সাদাকালো...

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: বুধ, ৩১/১২/২০০৮ - ১০:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

১....

নভেম্বরের ১ থেকে মে ১৫...বাসা ছেড়ে চলে আসার ছয় মাস পূর্ণ হলো...প্রথম দিকে এতো রাগ ছিল যে ঈদের দিনও এক মুহুর্তের জন্য বাসায় যাইনি...ছোট ভাইকে না দেখতে দেখতে সেই রাগ কিছুটা কমলো...এরপর মাঝে মাঝে বাসায় যাওয়া শুরু করলাম। যাই, দুই ঘন্টা ওর সাথে গল্প করি, তারপর ফিরে আসি আগের ঠিকানায়। গত কয়েকদিন ধরে আর ভাল্লাগছেনা...ইচ্ছা হচ্ছে দৌড়ে বাসায় ছুটে যাই, আম্মুর রান্না করা খাবার খেয়ে নিজের বিছানায় একটা ঘুম লাগাই...অথবা আব্বুর সাথে জাপানের অর্থনৈতিক ভবিষ্যত নিয়ে আলোচনা করি...

না এর কিছুই করা যাবেনা...এখন বাসায় গেলে সব ঠিকঠাক মতোই চলবে...কিন্তু এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ পর আবার সেই রাগারাগি। বাবা মার সাথে রাগারাগি একদম ভালো লাগে না...তাই দূরে থাকাই ভালো...দূর থেকে ভালোবাসাই ভালো...

২.....

গতকাল ফেইসবুকের নিউজফিড জানান দিলো আজ মুহাম্মদের জন্মদিন...কয়েকদিন আগে মহিব বলেছিল ও মুহাম্মদের জন্মদিনে বিশাল ব্লগ লিখবে। কিন্তু গতকাল দেখলাম মুহাম্মদ সচলের জন্মদিনের তারিখ পরিবর্তনের পাশাপাশি মহিবকেও ব্লগ না লেখার জন্য রাজি করিয়ে ফেলেছে। আমার তাও লেখার ইচ্ছা ছিল, কিন্তু পরীক্ষার জন্য কাল সারারাত ঘুমাতে পারি নাই একফোটা...ব্লগ লিখবো কিভাবে...
ছেলেটা সম্পর্কে আমি একটা জরিপ চালিয়েছিলাম। ওর পরিচিত প্রায় অনেককে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা, মুহাম্মদের একটা খারাপ গুন বলতো দেখি। কেউ বলতে পারে না...ও একটা ছেলে যার জাগতিক কোন শখ আহলাদ নেই, নেই হিংসা, নেই স্বার্থপরতা...কিন্তু সবার জন্য একবুক ভালোবাসা নিয়ে বসে আছে...বন্ধুর জন্য জান দিয়ে দিতে ওর কোন আপত্তি নেই...

এই সব কমন কথায় মুহাম্মদকে প্রকাশ করা যাবেনা...নিজের ব্লগে এক কোনায় ওকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাখি...শুভ জন্মদিন মুহাম্মদ।

৩....

সেদিন মৌ ফোনে জানালো তাড়াতাড়ি বসুন্ধরায় আস...ইম্পোর্টেন্ট কথা আছে...আমি যাই। সব কিছুতেই তাড়াহুড়া করাটা স্বভাব আমার। যেয়েই জিজ্ঞেস করি, কি হইছে? ও বলে, তুমি আমাকে বিয়ে করবা কবে? নির্দিষ্ট করে তারিখ বলো...বাসা থেকে অনেক চাপ দিচ্ছে। আমাকে একটা কিছু অবলম্বন তো করতে হবে...

আমি জবাব দেইনা...এতোদিন পর্যন্ত ডিসিশন নিয়েছি, ইন্টারে বায়োলজী নিবো না পরিসংখ্যান নিবো, আইইউটিতে রেডিও ফ্রিকোয়েন্সী নিবো না রিলে নিবো...এখন বোধহয় বড় সিদ্ধান্ত নেবার সময় এসেছে। বড় হয়ে যাচ্ছি। কিন্তু আমি বড় হতে চাই না...সারাজীবন আইইউটির ৫১৮ নং রুমে পিসির সামনে এই সময়ের মতো বসে থাকতে চাই...

৪.....

আজ থেকে প্রায় একবছর আগে...মেসেঞ্জারে এক অপরিচিতার সাথে কথা হচ্ছিল...এ কথা ও কথায় সে জানতে চাইলো আমি ব্লগ লিখি কিনা...ব্লগ নামটা বোধহয় সেদিনই আমার প্রথম শোনা...মাঝখানে যরপিয়াতে কয়েকটা ছবি আপলোড করে প্রোফাইলে কিছু ভুজুং ভাজুং লিখেছিলাম...ভাবলাম হয়তো ওইটারেই ব্লগ বলে...আমি বলি, হ্যাঁ! এইতো আছে একটা। আমি লিঙ্ক পাঠাই যরপিয়ার...আর সে পাঠায় ৩৬০ এর...ভেতরের লেখা পড়ে আমি জানতে পারলাম...ব্লগ কি...সেইটা খায় না পড়ে। তখন অবশ্য ততটা পাত্তা দেই নাই...এরপর খুব মন খারাপের এক রাতে ৩৬০ এর পাতা খুলে বসলাম...নিজের অনেকদিন আগের হারানো ডায়রি মনে করে সেখানে লিখাও শুরু করালাম...দিন যেতে থাকে...একসময় ওর ব্লগ সবার জন্য বন্ধ হয়ে যায়...বন্ধ হয়ে যায় আমারটাও...দুইজন শুধু দুইজনেরটা দেখি। মনের কথাগুলো, আনন্দ-বেদনাগুলো ৩৬০ তে পাতার অপর পাশে থাকা মানুষটাকে শোনাই...ও মন দিয়ে শুনে, কখনো ও বলে,আমি শুনি...

এরপর সচলে এলাম...ধীরে এখানকার অনেক মানুষও আপন হয়ে গেলো...কখনও দেখি নাই, কথা বলি নাই...তাও মনে হয় চির চেনা...এক মনিটর দূরত্বের সেই সম্পর্ককে আসলে ব্যাখ্যা করা যায়না...ব্যাখ্যা করে কি আর হবে...সাদাকালো জীবনে মানুষগুলোকে নিয়ে এই তো বেশ ভালো আছি।

গড় রেটিং

(৫ ভোট)

Trackback URL for this post:
http://www.sachalayatan.com/trackback/15200

লিখেছেন রায়হান আবীর (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ২২:১২)
উদ্ধৃতি | রায়হান আবীর এর ব্লগ | ৩২টি মন্তব্য | পছন্দের পোস্টে যুক্ত | আপত্তি জানান | ২২৮বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, রায়হান আবীর. Sachalayatan.com can not be held responsible.

১ | তীরন্দাজ | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ২২:৪৯

আপনার দু:খবোধ প্রকাশের ক্ষমতা অনবদ্য!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৫-১৬ ০০:৫১

নিজের লেখনী নিয়ে আমি খুবই সন্দিহান। আপনার মন্তব্যে তাই প্রেরণা পেলাম। ধন্যবাদ।

---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২ | শিক্ষানবিস | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ২৩:০২

১....
দূর থেকে ভালবাসার চেয়ে বরং কাছে গিয়ে মানিয়ে চলার একটা উপায় খুঁজে বের কর। আমি অবশ্য বেশী ইতিবাচক চিন্তা করছি।

২....
হে পৃথিবী, দ্বিধা হও, আমি তন্মধ্যে প্রবেশ করি।

৩....
অবশেষে সবার সাথে শেয়ার করলি। নিশ্চয়ই আগের চেয়ে হালকা লাগছে। আমারও খুব ছোট থাকতে ইচ্ছা করে। বড় হওয়ার মত কোন কিছু করতে তোরও ভাল লাগে না জেনে তাই ভাল লাগলো।

৪....
এরকম বন্ধু থাকলে তো আর কিছু লাগে না। এই কয়েকটা ভাল প্রাপ্তি দিয়েই খারাপগুলোর সমাধান করার চেষ্টা কর।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৫-১৬ ০০:৫৩

তোর সাথে আমার একটা মিল আছে...একাকিত্ব যাপন। মন্তব্যের জন্য ঠ্যাঙ্কু।

---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৩ | কিংকর্তব্যবিমূঢ় | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ২৩:১২

১ ...
জানি এ অবস্থায় কেমন লাগে ... একটা কথাই শুধু বলতে পারি, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে ... সময়টা পার কর ...

২ ...
শুভ জন্মদিন মুহম্মদ ... আরো জ্ঞানী জ্ঞানী ব্লগ লিখ

৩ ...
এই সময়টাই সবচেয়ে খারাপ ... কিন্তু প্রেম যখন করছো এটা তো পার করতেই হবে ... সো ফাইট শুরু কর ... আমরা সবাই সারভাইভ করছি, তোমরাও করবা ...

হ্যাপী ফাইটিং

৪ ...
উদ্ধৃতি
এক মনিটর দূরত্বের সেই সম্পর্ককে আসলে ব্যাখ্যা করা যায়না...ব্যাখ্যা করে কি আর হবে...সাদাকালো জীবনে মানুষগুলোকে নিয়ে এই তো বেশ ভালো আছি।

ঠিক কথা ...

[মুহম্মদের কমেন্টের স্টাইল নকল করলাম, আশা করি মুহম্মদ কপিরাইটের মামলা করবে না ]

................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৫-১৬ ০১:৪৩

ফাহিম ভাই পরীক্ষায় বিশাল বাশ খাচ্ছি...খুব মন খারাপ লাগছে।
শুভ কামনার জন্য ধন্যবাদ।

---------------------------------
মাঝে মাঝে লোড-শেডিং এর রাতে বেজে ওঠে জেরেমির বেহালা...

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৪ | রানা মেহের | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ২৩:২১

সুন্দর লিখা।
শিক্ষানবীশ মুহম্মদ কে অনেক শুভ জন্মদিন এবং ভালোবাসা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৫-১৬ ০১:৪৪

সুন্দর লেখা বলায় অসংখ্য ধন্যবাদ।

---------------------------------
মাঝে মাঝে লোড-শেডিং এর রাতে বেজে ওঠে জেরেমির বেহালা...

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৫ | পরিবর্তনশীল | শুক্র, ২০০৮-০৫-১৬ ০০:১৮

অনেক কিছু বলে ফেললি। খুব নিজের লাগল ব্যাপারগুলো।

তবে শেষ প্যারাটা আবার নতুন করে পড়তে চাই।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১০

৫.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৫-১৬ ০১:০২

তোর কাছে লেখা ভালো লাগাটা আমার কাছে বিশাল ব্যাপার, জানস?

উদ্ধৃতি
তবে শেষ প্যারাটা আবার নতুন করে পড়তে চাই।

শেষ প্যারাটা নিয়ে লেখার মতো মাল এখনও হইনাই। জীবনের এই অদ্ভুত অনুভূতিকে টাইপ করতে আরও অনেকদিন অপেক্ষা করতে হবে বোধহয়।

---------------------------------
মাঝে মাঝে লোড-শেডিংয়ের রাতে বেজে ওঠে জেরেমির বেহালা...

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১১

৬ | সংসারে এক সন্ন্যাসী | শুক্র, ২০০৮-০৫-১৬ ০০:৩২

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍খুব মন-ছোঁয়া লেখা।

১.
উদ্ধৃতি
দূরে থাকাই ভালো...দূর থেকে ভালোবাসাই ভালো...

আমিও এভাবেই জীবনযাপন করে চলেছি বহুদিন ধরে। তবে এটাকে আদর্শ বা অনুকরণীয় দর্শন মনে করার কোনও কারণ নেই। মানুষ- ও ক্ষেত্রভেদে অন্য দর্শন ভিন্নতর হতেই পারে।

২. মুহম্মদের সব লেখাই আমি পড়তে চেষ্টা করি। অনেক লেখায় দাঁত বসাতে পারি না জ্ঞানের অপ্রতুলতার কারণে। তবে তাঁর প্রতি আমার এক ধরনের মুগ্ধতাবোধ আছে। তাঁকে আমার পক্ষ থেকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দিতে আপনাকে অনুরোধ করছি।

৩. ...

৪.
উদ্ধৃতি
এরপর সচলে এলাম...ধীরে এখানকার অনেক মানুষও আপন হয়ে গেলো...কখনও দেখি নাই, কথা বলি নাই...তাও মনে হয় চির চেনা...এক মনিটর দূরত্বের সেই সম্পর্ককে আসলে ব্যাখ্যা করা যায়না...ব্যাখ্যা করে কি আর হবে...সাদাকালো জীবনে মানুষগুলোকে নিয়ে এই তো বেশ ভালো আছি।

আমার মনের কথা।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১২

৬.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৫-১৬ ০১:৪৯

ধন্যবাদ।

১.
হতে পারে।

২.
মুহাম্মদের লেখা আমি সাধারণত পড়িনা। পড়লেও বুঝিনা ঠিক মতো। তবে জিনিসটা ওর নিজের মুখ থেকে শুনে নেই। তাতেই শান্তি তাতেই আরাম।

৩.
...

৪.

ওয়াইজ ম্যান থিংক এলাইক।

---------------------------------
মাঝে মাঝে লোড-শেডিং এর রাতে বেজে ওঠে জেরেমির বেহালা...

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১৩

৭ | সুমন চৌধুরী | শুক্র, ২০০৮-০৫-১৬ ০১:২৩

শুভ জন্মদিন শিক্ষানবিস!

রানিং সময় নিয়া কৈতে পারি, প্রেম যখন করতারছেন বাকিটাও হৈবো। না হৈয়া উপায় নাই। প্রেম হৈল ঢাকনা ছাড়া ম্যানহোল, পৈড়া গেলে ডুবান দিয়া না উঠার কায়দা নাই

ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৪

৭.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৫-১৬ ০১:৪৫

---------------------------------
মাঝে মাঝে লোড-শেডিং এর রাতে বেজে ওঠে জেরেমির বেহালা...

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১৫

৮ | অতিথি লেখক [অতিথি] | শুক্র, ২০০৮-০৫-১৬ ০১:৫১

কি বলবো...ভালো লাগলো।
শুভ জন্মদিন মুহম্মদ.....
-নিরিবিলি

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১৬

৯ | রেনেট | শুক্র, ২০০৮-০৫-১৬ ০২:২২

শুভ জন্মদিন, মুহাম্মদ।
লেখা অসম্ভব ভালো হয়েছে, রায়হান ভাই। বিয়ের দাওয়াত দিতে ভুইলেন না।
ইয়া হাবিবি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৭

৯.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৩:৫৫

বিয়ের দাওয়াত দিতে ভুলতাম না...ইয়া হাবিবি।
---------------------------------
মাঝে মাঝে লোড-শেডিং এর রাতে বেজে ওঠে জেরেমির বেহালা...

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১৮

১০ | অতিথি লেখক [অতিথি] | শুক্র, ২০০৮-০৫-১৬ ০৩:৪০

রায়হান আবীর লিখেছেন:

১....

...ইচ্ছা হচ্ছে দৌড়ে বাসায় ছুটে যাই, আম্মুর রান্না করা খাবার খেয়ে নিজের বিছানায় একটা ঘুম লাগাই...অথবা আব্বুর সাথে জাপানের অর্থনৈতিক ভবিষ্যত নিয়ে আলোচনা করি...

--যেইদিন আসলেই করতে পারবি, জীবনের অর্থ সেইদিন বুঝতে পারবি।

না এর কিছুই করা যাবেনা...এখন বাসায় গেলে সব ঠিকঠাক মতোই চলবে...কিন্তু এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ পর আবার সেই রাগারাগি। বাবা মার সাথে রাগারাগি একদম ভালো লাগে না...তাই দূরে থাকাই ভালো...দূর থেকে ভালোবাসাই ভালো...

...কথা ঠিক না, আমার তোর সকলের গুরু একটা কথা বলসিলেন, "অসংখ্য বন্ধন মাঝে লভিব মুক্তির স্বাদ"
উনার আরও অসংখ্য লিখা এই মুহুর্তেই তোরে দেখাইতে পারি, নেহায়েৎ মানুষ আতেল বলবে...
....................................
ঘুড়ি

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১৯

১০.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৩:৫৭

এতো উপদেশ দেস ক্যান? আঁতেল কোথাকার।

---------------------------------
মাঝে মাঝে লোড-শেডিং এর রাতে বেজে ওঠে জেরেমির বেহালা...

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২০

১১ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৫-১৬ ০৪:২৮

- মৌ'র কথায় রাজী হৈয়েন না। নিজের পায়ে নিজে কুড়াল দিয়া কোপ দিয়েন না গুরু। বসুন্ধরায় ডাইকা নিয়া যখন বিয়া করার জন্য চাপ দেয়, তখন বুইঝেন, আপনের কপালে কৈলাম সামনে উলু আছে। প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে গেলেই চোখ ট্যারা কইরা দিবো কইলাম। টাংকি মারা জারী রাখবেন? ভুইলা যান। ঘরে একটা হাজিরা খাতা থাকবো, ঐটা ধইরা ধইরা নাম ডাকবো এবার ঘর থেকে বাইর হওয়ার সময়, আরেকবার কামলা থাইকা ছুটি পাওনের পরে। প্রেজেন্ট না থাকলে খালি লালকালির দাহ যে দিবো তা-না। সাথে অপেক্ষা করে থাকবে আপনার জন্য উত্তম ঠাডা।

গুরু,
গুরু, বিয়া না করলেও বরযাত্রী বহুত গেছি। সেই অভিজ্ঞতা থাইকা অবশ্য কৈতে পারি। রাজী হইয়া যান।
এরকম ভাগ্য সবার থাকে না। ভালোবাসা এবং ভালোবাসিত হওয়া একটা অতিপ্রাকৃত গুণ। এটা সবার থাকে না, সবার ভাগ্যেও জোটে না। ভালোবাসাকে পরিপূর্ণতা দেয়ার দায়িত্ব সবাই পায় না, টেক দিস অপরচুনিটি ম্যান।

আর বাদ বাকী ব্যাপারগুলো অনেকেই খুব সুন্দর সুন্দর কথা বলে ফেলেছেন ইতোমধ্যে।

মুহাম্মদ শিক্ষানবিশকে বিনম্র শুভেচ্ছা তার শুভদিনটিতে।

বিদ্রঃ বাপ মা'র লগে রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু সেটা পুষে রাখা অস্বাভাবিক। অস্বাভাবিক কাজটা করার আপাততঃ কোনো দরকার দেখি না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২১

১১.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৪:০১

আমার রুমমেটের বিয়েতেই প্রথম বরযাত্রী হিসেবে যাবার সৌভাগ্য হয়। আপনে বরযাত্রী থেকে কি মজা পেয়েছিলেন জানিনা, তবে সেই সময় কনের বাসা থেকে আসা এক সুটকেস উপহার দেখে আমারো বিয়ে করতে ইচ্ছা হয়েছিল। কিন্তু প্রথম কথাগুলাও তো ভেবে দেখার মতো...যাউজ্ঞা, পরেরটা পরে দেখা যাইবেক।

গুরু এতো সুন্দর মন্তব্য লিখেন কেমনে আপ্নে? ইয়া habibi...
---------------------------------
মাঝে মাঝে লোড-শেডিং এর রাতে বেজে ওঠে জেরেমির বেহালা...

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২২

১২ | নজরুল ইসলাম | শুক্র, ২০০৮-০৫-১৬ ০৫:২৩

শুভ জন্মদিন মোহাম্মদ...
লেখাটা মন খারাপ হইছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৩

১২.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৪:০৬

মন খারাপ করা লেখা লিখতে চাইনা...কিন্তু ক্যাম্নে ক্যাম্নে জানি হয়ে যায়।

---------------------------------
মাঝে মাঝে লোড-শেডিং এর রাতে বেজে ওঠে জেরেমির বেহালা...

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২৪

১৩ | নিঝুম | শুক্র, ২০০৮-০৫-১৬ ০৬:২১

এরপর সচলে এলাম...ধীরে এখানকার অনেক মানুষও আপন হয়ে গেলো...কখনও দেখি নাই, কথা বলি নাই...তাও মনে হয় চির চেনা...এক মনিটর দূরত্বের সেই সম্পর্ককে আসলে ব্যাখ্যা করা যায়না...ব্যাখ্যা করে কি আর হবে...সাদাকালো জীবনে মানুষগুলোকে নিয়ে এই তো বেশ ভালো আছি।

অসাধারন কয়েকটা লাইন।সেইরকম...

---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৫

১৩.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৪:০৮

অনেক ধন্যবাদz...

---------------------------------
মাঝে মাঝে লোড-শেডিং এর রাতে বেজে ওঠে জেরেমির বেহালা...

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২৬

১৪ | তানভীর | শুক্র, ২০০৮-০৫-১৬ ১০:৪২

শুভ জন্মদিন, মুহাম্মদ। আরো অনেক বছর এমনি করেই আপনার কাজ দিয়ে আমাদের মুগ্ধ করে রাখুন।

রায়হান আবীর, উত্তম পোস্টের জন্য আপনাকে

= = = = = = = = = = =
তখন কি শুধু পৃথিবীতে ছিল রং,
নাকি ছিল তারা আমাদেরও চেতনায়;
সে হৃদয় আজ রিক্ত হয়েছে যেই,
পৃথিবীতে দেখ কোনখানে রং নেই।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৭

১৫ | শিক্ষানবিস | শুক্র, ২০০৮-০৫-১৬ ১২:০৩

সবাইকে ধন্যবাদ।
বেশী ধন্যবাদ রায়হান আবীরকে।

আমি আসলে একটু ইনট্রোভার্ট টাইপের। অনেক সময় অনেক ফোবিয়া কাজ করে।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৮

১৬ | স্বপ্নাহত | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৫:২৭

কয়েকদিন ধরেই সচলে ঢুকিনা তেমন। কারণ আছে কয়েকটা...
আজকে ঢুকলাম। তোর লেখাটাই প্রথমে পড়লাম। কয়েকদিন ধরেই মন টন খারাপ। তোরটা পড়ে ষোলকলা পূর্ণ হল।

দোস্ত আমার কিছু সমস্যা আছে। ভেতরের কথা গুলো বাইরে ঠিকঠাক বের করে আনতে পারিনা। প্রয়োজনের সময় বন্ধুর কাঁধটা আরো কাছে টেনে এনে যেভাবে সান্ত্বনা দেবার কথা সেভাবে বলতে পারিনা- "দোস্ত, সব ঠিক হয়ে যাবে"

কিন্তু আমার এখন বলতে ইচ্ছে করতেসে। বিশ্বাসও করতে ইচ্ছে করতেসে সব ঠিক হয়ে যাবে।

স্বপ্নাহত'র পক্ষ থেকে তোদের দুইজনের জন্য অনেক অনেক শুভ কামনা। তোদের স্বপ্ন পূরণ হোক।

আর মুহাম্মদকে দ্বিতীয়বার এর মত জন্মদিনের শুভেচ্ছা।

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৯

১৭ | সুলতানা পারভীন শিমুল | শুক্র, ২০০৮-০৫-১৬ ২১:২৬

১. এতো অভিমান...!
২. মুহাম্মদকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ।
৩. আপনাদের গুরুকে লজ্জায় ফেলে দেবার ধান্দা নাকি আপনার ?
৪. ...এক মনিটর দূরত্বের সেই সম্পর্ককে আসলে ব্যাখ্যা করা যায়না...ব্যাখ্যা করে কি আর হবে - সত্যি কথা ।
৫. লেখা মন ছোঁয়া হয়েছে।

............................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩০

১৮ | শামীম হক | রবি, ২০০৮-০৫-১৮ ০২:৪০

উদ্ধৃতি
...এখন বোধহয় বড় সিদ্ধান্ত নেবার সময় এসেছে। বড় হয়ে যাচ্ছি। কিন্তু আমি বড় হতে চাই না...

আহা, সত্যিই যদি সম্ভব হতো!

সুন্দর করে মনের কথাগুলি বলতে পারার জন্য আপনাকে অভিনন্দন।

মুহাম্মদকে জন্মদিনের শুভেচ্ছা।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩১

১৯ | fahim (যাচাই করা হয়নি) | মঙ্গল, ২০০৮-০৬-২৪ ০২:২৮

shocholayataner shobaik khubi irsha hocche....
ishhhh amio jodi toder moto nijer kotha likhte partam....!!
afsos!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৩২

১৯.১ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৬-২৪ ১৫:৫৫

তুই তো আইসা পড়।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।