| দুই-মেগাপিক্সেল…| ঢাবি শহীদ তালিকা-স্তম্ভ |

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: মঙ্গল, ২২/১২/২০০৯ - ২:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto

| ঢাবি শহীদ তালিকা-স্তম্ভ |

ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনের টিএসসি-নীলক্ষেত মূল সংযোগ-সড়কটির মধ্যবর্তী গ্রন্থিমুখে চোখে পড়বে একটা সুদৃশ্য সড়ক-দ্বীপ, যেখানে রয়েছে অত্যন্ত নান্দনিক ভঙ্গিতে কতকগুলো আয়তাকার ফলক বা স্তম্ভের সাজানো স্থাপনা। এই চমৎকার নির্মাণ-শৈলীর প্রতিটা ফলকের ভেতর-পার্শ্বে থরে থরে অঙ্কিত রয়েছে একাত্তরে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট শহীদদের গুচ্ছ গুচ্ছ তালিকা।
এর একটি ফলকে লেখা রয়েছে-

বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী
ও অন্যান্যদের
পবিত্র নামখচিত এই ফলকগুলি
বাংলাদেশের স্বাধীনতালাভের চব্বিশবর্ষপূর্তির দিনে
কৃতজ্ঞ বিশ্ববিদ্যালয়-সমাজের পক্ষ থেকে
স্থাপিত হলো।

...

auto
auto
auto
auto
auto
auto
auto
auto
auto
auto
auto
auto
auto
auto

.
ফলকগুলোর সামনে নিরবে নিবিড় হয়ে দাঁড়ালে শ্রদ্ধায়-শোকে মাথা নুয়ে আসে অজান্তেই। আর বুকের ভেতরে জমে ওঠে শিশির-মাখানো এক রক্তাক্ত সকাল !
...
লেখা ও ছবির মধ্যে শৃঙ্খলার ঘাটতি মনে হলে মূল পোস্টটি এখানে দেখতে পারেন।
...
শীর্ষের ছবিটি আগেই উইকিতে দেয়া আছে। বাকিগুলো সহসাই উইকিতে জমা করা হবে।
...
[মায়ানগরের গণক মিস্তিরি রাগিব ভাইয়ের 'উইকিযুদ্ধ - মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার সমবেত প্রয়াস..' শীর্ষক পোস্টটিকে এখানে লিংক-বদ্ধ করে রাখার সুযোগটাকেও কাজে লাগালাম।]
...


মন্তব্য

রাগিব এর ছবি

বুয়েটের ভেতরেও একটা স্মৃতি ফলক আছে। ক্যাফে আর লাইব্রেরির সামনে। অবশ্য যেভাবে সবাই ওটার উপরে বসে থাকে, তাতে স্মৃতি রক্ষিত হয় কতটুকু, কে জানে!

বুয়েটের সামনের রাস্তাটিও একজন শহীদের নামে, যদিও কেউ সেই নামটা ব্যবহার করে না।

----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

রণদীপম বসু এর ছবি

আয়তাকার উল্লম্বভাবে দুটো স্তম্ভ-ফলক সম্বলিত স্মৃতিসৌধটার কথা বলছেন না ? যদি তাই হয় তবে আপনার কথাই ঠিক, সারাক্ষণ ওখানে একটা না একটা গ্রুপ বসেই থাকে।
শেষ পর্যন্ত কোলাহলপূর্ণ ছবিই নিতে হয়েছে আমাকে। উইকিতে পাঠিয়ে দেবো।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রাগিব এর ছবি

না, আপনি যেটা বলছেন সেটা বুয়েটের শহীদ মিনার, ঢোকার মুখে।

আমি বলছিলাম এই ফলকটির কথা

auto

----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

হিমু এর ছবি

কনসার্টের সময় ওটার ওপর চড়ে লাফাতে দেখেছি ছেলেপিলেকে। নামাতে গিয়ে একবার মারপিট লেগে যাবার মতো অবস্থা। এরাই আবার মেধাবী ছাত্র, বুয়েটের গৌরবের অংশীদার।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই অনুভূতিটা মেধা থেকে আসেনা হিমু.. কোথা থেকে আসে তা জানিনা অবশ্য। শুধু মনে হয় এই অনুভূতির জন্য সেরকম একটা মন থাকা চাই। পরিবার কি কিছুটা হলেও দায়ী নয়?

দুঃখজনক হলেও আমার মনে হয় এরকম মানসিকতার ছাত্র/ছাত্রীর সংখ্যা একেবারে কম নয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভাগ্যিস আরেকটু আগায়া রাস্তার ঐ মাথার ভাস্কর্য বাগানের ছবি তোলেন নাই চোখ টিপি

আপনার ২ মেগাপিক্সেল বান্ধায়া রাখতে হইবো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।