…
(১৬)
‘তোমাকেই ভালোবাসি’- এতোটা বানান করে
কেন যে বলতে গেলাম প্রণয়ের শ্লোক !
ইচ্ছে কি নদীর মতোই,
তোমার সঙ্গমে আদৌ পৌঁছবে কি আমার এ পাড়ভাঙা স্রোত ?
.
(১৭)
যতই ঠেলেছি দূরে, জড়িয়ে ধরেছো তত;
বাহুলগ্না হবে বলে যখনই বাড়াই হাত-
তখনই অদৃশ্য তুমি !
তুমি আর তুমিহীন কেটে যায় রাত।
.
(১৮)
সমীকরণ মেলাতে গিয়ে যখনই তোমাকে বসাই,
এলোমেলো হয়ে যায় সব !
তোমাকে সরিয়ে ফের-
হয়ে যায় সব কিছু শূন্যের উৎসব !
.
(১৯)
আমার অবাধ্য আগুনে পুড়েছে কপাল তোমার;
যে প্লাবন বয়ে গেছে অভিশাপে অন্তহীন,
কথা ছিলো তাতে আমারও ভস্ম হবার।
বহু অভিশাপ ব্যর্থ হয়েছে বলে, বুঝে গেছি- আশির্বাদও মূল্যহীন !
.
(২০)
বলে যাও কথা তুমি যতিচিহ্নহীন;
কিছু কি বুঝলাম আদৌ !
না-ই হোক, তুমি তো আছোই-
চোখের কূহকে ডুবে হবো মৃত্যুহীন !
…
(চলবে…)
…
[১১-১৫] [*] [২১-২৫]
…
মন্তব্য
কবিতাটা পরে খুবি ভাল লাগলো
ধন্যবাদ আপনাকে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
আপনাকেও
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সবাই দেখি খা-লি বুইড়া আঙুল দেখায় ! আমিও দেখাইলাম ! হা হা হা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
রণদা , কবিতাগুলো সবগুলোই ভাল লাগল।
আর ’বহু অভিষাপ ব্যর্থ হয়েছে বলে, বুঝে গেছি- আশীর্বাদ ও মূল্যহীন! ’ এই লাইনটা সব চেয়ে ভাল লেগেছে।
ধন্যবাদ।
কিন্তু অভিশপ্ত মানুষ ছাড়া তো ওই লাইনটা ভালো লাগার কথা নয় ! হা হা হা !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
রণদা, মনে হয় আমরা সবাই কখনো না কখনো নিজেকে অভিশপ্ত মনে করি। তাই হয়তো ভাল লাগছে, ঠিক জানি না।
চমৎকার ! অতি চমৎকার !
----------------
স্বপ্ন হোক শক্তি
ধন্যবাদ ! খুব ধন্যবাদ !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন মন্তব্য করুন