প্যালেস্টাইন/ ১

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: সোম, ০৪/০৮/২০১৪ - ৫:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্যালেস্টাইন/ ১

মুখে ভয়াল এক পাথর গোজা
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি
বয়ে যাচ্ছে রক্তের নদী।
ধুঁয়া আর অগ্নিকুণ্ডলি স্পর্শ করছে আকাশ
সারি সারি মৃত শিশুর লাশ,
আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি।
এই রক্ত-নদীর পিতৃ-পরিচয়, উৎস-মূলে -
কোন বাড়ির রক্তমাখা হাত, জোয়ার ভাটার টান,
কোন জাতির বিশ্ব-শোষণ সর্বনাশা লোভ,
সবাই জানে, কিন্তু মুখ খুলছে না কেউ ।

এদের নাকি অতীত খারাপ,
তাই মুখ খুলছে না জার্মানি ?
বললেন আমার এক বন্ধু । দায়সারা মানবতার কথা
আরও বলে যাচ্ছে, কেউ কেউ।

প্যালেস্টাইনিদের জন্ম-মাটিতেই -
গড়ে উঠছে দখলদারির শক্ত প্রাচীর, বসতি,
আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ।
এই প্রাচীরের প্রাচীন পরিচয়, বংশ-গোত্র
লোকজন কারা ? জানে পৃথিবীর মানুষ । জানে ইতিহাস।
কিন্তু কেউ মুখ খুলছে না এখন, মুখ থুবড়ে দাঁতভেঙ্গে
পড়ে আছে কয়েদী, এই সময়ের আমরা সবাই কয়েদি ?

১৯.০৭.২০১৪


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

চলুক

অনেকদিন পর লেখলেন মন খারাপ

মাসুদ সজীব

শাহীন হাসান এর ছবি

কেমন আছেন? ভাল থাকবেন ।।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

দীনহিন এর ছবি

কিন্তু কেউ মুখ খুলছে না এখন,

কে বলল, মুখ খুলছে না, ওবামা একের পর এক অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন হামাসের আঘাতে ক্ষত-বিক্ষত জনমদুঃখী ইসরাইলকে; মার্কিন কংগ্রেস দানব হামাসের মিসাইল আক্রমন থেকে দুর্বল ইসরাইলকে বাঁচাতে সহায়তা তহবিল বরাদ্দ করছেন!

আমরা শুধু শুধু শোষিত মানুষের জয়ের কথা বলি, বাস্তব হল, দুনিয়াটা শোষকদের! জয়ের মিথ্যে আশ্বাস দিয়ে শুধু শোষিতদের আরও কিছুদিন বাঁচিয়ে রাখা হয়! কারণ শোষিতের অভাব হলে, শোষকরা মনমত শোষন করবে কিভাবে? আর শোষন না করলে তারা বাঁচবে কি করে?

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

অতিথি লেখক এর ছবি

চলুক চলুক চলুক
গুল্লি গুল্লি গুল্লি

মাসুদ সজীব

শাহীন হাসান এর ছবি

ধন্যবাদ ।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

শাহীন হাসান এর ছবি

দু:খ এবং দু:সময় দুটোই বলবো, যারা ক্ষতিগ্রস্থ হচ্ছে তাদেরই বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, এটা পৃথিবীর কতটা নৈতিক অধ:পতন, ভাবা যায় না! ঘরে ঘরে গৃহযুদ্ধের জন্ম দিচ্ছে যারা, তারাই আবার অভিযোগ করছে, গৃহযুদ্ধের বিরুদ্ধে! সাম্রাজ্যবাদীদের কাছে কবিতা কোন অর্থ হয়তো বহন করে না, কিন্তু আমরা লিখবো, লিখে যাবো, মানুষের জন্য, শান্তির জন্য ....। হ্যাঁ, মুখ খুলছে, দীনহীন, আপনার সাথে আমিও একমত। ধন্যবাদ ।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

অতিথি লেখক এর ছবি

কেমন আছো শাহীন ----ভালো লিখেছো -------কিছু জায়গায় আরও ভালো হওয়া দরকার ছিল ----ভালো থেকো

গান্ধর্বী এর ছবি

এই সময়ের আমরা সবাই কয়েদি ?

সত্যিই তাই!
অনেকদিন পর লিখলেন।

------------------------------------------

'আমি এখন উদয় এবং অস্তের মাঝামাঝি এক দিগন্তে।
হাতে রুপোলী ডট পেন
বুকে লেবুপাতার বাগান।' (পূর্ণেন্দু পত্রী)

শাহীন হাসান এর ছবি

ধন্যবাদ! সংসার পেতেছি তো তাই, একটু সময় নিচ্ছি ।।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।