অলীক উটের পিঠে

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বিষ্যুদ, ২১/০৫/২০০৯ - ২:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নিতে এসেছে আমাকে
ঝকঝকে জ্যোৎস্না
চিক্‌চিকে বালির উপর দাঁড়িয়ে আছে মরুজাহাজ।

কি করে চড়তে হয়
অত উঁচুতে তাকিয়া পাতা
কোনো কালে ছিলাম নাকি মরুচারী, মুসাফির?

অমনি হাঁটুগেড়ে বসলো :
কোথায় নিয়ে যাবে-এই মরুজাহাজ? তাও জানিনা।
এ ভাবে যাত্রা করতে আমার কষ্ট হয়,
তবু করলাম একসময় :

সমুখে স্বর্ণের ধুধু ...
পেছনে রুপোলি ধুধু ...
উড়িয়ে, যাচ্ছি ...

২.

গোয়েন্দার মাথাটা ভিজে, ধূসর।
চোখজোড়া ঘোর-প্যাঁচ, জ্বলন্ত!
বিলোকন যাকে বলে?
তাকিয়ে আছে আমাদের দিকে :
মরুর এই ‌‌‌'আরব্য-রজনীতে' অন্য কারও
প্রবেশাধিকার নেই নাকি?
'স্বপ্নে-তো সবার সমান অধিকার' কথাটা
বলতে যাবো যেই, অমনি মাথাটা ঝাড়লো :
এখন আমার মাথা থেকেও
ঝরতে পারে, মরুপ্যাঁচার উপকথা,
ঘোর-মরুশিশির ...
যাচ্ছি ...

৩.

যেন উন্মাদনা, প্রতিটি কণাকেও দেখা যায়
পৃথক করে। বালুকার। মাথাটা আমার
তীব্র-সোনা হয়ে গেছে :
এক নারীর কথা মনেপড়ে,
অন্তরঙ্গ এক বিকেলে বলেছিলেন
লোনাটিকা কোথাকার!
পরে তরজমা করে বললেন,
তার নাকি চন্দ্রমাতালঅবস্থা।
আমার চুল থেকেও এখন
ঝরতে পারে, সেই উপকথার
ঘোর-মরুজ্যোৎস্না ...
যাচ্ছি ...


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

ভালো লাগলো!

অবাঞ্ছিত এর ছবি

ঊট হবে কি?
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

শাহীন হাসান এর ছবি

ধন্যবাদ ....।
...................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

পুতুল এর ছবি

যাচ্ছি.....
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

s-s এর ছবি

কবিতা ভালো লেগেছে, এবার পয়েন্ট কামাই
মরুচারী
মুসাফির
২ পয়েন্ট হলো।

শাহীন হাসান এর ছবি

ঠিক করে নিয়েছি ... ধন্যবাদ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।