সুন্দরবনের গান

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: শুক্র, ০৫/০৮/২০১৬ - ৯:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

তোমরা বুকে ধরো মাথায় রাখ দেশের মাটি ছুঁয়ে শপথ করো
প্রাণ দেবো তো গান দেবো না, দেবো না সুন্দরবন
ফিরে যাও বিশ্বরাজন

আমরা রুখেই দেবো কয়লার গাড়ি ময়লা জঞ্জাল আর
মহাজনের থলে ভরা কালো বিড়াল।
রুখে দেবো জঙ্গিবাদের ব্যবসা এবার

তোমরা ভয় পেয় না সুন্দরী বন, সবুজ পাখি, সুর ভুলো না
আগুনমুখি পশুর নদী, প্রাণীকুল ছেড়ো না সুন্দরবন
আমরা রুখেই দেবো ষড়যন্ত্রের বাণ

দুর্নীতি আজ রাজনীতি, লুটতরাজের পাঠশালা, বুদ্ধিজীবীর
মাথায় পচন, সরকার বলে উন্নয়ন
আমরা জানি খুন হল আজ কতজন?

রুখে দেব জীবকুলের নির্বাসন সুন্দর বনের ধ্বংস সাধন
দেশ বাঁচবে বাঁচলে সুন্দরবন
পথে নামো প্রজাতন্ত্ররের জনগণ হাতে নিয়ে সংবিধান

////////////////////////////

কেউ সুর দিলে খুশি হবো ?


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

দারুণ প্রতিবাদী কবিতা।
শুভেচ্ছা রইলো কবি।
mdkamrulislam

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।