বিফলে মূল্য ফেরৎ...

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: সোম, ২৩/০২/২০০৯ - ২:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিফলে তার মূল্য ফেরৎ
গ্যারাণ্টি তার নামে
সেই ভরসায় চান্দুমামা
নিলেন চড়া দামে।

স্বপ্নে পাওয়া তাবিজ নাকি
দারুণ কার্যকর
কার্যসিদ্ধি করেই ছাড়ে
ঝেঁটে শরম ডর।
মামী একটা হবেই এবার
কেমনে ফস্কে আর
জমবে খেলা দেখবে সবাই
আসছে মঙ্গলবার।

দিনটা হলো কৃষ্ণপক্ষের
অমাবস্যা তিথি
এক দমে তা বাঁধতে হবে
এ-ই তাবিজের রীতি।
সুড়সুড়িয়ে না এসে পার
কেমনে পাবে শুনি
চুলের গোড়ায় তাবিজ বাঁধা-
কই যাবি টুনটুনি!

ভেবেই আগাম বিভোর মামা
মনটা যে আঁইটাই
নেড়েচেড়ে ঠিক বুঝেছেন
জিনিস তো এইটাই!
অমাবস্যায় নীরব পাড়া
তিন প্রহরের রাতে
চুপি চুপি বেরোয় মামা
তাবিজ নিয়ে হাতে-

টুনটুনিদের বাড়ির পাঁচিল
টপকে হবেন পার
হ্যাঁচকা টানে কানটা ধরে
লাগালো তোলপাড়

কে? পাড়ার চৌকিদার! #


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

টুনটুনি?
বেশি বালিকা হয়ে যায় না! চোখ টিপি

তানবীরা এর ছবি

হাহাহাহা। আপনার ছড়া পড়ে অনেক দিন পর নজরুলের লিচু চোর কবিতাটা মনে পড়ে গেলো।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

জেবতিক রাজিব হক এর ছবি

জটিলস্ ।

কীর্তিনাশা এর ছবি

চ্রম মজা পাইলাম দেঁতো হাসি

তাই পাঁচ ভুটাইলাম !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পান্থ রহমান রেজা এর ছবি

রণ'দা ব্যাপক হইছে।

মাল্যবান এর ছবি

এটা কি করলেন মশাই, মামুর একটা গতি করলেন না ? বেচারা ! চুলের গোড়া দূরস্থান ,বাড়ির দোরগোড়ায় এমন হেনস্থা ! আপনার দেইখেন কি হয় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক

আপনি কেন যে নিয়মিত ছড়া পোস্টান না!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।