হাবুলের জলদস্যু জাহাজ

আব্দুল গাফফার রনি এর ছবি
লিখেছেন আব্দুল গাফফার রনি [অতিথি] (তারিখ: সোম, ২৩/০২/২০১৫ - ৪:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

লেখক মাহবুব আজাদের সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই। তাঁকে চিনি হিমুদা হিসেবে। সচলের মাধ্যমে। তাঁর প্রায় সব লেখাই আমার পড়া। আসলে পড়তে বাধ্য হই। লেখার যেমন ধার-ভার, তেমনি ঠোঁটকাটা স্বভাবের মানুষ, তাঁর ব্যক্তিত্বের কাছে মনে মনে সবসময় আমি কুঁকড়ে থাকি। তবে তাঁর লেখা পড়ে নাড়া খাই, গোয়েন্দা ঝাকানাকা হাসিয়ে কাঁদিয়ে মারে। তাঁর গল্পের কথাও জানি। আমি যখন সেবাতে ছিলাম সেসময় তাঁর এক অতিপ্রকৃতিক উপন্যাসিকা ছাপা হয়েছিল। কী বলব, সবগুলোই মুগ্ধ করার মতো। কিন্তু তাঁর ছোটদের গল্পের কথা একেবারে অজানা ছিল আমার। অণুদার মুখে প্রথম শুনলাম “হাবুলের জলদস্যু জাহাজ” এর কথা।
কোথা থেকে বের হচ্ছে?
অনার্য থেকে, জানালেন অণুদা।
অনার্য! অবাক হলাম। অনার্যের কর্ণধার সফিক রহমান আমার খুব কাছের মানুষ, বড়ভাই, বন্ধু। তাছাড়া ছায়াবীথির একেবারে পাশেই তাঁর অফিস। ছায়াবীথির অফিসে রোজ একবার করে পা পড়ে। সফিক ভাই, সুজন ভাইদের সাথে জম্পেস আড্ডা জমে রোজ। তবু আমি টের পাইনি হিমুদার বই অনার্য থেকে বের হচ্ছে। আসলে সফিক ভাই জানতেন না মাহাবুব আজাদের অন্য নাম হিমু। তিনি শুধু মাহবুব আজাদকেই চেনেন। আর ছায়াবীথির সুজন ভাই হিমুদা চেনেন, কিন্তু মাহবুব আজাদ তাঁর কাছে অচেনা লেখক। এই জট ছাড়েনি বলেই আগে জানতে পারিনি। কিন্তু যখন জানলাম, তখন খুব ইচ্ছে হলো বইটা পড়ার। কিশোর গল্প তিনি কেমন লেখেন এ ব্যাপারটা জানার দরকার ছিল। কিন্তু বইটা মেলায় আর আসে না। যাই হোক, শেষমেষ যখন পড়লাম, তখন একটা রিভিউ লেখার লোভ সামলাতে পারলাম না।
পড়লাম। পাঠপ্রতিক্রিয়া?
কারও সাথে তুলনা করতে যাব না। হিমুদা হিমুদাই। তাঁর গল্প তাঁর নিজের মতো করেই পূর্ণতা পেয়েছে। এখনকার বইমেলায় ছোটদের বইয়ে যেমন জ্বিন-ভূতের ছড়াছড়ি, তাতে এই বই যেন এক টুকরো দখিনা বাতাস হয়ে এসেছে শিশু-কিশোর সাহিত্যে। গল্পে যেমন ছোটরা আছে, আছে বুড়ো খোকাদেরর ছেলেমানুষিও। আছেন আজব মজার দাদুরা, মামারা আর বাবা-মায়েরা। ভাইবোন, বন্ধুদের কথা নাইবা বললাম। সবাই মিলে ছোটদের যে জগৎ তৈরি করেছেন, তা আমাদের সমাজের বাইরের কোনও কল্পকাহিনী নয়। কিন্তু সত্যিকারের মাুনষ হয়ে ওঠার পথে একজন শিশুর বিকাশ ঘটার প্রতিটি বাঁক উঠে এসেছে গল্পের ছত্রে ছত্রে। গল্পে মেসেজ আছে, উপদেশ নেই। হাসি আছে, আছে ভালোবাসা। গল্পের চরিত্রের সাথে মিশে গিয়ে শিশুরা নিজের অজান্তেই মস্তিষ্কে গেঁথে নেবে মানুষ হবার মন্ত্র।

মোট দশটা গল্প আছে ৭৮ পৃষ্ঠার বইটিতে--
১. হাবুলের জলদস্যু
২. বুলুদের বারান্দার চড়ুইগুলি
৩. আলোদাদুর গল্প
৪. শিলাবৃষ্টির গল্প
৫. মিতুন যেদিন ডাল বাঁধলো
৬. দাদিভাইয়ের বাগান
৭. বইদাদু
৮. বড়বুর কাছে লেখা
৯. গুড্ডুর সাইকেল শেখা
১০. অনেক রকম গন্ধ

দশটাই ছোট গল্প। তাই কাহিনীর বর্ণনা ফাঁস করলাম না। শুধু এটুকু বলব, এমন একটা বই থাকলে আপনার লাইব্রেরি যেমন সমৃদ্ধ হবে, তেমনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ গচ্ছিত রেখে যেতে পারবেন।
বইটির প্রচ্ছদ এঁকেছেন আমাদের স্যামদা। আর অলঙ্করণ করেছেন রকিবুল হাসান পলাশ।
অমর একুশে বইমেলায়, বইটি পাওয়া যাবে “অনার্য”এর স্টলে। স্টল নং ২৯৭-২৯৮। দাম : ১২০ টাকা। বইমেলায় পাবেন ৯০টাকায়।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

রনি দা, যেভাবে লিখলেন নাড়া খেলাম। বইটা তো পড়তেই হয়। হুরতাল এ অপরোধ এর কারনে যেতে পারছিনা সি টি জি থেকে ঢাকায় । তাই দেখি সি টি জি তে কখন আসে বইটা?

--------------
রাধাকান্ত

আব্দুল গাফফার রনি এর ছবি

ভাই, হুদাই নাড়া খাইয়া লাভ নই, ট্যাকাটুকা নিয় চলে আসেন। আমার বইগুলোর কিন্তু অনেক দাম। ওগুলানও কেনন লাগব।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

হিমু এর ছবি

আমার আচরণের কারণে আপনি কুঁকড়ে থাকেন জেনে বিড়ম্বিত ও লজ্জিত হলাম। এ প্রসঙ্গে কবি বলেছেন, "মাথা উঁচু করে দাঁড়া, মাথা উঁচু করে দাঁড়া, উটপাখি মমিন তো নয়।"

বইটার প্রচ্ছদের ছবিটিও পলাশের আঁকা, স্যাম্ভাই টাইপোগ্রাফি আর প্রচ্ছদসজ্জা করেছেন। তথ্যটা বইয়ের তথ্যপাতায় ঠিকভাবে সন্নিবেশিত হয়নি তাড়াহুড়োতে, দুইজনের কাছেই ক্ষমাপ্রার্থী (ভূমিকাতে আলাদা করে পলাশের ছবির কথা বলা আছে)।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

উটপাখি মমিন তো নয়

গড়াগড়ি দিয়া হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আব্দুল গাফফার রনি এর ছবি

বুকে খানিকটা বল পাইলামি হিমুদা।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

অতিথি লেখক এর ছবি

হিমুদা হিমুদাই

রামদা যেমন রামদাই, হিমুদা তেমনি হিমুদাই। আর বাকিরা আমরা হুদাই! দেঁতো হাসি

রাসিক রেজা নাহিয়েন

রোমেল চৌধুরী এর ছবি

আর বাকিরা আমরা হুদাই!

বিশ্ব বাজারে তেলের দাম পড়ে যাবার বিষয়টি নতুন মাত্রা পেল!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তিথীডোর এর ছবি

অবশ্য ক্রীত (ব্যাকরণে ভুল কল্লাম না তো? ইয়ে, মানে... ) তালিকায় আছে।

পিচ্চিতোষ গল্প সিরিজ হিসেবে সচলে তো পড়েছিই, এবার মলাটবন্দী দশায় পড়তে চাই। প্রচ্ছদ চমৎকার, আঁকাইনের অলঙ্করণও নিশ্চয়ই খাসা হয়েছে, শিল্পীদ্বয়কেও চলুকহাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আব্দুল গাফফার রনি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

অতিথি লেখক এর ছবি

দাম : ১২০ টাকা। বইমেলায় পাবেন ৯০টাকায়।

এমনিতেই রিভিউটি বইটির প্রতি লোভ জাগিয়ে তুলছিল, তবে একটি আটাত্তর পৃষ্ঠার নতুন বই, তাও আবার দশটি গল্প সমেত, যখন একশ টাকার নীচে কেনা যায়, আজকের এই যুগে, তখন বইটি আর না কিনে উপায়ই থাকে না।

এ প্রসঙ্গে মনে পড়ছে, হিমু ভাই-ই অনেক আগে বইয়ের দাম নিয়ে অতি চমৎকার একটা আলোচনা করেছিলেন। পাঠকের আগ্রহ জাগিয়ে তুলতে শুধু মান নয়, সঙ্গে দামটাও যে সাধ্যের মধ্যে রাখার যথাসাধ্য চেষ্টা থাকা দরকার, হিমু ভাইয়ের সেই পোস্টটি সেই কথাই বলতে চেয়েছিল, আর আজ যখন দেখি মেলায় সত্যি কিছু পেপারব্যাক বই বেরুচ্ছে, তখন মনে হয়, এমন দিন আসবে, যখন পেপারব্যাক বই ব্যাগভর্তি করে নিয়ে ঘরে ফিরবে মানুষ বইমেলা থেকে।

রিভিউর জন্য ধন্যবাদ, রনি ভাই।

আব্দুল গাফফার রনি এর ছবি

শুধু লোভ করইলেই চইলত ন। কিনন লাগব।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

অতন্দ্র প্রহরী এর ছবি

গত রাতেই শুরু করেছি বইটা। দুইটা গল্প পড়েছি। পুরোটা শেষ হলে এখানেই একটা পাঠপ্রতিক্রিয়া জানিয়ে যাব নাহয়।
ফ্ল্যাপে প্রথম বাক্যেই একটা মুদ্রণপ্রমাদ আছে - "আমরা সবাই দেখতে দেদখতে বড় হয়ে যাই" - যা চোখে লাগে। অলংকরণ চমৎকার। পলাশের কাজের সাথে পরিচিত জন্য প্রচ্ছদ দেখেই মনে হয়েছে ওর আঁকা। কিন্তু সেটার উল্লেখ নেই তথ্যপাতায়। হিমু ভাই উপরের এক মন্তব্যে অবশ্য বিষয়টার কথা উল্লেখ করেছেন।

আব্দুল গাফফার রনি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- পড়ুন আর ছেলেমানুষ হয়ে যান।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

মাসুদ সজীব এর ছবি

এবারের মেলায় দুজন লেখকের সকল বই কেনার লক্ষ্য মাত্রা নিয়ে মাঠে নেমেছি খাইছে ,। একজন মাহমুদুল হক আরেকজন মাহবুব আজাদ। ভাগ্য ভালো দুজনের লেখার পরিমান কম দেঁতো হাসি । কোন ইন্দো-মার্কিনীয় ষড়যন্ত্র আমারে আমার লক্ষ্য থেকে দমায়ে রাখতে পারবে না এনশাল্লাহ চোখ টিপি

-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।

আব্দুল গাফফার রনি এর ছবি

আমরা বড়ই মর্মহত হইলাম মন খারাপ

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

ত্রিমাত্রিক কবি এর ছবি

বইটা কিনছি, চা খাইতে খাইতে পড়ে ফেলব।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

মুস্তাফিজ এর ছবি

খুব আরামে আছো, তাইনা?

...........................
Every Picture Tells a Story

ত্রিমাত্রিক কবি এর ছবি

মুস্তাফিজ ভাই, কেলাস টেলাস হচ্ছে না। কী আর করব। আপনারা কেমন আছেন?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

আব্দুল গাফফার রনি এর ছবি

চাপা মারেন নাই তো। প্রকাশকের কাছে হিসাব নিমু কয় কপি বই বিক্রি হইছে। তাইলে বঝুম কেডায় চাপা মারে আর কেডায় বই কেনে।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

অতিথি লেখক এর ছবি

আজ কয়েকটা পিচ্চিরে নিয়ে মেলায় গেলাম। না ঠিক হলো না, মূলত ওরাই আমাকে নিয়ে মেলায় গেল। কেন যে, পোস্টটা আগে পড়লাম না---

আসলেই বাচ্চাদের নিয়ে যুৎমতো বই নেই বললেই চলে, চারদিকে খালি ভূত, প্রেতের ছড়াছাড়ি----

ধন্যবাদ রনি ভাই---

স্বয়ম

আব্দুল গাফফার রনি এর ছবি

বাচ্চাদের নিয়ে হয় ভূতের বই হয়, নইলে ভারি লেখকদের উপদেশমূলক ভারি ভারি গল্পের বই হয়। সেই ভারের চাপে ছেলেমেয়েরা বই পড়েই ছেড়ে দেয়।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

ইয়ামেন এর ছবি

"আমি যখন সেবাতে ছিলাম সেসময় তাঁর এক অতিপ্রকৃতিক উপন্যাসিকা ছাপা হয়েছিল। কী বলব, সবগুলোই মুগ্ধ করার মতো।"

হিমু ভাই, রনি ভাই, নামটা কি ছিল মনে আছে কি? আমি আবার অতিপ্রাকৃত গল্পের বড় ফ্যান কিনা

--------------------------------------------------------------------------------------------------------------------

সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে...

হিমু এর ছবি

রনি মনে হয় এ গল্পটার কথা বলছেন।

আব্দুল গাফফার রনি এর ছবি

এটা নয় হিমুদা। ওটাতে প্লানচেট-ফ্ল্যানচেটের ব্যাপার-স্যাপার ছিল।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

ইয়ামেন এর ছবি

ধন্যবাদ হিমু ভাই লিঙ্কের জন্য। এইটা পড়ে দেখি আগে। রনি ভাই, যদি হিমু ভাইয়ের প্ল্যানচেটের গল্পটার নাম মনে পড়ে একটু জানায়েন প্লিজ। হাসি

--------------------------------------------------------------------------------------------------------------------

সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে...

অতিথি লেখক এর ছবি

হিমুদা আর রামদা ! ব্যপার টা খারাপ না । ভালই লাগছে।

-------------
রাধাকান্ত

আব্দুল গাফফার রনি এর ছবি

উত্তম জাঝা!

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

অনার্য সঙ্গীত এর ছবি

বইটা পড়তে হবে।
একটা ই-বুক ভার্সন প্রকাশের অনুরোধ রইল লেখক এবং প্রকাশকের প্রতি। আমরা যারা পরবাসী আর খানিকটা ভাসমান, তাদের জন্য কাগজের বই যেমন কিনে ফেলা খানিকটা কঠিন, তেমনি ক'দিন পরে ফেলে যেতে হতে পারে সেই দুঃশ্চিন্তা সহ্য করাও কষ্টকর!
কিন্তু রিভিউ'টা আরেকটু বিস্তারিত হতে পারত। বইটার কথা লেখাটাতে সামান্যই এসেছে!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

আব্দুল গাফফার রনি এর ছবি

রূপান্তর প্রকাশনী লেখকের কপিরাইট মাথায় রেখে সে চেষ্টাই করে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

রণদীপম বসু এর ছবি

চারদিকে ভূত-পেত্নির আছরে আমাদের শিশু সাহিত্যের জগতটা আসলেই পর্যুদস্ত অবস্থায় আছে ! বয়স্ক সাহিত্যের ক্ষেত্রে লেখকদের দায়বদ্ধতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলে হয়তো। কিন্তু শিশু সাহিত্যিকদের দায়বদ্ধতাকে কোনভাবেই অবহেলা করার জো নেই। কেননা যৌক্তিক কারণেই তাঁরা আমাদের কোমলমতি শিশুদের মনোজগতকে প্রভাবিত করতে পারেন। আর সেজন্যেই শিশু মনস্তত্ত্ব বোঝেন বা জানেন এমন লেখকেরই অধিকার থাকে শিশুসাহিত্যে কাজ করার। অথচ দুর্ভাগ্যবশত আমাদের শিশু সাহিত্যের পুরো বিপরীত অবস্থা ! এক্ষেত্রে মাহবুব আজাদের মতো লেখকদের এই জগতটাতে শক্তভাবে বিচরণ করা জরুরি।
কেবল এই বিষয়টি বিবেচনায় রেখে এককালে আমি শিশু সাহিত্যে ছড়া-পদ্য অঙ্গনের তথাকথিত রথি-মহারথিদের প্রতি খুব খড়্গহস্ত হয়েছিলাম তাদের যথেচ্ছাচারের বিরুদ্ধে বেপরোয়া সমালোচক হিসেবে। মোটামুটি শিশুসাহিত্যের জগতে একটা সমালোচনা সাহিত্য দাঁড় করিয়ে ফেলেছিলাম প্রায়। সেই দুর্নামের কারণেই প্রবীন শিশুসাহিত্যিকেরা আমার দিকে আড়চোখে তাকান এখনো। অন্যদিকে মজে যাওয়ায় খুব বেশি কাজ আর করা হয়ে ওঠেনি। আগামীতে সময় পেলে আবারো মনে হয় সেদিকটাতে ঘুরে আসতে হবে। মোটকথা শিশুসাহিত্যে আমাদের যা কিছু সম্পদ সবই প্রাচীনদের থেকে পাওয়া। আধুনিক শিশু সাহিত্য এখনো সেভাবে গড়ে ওঠেনি। সে যাক্, তবে হিমুদের মতো আরো অনেককেই এগিয়ে আসতে হবে এই অঙ্গনটাকে ভালোবেসে। আমাদের পরবর্তী প্রজন্মের শক্ত ভিত্তি তৈরির প্রয়োজনেই। অবশ্যই মাহবুব আজাদ হিমুকে অভিনন্দিত করি আমি। এবং ধন্যবাদ দেই রনিকেও, এই বিষয়ে রিভিউ প্রচেষ্টার জন্য।

[ অফটপিক : রনি, আপনার মেইল হয়তো ভুল ঠিকানায় চলে গেছে, কারণ আমি পাইনি। আমার জিমেইল : ranadipam (at) gmail.com

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানিম এহসান এর ছবি

চলুক

হিমু এর ছবি

ধন্যবাদ রণদা।

এক লহমা এর ছবি

লেখা ভালো লেগেছে। এই বইয়ের রিভিউ করতে গিয়ে চমৎকার গল্পগুলো বলে ফেলার সম্ভাবনা ছিল। ভালই হয়েছে যে আপনি নাম জানানোর বেশী আর বিস্তারিত বিবরণ-এ যাননি।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

তাহসিন রেজা এর ছবি

হাবুলের জলদস্যু জাহাজ, আশাকর্পূর কিনে নিয়ে এসেছি। তবে হিমু ভাইয়ের কাছ থেকে এইবারও একটা গোয়েন্দা ঝাকানাকা আশা করেছিলাম। হাসি

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

হিমু এর ছবি

ঝাকানাকার এবছুরে বই "গোয়েন্দা ঝাকানাকা ও দেড় হালি রহস্য" বের হওয়ার কথা ছিলো বইমেলাতেই। নানা কারণে দেরি হয়ে যাওয়ায় প্রকাশ পিছিয়ে দেওয়া হয়েছে। কয়েক মাস পর বের হতে পারে। "গোয়েন্দা ঝাকানাকা ও হাসিখুশি বিরোধী দল রহস্য", "গোয়েন্দা ঝাকানাকা ও অভিমানী রজ্জবীর ইস্তফা রহস্য", "গোয়েন্দা ঝাকানাকা ও চিড়িয়াখানার বাঘ উধাও রহস্য"... তিষ্ঠান ক্ষণকাল।

তাহসিন রেজা এর ছবি

ইয়ে এএএএএএএএ.................... দেঁতো হাসি

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।