানটি জ্বালানী বেশ জ্বালানী সাশ্রয়ী বিধায় এখনও অনেক জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এর সাথে জড়িয়ে রয়েছে অসংখ্য দূর্ঘটনা। কারিগরী ত্রুটি পরিলক্ষিত হওয়ায় গত বসন্তে আমেরিকা তাদের হাজার খানের ফ্লাইট পরিবর্তন করে বাতিল করে দেয় তিনশ'টি এমডি-৮০।

২...

রোজাটা এবার শুরু হচ্ছে আগেভাগেই। গত দুইবছরের মতো এবার আর রোজার আগে পরীক্ষা শেষ হচ্ছেনা। আমাদেরও উপভোগ করা হচ্ছে না চার মাসের টানা ছুটি। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। ফেয়ারওয়েল অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে আমাদের ব্যাচ। রোজার আগেই শেষ করে ফেলতে হবে সেটা। কারণ রোজা শুরু হয়ে গেলে এই ধরণের গান-বাজনা মূলক অনৈতিক (!!) অনুষ্ঠান করা নাজায়েজ হয়ে যাবে। হাতে মাত্র দুই সপ্তাহ সময়। এর মধ্যে তৈরী করতে হবে একটি সিনেমা, একটি মিউজিক ভিডিও, বেশ কয়েকটা এড। এছাড়া কমপক্ষে এক ঘন্টা স্টেজ পারফরম্যান্স করার জন্য প্রয়োজনীয় উপকরণ। মাথার ঘামে কুত্তা পাগল অবস্থা। মরার উপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে চলমান ফুটবল প্রতিযোগীতা। এটাও আয়োজন করতে হচ্ছে আমাদেরই। মিডের আগে প্রতি সপ্তাহে দুইটা করে খেলা ফালানো হলেও সবার মকরামীতে সেটা হয়ে ওঠেনি। এখন বের হচ্ছে ঠ্যালা। দুই সপ্তাহে খেলতে হবে দশটি ম্যাচ। রেফরি থাকতে থাকতে পা ব্যাথা হয়ে যাচ্ছে। যত্তোসব!!

৩...

এসএসসির তিন মাসের ছুটিটা চাইলেও ভুলতে পারবোনা। খাঁদ জেনেও স্বেচ্ছায় ঝাঁপ দিয়েছিলাম একখানে। কিন্তু খাঁদ আমাকে একফোঁটাও দয়া দেখায় নি। ব্যাড়াছ্যাড়া করে দিসিলো। বন্ধুর মেসে কাটাতাম দিনের বেশীরভাগ সময়। ওর বিছানায় শুয়ে শুয়ে সারাদিন একটা গান বার বার শুনতাম। জীবন থেকে সেই খাঁদে পড়ার স্মৃতি কবে হারিয়ে গেছে। হারিয়ে গেছে সেই সময়, হারিয়ে গেছে সেই গান। সেদিন হঠাৎ গানটা মনে পড়লো। নেট ঘেটে গানটা উদ্ধারের চেষ্টা করলাম। ইসনিপ্সে নেই। তাতে কি পেয়ে গেলাম এখানে...

তারপর থেকে সময় পেলেই শুনছি সেই গান। পুরোনো দিনের স্মৃতি রোমন্থনও হচ্ছে ভালোই...

আমায় যতো দেও হে ব্যথা...
হৃদয়ে রাখিব গাথা...
একদিন জানি ব্যথার হবে অবসান...
প্রিয় বন্ধু বলে বুক ভাসাবি নয়ন জলে...
দেহ ছেড়ে চলে যাবে যেদিন আলাউদ্দিনের প্রান...

ট্রাকঃ প্রেমের প্রতিদান
গায়কঃ শাহজাহান মুন্সী
অ্যালবামঃ একতারে নয়া পুরান।

দূর্ঘটনার রেফারেন্সঃ দ্য নিউইয়র্ক টাইমস

গড় রেটিং

(৩ ভোট)

Trackback URL for this post:
http://www.sachalayatan.com/trackback/17788

লিখেছেন রায়হান আবীর (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ২০:৪৯)
উদ্ধৃতি | রায়হান আবীর এর ব্লগ | ৪৫টি মন্তব্য | পছন্দের পোস্টে যুক্ত | আপত্তি জানান | ২৩৩বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, রায়হান আবীর. Sachalayatan.com can not be held responsible.

১ | সবজান্তা | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ২০:৫৮

০১

ভাগ্য ভালো আমি আন্ডারওয়েট। আমি রক্ত দিতে বেশ ভালোই ভয় পাই, স্পেশালি সুইটা বেশ ভোটকা কিসিমের। আন্ডারওয়েটের কারণে এমনেই রক্ত দিতে পারি না। তবে যারা দেয়, সত্যিই তাঁদের প্রতি আমার এক ধরণের শ্রদ্ধাবোধ রয়েছে।

০২

হিন্দি বয়কট করা কোন কাজের কথা না, নিজেরই লস। আজকাল আমি নানারকম বনের মোষ তাড়ানো প্রজেক্টে অনেক ব্যস্ত থাকি - সেই সাথে ইন্টারনেটের দাপট - সব মিলিয়ে টিভি দেখার সময়ই পাই না। যতটুকু পাই মন দিয়ে হিন্দি গান - মুভি ট্রেইলার দেখি। অনাবিল আনন্দ ভাই, নায়িকাগুলা আসলেই মানুষ না, সাক্ষাৎ অপ্সরা কিংবা হুর, আর যা খোলামেলা ড্রেস - দেখলেই নিজের ভেতর দখিনা বাতাস বইতে শুরু করে।

এসব থেকে নিজেকে বঞ্চিত করা কি ঠিক

০৩

লেখাটা ভালো হইছে, অনেক দিন পর লেখা দেখলাম মনে হয়।

অলমিতি বিস্তারেণ

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১.১ | রায়হান আবীর | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ২১:০৯

ওহো!! এক্কেবারে সঠিক কথা বলেছেন। এসব থেকে নিজেকে বঞ্চিত করা একেবারেই ঠিক না। যতদিন বাঁচি লুটে নিতে হবে মজা, যেকোন জায়গা থেকে, যেকোন ভাষায়।

লেখা দেখলেন অনেকদিন পর? আমি তো প্রতি সপ্তাহেই একটা করে আবজাব লিখে ফেলাই।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২ | স্বপ্নাহত | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ২২:০৬

আমিও ধনাত্নক খ।
এবং একজন আন্ডারওয়েট। রক্ত দিতে চাইলে উল্টা ভাগায় দেয় যে আমার নিজেরই আরো দরকার হইতে পারে

নর্দমায় পড়ার চে খাঁদে পড়া ভাল।

ধন্যবাদ।

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৮-২২ ১২:১৪

হ!! তোর এমনেই যেই অবস্থা, তুই রক্ত দিলেই মাথা ঘুরাইয়া পইড়া যাবি।

স্বাগতম...

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান


৩ | দৃশা | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ২২:৫৭

কোথাও বিমান বিধ্বস্ত হয় (সাথে বিধ্বস্ত হয়ে গেল ১৪৫ টি পরিবারের আগামীর সুন্দর দিনগুলির প্রত্যাশা) ...কোথাও জাহাজ ডুবে (গতকালই চট্টগ্রামে মালবাহী একটি জাহাজ ডুবে গেল। জাহাজটার সাথে ডুবে গেল একটা পরিবারের স্বপ্ন...পরিবারের বটবৃক্ষ)। আশ্চর্য্য স্রষ্টার পরিকল্পনা। নিজ সৃষ্টিরই এতো নির্মম পরিণতি!!
----------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ


৩.১ | তারেক | শুক্র, ২০০৮-০৮-২২ ০০:২৩

আশ্চর্য্য স্রষ্টার পরিকল্পনা হা হা হা
আরজ আলী মাতুব্বরের "শয়তানের জবানবন্দী" পইড়া দেইখেন। সেইরকম জটিল!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩.১.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৮-২২ ১২:১৬

@ দৃশাপা,

স্রষ্টাটা যানি ক্যামন... ভাল্লাগে না।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান


৪ | তারেক | শুক্র, ২০০৮-০৮-২২ ০০:২১

বেগার খাটাই ভালো।
বি-পজেটিভ তো গরুর রক্ত মিয়া! অবশ্য আমিও একই প্রজাতির
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৮-২২ ১২:১৭

আমরা সবাই গরু। আমাদেরই গরুর রাজত্বে...

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১০
৫ | নিরিবিলি [অতিথি] | শুক্র, ২০০৮-০৮-২২ ০০:৪৮

এই McDonnell Douglas MD এর কেস স্টাডি করে marketing এ বাশ খাইছি।

আচ্ছা সেই হিসেবে আমি কি ধনাত্নক "ণ"?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১১

৫.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৮-২২ ১২:১৯

এইসব ধুনফুন সাবজেক্ট পড়েও যদি বাশ খাও তাইলে ক্যামনে কী? হইবো না তোমারে দিয়া।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১২

৬ | জুলিয়ান সিদ্দিকী [অতিথি] | শুক্র, ২০০৮-০৮-২২ ০৩:৩১

দুনিয়ার মানুষগুলার চার ভাগের তিন ভাগই মনে হয় বি পজেটিভ। কিন্তু এই রক্তের সমস্যা হইলো অনেক সময় ট্যিসু ম্যাচ করে না। যে কারণে আমি কখনোই কাইকে রক্ত দিতে পারিনি। তবে কলেজে সন্ধানী, কখনো রেড ক্রিসেন্টকে রক্ত দিতাম। আমার মনে হয় ওগুলোও কোনো কাজে লাগেনি।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১৩

৬.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৮-২২ ১২:২৫

সন্ধানী বছর বছর আমার কাছ থেকে যে ব্যাগ ভর্তি রক্ত নিয়ে সেগুলাও মনে হয় ফালায় দেই।

টিস্যু ম্যাচিংটা জরুরী জিনিস। সেদিন চার বাগ রক্ত দিতে আমরা গেছিলাম ৭ জন। যদি কারও টিস্যু ম্যাচ না করে এই ভেবে।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১৪

৭ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৮-২২ ০৪:৪৮

- আমি আমার রক্তের গ্রুপ ই জানি না, ডাক্তার জানে।
আমারে কইছিলো, মনে নাই। ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখলে আমি সব ভুইলা যাই। মনে হয় উইঠা দৌড় লাগাই একদিকে। একবার পোলাপাইন জোর কইরা আমারে সন্ধানীর রক্তদান কর্মসূচীতে নিয়া গেছে। সেইরমের একটা ললনা আইসা যেই সূই-টুই রেডি করছে, আমি দৌড় দিতে না পাইরা দিছি কাইন্দা। কান্দি আর বিলাপ পারি, আমি রক্ত দিমু না! পরে অবশ্য ঐ ললনার বুকে আমার লাইগা দয়া জাগছিলো আর আমারে ছাইড়া দিছিলো। খুশীতে ইচ্ছা করতাছিলো একটা চুম্মা দেই। কিন্তু লোকে খারাপ কথা কইবো দেইখা আর দেই নাই।

বিমান দূর্ঘটনা কোনো ব্যাপার না। বিমানে চড়লে যদি ক্রাশই না করবো তাইলে আর মজা কী! আল্লাহর মাল আল্লাহ কখন উঠাইয়া লইবো সেইটা আল্লাহর ব্যাপার। তবে স্পেনে আমাদের এক্স-মার্শাল সাবের মতো একজন মন্ত্রী নাই দেইখা অবাকই হইছি!

খেলাখোলা নিয়া অত চিন্তা কইরেন না গুরু। এতো রেফরিংএর কিছু নাই। বল মাঠে গড়াইয়া দিয়া চুপ কইরা এক কোণায় খাড়ায়া থাকেন। আর মাঝে মইধ্যে হুদাই বাশি ফুঁকেন। কেউ বেশি কথা কৈলে দুই চাইরটা হৈলদা কার্ড মারেন। সব ঠান্ডা হৈয়া যাইবো। আর সময়ে না কুলাইলে সপ্তাহে না বরং ডেইলি দুইটা কইরা ম্যাচ ফেলেন। একই টিমের। হালারা যাইবো কৈ!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৫

৭.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৮-২২ ১৩:৩০

কাম করার আগেই যদি কামের পরিণতি নিয়ে ভাবেন তাইলে তো কোন কামই কর্তে পারবেন না।

এই বুদ্ধিতেই আছি। মাঠ কাদায় ভরা। আমি এককোনায় দাঁড়ায় থাকি। সবাই বল নিয়ে কাড়াকাড়ি, লাফালাফি, গড়াগড়ি, মারামারি করে আমি শুধু তাকায় তাকায় দেখি। কোন ফাউল নাই। খালি মাঝে মাঝে ফাউল-থ্রো করলেই বাশি

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১৬

৮ | মুশফিকা মুমু | শুক্র, ২০০৮-০৮-২২ ০৬:৫৮

আমারও অফিসের এক কলিগের সাথে কালকে আলাপ হচ্ছিল স্পেনের এই প্লেনক্র্যাস নিয়ে সে কয়েকদিনপর হলিডে তে যাবে আর এসব প্লেনক্র্যাসের খবর শুনে খুব ভয় পাচ্ছে। আমাদের অস্ট্রেলিয়াম এয়ারওয়েস 'কোয়ানটাস' এ ইদানিং প্রায়ই অনেক ফ্লাইট ক্যানসেল করেছে, ইমার্জেন্সি ল্যান্ডিং আরো অন্যান্য কারনে।

উদ্ধৃতি
মাথার ঘামে কুত্তা পাগল অবস্থা। মরার উপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে ...

এই প্রথম শুনলাম

পথিক নবীর গান আমার এমনিতে খুবি ভাল লাগে কিন্তু এই গান টা একদম ভাব লাগল না। আরো কত কত ভাল ভাল ছ্যাকার গান আছে ওইসব রেখে এই গান শুনো বার বার? তোমার সমস্যা কি?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৭

৮.১ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৮-২২ ০৭:৫০

- সমস্যা কিছুই না। নতুন নতুন ছ্যাঁকা খাইছে তো তাই। পরের বার আর এই গান শুনবো না। তুমি বরং একটা লিস্টি দিয়া দিও এই আদমরে। পরেরবার যেনো তোমার লিস্টি ফলো করে ভালো ভালো ছ্যাঁকার গান শুনতে পারে!

ইয়া হাবিবি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৮

৮.১.১ | মুশফিকা মুমু | শুক্র, ২০০৮-০৮-২২ ০৮:২২

কিসের নতুন ছ্যাঁকা খাইসে, ঢং করে আর কি। ও হল প্রেমে হাবুডুবু।
তবে যাদের ছ্যাঁকার গান শোনার দরকার যোগাযোগ করতে পারেন দারুন সব ছ্যাঁকার গানের লিস্টি করে দিব।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৯
৮.১.১.১ | তারেক | শুক্র, ২০০৮-০৮-২২ ০৯:৫২

লোকজনরে ছ্যাকা দিয়া লিস্টি ধরায়ে দ্যান না? আপনে তো পুরা প্রস্তরহৃদয় মহিলা দেখি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২০

৮.১.১.১.১ | মুশফিকা মুমু | শুক্র, ২০০৮-০৮-২২ ১০:২৫

মহিলা?? মহিলা?? আপনি আমাকে মহিলা বললেন? হায় দুনিয়া এই shock আমি কই রাখি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২১

৮.১.১.১.১.১ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৮-২২ ১২:৩৬

- কেন তোমার বাসার আয়না কি নষ্ট নাকি? চেহারার আপডেট দেখায় না? কুড়ি বছর আগের ইমেজই ইনস্টল করে রাখছো নাকি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২২

৮.১.১.১.১.১.১ | অতন্দ্র প্রহরী | শুক্র, ২০০৮-০৮-২২ ১৩:০২

হাহাহাহাহাহাহাহাহা। ধুগো'দা, এমন আয়না আসলেই পাওয়া যায় নাকি?
আচ্ছা মুমু আপা, আপনার বয়স কত?! বলে দেন, তাহলেই এ নিয়ে লোকজন আর কিছু বলবে না!
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৩

৮.১.১.১.১.১.১.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৮-২২ ১৩:৫২

মুমু আপা,

গোলাপ ফুলের ছবি লাগাই রাখলে তো মানুষ নানা কথা বলবেই। তারচেয়ে এক কাজ করেন খোমাখাতার খোমাটা এইখানে লাগাই দেন। পাবলিক বুঝুক, কারে কি কয়।

খোমাখাতা: ফেইসবুক (অনুবাদ: সংসারে এক সন্ন্যাসী )
খোমা: ফুটু

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২৪

৮.১.১.১.১.১.১.২ | মুশফিকা মুমু | শুক্র, ২০০৮-০৮-২২ ১৬:০৯

@ধু-গো ভাই- ওমা কুড়ি বছর আগের ইমেজ কেন ইনস্টল করব, আমিতো ইনস্টল করেছি 'সুইট সিক্সটিন' এর ইমেজ
@অতন্দ্র প্রহরী ভাই - মেয়েদের বয়স কখনও জিজ্ঞেস করতে হয়না জানেন না সব মেয়েই সুইট সিক্সটিন, আসল বয়স যতই হোক
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৫
৮.১.১.১.১.১.১.২.১ | তারেক | শুক্র, ২০০৮-০৮-২২ ১৬:২১

আমি তো চৌদ্দ হিসেব করে মহিলা বলছিলাম। এখন তো মনে হচ্ছে মহিলার আগে আরো কিছু লাগানো উচিত। থুত্থুড়ে বুড়ি টাইপের কিছু...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৬

৮.১.১.১.১.১.১.২.১.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৮-২২ ১৭:৫৪

থুত্থুড়ে বুড়ি কিংবা নাচুনে বুড়ি

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২৭

৮.২ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৮-২২ ১৩:৪৮

শ্রদ্ধেয় মুমু বেগম,

গানটা পথিক নবীর নয়। যেই ওয়েবসাইটের লিংক দিয়েছি তারা মিসটেক করছে। গায়ক শাহজাহান মুন্সী। গানটা দেবার সময়ই বুঝেছিলাম কারও ভাল লাগবেনা। কারণ সাউন্ড কোয়ালিটি খুব খ্রাপ। ভালো সাউন্ড হলে শুনতে ভালো লাগতো।

আচ্ছা তাহলে এই গানটা শুনে দেখেন।
eita tomar gaan-ch...

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

২৮

৮.২.১ | মুশফিকা মুমু | শুক্র, ২০০৮-০৮-২২ ১৫:৫৯

এই গানটা অসম্ভব একটা সুন্দর গান, আমার এত্ত ভাল লাগে, যতবার শুনি কাদতে ইচ্ছা করে কথাগুলি এত্ত সুন্দর, লোকটার ভয়েসও এমন যেন মনেহয় হার্টে গিয়ে লাগে ধুর দিলাত মাথাটা নষ্টকরে এখন এ গান আর মাথা থেকে যাবেনা
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৯

৯ | সংসারে এক সন্ন্যাসী | শুক্র, ২০০৮-০৮-২২ ১০:২১

আপনেরেও পাইসে দুঃখ বিলাসে? কী সব ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍মন-খারাপ টাইপ গান শুনেন, মিয়া!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩০

৯.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৮-২২ ১৩:৫৬

দুঃখ বিলাস না গুরু, স্মৃতি বিলাস। গানটার এই পচা ভার্সনটা দেয়া ঠিক হয় নাই। মানুষ বিরক্ত হইছে। কিন্তু এটা অতি সুন্দর একটা গান।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৩১

১০ | অমিত আহমেদ | শুক্র, ২০০৮-০৮-২২ ১০:২২

আমি পোড়ার দেহে সবচেয়ে দুষ্প্রাপ্য রক্ত ধারণ করি। সারা পৃথিবীর জনসংখ্যার ১% এরও কম AB-। এই নিয়ে খুব ভয়ে থাকি। হঠাৎ কিছু হয়ে গেলে আমাকে রক্ত দেবার মতো হয়তো কাউকে পাওয়া যাবে না। আমি নিজে সুযোগ পেলেই রক্ত দেই।

লেখা ভালো লেগেছে।

ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩২

১০.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৮-২২ ১৪:০০

AB- কঙ্কি? ভাই আপনার তো উপযুক্ত পাত্রী পাইতে বেশ ঝামেলা হবে। অসুবিধা নাই, আমি মাজারে সিন্নি দিয়ে দিবো আপনার নামে

এই প্রথম নিজের ব্লগে আপনার মন্তব্য পেলাম, খুব ভালো লাগলো।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৩৩

১১ | অতন্দ্র প্রহরী | শুক্র, ২০০৮-০৮-২২ ১২:৫৮

(১) রক্ত দেয়ার ভেতর আমারো একটা ভীতি কাজ করে। সুঁই দেখলেই কেমন যেন লাগে!

হিন্দী বয়কট করার ব্যাপারটা ঠিক মানতে পারলাম না। আমার কথা হলো, ইচ্ছা করে কোন কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয়া খুব ভালো কিছু না। যদিও তোমার কারণটা আমি জানি না। হিন্দী গান/সিনেমা/চ্যানেল দেখা/শোনা মানেই তো আর নিজের ভাষার প্রতি অবমাননা নয়! অবশ্য যদি একদমই ভালো না লাগে বিজাতীয় ভাষার কোন কিছু, তাহলে আলাদা কথা। একটা কথা মনে পড়ে গেল (ভাবসম্প্রসারণ ছিল, পুরোপুরি মনে নাই)- "দ্বার বন্ধ করে মিথ্যাটাকে রুখি, সত্য বলে তবে আমি কোথা দিয়ে ঢুকি?"

প্লেইন ক্র্যাশের খবর পড়ে খারাপ লাগল। সাথে একটা ভয়ও ঢুকল। কারণ সপ্তাহ খানেক পর আমার বাইরে যাওয়ার (অফিস ট্রেনিং) কথা। যাব নাকি চিন্তা করি!

(২) আবারো আইইউটির পুরান দিনের কথা মনে পড়ল। ফেয়ারওয়েল, টুর্ণামেন্ট, এটা সেটা। চিন্তা করো না, দেখবা সব ঠিকঠাকমতো শেষ করতে পারবা। তবে ফেয়ারওয়েল প্রোগ্রাম মানেই যে শুধু সিনেমা-কিছু অ্যাড-মিউজিক ভিডিও থাকতেই হবে তা কিন্তু না। আমাদের ব্যাচ থেকেই প্রথম এই ফরম্যাটে প্রোগ্রাম করেছিলাম আমরা বিগত বছরগুলোর গতানুগতিক ধারা থেকে বের হয়ে আসার জন্য। তোমরা আমার এটাকেই গতানুগতিক বানিয়ে ফেলো না।

(৩) গানটা বিশেষ একটা সুবিধার লাগল না। ওই মিয়া, কোন খাঁদে পড়ছিলা? ছ্যাঁকা খাইছিলা? এট্টু খুইলা বলো। সিক্রেট হইলে মেইল দিও

সর্বশেষ: লেখা খুউব ভালো হইছে।
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩৪

১১.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৮-২২ ১৪:০৭

১.
আরে দূর্ঘটনার নিয়ে চিন্তিত হয়ে লাভ নেই। যারা মরে গেছে তারা সুখেই আছে। আমার সাথে গতকাল রাতেই একজনের কথা হয়েছে। যদিও ভাষা বুঝতে বেশ ঝামেলা হয়েছিল।

২.

আপনাদের ব্যাচটা নিয়ে আইইউটি এখনও গর্ব করে। আমরা আসার পর থেকেই এই ফরম্যাটটা দেখে আসছি। ট্রেডিশন হিসেবে ধরে আমরাও করলাম। তবে পরিবর্তন কিছুটা হবেই। মিউজিক ভিডিও এর গানটা নিজেদের করা। মিউজিক ভিডিওর শুট্যিং ও হয়েছে আইইউটির বাইরে।

তবে স্টেজ পারফরম্যান্সটা বেশ ভালো হবার কথা। আপনি তো আসছেন নিশ্চই।

অত্যন্ত ধন্যবাদ।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৩৫

১১.১.১ | অতন্দ্র প্রহরী | শুক্র, ২০০৮-০৮-২২ ১৭:৫৫

ওই মিয়া, খাঁদে পড়ার কাহিনী না বইলাই পিছলাইয়া বাইর হয়া গেলা ক্যান!
ঁ এর গানটা ভাল্লাগছে
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩৬

১১.১.১.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৮-২২ ১৮:০৩

বালক যে কেবলি ভুল পথে যায়...খাঁদে পড়ার কাহিনি আরেকদিন বলবো। ক্ষুদা লাগছে, খাইতে যাই।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৩৭

১১.১.১.১.১ | অতন্দ্র প্রহরী | শুক্র, ২০০৮-০৮-২২ ১৮:২৩

কই? শাহী মামার দোকানে? আগে রেগুলার খাইতে যাইতাম। মাঝখানে শাহী মামার দোকানের পাশে আরেকটা দোকান খুললো যেটাতে বিকালে জিলাপী ভাজত। কি মজার ছিল! রাতেও যাইতাম খাইতে। শেষ দিকে শাহী মামার দোকানটা কিছুটা ফ্লপ মারছিলো। চাপ পরোটার একটা দোকান ছিল পাশেই, ওখানেও যাইতাম আমরা। কি দিনগুলাই না ছিল সেইসব!
আজকাল লোকজন খালি পিৎজা, বার্গার, চিকেন ব্রোস্ট, হাবিজাবি কি সব খাইতে চায়/নিয়া যায়/খাওয়ায় ... ভাল্লাগে না
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩৮

১২ | কনফুসিয়াস | শুক্র, ২০০৮-০৮-২২ ১৩:৩৮

আমিও বি প্লাস। কলেজে থাকতে একবার কঠিন রোগে ভুগছিলাম, আমাদের ক্লাশের অনেকের রক্ত খেয়ে ফেলছিলাম তখন। পরে কলেজ থেকে বের হয়ে একুশে হলের ডাল-ভাত খেয়ে যখন নাদুশ-নুদুশ হয়ে গেছি, তখন অনেকরে রক্ত দিছি।
*
মাঝে মাঝে এইরম আবজাব লেইখো। ভাল লাগে।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩৯

১২.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৮-২২ ১৪:০৮

হা হা!! রক্তখেকো কনফু ভাই। আবার রক্ত দাতাও।

***

আইচ্ছা।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৪০
১৩ | দৌবারিক (যাচাই করা হয়নি) | শুক্র, ২০০৮-০৮-২২ ১৬:৫৭

সবাই মুমুর পিছে লেগেছে কেন? ঘটনা শুরু হয়েছিল রক্তারক্তি ব্যাপার নিয়ে--হাসপাতাল থেকে স্পেনে। কিন্তু সব যে মুমুর দিকে ধাবিল! মুমু কি কোনো নিরাময় কেন্দ্র? সবকিছু ভিন্ন খাতে প্রবাহিত হয়...সেই গরু-রচনার মতো।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৪১

১৩.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৮-২২ ১৭:৫৬

ভাই টেনশন নিয়েননা। মুমুপারে আমরা সবাই খুব ভালো পাইতো তাই...

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৪২
১৪ | পরিবর্তনশীল | শনি, ২০০৮-০৮-২৩ ১৮:৩৯

তোর এইসব আবজাব দিনলিপি মারাত্নক লাগে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৪৩

১৪.১ | রায়হান আবীর | রবি, ২০০৮-০৮-২৪ ০১:১৪

আলহামদুলিল্লাহ।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৪৪

১৫ | কিংকর্তব্যবিমূঢ় | রবি, ২০০৮-০৮-২৪ ০২:৫৬

উদ্ধৃতি
তোর এইসব আবজাব দিনলিপি মারাত্নক লাগে।

আমারও ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪৫

১৫.১ | রায়হান আবীর | রবি, ২০০৮-০৮-২৪ ১৫:৩৯

দিনপঞ্জি লেখা শিখছি আপনার কাছ থেকেই। আপনেই গুরু।

কমেন্ট পাইয়া আনন্দ সীমা ছাড়ায়া গেলো।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।