নজরুলের স্পেসশীপ...

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: বুধ, ৩১/১২/২০০৮ - ১০:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

অতন্দ্র প্রহরীর কাছ থেকে শোনা খবরটাকে বিখ্যাত নাট্যকার নজরুল ইসলামের বিশ্বাস করতে কষ্ট হলো। গত কয়েকমাস তিনি সচলায়তন থেকে দূরে ছিলেন। তার গড়িমসি করে বানানো একঘন্টার একটি নাটক কিভাবে কিভাবে যেন অস্কার নমিশন পেয়ে গেছে। তার জন্য তিনি বেশ কয়েকমাস ধরে ব্যস্ত। আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত তাকে স্বহস্তে লিখিত একটা আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। যেখানে বেশ বিনয়ের সাথে প্রেসিডেন্ট আরজি করেছেন, নাটকটি তিনি নজরুল ইসলামকে পাশে উপভোগ করতে চান...

এরই মাঝে এতো কান্ড। তার অনুপস্থিতিতে বেশ কয়েকজন সচল সরকারী কাজে একটা স্পেসশীপে করে পাড়ি দিয়েছিলেন "পক্টোপরা" গ্যালাক্সীর নবম গ্রহ "ঙপৎকার-৯" এ। কিন্তু সেখানে পৌঁছাবার আগেই তারা ভিনগ্রহের এক বুদ্ধিমান কিন্তু বেত্তমিজ প্রাণীদের আক্রমণের স্বীকার হন। সেই বদগুলা ঢিল মেরে মহাকাশ যানের বেশ কয়েকজায়গা ফুটো করে ফেলে। শুধু তাই নয় নিজেদের গ্রহ থেকে একটা দড়ি মেরে তারা মহাকাশ যানটিকে বেঁধে ফেলে। সেটি এখন ওই গ্রহের আশে পাশে ঘুরঘুর করছে।

এইসব শুনে নজরুলের বিদ্রোহী মন বিপ্লবী হয়ে উঠলো। ঠিক করলেন সরকারী সাহায্যের তোয়াক্কা না করে তিনি নিজেই যাবেন প্রিয় সচলের ভাই বোনদের এই আযাব থেকে উদ্ধার করলেন। আমাজন ডট কমে যেয়ে একটা স্পেসশীপের অর্ডার দেবার পর তার আসল কথাটা মনে পড়লো। তিনি ব্লগে একটা ইমো ঠিক মতো দিতে জানেন না...কিভাবে এতদূর স্পেসশীপ চালিয়ে যাবেন...

সব মুশকিলেরই সমাধান থাকে। কিন্তু ঠান্ডা মাথায় সেটা ভেবে দেখতে হয়। পাশে রাখা কেরুর বোতল থেকে খানিকটা গলায় ঢেলে তিনি ভাবতে শুরু করলেন। ভাবতে ভাবতে তার মাথায় খেলে গেলো সহব্লগার কীর্তিনাশার কথা। ব্যাটা কয়েকদিন আগে তাকে জানিয়েছিল যে ড্রাইভিং শিখছে। এতোদিনে যদি তার শেখা শেষ হয়ে থাকে তাহলে নিশ্চই স্পেসশীপও চালিয়ে নিয়ে যেতে পারবে। ব্যক্তিগত রোবট "ভুদাই-০০৭" কে তিনি হুকুম দিলেন কীর্তিনাশার সাথে যোগাযোগ স্থাপন করতে।

কীর্তিনাশা একটি অ্যাড ফার্মে চাকরি করেন। চাকরি বললে ভুল বলা হবে। কোম্পানী থেকে ইন্টারনেট ব্রাউজিং এর জন্য তাকে পয়সা দেয়া হয়। সারাদিন আজাইরা ইন্টারনেট ব্রাউজ করে তিনি বেশ ক্লান্ত। বেশ বড়সড় একটা ভুড়িও হয়ে গেছে ইতিমধ্যে। নজরুলের আমন্ত্রণ শুনে উত্তেজনায় তার রক্ত টগবগ করে ফোটা আরম্ভ করলো। যদিও তিনি গাড়িও ঠিক মতো চালাতে জানেননা, তাতে কি, স্পেসশীপ ঠিকই সামলাতে পারবেন...

কীর্তিনাশার কাছ থেকে সবুজ সংকেত পাবার পর থেকে নজরুল ইসলাম জিনিসপাতি গোছানো শুরু করলেন। ইস্কাটনের দিলু রোডস্থ ওয়াইন এঙ্কুরিয়ামে ফোন অর্ডার দিলেন একশ বোতল অরিজিনাল কেরু ভদকা, এবং একশ টাকার খড়। খড়ের প্রয়োজন আছে। কারণ কেরু কোম্পানী মালটা ঠিক মতো বানাতে পারলেও তাদের বোতলগুলা হয় জঘন্য। অল্পতেই ভেঙ্গে যায়। খড় দিয়ে সেগুলোকে মুড়ে রাখা হবে। এছাড়াও দীর্ঘ মহাশূন্যে একাকী ভ্রমণে নারীর সংগেরও প্রয়োজনীয়তা রয়েছে। নুপুর ভাবীর চোখ এড়িয়ে তিনি খোমা-খাতা খুলে বসলেন খোমা দেখে নারী পছন্দের আশায়।

যাবার ঠিক আগের দিন মধ্যরাতে হঠাৎ তার ফোন বেজে উঠলো। নুপুর ভাবী ঘুম পাতলা। তিনি পাশ ফিরে সন্দেহের দৃষ্টিতে তাকালেন নজরুল ইসলামের দিকে। গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, "ঐ এতো রাতে কে তোমারে ফোন করছে..." নজরুল সাহের নুপুরের দৃষ্টিকে উপেক্ষা করে বললেন, "আরে কেউ না। আমাদের বিদিশা ভাবী..."

হ্যালো...
কে, নজরুল?? আমি তোমার বিদিশা ভাবী। আছ কেমন...
ভাবী এতোদিন পর মনে পড়লো ছোট ভাইরে?? আপনে এখন কই?
আর বলিওনা। আচ্ছা নজরুল শুনলাম তুমি নাকি কোথায় বেড়াতে যাচ্ছো? আমাকে নিবা তোমার সামনে...

এরপর আর বউয়ের পাশে শুয়ে আলোচনা করা যায় না...নজরুল ইসলাম বারান্দায় চলে গেলেন ফোন হাতে।

আপনি যাবেন? হাছা কইতাছেন?
হু। জানো আমার না ইদানিং কিচ্ছু ভাল্লাগে না...বারবার মনে হয় একটু দূরে কোথাও যাই। তুমি আমাকে নাওনা তোমার সাথে...
নজরুল ইসলাম ভাবেন কি আছে কপালে। আচ্ছা ভাবী আপনে কালকে সকাল এগারোটায় নিউমার্কেট কাঁচা বাজারের সামনে থাইকেন। আমি আপনেরে উঠাই নিমু...

(নজরুল-বিদিশা-কীর্তিনাশার ভ্রমণ এবং উদ্ধার কর্মকান্ড আগামী পর্বে...)

গড় রেটিং

(৪ ভোট)

Trackback URL for this post:
http://www.sachalayatan.com/trackback/18058

লিখেছেন রায়হান আবীর (তারিখ: শুক্র, ২০০৮-০৯-০৫ ২২:৩৪)
উদ্ধৃতি | রায়হান আবীর এর ব্লগ | ৭৪টি মন্তব্য | পছন্দের পোস্টে যুক্ত | আপত্তি জানান | ৩৪১বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, রায়হান আবীর. Sachalayatan.com can not be held responsible.

১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৯-০৫ ২২:৪৪

কয়েকমাস আগে একটা সাইন্স ফিকশন লিখছিলাম সখ কইরা। সেইটা দুই পর্বে শেষ কইরা দেওনের পর অনেকেই ক্ষোভ জানাইছিলেন, আরও কয়েক পর্ব না লেখার জন্য। তারই ধারাবাহিকতায় এই পিস।

আগ্রহীরা পড়ে দেখতে পারেন।

১.. সাইন্স ফিকশন: চল্‌ চল্‌ চল্

২.. চল্‌ চল্‌ চল্‌ (শেষ পর্ব)

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২ | তানবীরা | শুক্র, ২০০৮-০৯-০৫ ২২:৪৫

হাসতে হাসতে গড়আগড়ই।

পচানো জোশ হয়েছে। নজু ভাই প্লঈজ গোস্বআ খাইয়েন না। অন্যএর পিসি থেকে তাই বানানের এই অব্সথা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৯-০৫ ২২:৫৫

তানবীরা আপু,

আগেই গড়াগড়ি খাইয়েন্না। আরও বাকি আছে।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৩ | স্বপ্নাহত | শুক্র, ২০০৮-০৯-০৫ ২২:৫৭

পরের পর্বের একেবারে শুরু থেকেই বিদিশা আপুর উপস্থিতি চাচ্ছি.....

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৯-০৫ ২৩:০৭

বিদিশা আম্মা ক ব্যাটা...

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৪ | সবজান্তা ( অনেক বিপদে, তাই লগাইলাম না) (যাচাই করা হয়নি) | শুক্র, ২০০৮-০৯-০৫ ২২:৫৮

হা হা লেখাটা চমৎকার হইসে।

নজু ভাই এর কপালে দুঃখ আছে। রায়হানের ভাব-সাব সুবিধার না, কাছা খুইলা দ্যাওনের চান্স আছে।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৪.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ০০:১৪

সবজান্তা ভাই, কিসের বিপদ?? আমিও নিজেও বেশ বিপদে আছি। বিপদ সংকুল বিশাল বিশাল ব্লগ লিখে যাচ্ছি। তার কোনটাই অবশ্য এইখানে দেওনের সাহস নাই। সব ৩৬০ তে আটকাইয়া রাখছি। আমার বিপদ অবশ্য আপনারটার মতো হবেনা। প্রজেক্ট নিয়া ব্যস্ত নাকি??

নজু ভাইরে আমি অনেক ভালা পাই। কাছা খুইলা দেওনের চান্স অবশ্য নাই। তবে অন্য কিছু খুইলা দেওয়া হৈব কিনা কৈতারিনা।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৪.১.১ | সবজান্তা | শনি, ২০০৮-০৯-০৬ ০০:২৫

আগামী কালকে ডিজিটাল কমিউনিকেশন ল্যাবটেস্ট। পুরাটাই উরা-ধুরা ম্যাটল্যাব কোড। আমি সারাদিন ধরে কোড লেইখা মাত্র দুইটা মিলাইতে পারসি। টেনশনের চোটে দাঁড়ি-গোফ বড় হয়া গেল। বেশি দুঃখে কোড বাদ্দিয়া এখন সচলায়তন পড়ি।

তোমার লেখাটা পইড়া বেশ মজা পাইছি। ফ্লো-টা ধইরা রাইখো পরের পর্বেও।

তোমার বিপদ কী নিয়া ? হৃদয়-ঘটিত ?

অলমিতি বিস্তারেণ

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪.১.১.১ | স্বপ্নাহত | শনি, ২০০৮-০৯-০৬ ০০:৩৯

উদ্ধৃতি
তোমার বিপদ কী নিয়া ? হৃদয়-ঘটিত ?

হ। তাছাড়া আর কি। বয়সটাই এরম।

পাকস্থলি ঘটিতও হৈতে পারে। রোজা রমজানের দিন.....

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১০

৪.১.১.১.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ০০:৫৬

জিহাদ তোর মতো তো আমি দশ বারোটা হৃদয় নিয়া ঘুরিনা যে দুই দিন পর পরই হৃদয় ঘটিত সমস্যা হৈব। ভালো হৈয়া যা, বুঝলি, ভালো হৈয়া যা।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১১

৪.১.১.২ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ০০:৪৪

না না হৃদয় ঘটিত কিছু না। আপনার যেমন কমিউনিকেশন নিয়া বিপদ আমারও তেমন অন্য ধরণের কমিউনিকেশন নিয়া বিপদ।

ডিজিলাম কমিউনিকেশনেও কি ম্যাটল্যাব কর্তে হবে নাকি? তাইলে আমি নাই। মেডিকেল ইঞ্জিনিয়ারিং না কি একটা জানি আছে ঐটা নিতে হৈবে। দুই সেমেস্টার ম্যাটল্যাব পইড়া এবং ভাইভাতে স্যারদের নাকানি চুবানী খাইনা আমি যারপরনাই ত্যক্ত এই জিনিসটার উপর।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১২

৪.১.১.২.১ | সবজান্তা | শনি, ২০০৮-০৯-০৬ ০১:২৬

যে কোন ধরণের কমিউনিকেশনের প্রধান দুশমন প্যাকেট লস বা বিট লস।কাজেই তুমি যে প্রবলেমই হোক, প্যাকেট মিস হইতে দিও না, দরকার হইলে নিজে হাতে কইরা বাড়িতে যায়া প্যাকেট দিয়া আইসো, তবে সাবধান ,চ্যানেলে বড় বেশি নয়েজ।

ডিজিট্যাল কম এটা খাইষ্টা টাইপ সাবজেক্ট। পড়তে মজা ঠিকই, কিন্তু ঠ্যালা বাইর হয় পরীক্ষার সময়। ডি এস পি র বাপও বলা যাইতে পারে একে।

খুব খিয়াল কইরা......

অলমিতি বিস্তারেণ

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৩

৪.১.১.২.১.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ১৫:১১

হুম নেক্সট সেমেস্টারে ডিএসপি আছে। দেখা যাক কি হয়...
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

১৪

৫ | মাহবুব লীলেন | শুক্র, ২০০৮-০৯-০৫ ২৩:২৮

কিন্তু স্পেশ শীপটা বানানোর সময় ভুলে সেখানে কোনো টয়লেট রাখা হয়নি

কেরু সেবনের পরে নজরুলের দরকার পড়ল ছোটকামের
কীর্তিনাশারে বলতেই সে কামরঙ্গির চরে নজরুলরে নামিয়ে দিলো
কিন্তু কামকাজ সেরে নজরুল ফিরে তাকিয়ে দেখে বিদিশারে নিয়া কীর্তিনাশা উধাও...

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৫

৫.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ০০:১৪

এইযে ম্যাডামরে কীর্তি ভাইয়ের লগে ছাইড়া দিলেন তাতে কিন্ত অনেকেই গোস্বা হৈতে পারে।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১৬

৫.১.১ | মাহবুব লীলেন | শনি, ২০০৮-০৯-০৬ ০০:২০

এরশাদ কাক্কুর নতুন বান্ধবীটা কিন্তু ঢাবিতে পড়ে
ওইটারে ট্যাগ কইরা দিমু রায়হান আবীরের লগে
খুশি?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৭

৫.১.১.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ০০:৩৭

হুম!! এখন তো আমাদেরই ট্যাগ হওনের বয়স।

তা কন্যাটির সহিত কি মহাশয়েরও ব্যক্তিগত সম্পর্ক রয়েছে নাকি?

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

১৮

৫.১.১.১.১ | মাহবুব লীলেন | শনি, ২০০৮-০৯-০৬ ০০:৫৬

ট্যাগ হওয়ার জন্য কিছু তরিকা ফলো করা লাগে
খালি হাপিত্যেশ করলেই হয় না (উদাহরণ: হিমু)

আর বয়সরে ঠিকঠাক মতো ব্যবহার করতে না পারলে কিন্তু পাকা শসার কোনো দাম নাই...

০২

বাকি প্রশ্ন প্রকাশ্যে আলোচনা নিষেধ

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

১৯

৫.১.১.১.১.১ | নজরুল ইসলাম | শনি, ২০০৮-০৯-০৬ ০৬:২৭

হ... কথা সত্য...
______________________________________
পথই আমার পথের আড়াল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২০

৫.১.১.১.১.১.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ১৫:১৫

হুরো মিইয়া, এইখানে আমার আর লীলেন ভাইয়ের গুরুত্বপূর্ণ আলোচনা হৈতাছে। আপনে বাগড়া দিয়েন্না পিলিজ।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২১

৫.১.১.২ | স্বপ্নাহত | শনি, ২০০৮-০৯-০৬ ০০:৪৩

অ লীলেন ভাই, খালি একজনরে খুশি করলেই হৈবো। ডাইনে বায়ে একটু দেইখেন।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২২

৫.১.১.২.১ | মাহবুব লীলেন | শনি, ২০০৮-০৯-০৬ ০০:৫৯

খালি খালি আর কত দেখব?
নজরুল অতগুলা কেরুফেরুর দোকান চিনার ট্রেনিং দিলো
কই
কোনো সাড়াশব্দ তো পাই না

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৩

৫.১.১.২.১.১ | নজরুল ইসলাম | শনি, ২০০৮-০৯-০৬ ০৬:৩২

হ... একবার চিন্তা কইরা দেখেন, সারা দুপুর কত কষ্ট মষ্ট কইরা ফোনে ফোনে ডিরেকশন দিয়া দোকান চিনাইলাম। বস্তু হাতে পাইয়াই লাপাত্তা। আমি আরো ভাবলাম সন্ধ্যায় যেহেতু আমাদের জমায়েত হইতেছে সেখানেই তো আসবে। ওমা... উনারা নিজেদের মৌজ মাস্তিতে হাজির। আর আমরা খাইলাম টমেটো ক্যাচাপ দিয়া আলুপুরি!!

পোলাপাইনে আজকাল আদপ লেহাজ তমিজ কিছুই অবশিষ্ট নাই। গুরুদক্ষিণা তো দূরের কথা।
______________________________________
পথই আমার পথের আড়াল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৪

৫.১.১.২.১.১.১ | ধুসর গোধূলি | সোম, ২০০৮-০৯-০৮ ০৫:৫২

- আল্লাহু আকবার।
কেয়ামাতের আর দেরী নাই জনাব।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৫

৫.১.১.২.২ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ০০:৫৯

আমি খিয়াল কৈরা দেখছি যখনই কেউ আমারে কিছু দিতে চায় তখনু তুই আইসা বাগড়া দেস। এর আগে শিমুল আপার একটা পোস্টেও এই কাম হৈছে।

ভাই তোর আর কয় খান লাগবো???

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২৬

৬ | শিক্ষানবিস | শনি, ২০০৮-০৯-০৬ ০০:৪৮

জব্বর হইছে। সামনের পর্বে আরও জমবো নিশ্চই!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

২৭

৬.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ০১:০৫

দেখা যাক কি হয়।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

২৮

৭ | অনিন্দিতা (যাচাই করা হয়নি) | শনি, ২০০৮-০৯-০৬ ০০:৫৪

মন খারাপ নিয়ে সচলে ঢুকে ই এই লেখা পড়লাম।
হাসতে হাসতে ........

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

২৯

৭.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ০১:১৯

আহা!! মন খারাপ ক্যান আপু??

গতকালকে সাতরং সাইটটাতে অনেকক্ষণ ঘুরলাম। বেশ ভালো লাগছে।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৩০

৮ | পরিবর্তনশীল | শনি, ২০০৮-০৯-০৬ ০০:৫৮

এই পোস্ট আরো আগে আসা উচিত ছিল।
আগামী পর্বে বিদিশা আপুর সাথে নজু ভাইয়ের কাণ্ডকীর্তি ডিটেইলস কইরা লিখিস।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৩১

৮.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ০১:০৫

ঠিকাছে!!

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৩২

৯ | নিরিবিলি [অতিথি] | শনি, ২০০৮-০৯-০৬ ০০:৫৯

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৩৩

৯.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ০১:২০

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৩৪

৯.১.১ | সুলতানা পারভীন শিমুল | মঙ্গল, ২০০৮-০৯-০৯ ১৯:৫২

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩৫

১০ | রেনেট | শনি, ২০০৮-০৯-০৬ ০১:১০

সূচনা পর্ব জাম্পেশ হইছে রায়হান ভাই। সেইরকম কাহিনীর অপেক্ষায় রইলাম
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩৬

১০.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ০১:৩২

রেনেট ভাই, এমন কইরা কইতে নাই।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৩৭

১১ | নজরুল ইসলাম | শনি, ২০০৮-০৯-০৬ ০১:১১

ইয়ে... আবীর... মানে বলতেছিলাম যে আগামী পর্ব লেখার আগে একবার আসেন... আমরা একটু ইফতার টিফতার করি...
আর এইসব মাহবুব ভীলেন জাতীয় লোকজনের কথা কানে তুইলেন না। শত হইলেও আপনে আমার পাড়াত ভাই তাই না?

______________________________________
পথই আমার পথের আড়াল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৩৮

১১.১ | পরিবর্তনশীল | শনি, ২০০৮-০৯-০৬ ০১:২৮

পাম দিয়া লাভ হইব না। দেশ ও জাতি সত্য একদিন জানবেই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৩৯

১১.১.১ | নজরুল ইসলাম | শনি, ২০০৮-০৯-০৬ ০১:৫৩

তাই বইলা কি আমি আপনেরে আসতে নিষেধ করছি?
______________________________________
পথই আমার পথের আড়াল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪০

১১.১.১.১ | স্বপ্নাহত | শনি, ২০০৮-০৯-০৬ ০২:০৩

আসতেও তো কন্নাই

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪১

১১.১.১.১.১ | নজরুল ইসলাম | শনি, ২০০৮-০৯-০৬ ০৬:৪৪

পোলাপানের ভাবসাব দেইখা মনে হয় এদের বিয়ার সময় গিয়া কবুলটাও আমার বইলা দিতে হইবো।
______________________________________
পথই আমার পথের আড়াল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪২

১১.১.১.১.১.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ১৫:১৪

নজ্রুল ভাই, একবার পইড়া সখ মিটেনাই?

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৪৩

১১.২ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ০১:৩৪

@ নজু ভাই,

আহা!! ইফতার করাইবেন? কি দিয়া সেইটা আগে কন। তারপর ভাইবা দেখি।

ভিলেন ভাইয়ের কোন কথা কানে তুলুম না? ঢাবির মেয়ের ব্যাপারটা? ঐটা আমি অলরেডি কানে তুইলা ফেলাইছি। হাজার হোক আপনের পাড়াতো ভাই না...

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৪৪

১১.২.১ | নজরুল ইসলাম | শনি, ২০০৮-০৯-০৬ ০১:৫৮

আবার জিগায়...
______________________________________
পথই আমার পথের আড়াল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪৫

১২ | রণদীপম বসু [অতিথি] | শনি, ২০০৮-০৯-০৬ ০১:৩৮

কেরুর প্রভাব কাজ করা শুরু করছে মনে লইতাছে। ভালো। আর কেরু পাট্টির মেম্বারওতো মনে লয় কম না !

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৪৬

১২.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ০১:৫৭

কেরুর প্রভাবেই হোক কিংবা অন্যকিছুর প্রভাবেই হোক আমার লেখায় প্রথমবারের মতো মন্তব্য করার জন্য আপনারে থ্যাংকু।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৪৭

১৩ | সংসারে এক সন্ন্যাসী | শনি, ২০০৮-০৯-০৬ ০৩:৩২

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍খুউব মজাদার লেখা হয়েছে। নেক্সট পর্ব কবে?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৪৮

১৩.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ১৫:১৮

গুরু এত কঠিন প্রশ্ন কর্লে ক্যেম্নে কি?
নেক্সট পর্ব আসবে অতি শীঘ্রই।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৪৯

১৪ | সংসারে এক সন্ন্যাসী | শনি, ২০০৮-০৯-০৬ ০৩:৩৭

এইটা আর পরেরটা ঘ্যাচাং কইরা দ্যান। কমেন্ট পোস্ট হইতে চায় না দেইখা টিপা দিছি বার কয়েক, পরে দেখি, বেবাকগুলান পোস্ট হইয়া গেসে

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৫০

১৪.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ১৫:২০

এই সাইটটা বহুত গিয়াঞ্জাম করতেছে।

মন্তব্য নিলে নেয় না, ব্লগ দিলে ইন্টারনাল এরর দেখায়।। কোন একটা ব্লগে ক্লিক করলে পাঁচ-দশ মিনিট আগেরটা দেখায়।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৫১

১৪.১.১ | অতন্দ্র প্রহরী | শনি, ২০০৮-০৯-০৬ ১৫:৫৪

একই সমস্যা আমারও হইসে। তাই তো দুইদিনের সব জমানো কমেন্ট আজকে একবারে দিতেছি
____________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৫২
১৬ | তারেক | শনি, ২০০৮-০৯-০৬ ০৯:৫৫

আলহামদুলিল্লাহ।
বিদিশার নাম দেইখাই টেবিলের ধারে বান্ধা রোজাটা লাফালাফি করতেছে। নেক্সট পর্ব রাইতেই পড়ুম
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৫৩

১৬.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ১৫:২৬

নাহ!! নজু ভাইরে নায়ক বানাইয়া ভুল হৈছে। তিনি এতটাই জনপ্রিয় যে পাবলিক এখন আর গল্পের কোন কিছু জানতে চায় না। তারা শুধু জানতে চায় নজু-বিদিশার কাহিনী।
এখন আমি কৈ যাই...

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৫৪

১৬.১.১ | মাহবুব লীলেন | শনি, ২০০৮-০৯-০৬ ১৬:২৮

এই দেখো
পোলাপানরে বিনা শর্তে বুদ্ধি দান করলেও নিতে পারে না
নজরুলরে নায়ক বানানো বিপদ দেখেইতো আমি তারে পেশাব করতে কামরঙ্গির চরে নামিয়ে দিলাম
সে ওইখানে ঘুরতে থাকুক
কয়েক বছর পরে গিয়ে তাকে আনকনটাকটেড ট্রাইব হিসাবে উদ্ধার করা যাবে

এখন উড়ো রিকশায় কীর্তিনাশা আর বিদিশা
কীর্তিনাশা উল্টাপাল্টা করলে তারেও কোনো একটা চরে নামিয়ে দেয়া যাবে

বুদ্ধি হোক আর আশীর্বাদ হোক
সময়মতো নিতে না পারলে তো পরিবর্তনশীল থাবা মারবেই

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৫৫

১৭ | অতন্দ্র প্রহরী | শনি, ২০০৮-০৯-০৬ ১০:৩০

পরের পর্বে নজরুল ভাইয়ের খবর আছে মনে হইতেসে! নজরুল ভাই, দেরি করে ফেলসেন, এখন কি আর ঘুষ-টুষ দিয়ে কাজ হবে?
তবে আমারেও যদি ইফতারের দাওয়াত দেন তাইলে আমি রায়হানের সাথে পারসোনালি কমিউনিকেইট কইরা দেখতে পারি
কীর্তিনাশা ভাইজানরে দেখতেসি না যে! উনার তো ' সাত্যিয়ানাশ' হো গ্যায়া!
লেখা সেইরকম হইসে। রোবটের মডেলের নাম পইড়া তো অট্টহাসি দিলাম! পরের পর্বের অপেক্ষায় ...
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৫৬

১৭.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ১৫:২৪

ঠিকাছে বস!!

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৫৭

১৭.২ | কীর্তিনাশা | রবি, ২০০৮-০৯-০৭ ০৯:৫১

উদ্ধৃতি
কীর্তিনাশা ভাইজানরে দেখতেসি না যে! উনার তো ' সাত্যিয়ানাশ' হো গ্যায়া!

মরি নাই বাইচা আছি এখনো।

আর রায়হান আবীর আপনারে আর কি কমু?!

আপনার জন্য একখানা তেলে ডুব ডুব মন্তব্য রহিয়াছে সিরিয়ালে শেষের দিকে। দয়াকরিয়া পড়িয়া লইবেন।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৫৮

১৮ | রাফি | শনি, ২০০৮-০৯-০৬ ১২:৪৭

ভাল্লাগছে...

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৫৯

১৮.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ১৫:২৫

থ্যাঙ্কু, থ্যাঙ্কু!!

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৬০

১৯ | জ্বিনের বাদশা | শনি, ২০০৮-০৯-০৬ ১৬:০৪

....সবচেয়ে মজা পাইছি রোবটের নাম "ভুদাই ০০৭"
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৬১

১৯.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ১৬:২২

============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৬২

২০ | আরিফ জেবতিক অফলাইন (যাচাই করা হয়নি) | শনি, ২০০৮-০৯-০৬ ১৮:০৭

কেরুর কথা লেখায় দেখে মনটা উদাস হইল ।
দেশীয় শিল্প কতোদিন খাই না । আহা , আহা .. ।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৬৩

২০.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ২১:৩৫

আহা আহা!!!

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৬৪

২০.২ | নজরুল ইসলাম | শনি, ২০০৮-০৯-০৬ ২১:৪১

আপনে তো ভাই বিলাত ফেরত...
তবে একটা মজার কথা বলি...
একবার পকেটে টাকা নাই.. ভাবলাম শেরাটনে যাই ক্রেডিট কার্ডে খাই। গিয়া দেখি সেখানে কেরু পাওয়া যায়। এমন একটা ভাব নিলাম যে আমরা তো এসব জীবনেও খাই নাই... অনটেষ্ট আজকেই খাই...
______________________________________
পথই আমার পথের আড়াল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৬৫

২০.২.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ২১:৫৩

ওরে নারে, শেরাটনেও কেরু...

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৬৬

২১ | নজরুল ইসলাম | শনি, ২০০৮-০৯-০৬ ২১:৫৫

এই পোস্টটা নিয়া আমার অনেক অবজেকশন আছে। সেগুলা নিয়া আবীরের সাথে ব্যক্তিগতভাবে কথা বলবো।

নূপুর
______________________________________
পথই আমার পথের আড়াল

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৬৭

২১.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৯-০৬ ২২:১৬

ওরে নূপুর ভাবী...

অনেক অবজেকশন???

ডরাইছি...

নজ্রুল ভাই, বাঁচান...

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৬৮

২১.২ | স্বপ্নাহত | রবি, ২০০৮-০৯-০৭ ২০:৪৬

অবজেকশনের সাথে ইফতারী হিসেবে মাইর টাইর দেয়ার কোন প্ল্যান ট্যান থাকলে আমারে কইয়েন কিন্তু ভাবীসাব।

পোলাডার উপর আমারো কিছু নেক নজর আছে

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৬৯

২২ | এলোমেলো ভাবনা [অতিথি] | রবি, ২০০৮-০৯-০৭ ০১:০৮

মজাক মজাক!!

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান

৭০

২৩ | মুশফিকা মুমু | রবি, ২০০৮-০৯-০৭ ১০:০০

হাহাহা আবীর জি দারুন লিখেছেন, নজুভাই আর কির্তিনাশাকে সাক্সেসফুলি পচিয়েছেন, খুব মজার
পরের পর্বের অপেক্ষায়।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৭১

২৩.১ | কীর্তিনাশা | রবি, ২০০৮-০৯-০৭ ১০:৫৫

এইটা কি কন মুমু! হাচাই পঁচাইছে নি?!

আমি আরো হেভি খুশি হইয়া, রায়হানরে তেল দিয়া এই মাত্র একখান মন্তব্য পোস্টাইলাম ।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৭২

২৪ | কীর্তিনাশা | রবি, ২০০৮-০৯-০৭ ১০:৪৭

হে মহান লেখক রায়হান আবীর,
আপনি যে সাইফাই গল্পখানা লিখিয়াছেন তাহা ইতিহাসের পাতায় চিরদিন স্বর্নাক্ষরে চকচক করিতে থাকুক। আমি শপথ করিয়া বলিতে পাড়ি এমন গল্প পড়িতে পাড়িলে আর্থার সি ক্লার্ক আর আইজ্যাক আসিমভের মতো লেখকদ্বয় কাঁদিয়া আকুল হইয়া, সাইফাই গল্প, উপন্যাস লেখা ছাড়িয়া দিতেন এবং কেবল কেরু পানাইতেন।

বি:দ্র: আপনাকে উদ্দেশ্য করিয়া যে এত তেলে ভরপুর মন্তব্য খানা পোস্টাইলাম তার গুঢ় রহস্য এক্ষনে নিম্নে উন্মোচন করিলাম।

প্রিয় রায়হান আবীর,

আপনি নিশ্চই লক্ষ্য করিয়া থাকিবেন যে, অনেক দুরাচার লেখক রহিয়াছে যাহারা গল্পের নায়ককে মহান বীর দেখাইতে গিয়া পার্শ্বচরিত্রদের মান-ইজ্জত লইয়া ভয়াবহ রকম ছিনিমিনি খেলিয়া থাকেন অথবা তাহাদের অকালে খুন করিয়া ফেলেন।

আমার দৃঢ় বিশ্বাস আপনি সেইসব লেখকদের কাতারে সামিল হইবেন না। আপনি আপনার মহানত্ব বজায় রাখিয়া এই গল্পের পার্শ্বচরিত্র কীর্তিনাশাকে এক বীর যোদ্ধায় বিবর্তন ঘটাইবেন। যে কিনা মূল চরিত্র নজরুলকে ছাপাইয়া গিয়া নিজ মহিমায় ঝলকাইয়া উঠিবে। (উল্লেখ্য গল্পে এরূপ কিছু ঘটিলে বিশেষ বিশেষ উপঢৌকন যথাসময়ে আপনার ঠিকানায় পৌঁছাইয়া যাইবে)

আরো উল্লেখ থাকে যে, লীলেন ভাই বর্নিত কাহিনীর মোচড়খানাও যথেষ্ট লোভনীয়, আশাকরি বিবেচনা করিয়া দেখিবেন।

পরিশেষে আপনার সর্বাঙ্গীন শুভকামনা ও এই অতিব উপাদেয় গল্পের শুভ পরিসমাপ্তি কামনা করিয়া শেষ করিতেছি।

ইতি
আপনার একান্ত গুনমুগ্ধ পাঠক

কীর্তিনাশা

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ

৭৩

২৪.১ | রায়হান আবীর | রবি, ২০০৮-০৯-০৭ ১৭:২৫

কীর্তি ভাই, আপনে সাইড নায়ক কইলো কে? আপনে হৈলেন গিয়া জাহাজের পাইলট।

আর ভাবী হুমকি দিসে। পরের পর্ব লেখার আগে তার সাথে আলোচনায় বসস্তে হবে।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান

৭৪

২৫ | সুলতানা পারভীন শিমুল | রবি, ২০০৮-০৯-০৭ ২০:২৮

সেই বদগুলা ঢিল মেরে মহাকাশ যানের বেশ কয়েকজায়গা ফুটো করে ফেলে। শুধু তাই নয় নিজেদের গ্রহ থেকে একটা দড়ি মেরে তারা মহাকাশ যানটিকে বেঁধে ফেলে।
হা হা হা
হাসতে হাসতে শেষ...
পরের পর্ব তাড়াতাড়ি।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।