একটা বিকেল একটা উপাখ্যান

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: শুক্র, ০৯/০৫/২০০৮ - ২:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটা বিকেল একটা উপাখ্যান

আমরা বেড়াতে বেরিয়ে ছিলাম
রোদপড়ে যাওয়া বিকেল
সবুজ মাঠে তখনো চিক্‌চিক্‌ রোদ

নির্জন পথটাই প্রেমিক-প্রিয়তমাদের জন্য ভালো
হাত ধরে হাটা যায়, ঠোঁটে-ঠোঁট রেখে বোঝা-যায়
আকাশটা খুব বেশী দূরে নয়!
হঠাত্ মনেহলো নদীর সবুজউন্মেষ,
বাতাসটা তাড়া করেছিল বেশ
সবুজশাড়ীর মতো উড়ে যাচ্ছিল সবুজমাঠগুলো
আর কিছু পাখি ওর বুক ছুঁয়ে ছুঁয়ে ...

তখন সে নীল-নয়না বলেছিল :
আবার কী হলো? ভাবছো কী!
না, তাকাই নি-তো, কোনো পরনারীর দিকে!
ওরা তো সব সবুজমাঠ, আর ঐ যে শাড়ী?
সে তো জীবনের দাস।

সেই থেকে আমিও বলেদিয়েছি মেঘটাকে
সাবধানে থেকো!

একটা বিকেল একটা উপাখ্যান ...
২০০৫


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি
খেকশিয়াল এর ছবি

দারুন লাগলো !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

শাহীন হাসান এর ছবি

ধুসর গোধূলি লিখেছেন:
- "চলে যাচ্ছি কাহিনীর মতো" হাসি

বেশ লাগলো এই কবিতাখানি। চলুক
___________
<সযতনে বেখেয়াল>


বেশ লিখেছেন : (আপনার পদযাত্রার সাথে মানিয়ে গেছে)
"চলে যাচ্ছি কাহিনীর মতো" হাসি

ধন্যবাদ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

শাহীন হাসান এর ছবি

খেকশিয়াল লিখেছেন:
দারুন লাগলো !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'


ধন্যবাদ.. শুভেচ্ছা।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ওরা তো সব সবুজমাঠ, আর ঐ যে শাড়ী?
সে তো জীবনের দাস।

জীবনের দাস-এর জায়গায় ভুলে বারবার জীবনানন্দ দাশ পইড়া ফেলি... কিন্তু হায়... সে তো দাস নহে... দাশ...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নিঝুম এর ছবি

আপনার সব কবিতাই আমার কাছে কঠিন লাগে।সহজে বুঝতে পারি না। আজকের টা ততটা কঠিন লাগেনি।

নির্জন পথটাই প্রেমিক-প্রিয়তমাদের জন্য ভালো
হাত ধরে হাটা যায়, ঠোঁটে-ঠোঁট রেখে বোঝা-যায়
আকাশটা খুব বেশী দূরে নয়!

দারুন!!!দারুন!!!
--------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।