| একদিন সেও কিনা…|

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: বুধ, ১৭/০৩/২০১০ - ১২:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto

কখনোই বলে নি সে- ভালোবাসি,
ডুবু ডুবু চোখে জ্যোৎস্নাকে ঘৃণা করে চাঁদেপাওয়া অক্ষরের শুদ্ধতায়
সে কোন্ ইচ্ছের ক্রন্দন শুনেছে সে বহুকাল? কেউ কি জানতো,
জ্যোৎস্নাকে ঘৃণা করে করে জ্যোৎস্নার নীল জলে একদিন ডুব দেবে সে !

না-পাওয়ার যন্ত্রণা পাথর-বন্দী হলে পাওয়ার কষ্টেই ইচ্ছেরা কাঁদে।
হয়তো সে জেনেছিলো- জলের অক্ষর জলে মুছে না কখনো,
জ্যোৎস্নার কষ্টও জ্যোৎস্নারা পারে না ধুয়ে দিতে।
জ্যোৎস্নার ধবল শয্যায় শুয়ে শেষবার চেয়েছিলো জ্যোৎস্নার দিকেই;
চোখ থেকে ঝরে পড়া জ্যোৎস্নার মতোই কেউ কি জানতো,
রাতের উন্মুক্ত স্থিরতায় বেঁধে কতটুকু অন্ধকার জমেছিলো চোখে !

কখনোই বলে নি সে ভালোবাসি,
শুধু জ্যোৎস্নাকে ঘৃণা করে করে সেও কিনা একদিন জ্যোৎস্না হয়ে গেলো !
(১৬-০৩-২০১০)

[ছবি-কৃতজ্ঞতা: এখানে]


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

না-কবিতা?

রণদীপম বসু এর ছবি

হাঁ...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

হয়তো ইচ্ছাকৃত... "জ্যোৎস্না" একটু বেশিই ব্যবহৃত হইসে মনে হইলো... এ ছাড়া বাকিটা চমৎকার লাগলো...

রণদীপম বসু এর ছবি

তাই নাকি ! আমি তো ভাবছি আরো জ্যোৎস্না বুঝি কম এলো ! হা হা হা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ছবি দেখি পুরা কাঁপায়া দিছেন চোখ টিপি
ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

ছবি তো কাঁপে না, আমাদের ভেতরটায় কোথায় যেন কেঁপে যায় শুধু... !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সাবিহ ওমর এর ছবি

হ্যাহ আমার একজন বন্ধুর ফেসবুকের প্রোফাইল পিক এইটা...কিন্তু কবিতাটা দারুণ...

রণদীপম বসু এর ছবি

আপনার বন্ধুটা তো দারুণ সুন্দর তাহলে ! হা হা হা !
ধন্যবাদ আপনাকে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জোস হইছে কবিতা ছবি দুইটায়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ।
ভাবছি ছবির বৈগুণ্যে শেষপর্যন্ত কবিতাটা তার আলাদা সত্তা নিয়ে বাঁচলো কিনা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অম্লান অভি এর ছবি

কোথায় যেন যাদুর কাঠি লুকানো আছে জ্যোৎস্নার আলোয় দেখা গেল না। খুজিছি পেলে জানাব কেমন লাগল.....তবে ঘোর জাগানিয়া তো বটেই।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

রণদীপম বসু এর ছবি

জ্যোৎস্নার আলোয় কেউ অন্য কিছু দেখে না, জ্যোৎস্নাকেই দেখে। আপনি আবার অন্য কিছু খুঁজছেন কেন, তা তো বুঝলাম না !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ধুসর গোধূলি এর ছবি

- অনেক আগে এক বন্ধুরে সাথে নিয়ে রাতের বেলা সিডনীর বিখ্যাত পাম বীচে গেছিলাম। চান্দের আলোতে অপার্থিব লাগছিলো! সংযুক্ত ফটুকটা সেই ক্ষণটা মনে করায়ে দিলো। এই ফটুকের মতো কাউরে নিয়া যাইতে মঞ্চায়! মন খারাপ

না-কোবতে পড়তেও ভালো হৈছে রণ'দা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রণদীপম বসু এর ছবি

আমারও যে মঞ্চায়, সেইটা কিন্তু আমি কাউরে কমু না ! অবশ্য সেইরকম কেউ শুনতে চাইলে.....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভালো লাগলো না-কবিতা।
তবে ছবিটা দেখে মুগ্ধদৃষ্টিতে তাকিয়ে আছি তো আছিই...
পানি টলমল করে ক্যামনে রে ভাই?
ক্যাম্নে কী...

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রণদীপম বসু এর ছবি

ওই ঢেউ তো বাইরে নয়, বুকের ভেতরে ! তয় কেমনে টলমল করে সেটাই তো জানার চেষ্টায় আছি কবিতায়...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তিথীডোর এর ছবি

ছবিটা দেখে আর কবিতায় চোখ রাখতে ইচ্ছে করছে না!
পরে পড়বো...

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

রণদীপম বসু এর ছবি

ছবিটাই তো কবিতা !
পড়তে গেলেই হয়ে যায় না-কবিতা...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।