পাথর

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: শনি, ১৮/১০/২০১৪ - ৬:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই যে পাথর
শতাব্দীর পর শতাব্দী হয় তো পড়ে থাকবে কথাহীন
বসে কেউ জিরিয়ে নেবে
রোদ পোহাবে
আর কেউ কীটের কোলাহল আরতি লিখে
পাথরকে শোনাবে এক শ্বাসরুদ্ধকর কষ্ট, এবং
গল্প ।

এই যে পাতার ছায়া
আর বনের মধ্যে যে ছন্দে নাচছে অন্ধকার
এই নৃত্যে তুমি কি টের পাও, রাত আসছে ?

জীবনের কালি ফুরিয়ে যায়
লেখার শেষ আছে একদিন

এই তো পাথর জীবন ?


মন্তব্য

দ্রিঘাংচু এর ছবি

যদিও কিছু বুঝিনি; তবে আপনি যখন লিখেছেন, আর কবিতা হিসেবেই ট্যাগিয়েছেন -- সেহেতু রচনাটি সন্দেহাতীতভাবে গভীর জীবনবোধসম্পন্ন এবং পাঠকের মর্মমূলাঘাতী হয়েছে।

শাহীন হাসান এর ছবি

হয় তো আমিও ঠিক মতো বোঝাতে পারিনি? তারপরও ধন্যবাদ! ভাল থাকবেন ।।।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

অতিথি লেখক এর ছবি

আর কেউ কীটের কোলাহল আরতি লিখে
পাথরকে শোনাবে এক শ্বাসরুদ্ধকর কষ্ট, এবং
গল্প
.......................
কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম হাসি

ইমিনা

শাহীন হাসান এর ছবি

ধন্যবাদ! শুভেচ্ছা নিন, ভাল থকবেন ।।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।