ট্র্যাফিক জ্যাম দেশে দেশে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: বুধ, ০২/০৪/২০০৮ - ২:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইন্টারনেটে ভালো বা মজার কিছু পেলে সচলায়তনের সকলের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হয়। কিন্তু সব ইচ্ছে বাস্তবায়ন করলে সচলায়তন তো পরিণত হয়ে পড়বে শেয়ারায়তনে দেঁতো হাসি

কিন্তু... ইউক্রেনের এক সাইটে পৃথিবীর বিভিন্ন শহরের ট্র্যাফিক জ্যামের ছবি দেখতে গিয়ে চোখ আটকে গেল প্রথম ছবিতেই! ঢাকার দৃশ্য! শুধু এই কারণেই এই লিংকটি শেয়ার করার ইচ্ছে সম্বরণ করা গেল না। বেশ কয়েকটি ছবি অতি চমত্কার। সর্বমোট ছবির সংখ্যা - ৫৫।

কেউ বিরক্ত বোধ করলে আগেভাগেই ক্ষমা চেয়ে রাখছি।


মন্তব্য

অমিত এর ছবি

আচ্ছা ভাই, আপনি ইউক্রেনের সাইটে কি খুঁজতে গিয়েছিলেন ?
আর সাইটটা মনে হয় NSFW । সাইটের উপরের লিন্কের ছবিটা সুবিধার না।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সাইটের উপরের লিংকের ছবিটা আমার চোখে পড়ে নাই। আমার ব্রাউজারের অ্যাড-ব্লকার সব খাইয়া ফালায়।

ভালো কথা। আমি কিন্তু থাকি ইউক্রেনে...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অমিত এর ছবি

খাইছে !! শেভচেন্কোরে আমার সালাম দিয়েন তাইলে।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

লন্ডন থাইক্যা কিয়েভে আইলে আমার বাসায় আইবো কইসে। তখন দিয়া দিমুনে। দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অছ্যুৎ বলাই এর ছবি

জটিল জিনিস। ভেনিসে নৌকার জ্যামটা ভালো লাগলো।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অমিত আহমেদ এর ছবি

মজা পেলাম।
কোনটা কোন দেশের লেখা থাকলে মজা বাড়তো।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমারও তা-ই মনে হয়েছে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- গরুর জ্যাম আর ভেঁড়ারটা আগ্গুন লাগলো।
তবে কয়েকটা ছবি অশ্লীল এই যা!
_________________________________
<সযতনে বেখেয়াল>

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

এর ভেতরে আবার অশ্লীল কী দেখলেন? অ্যাঁ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- গরুগুলা নেংটা, গাড়ি গুলাও। নেংটা জিনিষ দেখে পোংটারা।
তারপর ধরেন, এইযে এতো এতো গাড়ি, জ্যামে বইসা নিশ্চই এমন অনেক কাপল আছে যারা হিমু'র মতো কামড়া কামড়ি করতাছে। এখন আপনেই কন, কামড়া কামড়ি কোন দিক দিয়া শ্লীল কাম হয়? একটা পোলা আরেকটা মাইয়ারে জ্যামে বইস্যা কামড়াইবো, এইটা অশ্লীল না?
_________________________________
<সযতনে বেখেয়াল>

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনের দরকার এমন এক চশমা, যা পরলে দেখা যাইবো আরব দেশের দৃশ্য: চারপাশের সব মেয়েরেই দেখবেন বোরখা-পরা দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- ঐ দৃশ্যতো আরো চরম অশ্লীল। বোরখার নীচে নাকি কিছুই পরে না শালিরা। তখন তো আমার মনের চোখ খালি বোরখাকে পিছে ক্যায়া হ্যায় ভাবতে থাকবো...
_________________________________
<সযতনে বেখেয়াল>

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বুচ্চি, ইহজনমে আপনেরে সিরাতুল মুস্তাকিনে আনা যাইবো না। হাসি

পুনশ্চ: কারে কী কই! আমি তো নিজেই ওই দলে...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দিগন্ত এর ছবি

সব দেশেই জ্যামের দশা একই, ভারত-চিনের পরে দেখি আমেরিকাতেও একই দশা।
---------------------------------
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সত্যি কথা বলতে কি আপনার লেখা পুরাটা না পড়েই লিঙকে গিয়ে আমি বিরাটা একটা ধাক্কা খেয়েছি। আরে এতো ফার্মগেট। কী আশ্চর্য! শেয়ার করার জন্য ধন্যবাদ।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনার দ্বিতীয় মন্তব্য আপনারই অনুরোধে ঘ্যাচাং করে দিয়েছি। কাজটা জীবনে এই প্রথম করলাম। হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রায়হান আবীর এর ছবি

দেখলাম। জটিল!!
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

অতিথি লেখক এর ছবি

সন্ন্যাসী..
আপনারে কইলাম ছড়া দিতে দিলেন ট্র্যাফিক জ্যামের ছবি !
এইডা ক্যামুন অইলো মন খারাপ

-জনৈক "বেক্কল ছড়াকার""

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ছড়া দিতে শরম করে।
আমারে দ্রোহী-সিনড্রমে পাইছে চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

মাথা ঘুরছে একসাথে এত গাড়ি দেখে...
ঢাকার জায়গাটা চেনার চেষ্টা করলাম...শাহবাগ?
~রেনেট

রায়হান আবীর এর ছবি

ফারমগেট...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ফার্মগেটই তো...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ইউ-ক্রেন !!!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

এই মন্তব্যের মরতবা বুঝলাম না। ভাই, খুইলা কইবেন?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

এইসব ভাই নিয়মিতই দেখি, জায়গামতো নিজেও থাকি! তবে সাইটে কি সব দুষ্টু জিনিস দেখা গেল সাইডে সাইডে! চোখ টিপি
_______________
বোকা মানুষ মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।