সুরা পানের সুরা - ০৪

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: রবি, ১০/০৮/২০০৮ - ১০:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

মদ্যপানানন্দ সত্তর গুণ বেড়ে যায় জামাত করে খেলে। পানাসরে গেলাশে গেলাশে ঠোকা দেয়া ঝংকার সশব্দে প্রকাশ করে সমবেত পানের মহিমা। আর পানপর্বটিকে পরবে পরিণত করে ফেলে জুতসই বা মোক্ষম কোনও টোস্ট।

-------

নির্জন এক জায়গায় সম্পূর্ণ নগ্ন হয়ে রৌদ্রস্নান করছিল এক যুবক। এক বিবসনা যুবতী আচমকা হাজির হলো তার সামনে। লাফ দিয়ে উঠে মাথার ক্যাপ দু'হাতে ধরে যুবক ঢাকলো তার লজ্জাস্থান।

এক হাত বাড়িয়ে দিলো যুবতী। যুবক একটি হাত লজ্জাস্থান থেকে সরিয়ে এনে ধরলো যুবতীর হাত। এবার যুবতী বাড়িয়ে দিলো অন্য হাতটিও। দ্বিতীয় হাতে সে-হাতটিও ধরলো যুবক। ক্যাপটি কিন্তু ঝুলেই রইলো যথাস্থানে।

চলুন, আমরা পান করি অলৌকিক সেই শক্তির উদ্দেশে, যা ক্যাপটিকে ধরে রেখেছিল।

প্রবাদ আছে: "সঠিক সিদ্ধান্ত নিতে চাইলে আলোচনা করো স্ত্রীর সঙ্গে এবং স্ত্রী যা বলে, তার উল্টোটি করো।"

আমি পান করতে চাই আমাদের স্ত্রীদের উদ্দেশে, যারা জটিল মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য করে।

একদিন রাত্রিবেলা হাঁটছি পার্কের ভেতর দিয়ে। আকাশে চাঁদ, চমত্কার হাওয়া দিচ্ছে। দেখি, পাশের বেঞ্চে বসে এক ছেলে চুমু খাচ্ছে এক মেয়েকে।
আরেক দিনের কথা। সেদিনও সেই একই বেঞ্চে বসে আরেক মেয়েকে চুমু খাচ্ছে সেই একই ছেলে।
এর পর ওই একই জায়গায় আরও কয়েকবার দেখি ছেলেটিকে। প্রতিবারই সে নতুন নতুন মেয়েকে চুমু খাচ্ছিলো।

আমি তাই পান করতে চাই ছেলেদের সম্মানে যারা সবসময় থাকে একাগ্র, স্থিতিশীল ও অপরিবর্তনীয়।


মন্তব্য

হিমু এর ছবি

হো হো হো হো হো! প্রথমটা সেইরকম!!


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

প্রথম টোস্টটি একটু ইয়ে বলে তা অধিকাংশেরই পছন্দ চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দ্রোহী এর ছবি

চলুন, আমরা পান করি অলৌকিক সেই শক্তির উদ্দেশে, যা ক্যাপটিকে ধরে রেখেছিল। (আমিও অবাক হয়ে ভাবি কি সে অলৌকিক শক্তি!!)



আমি পান করতে চাই আমাদের স্ত্রীদের উদ্দেশে, যারা জটিল মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য করে (একেবারে "জীবন থেকে নেয়া")।



আমি তাই পান করতে চাই ছেলেদের সম্মানে যারা সবসময় থাকে একাগ্র, স্থিতিশীল ও অপরিবর্তনীয়।



কী ব্লগার? ডরাইলা?

ইমরুল কায়েস এর ছবি

ভাইরে আপনের ইমোটিকন না কি জানি কয় এম্ভাবে সূরা খাইলে তো বিপদ। প্যাট ফুলবো না!
-----------------------------------------------------
কেউ একজন অপেক্ষা করে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍@ দ্রোহী
ইমরুলকায়েস ঠিকই বলেছেন। এমনে কেউ মদ খায়!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নিরিবিলি এর ছবি

=))গড়াগড়ি দিয়া হাসি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍বহুত গড়াগড়ি হইসে, ওঠেন এখন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ইমরুল কায়েস এর ছবি

১ নম্বরটা সেইরকম হৈছে । চলুন, আমরা পান করি অলৌকিক সেই শক্তির উদ্দেশে, যা ক্যাপটিকে ধরে রেখেছিল। মনে হৈতেছে যুবক জাতে মাতাল হলেও তালে ঠিক ছিল , নাইলে অলৌকিক শক্তির উথ্থান হয় কেম্নে।
-----------------------------------------------------
কেউ একজন অপেক্ষা করে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍মাতাল হইলেই ওই শক্তি উধাও হয়, কেডা কইলো? চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

muzib mehdy এর ছবি

মেয়েটা কি পরে টুপিটাও পরতে চেয়েছিল কি না, জানতে ইচ্ছে করছে।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍মেয়েটা কি পরে টুপিটাও পরতে চেয়েছিল কি না...

কোথায়, মাথায়? হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ক্যামেলিয়া আলম এর ছবি

লিভার ক্যান্সার খাড়ায় আছে দরজার কোণে------চাইয়া দ্যাখেন----সাথে গিফটপ্যাক এইডস--------!
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍এতো সিরিয়াস হলে তো চলবে না!
ইজি থাকতে হবে। (কপিরাইট: সুমঞ্চৌধুরী)
হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আমি পান করতে চেয়েছিলাম মাছভাঁজা খাওয়ার পর। কিন্তু তা ছিনিয়ে নেওয়া হয়েছে। সমস্যাটা কি ছিলো? কেউ বলেনি আজও।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ভাই, আপনার মন্তব্যটা বুঝি নাই।
কে কেড়ে নিলো মাছভাজা?
আর তাছাড়া, সেই দুঃখেও তো মদ খাইতে পারতেন! চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি
হিমু এর ছবি

লাফ দিয়ে উঠে মাথার ক্যাপ দু'হাতে ধরে যুবক ঢাকলো তার লজ্জাস্থান।

তুই হালায় চোখ থাকিতে অন্ধ। তোর বেলায় ক্যাপ মাটিতে পড়বো, যা মনে হইতাছে।


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- ক্যাপ তো পড়বো পরে। আগে ক, আমি কি তোর মতো বেশর্মা নাকি যে যেইখানে সেইখানে নেংটুপুটু হৈয়া বইসা থাকুম!
আর তুই বইসা থাকবি তো থাকবি থাক, যারে তারে দেইখা 'ফাল দিয়া' উঠবি ক্যান? পরে অসুখ হইলে? এইবার হৈলে আর বাঁচোন নাই মামা। ডাইরেক্ট নরকের ভিসা ধরায়া দিবো কৈলাম!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হিমু এর ছবি

আমি এমনই। যখন তখন দাঁড়িয়ে যাই। তোরমতো হামজা দিয়ে টেনে তোলার ঝামেলা নাই আমার।


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

@‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ধুসর গোধূলি

আমার যা কওনের, হিমুই কইয়া দিসে। যা কইতাম না, তা-ও কইসে হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- আপনে কীনা শেষ পর্যন্ত হিমুর লগে নিজের তুলনা কর্লেন?
বড়ই মর্মাহত হৈলাম বস, বড়ই মর্মাহত। এই মুহূর্তে এট্টা কামরাঙা না খাইলেই না। তাইলে যদি মর্মের ব্যাথা কিঞ্চিত কমে! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍তুলনা কর্লাম কৈ! খালি কৈলাম, আমি যা কৈবার চাইসিলাম, হিমু কৈয়া দিসে! এর ভিত্রে তুলনা দেখলেন কুনহানে? অ্যাঁ

আপ্নের কী জানি হৈসে ইদানীং!
ঝাইড়া কাশেন্তো!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- হ, আপ্নের কথায় এই রাইত দুপুরে কাশি শুরু করি আর লোকে আমারে যক্ষার রুগী ভাইবা এ্যাম্বুলেন্সে তুইলা দেউক আরকি!
আমি ইঞ্জেকশনরে ডরাই। এইখানে নার্স আর ডাক্তারগুলা এতো সুন্দর সুন্দর মাগার শালিগো দিলে কোনো দয়ামায়া নাই। গেলেই ভুরুশ কইরা ইঞ্জেকশন ঢুকায়া কয়েক গ্যালন রক্ত নিয়া নেয় আগে। আপনের পেট ব্যাথা হউক আর চুল ব্যাথা হউক, মিনিমাম একটা ইঞ্জেকশনের খোঁচা দিবোই। মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ভূঁতের বাচ্চা এর ছবি

হাঃ হাঃ হাঃ ধুগো দাদাকে টানতে আবার হামজা লাগে নাকি !!! আহারে !!!!!

সন্ন্যাসীদা প্রথমটা আসলেই জোস হইছে।

--------------------------------------------------------

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আচ্ছা, ভূতেরা মদ খায়?
খাওয়ার আগে টোস্ট বলে?
মদ খেয়ে টাল হয়?
টাল হয়ে উল্টাপাল্টা কাজ-কাম করে?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মৃদুল আহমেদ এর ছবি

অসাধারণ! অসাধারণ! এক কথায় অসাধারণ! সুরা পানের সুরায় আমার এ তাবত পড়াগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ। স্কোর দিয়ে তৃপ্তি হল না, আমি পাঁচবার আকাশের দিকে কামান দাগলাম... ১... ২... ৩... ৪... ৫...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍সাক্ষাত্কারের সময় প্রশ্নের উত্তরে বিখ্যাত ব্যক্তিরা যেমন বলে থাকেন, "শ্রেষ্ঠ উপন্যাসটি এখনও লেখা হয়ে ওঠেনি" / "শ্রেষ্ঠ গানটি এখনও গাওয়া হয়ে ওঠেনি", খ্যাতনামা কেউ না হয়েও আমার বলতে ইচ্ছে করছে, "শ্রেষ্ঠ টোস্টটি এখনও অনুবাদ করা হয়ে ওঠেনি।" হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নুরুজ্জামান মানিক এর ছবি

১। বিন্দাস । ছুম্মা আমিন ।
২। কুল্লু খালাস ।
৩ । জগতে সবই পরিবর্তনশীল একমাত্র "পরিবর্তনশীল " শব্দ ছাড়া ।

স্কুল খুইলাছে
সংসারে এক সন্যাসি
সুরা পানের সুরা
স্কুল খুইলাছে
এই এমনি ধারা
মাইনা ছাড়া পড়ে সচলরা
অরে কি বোর্ড আর পিসি দিয়েরে
কি বোর্ড আর পিসি দিয়ে শিক্ষা দিতাছে
সংসারে এক সন্যাসি শিক্ষা দিতাছে ।
(দুই নাম্বারি প্যারোডি ঃ মুল কথা -সুর প্রয়াত ফিরোজ সাঁই )

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

খেকশিয়াল এর ছবি

হো হো হো

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

@ নুরুজ্জামান মানিক

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍বিন্দাস । ছুম্মা আমিন ।
কুল্লু খালাস ।

ভাই, ইগিলান কী? খায় না পিন্দে?
আমি তো কিছুই বুজতার্লাম্না মন খারাপ
বাংলা কৈরা দিলে হয় না?

আপনার প্যারোডি পড়ে একটা চিন্তা এলো মাথায়। স্বর্গে তো সুরার নহর থাকবে। কিন্তু সেখানকার মোমিন বান্দারা মদ্যপানে অনভ্যস্ত বলে তাদের জন্য নরক থেকে আমাকে ডাকা হতে পারে "সুরা পানশিক্ষা" কোর্স চালু করার লক্ষ্যে। তবে হুরপরি দিয়ে সম্মানী প্রদান করা হলেই রাজি হবো আমি। নতুবা নয় চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

খেকশিয়াল এর ছবি

এইবারেরটা বেশী জোস হইসে !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍তাই বলে পরেরটা এর চেয়েও ভালো হবে, এমন দুরাশা না করাটাই উচিত হবে চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রায়হান আবীর এর ছবি

সবাই খালি প্রথমটার কথা বললো ক্যান? আমার তো শেষেরটাও সেরম লাগছে। দেঁতো হাসি
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍সত্যি বলি, শেষেরটাই আমার বেশি পছন্দ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কীর্তিনাশা এর ছবি

আমার কাছে সব গুলাই ঝাক্কাস লাগছে। আর আমিও একমত সন্ন্যাসী জি, এইবারেরটাই সেরা সুরা ।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍সেরা সুরার সাথে সেরা সুরা সেবনে স্বর্গসুখ সম্ভব হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রেনেট এর ছবি

ফাট্টা-ফাট্টি!!!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ফাট্টা-ফাট্টি কইয়াই খালাস? আপনার মজাদার লেখা কবে পাচ্ছি নেক্সট।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আর কি বলার থাকতে পারে?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

"‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍বলার কী থাকতে পারে" মানে? "মাস্তি কা পানশালা" কে লিখবে? আপনার দেখাদেখি শুরু করে আমি লিখে ফেললাম চার পর্ব, অথচ আপনি দুই পর্বের পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন! ক্যাম্নে কী! চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আসলে আর কিছুই বলার নাই। গুল্লি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনিও "নির্বাকহারা"? হাসি

বহুতদিন দেখা ছিলো না! দৌড়ের ওপরে ছিলেন?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আকতার আহমেদ এর ছবি

নো কমেন্টস ! (কারণ, বিশেষণ খুঁজে পাইতেছিনা )

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍কইলেন আর বিশ্বাস করলাম? আপনার বাড়াইয়া কওনের অভ্যাস আমি জানি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

অতিমাত্রায় জোস হইছে! দেঁতো হাসি
১ নং টা বেশি জোস। হাসতে হাসতে অবস্থা খারাপ হো হো হো

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অবস্থা খারাপ হইলে তো খারাপ!
এখন সুস্থ হইয়া উঠসেন তো? ;)‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

বাঙালীদের পান করার সময় এভাবে অসাধারণ বা মজার কিছু বলে টোস্ট করতে দেখিনি। শুধু দেখেছি মাতাল হয়ে হেঁড়ে গলায় গান গাইতে, কাঁদতে বা অশ্লীল জোক বলতে।

এদেশে রুচিশীল, আন্তর্জাতিক মানের টোস্টের প্রবর্তন করার চেষ্টা করার জন্য "সংসারে এক সন্ন্যাসী"র নাম এদেশের পান-সংস্কৃতির ইতিহাসে বিভূতি-অক্ষরে** লেখা থাকবে। আমার ভোটাধিকার নাই, থাকলে এই সিরিজকে কমপক্ষে একশ' ভোট দিতাম।

এই সিরিজের এক পর্বের মন্তব্যে অমিত আহমেদ বলেছিলেন "চিয়ার্সে"র ভাল বাংলা নাই। গত পনের বৎসর যাবত আমরা (আমি ও আমার বন্ধুরা) "চিয়ার্সে"র বদলে "আনন্দ" বলে থাকি। আপনারাও বলে দেখতে পারেন। ভাল শোনালে, ভাল লাগলে এটাও প্রতিশব্দ হয়ে যেতে পারে।

** সন্ন্যাসী মানুষের সোনা-রূপা ইত্যাদির সাথে যোগ না থাকাই উচিত। ছাই-বিভূতি এগুলোই মানানসই। তাই সোনার অক্ষরের বদলে বিভূতি-অক্ষর।

===============================
তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

হিমু এর ছবি

গ্লাসে গ্লাসে টোকা দিয়ে মদ খাওয়ার সময় জার্মানরা বলে থাকে "প্রস্ট!" এর একটা বাংলা সংস্করণ শুনলাম সেদিন, "মালে বাড়ি!"


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

@ ষষ্ঠ পান্ডব

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍... নাম এদেশের পান-সংস্কৃতির ইতিহাসে বিভূতি-অক্ষরে** লেখা থাকবে। ...

ঠিকাছে। বিভূতিই ভূষণ আমার হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হো হো হো

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍সহ- হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্বপ্নাহত এর ছবি

গুরু গুরু

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনে সব জায়গায় এই ইমো দিতাসেন, ব্যাপারটা কী? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি
সবজান্তা এর ছবি

(ব্ল্যাঙ্ক মেসেজ)


অলমিতি বিস্তারেণ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ভাই, এই ব্রতটা ভাঙলে কী হয়?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।