যদি বল হ্যাঁ...

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: রবি, ১৪/১২/২০০৮ - ৯:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আগামীকাল ফিল্ডস এন্ড ওয়েভস এর একটা পরীক্ষা আছে। বেশ দীর্ঘ সিলেবাস। আগামী সপ্তাহ থেকে মিড শুরু...এই সেমে একদিনও পড়তে বসি নাই...আজকে তাই ভাবলাম কুইজের উছিলায় শুরু হয়ে যাক পড়ালেখা...সন্ধ্যা থেকে বসে আছি...একবার খাতার দিকে তাকাই...একবার সচলের দিকে...সচলের লেখা গুলো ঠিক বুঝি কিন্তু খাতার লেখাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে...বন্ধু ফাহিমকে জিগাই দোস্ত কিছুই তো বুঝি না...ও বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে বলে ভাইয়ারা বলছে এই সাবজেক্টে পায়ের নীচে মাটি পাওয়া যাবে না...শুনে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি...মাটি যখন পাওয়া যাবেই না তখন আর চেষ্টা করেই লাভ কি...অনেকদিন ঘ্যানর ঘ্যানর দিনপঞ্জি লেখা হয় না...একটা লিখে ফেলি...

এই সেমে সত্যিকার অর্থেই বেশ মজায় আছি...প্রতিদিন ভোর রাতে ঘুমাতে যাই...উঠি একটা নাগাদ...তারপর আইইউটির মাগনা খাবার খেয়ে আরেকটা ঘুম...ক্লাস করিনা, ল্যাবেও ঠিক মতো যাই না। সেদিন আটটায় ছিল পাওয়ার ইলেক্ট্রনিক্স এর ল্যাব...আগের রাতে ঠিক করে রেখেছিলাম, বেয়াল্লিপনা ছেড়ে ভালো মানুষ হয়ে যাব, ঠিক মতো ক্লাস করবো...সকাল আটটায় শোয়েবের ডাকে ঘুম ভাঙ্গার পরও মনে ছিল এই কথা...বিছানায় উঠে বসলাম...

তারপরই বেড়াছ্যাড়া লেগে গেলো...মাথার মধ্যে শুরু হয়ে গেলো খেলা...একজন বলে ঘুমা, ক্লাসে যেয়ে কি হবে, ক্লাস করে কি কেউ বড়লোক হয়েছে? আরেকজন বলে, যাও বাছা, বেসিনে যেয়ে মুখটা ধুয়ে ফেলো...তারপর খিচুড়ি-ডিম খেয়ে ল্যাবে যাও...শেষ পর্যন্ত কার জয় হলো বলা মুশকিল। তবে আমি বিছানায় শরীর এলিয়ে দিলাম...

পরিবর্তনশীল লাগছে সিনেমা দেখার পেছনে...গত সেমে আমাদের এক ক্লাসমেট টরেন্ট থেকে ডাউনলোড করা প্রায় ২০০ টার মতো সিনেমা নিয়ে এসেছিল...ঐগুলা দিয়ে সে শুরু করছে...এর মধ্যে শেষ...এখন সে ইংরেজি সিনেমার বিশেষ বোদ্ধা...একদিক দিয়ে ভালোই হয়েছে। আমি ওর কাছ থেকে ভালো ভালো সিনেমাগুলোর নাম জেনে দেখে ফেলেছি...প্রতিদিন প্রায় দুই তিনটা সিনেমা দেখা হচ্ছে...আহ কি আনন্দ...

গতকাল দেখলাম রোমান হলিডে...ডিসটিং রোমান্টিক কমেডি...বেশী জোশ লাগছে...তার আগে দেখলাম এরিন ব্রকোভিচ...এইটাও ফাটাফাটি...এই সিনেমার একটা মজার কথা বলতে ইচ্ছা করছে...সিনেমাটি বানানো হয়েছে এরিন নামের এক মহিলা জীবন কাহিনী নিয়ে...তিনি সংক্ষিপ্ত পোশাক পরেন, সারাদিন মানুষকে গাইল পাড়েন...কোথাও কাজ না পেয়ে তিনি এক ল' ফার্ম এ চাকরি নেন...ধূর কাহিনী বলে লাভ নাই। আসল কথা বলি। সিনেমায় তার চরিত্রে অভিনয় করেছেন জুলিয়া রবার্টস...এবং তিনি নিজেও স্বশরীরে সিনেমায় ২ সেকেন্ড ক্যামিও দিয়েছেন...যেহেতু জুলিয়া রবার্টস এরিন চরিত্রে অভিনয় করেছে তাই সিনেমায় তিনি অভিনয় করলেন জুলিয়া নামে...

গতকাল বালাইদা মন্তব্যে লিখলেন, তার স্টকে বন্ধুর প্রেমিকা ছিনতাই এর ঘটনাও আছে। এইটা শুনে আমার নিজেরও অনেক কথা মনে পড়ে গেলো...সারাদিন মাথার মধ্যে ব্লগাকারে লিখেও ফেললাম...কিন্তু সেটা আর নোট প্যাডে নামানোর ইচ্ছা হলো না...কারণ তাহলে পরিচিত মানুষদের কাছ থেকে ভালো সাইজ খাওয়ার সম্ভাবনা আছে...ঠিক করছি তারা যেদিন মারা যাবেন সেদিন রাতেই আমি সচলে ব্লগ খানা দিয়ে দেবো...তার আগ পর্যন্ত ধৈর্য ধরি...

সবাই কষ্টে থাকেন, পড়ালেখা করতে, জীবন ধারণের জন্য পইসা রোজকার করতে করতে পাগল হয়ে যান, আমি ঘুমাই...আমিন...

[[ডিসক্লেইমারঃ শিরোনামের সাথে লেখার কোন সাদৃশ্য নেই...ইদানিং আসলে আমি আর লেখার শিরোনাম খুঁজে পাই না...তাই ঠিক করছি এমন হলে চন্দ্রবিন্দুর গানের কোন একটা লাইন দিয়ে দেবো...এটাও তেমন]]

গড় রেটিং

(১ ভোট)

Trackback URL for this post:
http://www.sachalayatan.com/trackback/17140
faggotry
from JV's Blog on মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১৫:৫২

Great Read...I really value your information!

উদ্ধৃতি | ১৯৯বার পঠিত | সম্পাদনা | ঘ্যাচাং | unpublish

লিখেছেন রায়হান আবীর (তারিখ: সোম, ২০০৮-০৭-২৮ ০২:৪০)
উদ্ধৃতি | রায়হান আবীর এর ব্লগ | ২৬টি মন্তব্য | পছন্দের পোস্টে যুক্ত | আপত্তি জানান | ১৯৯বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, রায়হান আবীর. Sachalayatan.com can not be held responsible.

১ | উদ্দেশ্যহীন (যাচাই করা হয়নি) | সোম, ২০০৮-০৭-২৮ ০২:৫৮

তাইলে ভালোই আছেন...!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১.১ | রায়হান আবীর | সোম, ২০০৮-০৭-২৮ ১৭:৪৪

ঠিক...

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২ | সংসারে এক সন্ন্যাসী | সোম, ২০০৮-০৭-২৮ ০৩:১৯

উদ্ধৃতি
জুলিয়া রবার্টস এরিন চরিত্রে অভিনয় করেছে তাই সিনেমায় তিনি অভিনয় করলেন জুলিয়া নামে...

আর আপনি এই ছবি দেখলেন জুলিয়া (থুক্কু, জুলাই) মাসে হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২.১ | রায়হান আবীর | সোম, ২০০৮-০৭-২৮ ১৭:৪৮

এই মন্তব্যের জবাব কি হতে পারে?

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৩ | সৌরভ | সোম, ২০০৮-০৭-২৮ ০৭:৫৬

আসলেই পড়েও যদি পায়ের নিচে মাটি পাওয়া না যায়, তাহলে পড়ার মানে হয় না।

বলাই দা এককালে জম্পেশ স্মৃতিবর্ণনা লিখতো।
আহা সেইসব দিন।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩.১ | রায়হান আবীর | সোম, ২০০৮-০৭-২৮ ১৭:৫১

সেই সব দিন আবার ফিরে আসবে...চিন্তায়েন্না।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৪ | পান্থ রহমান রেজা [অতিথি] | সোম, ২০০৮-০৭-২৮ ০৯:১৭

পড়াশোনা আমারও ভাল লাগে না। পরীক্ষার আগের রাত ছাড়া একদিনও পড়তে বসি না। ধ্যাত্, পড়াশোনা যে কে বানাইছে! তবে আর মোটে দুইমাস। তাই এমবিএ'টা শেষ হবে। আহ্, কী বাঁচাই না বাঁচবো।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৪.১ | রায়হান আবীর | সোম, ২০০৮-০৭-২৮ ১৭:৫৬

দোয়া করি আপনার এমবিএ যেন জীবনেও শেষ না হয়, এসাইনমেন্ট করতে করতে যেন পাগল হয়ে যান। আমিন

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৫ | কীর্তিনাশা | সোম, ২০০৮-০৭-২৮ ০৯:৩৮

অই মিয়া পাগলামি থামাইয়া পড়াশুনায় মন দেন। তয় মাঝে মইধ্যে এইরম হুদা প্যাচাল পাইড়েন। সকালে চা খাইতে খাইতে পড়তে ভালোই লাগে।
--------------------------------
সচল আছি, থাকবো সচল!!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১০

৫.১ | রায়হান আবীর | সোম, ২০০৮-০৭-২৮ ১৭:৪০

কাম কাজ ফালাইয়া চা খাওয়া আর ব্লগ পড়া হইতাছে না? দাঁড়ান আপনার বসরে এই খবরটা যদি না দিসি...

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১১

৫.১.১ | কীর্তিনাশা | সোম, ২০০৮-০৭-২৮ ১৯:০৪

হ ভাই আমি দাওয়াত দিতাসি আসেন তাড়াতাড়ি আমার বসের কাছে। আইলে বুঝবেন উনি কি চিজ। তার ধারে কাছে যে যায় সেই মাইনকা চিপায় পইড়া যায়। খালি আমি বাদে। আর আমার ডিউটি হইলো সারাদিন ইন্টারনেট ব্রাউজিং। অতএব ঐ কথা কইয়াও কোন লাভ হইবো না। লাভের মইধ্যে লাভ হইবো আপনার মাইনকা চিপায় পইড়া চিঁ চিঁ কইরা কান্দন। আসেন ভাই তাড়াতাড়ি আসেন, পিলিঝ!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১২

৫.১.১.১ | রায়হান আবীর | সোম, ২০০৮-০৭-২৮ ১৯:২২

কঙ্কি ভাই, এতো সুখ। ইন্টারনেট ব্রাউজিং এর জন্য পয়সা দেয়।

আগামী বছর আপনি অন্য রাস্তা মাইপেন। আমি ভাবতাছি আপনার চাকরিটা গ্রহন করবো।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১৩

৬ | অতন্দ্র প্রহরী | সোম, ২০০৮-০৭-২৮ ১২:৪০

ফিল্ডস এন্ড ওয়েভস?! অতিশয় বাজে একটা সাবজেক্ট। এখনো কি সাইফুর রহমান স্যার ক্লাস নেন? তাইলে অত চিন্তা না করলেও চলবে! সাজেশন অনুযায়ী পড়ে যাও, কোন প্রশ্ন ছেড়ে এসো না (তাই বলে আবার সুজন-সখী গান লিখে এসো না যেন!), দেখবা ভালই মার্ক পাবা।

আহা, সেইসব কাকডাকা ভোরে (৮/৯ টায়) সবাই যখন ক্লাসে যেত, আমি তখন রাতভর মুভি দেখে কি আরামের ঘুমটাই না দিতাম! দিলা তো সেইসব দিনের কথা মনে করায়া! এখন তো অফিসে আসতেও আর মন চাইবে না!

রোমান হলিডে, এরিন ব্রোকোভিচ দুইটাই ভাল মুভি। বেশ ভাল্লাগছিল। আর কি কি দেখলা লিখে ফেল।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৪

৬.১ | রায়হান আবীর | সোম, ২০০৮-০৭-২৮ ১৭:১৭

মোটেও সাইফুর রহমান স্যার ক্লাস নেন না। ক্লাস নেয় টিটু। ব্যাটা সাজেশন তো দূরের কথা, উলটা ক্লাসে পড়ায় না এমন জিনিস দিয়া ভরাই রাখে। যত্তোসব

কাকডাকা ভোরে আমিও ঘুমাই। উঠি কুত্তা ঢাকা দুপুরে।

আইইউটিতে আইসেন একদিন। কি কি দেখছি সেইগুলা নিয়া আলোচনা করা যাবে।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১৫

৭ | রাফি | সোম, ২০০৮-০৭-২৮ ১৬:১৮

.আমিও ইদানীং মুভি দেখা শুরু করছি ; মন্তব্যে কিছু কিছু ভাল ভাল মুভির নাম দাও। আমি আবার মারামারি , ফ্যান্টাসি টাইপের মুভি দেখতে পারি না, মেজাজ খারাপ হয়।
পরিবর্তনশীলরে বল মুভির রিভিউ টাইপ কিছু পোস্ট দিতে।
পরীক্ষা ভাল হোক এই কামনা করি

---------------------------------------
অর্থ নয়, কীর্তি নয় ,স্বচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৬

৭.১ | রায়হান আবীর | সোম, ২০০৮-০৭-২৮ ১৭:১৫

মারামারি ফ্যান্টাসি আমারও দেখতে বিরক্ত লাগে। আবার বেশী হাইথটের সিনেমাও খাইতে পারি না।

নাম দিতে বলে তো বিপদে ফালাই দিলেন। আপাতত কয়েকটা দেই,
১. লাস্ট কিং অফ স্কটল্যান্ড।
২. হোটেল রোয়ান্ডা।
৩. ৪০০ ব্লো'স (সাদাকালো ফরাসি সিনেমা, চ্রম)
৪. আর, কাহোনা পেয়ার হ্যায়

এই গুলা দেখা হইলে আবার আওয়াজ দিয়েন

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১৭

৮ | নিরিবিলি [অতিথি] | সোম, ২০০৮-০৭-২৮ ১৬:৫১

পৃথিবীর সকল প্রাণী ,সকল জীব এরকম শান্তিতে থাক।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১৮

৮.১ | রায়হান আবীর | সোম, ২০০৮-০৭-২৮ ১৮:১৩

থাক...

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১৯

৯ | ধুসর গোধূলি | সোম, ২০০৮-০৭-২৮ ১৭:০৪

- বলাইদার ব্যাপারে চিন্তা কইরা লাভ নাই। আমার কাছে বলাইদার কলেজ লাইফের সকল ফাইল রাখা আছে। তবে ক্ল্যাসিফাইড, সচল প্রায়োরিটি লেভেল ৪!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২০

৯.১ | রায়হান আবীর | সোম, ২০০৮-০৭-২৮ ১৭:১১

লেভেল ফোর... কঙ্কি? লেভেল তিন ছাড়া আমার পোষায় না আবার।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

২১

৯.১.১ | ধুসর গোধূলি | সোম, ২০০৮-০৭-২৮ ২১:০০

- এই লেভেল সেই লেভেল না গুরু।
এইটার লিমিট হৈলো ৫ পর্যন্ত। প্রায়োরিটি লেভেল ৪এ গিয়া ঠেকছে। এর বেশি কোনো তথ্য ফাঁস করলে কপালে খারাবি আছে আমার।

নিন্দুকেরা বলে বলাইদাও বেশ কয়েকজন শ্যালিকার অধিকারী। বলাইদা'র গোঁপন সব তথ্য রাস্ট্র কইরা আমি কোনো 'রিস্ক' নিতে চাই না!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২২

৯.১.১.১ | রায়হান আবীর | সোম, ২০০৮-০৭-২৮ ২২:৩১

গুরু আপনার লাইজ্ঞা বড় কষ্ট হয়। শালী শালী কইরা দিন দুনিয়ার কতোকিছু স্যাক্রিফাইস কর্লেন। মাগার জিনিসটাই এখন্তরি পাইলেন না।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২৩

১০ | কনফুসিয়াস | সোম, ২০০৮-০৭-২৮ ১৯:৩০

চন্দ্রবিন্দুর গানের বুকিং আমি সেই সিরাজদৌল্লাহর আমলেই দিয়া রাখছি।
নো মাস্তানি, ওকে?

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৪

১০.১ | রায়হান আবীর | সোম, ২০০৮-০৭-২৮ ১৯:৪৯

আইসে আরেকজন।

আমার প্রায় সব কয়টা গান মুখস্থ আছে। প্রতিযোগীতা লাগতে চান?

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

২৫

১০.১.১ | সুলতানা পারভীন শিমুল | সোম, ২০০৮-০৭-২৮ ২২:০৭

লাগেন দেখি কে জেতে।
রেডি...সেট...গো...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৬

১০.১.১.১ | রায়হান আবীর | সোম, ২০০৮-০৭-২৮ ২২:৩৩

আপনি কি বিচারক? তাহলে আসেন খেলা শুরু হবার আগে একবার হ্যান্ডশেক করে নেই

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।